ER- Eity- vlogs

ER- Eity- vlogs আমার স্বপ্ন,
গরীব -অসহায় দের নিয়ে কাজ করা।

বাবা কে ছাড়া একটা বছর কেটে গেলো, বাবার অভাব কখনো পূরণ হয়না এটা চরম সত্য।  যাদের বাবা পৃথিবী থেকে চলে গেছেন তারাই বুঝবেন ...
28/06/2025

বাবা কে ছাড়া একটা বছর কেটে গেলো, বাবার অভাব কখনো পূরণ হয়না এটা চরম সত্য।
যাদের বাবা পৃথিবী থেকে চলে গেছেন তারাই বুঝবেন বাবা ছাড়া দুনিয়া কত কঠিন।

যে হাতটা ধরে আমি হাঁটতে শিখেছি, সেই হাত আজ কবরে হে আল্লাহ, তাঁর ওপর আপনার রহমতের ছায়া বর্ষণ করুন।
”বাবা ছিলেন আমার দুনিয়ার জান্নাত।
আমার দুনিয়ায় সবচেয়ে প্রিয় জিনিসটায় আর নেই,
এখন আর কোনো কিছুতেই হারানো ভয় হয়না, সব কিছুই কেমন জানি স্বাভাবিক মনে হয়।
দাদী আছেন বাবা নেই 🥲।।

হে আল্লাহ , আপনি আমার বাবা কে আখিরাতেও জান্নাতের স্থায়ী নিবাস দান করুন। আমিন।”

যে জায়গা আমার  আর রইল না, সে জায়গায় আমার সস্তা ইমোশন ইনভেস্ট করার দরকার কি?
27/06/2025

যে জায়গা আমার আর রইল না,
সে জায়গায় আমার সস্তা ইমোশন ইনভেস্ট করার দরকার কি?

তুমি আমি আর সবুজে ঘেরা চারপাশ 🙄💚🙃
23/06/2025

তুমি আমি আর সবুজে ঘেরা চারপাশ 🙄💚🙃

I feel complete in my life, যখন ভাবি তোমার মতো একজন মানুষ আমার জীবনে আছে ভালোবাসার জন্য।💕💕
17/06/2025

I feel complete in my life, যখন ভাবি তোমার মতো একজন মানুষ আমার জীবনে আছে ভালোবাসার জন্য।💕💕

ছবিতে যে লম্বা সাপের মতো প্রাণীটি দেখতে পাচ্ছেন, একে বলে ‘স্নেক ইল’। একবার একটি ‘গ্রেট ব্লু হেরন’ এই ইলটিকে জীবন্ত অবস্থ...
22/05/2025

ছবিতে যে লম্বা সাপের মতো প্রাণীটি দেখতে পাচ্ছেন, একে বলে ‘স্নেক ইল’। একবার একটি ‘গ্রেট ব্লু হেরন’ এই ইলটিকে জীবন্ত অবস্থায় গিলে ফেলে। এরপর উড়াল দেয়। কিন্তু কিছুক্ষণ পর ঘটে অবিশ্বাস্য এক ঘটনা—সেই ‘স্নেক ইল’ হঠাৎ হেরনের বুক চিরে বেরিয়ে আসে!

এই চমকপ্রদ ও গা শিউরে ওঠা মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার স্যাম ডেভিস।

স্নেক ইল সাধারণত সমুদ্রের তলদেশের বালিতে গর্ত খুঁড়ে বাসা বানায়। এর শক্ত ঠোঁট মূলত সেই খোঁড়াখুঁড়ির জন্যই ব্যবহার হয়। এবার সেই অস্ত্রই কাজে লাগিয়ে হেরনের পেট চিরে পালিয়ে বাঁচার মরিয়া চেষ্টা করে সে।

জীবনের জন্য প্রাণপণ লড়াই করে গিয়েছিল ইলটি, কিন্তু শেষ রক্ষা হয়নি তার। অবাক করা বিষয় হলো—বুকে গভীর ক্ষত নিয়েও হেরনটি তখনও আকাশে উড়ছিল!

এ ঘটনা থেকে যে শিক্ষা পাই৷

* যে জিনিস আমি পারবো না সেটা বর্জন করাই ভালো

* বেঁচে থাকার জন্যে জীবনের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়া উচিত৷

18/05/2025

sisters love🤍🖤

কমলাবতী কপালে ভাঁজ কেনো, কি হয়েছে? আমাকে বলো। কমলাবতী :বিলম্বে ঘরে ফিরেছো তুমি🙄 এখন যদি কথা না বলি।😑❣️
17/05/2025

কমলাবতী কপালে ভাঁজ কেনো, কি হয়েছে?
আমাকে বলো।
কমলাবতী :বিলম্বে ঘরে ফিরেছো তুমি🙄
এখন যদি কথা না বলি।😑❣️

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when ER- Eity- vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ER- Eity- vlogs:

Share

Category