17/04/2024
বাংলাদেশে অনেকগুলো পেশাজীবী সংগঠন আছে। প্রায় সবগুলো সংগঠনেরই নির্বাচন হয় । কিন্তু চলচিত্র সমিতির নির্বাচন নিয়ে আমাদের জাতীয় মিডিয়াগুলো যে পরিমানে ফোকাস করেছে🧐🧐। তাতে বুঝা যায় ; না জানি কি একখান সমিতি🤣🤣 আর কি একখান নির্বাচন🤣🤣!!! মনে হয় যেন এদেশে আর কোন পেশাজীবী সংগঠন নাই এবং তাদের নির্বাচনও নাই 🥹🥹। আমি অবাক হই তথাকথিত শিল্পীদের দুঃসাহস দেখে😡😡!!! ; যখন তাদেরকে প্রশ্ন করা হয়; তাদের গঠনতন্ত্র নিয়ে; প্রতিউত্তরে তারা যেভাবে সংবিধান সংবিধান বলে উঠে এবং এমনভাবে বলে সংবিধানে এইগুলো আছে ঐগুলো নাই ; তাতে করে মনে হয় যেন; এটা বাংলাদেশের জাতীয় সংবিধান।
আমার প্রশ্ন হচ্ছে একটি পেশাজীবী সংগঠনের গঠনতন্ত্র কিভাবে সংবিধান হয়??? এবং একটি পেশাজীবী সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটি; কিভাবে নির্বাচন কমিশন বলে বলে মুখে ফেনা তুলে ফেলে??? এগুলো কি বাংলাদেশর সংবিধান এবং নির্বাচন কমিশনের সাথে অবমাননাকর নয়??? আর আমাদের মিডিয়াও নির্বিকারে কিভাবে এগুলো গিলে 🤬🤬🤬??? তাই এই বিষয়ে অনতিবিলম্বে রাষ্ট্রের গূরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি; যাতে করে বাংলাদেশের কোন পেশাজীবী সংগঠন তাদের গঠনতন্ত্র বা নিয়মাবলীকে “সংবিধান” বলতে না পারে এবং তাদের নির্বাচন পরিচালনা কমিটিকেও যেন ”নির্বাচন কমিশন” বলে সম্বোধন করতে না পারে।
#চলচিত্র #মুভি #বাংলাদেশীমুভি #শিল্পীসমিতি