04/12/2025
কুকুর মারার বৈধতা আমি মোটেও দিচ্ছিনা। কুকুর কেন, স্ব-ইচ্ছায় আমি কখনো মশাও মারিনা। কিন্তু দুইটা ঘটনা খেয়াল করলে বুঝবেন মিডিয়ার এই সিলেক্টিভ সাইলেন্স।
১) চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুই বাংলাদেশিকে হত্যার পর পদ্মা নদীতে লাশ ফেলে দিয়েছে বিএসএফ
২) এক মহিলা ৮টা কুকুরছানাকে বস্তায় ভরে পানিতে ফেলে হত্যা করেছে।
কুকুরের খবরে মিডিয়া ভরপুর, প্রতিটা মিডিয়া ২০/৩০টা খবর ছেপেছে কুকুর নিয়ে অথচ বিএসএফ যে দুইজন মানুষকে মেরে পানিতে ফেলে দিলো এটার কোন খবর নাই অধিকাংশ মিডিয়ায়। যেখানে আছে সেখানেও এই খবরটা ভাইরাল হয়নি। বাকশালি মিডিয়ার এই যে চরিত্র এটা ভয়ংকর। ৫ আগস্টের পরও মিডিয়ার এই ভারতকে সমীহ করা কেন আমার বুঝে আসেনা। খবরটা শেয়ার করে ছড়িয়ে দেন। বিস্তারিত খবরের লিংক কমেন্টে দিচ্ছি।