NilZ World

NilZ World This page is all about entertaining you, Stay Tune!!

শুভ রাএি সবাইকে। ছোট আলু দিয়ে দেশি মুরগী ঝোল 😋
28/04/2025

শুভ রাএি সবাইকে।
ছোট আলু দিয়ে দেশি মুরগী ঝোল 😋

সবুজ ধানের মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে একগুচ্ছ তালগাছ। এ যেন প্রকৃতির বুকে আঁকা এক নিপুণ শিল্পকর্ম। চারদিকে নির্জনতা, শুধু...
12/04/2025

সবুজ ধানের মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে একগুচ্ছ তালগাছ। এ যেন প্রকৃতির বুকে আঁকা এক নিপুণ শিল্পকর্ম। চারদিকে নির্জনতা, শুধু হালকা বাতাসে পাতার মৃদু সুর।

লোকেরা বলে, অনেক বছর আগে এখানে ছিল একটি ছোট্ট গ্রাম। এই গাছগুলো ছিলো গ্রামের মাঝখানে, সময়ের স্রোতে গ্রাম হারিয়ে গেলেও, তালগাছগুলো দাঁড়িয়ে আছে সেই আগের মতো। তারা আজও মনে রাখে সেই শিশুদের হাসি, কৃষকের গান আর সন্ধ্যার পাখির ডাক।

এই গাছগুলো শুধু গাছ নয়—এরা সময়ের গল্প বলা জীবন্ত চরিত্র, যারা সবুজের মাঝে দাঁড়িয়ে আছে অতীতকে আগলে রেখে।

(Copied)

কেনো তাকে বড় খেলোয়াড় বলছি কারণ ?আশিক একজন শখের স্কাইডাইভার! মেমফিসে তিনি বাংলাদেশের পতাকা নিয়ে ৪১,৭৯৫ ফুট প্রায় ১২.৭৩...
11/04/2025

কেনো তাকে বড় খেলোয়াড় বলছি কারণ ?

আশিক একজন শখের স্কাইডাইভার! মেমফিসে তিনি বাংলাদেশের পতাকা নিয়ে ৪১,৭৯৫ ফুট প্রায় ১২.৭৩৯ কিলোমিটার উচ্চতা থেকে জাম্প করেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অধীনে তিনি ‘গ্রেটেস্ট ডিস্টেন্স ফ্রি ফল উইথ এ ব্যানার বা ফ্ল্যাগ’ রেকর্ড অর্জন করেন। বাংলাদেশের পতাকা নিয়ে। আমরা এসব নিউজ জানি? জানি না!
হিরো আলম আর ঐ কি রে আ" গুন আ" গুন নিয়ে পরে থাকতে আমরা অভ্যস্ত। এছাড়াও তার বাংলাদেশে একটি প্রাইভেট পাইলট লাইসেন্স রয়েছে।

সেই ছেলেই বিডার চেয়ারম্যান হয়ে কয়েক মাসে তাক লাগিয়ে দিয়েছে। তার হাত ধরে বিনিয়োগ হাবে পরিণত হচ্ছে একটি দেশ।©️

সময়টা ছিল ২০০৬ কিংবা ২০০৭ সাল।লোডশেডিং তখন ছিল যেন নিত্যদিনের এক নিয়মিত অধ্যায়।সন্ধ্যা নামলেই বিদ্যুৎ চলে যেত— যেন সময়টা...
09/04/2025

সময়টা ছিল ২০০৬ কিংবা ২০০৭ সাল।
লোডশেডিং তখন ছিল যেন নিত্যদিনের এক নিয়মিত অধ্যায়।
সন্ধ্যা নামলেই বিদ্যুৎ চলে যেত— যেন সময়টা আমাদের একটুখানি কাছাকাছি আসার সুযোগ করে দিত।
চারপাশ অন্ধকারে ঢেকে যেত, কিন্তু সেই অন্ধকার কখনোই একাকিত্ব ডেকে আনত না।
কারেন্ট চলে গেলে, আমরা সবাই— মা, বাবা, ভাইবোন, চাচা-চাচি, দাদা-দাদি— উঠোনে চলে যেতাম।
চাটাই বিছিয়ে গোল হয়ে বসে শুরু হতো গল্পের আসর।
সেই মুহূর্তগুলো ছিল ঠিক যেন এক টুকরো যাদুকরী সময়।
বড়রা তখন আমাদের শোনাতেন ভৌতিক কাহিনি,
কখনো হাসির গল্প, কখনোবা জীবনের নানা ঘাত-প্রতিঘাতের কথা।
আমরা মুগ্ধ হয়ে শুনতাম।
ভয়ের কাঁপুনি আর কৌতূহলের উত্তেজনায় হৃদয় যেন থমকে যেত।
তখন ছিল না স্মার্টফোন, ছিল না প্রযুক্তির অতিরিক্ত দখলদারি।
ছিল না অপ্রয়োজনীয় ব্যস্ততার বাহুল্য।
তবু, সময়গুলো ছিল ভীষণ প্রাণবন্ত, সহজ আর আন্তরিক।
পরিবার মানেই ছিল একসাথে থাকা,
আলাপ-আলোচনায় মেতে ওঠা,
আর সেই সব মুহূর্তকে একসাথে উপভোগ করা—
এভাবেই খুঁজে পেতাম জীবনের আসল স্বাদ।
আর আজ?
আজকের যান্ত্রিক জীবন আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে সেই সহজ সময়গুলো।
টেকনোলজির ছায়ায় আমরা যেন আরও বেশি একা হয়ে যাচ্ছি।
একসাথে থেকেও দূরে থাকি।
চোখে চোখ রেখে কথা বলার অভ্যাসটা যেন হারিয়েই গেছে।
স্মৃতি আজ শুধুই হাহাকার হয়ে বুকে বাজে…
একটুখানি সরলতা, একটুখানি আন্তরিকতার জন্য মন কাঁদে বারবার।

