Ahmed Faruk

Ahmed Faruk আমি আমার দেশকে, আমার ধর্ম কে,
দেশের ভাষাকে এবং সংস্কৃতিকে ভালোবাসি। Being a Passionate Person to love create especial something

17/04/2024

বাংলাদেশে অনেকগুলো পেশাজীবী সংগঠন আছে। প্রায় সবগুলো সংগঠনেরই নির্বাচন হয় । কিন্তু চলচিত্র সমিতির নির্বাচন নিয়ে আমাদের জাতীয় মিডিয়াগুলো যে পরিমানে ফোকাস করেছে🧐🧐। তাতে বুঝা যায় ; না জানি কি একখান সমিতি🤣🤣 আর কি একখান নির্বাচন🤣🤣!!! মনে হয় যেন এদেশে আর কোন পেশাজীবী সংগঠন নাই এবং তাদের নির্বাচনও নাই 🥹🥹। আমি অবাক হই তথাকথিত শিল্পীদের দুঃসাহস দেখে😡😡!!! ; যখন তাদেরকে প্রশ্ন করা হয়; তাদের গঠনতন্ত্র নিয়ে; প্রতিউত্তরে তারা যেভাবে সংবিধান সংবিধান বলে উঠে এবং এমনভাবে বলে সংবিধানে এইগুলো আছে ঐগুলো নাই ; তাতে করে মনে হয় যেন; এটা বাংলাদেশের জাতীয় সংবিধান।
আমার প্রশ্ন হচ্ছে একটি পেশাজীবী সংগঠনের গঠনতন্ত্র কিভাবে সংবিধান হয়??? এবং একটি পেশাজীবী সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটি; কিভাবে নির্বাচন কমিশন বলে বলে মুখে ফেনা তুলে ফেলে??? এগুলো কি বাংলাদেশর সংবিধান এবং নির্বাচন কমিশনের সাথে অবমাননাকর নয়??? আর আমাদের মিডিয়াও নির্বিকারে কিভাবে এগুলো গিলে 🤬🤬🤬??? তাই এই বিষয়ে অনতিবিলম্বে রাষ্ট্রের গূরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি; যাতে করে বাংলাদেশের কোন পেশাজীবী সংগঠন তাদের গঠনতন্ত্র বা নিয়মাবলীকে “সংবিধান” বলতে না পারে এবং তাদের নির্বাচন পরিচালনা কমিটিকেও যেন ”নির্বাচন কমিশন” বলে সম্বোধন করতে না পারে।

#চলচিত্র #মুভি #বাংলাদেশীমুভি #শিল্পীসমিতি

17/03/2022

Address

Subid Bazar, Sylhet
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Ahmed Faruk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahmed Faruk:

Share