
28/06/2025
বাবা কে ছাড়া একটা বছর কেটে গেলো, বাবার অভাব কখনো পূরণ হয়না এটা চরম সত্য।
যাদের বাবা পৃথিবী থেকে চলে গেছেন তারাই বুঝবেন বাবা ছাড়া দুনিয়া কত কঠিন।
যে হাতটা ধরে আমি হাঁটতে শিখেছি, সেই হাত আজ কবরে হে আল্লাহ, তাঁর ওপর আপনার রহমতের ছায়া বর্ষণ করুন।
”বাবা ছিলেন আমার দুনিয়ার জান্নাত।
আমার দুনিয়ায় সবচেয়ে প্রিয় জিনিসটায় আর নেই,
এখন আর কোনো কিছুতেই হারানো ভয় হয়না, সব কিছুই কেমন জানি স্বাভাবিক মনে হয়।
দাদী আছেন বাবা নেই 🥲।।
হে আল্লাহ , আপনি আমার বাবা কে আখিরাতেও জান্নাতের স্থায়ী নিবাস দান করুন। আমিন।”