15/03/2025

সিলেটে আজ সেহরির শেষ সময় ৪:৪১ মিনিট।

নারীবাদীদের অবস্থা😆
14/12/2024

নারীবাদীদের অবস্থা😆

এটাই দেখার শুধু বাকি ছিল 😆😆
05/10/2024

এটাই দেখার শুধু বাকি ছিল 😆😆

একটি শিক্ষামূলক পোস্ট ::১. কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে ব্যক্তি...
30/09/2024

একটি শিক্ষামূলক পোস্ট ::
১. কাউকে একসঙ্গে তিনবারের বেশি ফোন কল করবেন না। যেহেতু আপনার কল রিসিভ হচ্ছে না তার মানে ব্যক্তিটি আপনার ফোন কলের চেয়ে গুরুত্বপূর্ণ কোন কাজে ব্যস্ত আছে।
১০/১৫ মিনিট পর আবার চেষ্টা করতে পারেন।
২. কারো কাছ থেকে টাকা ধার/ঋণ করলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে তারপরও তাকে সময়মতো ফেরত দিন বা তাকে এমন ভাবে তা পুষিয়ে দিবেন যাতে তার মনে প্রশান্তি আসে। তার সাথে নমনীয় আচরন করুন।
৩. এখনো বিয়ে করোনি কেন কিংবা তুমি নতুন বাড়ি কিনছো না কেন? কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা থেকে বিরত থাকুন।
৪. যদি কোন বন্ধু বা সহকর্মীর সঙ্গে রাইড শেয়ার করেন সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে আপনি বিল পরিশোধ করুন।
৫. অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন।
৬. কারো সঙ্গে আপনি মজা করতেছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না।
৭. কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির এপাশ-ওপাশ করবেন না।
৮. কারো সঙ্গে কথা বলার সময় স্মার্ট ফোন টিপাটিপি করবেন না।
৯. যতক্ষণ পর্যন্ত কোন বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের চরকায় তেল দিতে থাকুন।
১০. কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবেন না।
১১. সবাইকে সম্মান দিতে শিখুন হোক সে রিক্সাওয়ালা কিংবা আপনার অফিসের বস।
১২. কারো বেতন - চাকরি - ব্যবসা এসব নিয়ে সরাসরি প্রশ্ন করবেন না।
১৩. কেউ পাসওয়ার্ড দেওয়ার সময় ভদ্রতার সাথে চোখ অন্যদিকে ঘুরিয়ে ফেলুন।
১৪. কেউ ন্যূনতম সাহায্য করলে তাকে ধন্যবাদ দিতে শিখুন।
১৫. কারো কাছ থেকে কোনো কিছুতে উপকৃত হলে তার যথাযথ মূল্যায়ন করুন।
১৬. বন্ধুত্বের উপর সবসময় বড় আবদারের আশা করে থাকবেন না।
১৭. সবসময় কোনো কিছু ফ্রি - তে পাওয়ার আশায় থাকবেন না।
১৮. কারো দোষ জানা থাকলে তা গোপন রাখুন। অপপ্রচার করবেন না।
১৯. কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না। নিজে চেষ্টা করুন। হয়তো আপনিও পারবেন।
২০. ছোট-বড় সবার সাথে মাধুর্য্যপূর্ণ আচরন করুন। আপনার সাথে কারো মতের মিল না থাকলে তর্ক না করে তার সঙ্গ এড়িয়ে চলুন।
২১. বন্ধুত্বের মধ্যে ঝগড়া-বিবাদ হলে তার দোষ রটনা করবেন না।
২২. কাউকে খোঁটা দিবেন না।
২৩. কোনো বিষয়ে কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন না।
২৪. ছোট-বড় কাউকে লজ্জা দিয়ে কথা বলবেন না। বিধর্মীদের তুচ্ছ করে কথা বলবেন না।
২৫. যে আপনার উপদেশ মানে না তাকে উপদেশ দিতে যাবেন না অর্থাৎ উলু বনে মুক্তা ছড়াবেন না।
ধৈর্য্য সহকারে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। (Collected)

চিল্লাইয়া কন ঠিক না বেঠিক 🤣
29/09/2024

চিল্লাইয়া কন ঠিক না বেঠিক 🤣

Shout out to my newest followers! Excited to have you onboard! Nayeem Chowdhury, Junia Rahman, Md Asad Miah, Ashraf Hoss...
27/09/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Nayeem Chowdhury, Junia Rahman, Md Asad Miah, Ashraf Hossain, Shakib Muhammad Sumon, জাহাঙ্গীর গ্রুপ দাশপাড়া ব্লক, Shuvo Das

কে কে একমত?
27/09/2024

কে কে একমত?

Address

Garden Tower, 1st Floor, Shahjalal Upashahar
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when NilZ World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NilZ World:

Share