আমার দেশ আমার মাটি

আমার দেশ আমার মাটি মহাসত্যের সাথে শান্তি আর সৌহার্দের মেলবন্ধনে সুন্দর একটি পৃথিবী বিনির্মানে কাল হতে মহাকালের অন্তে।

20/01/2025
19/01/2025

স্বাধীন বাংলাদেশের প্রথম স্বৈরাচার ফ্যাসিস্ট মুজিবের প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করলো ঢাবি শিক্ষার্থীরা

আজ এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশনের উদ্যোগে ঘৃণা স্তম্ভ, ঢাকা বিশ্ববিদ্যালয়-এ স্বাধীন বাংলাদেশ এর প্রথম স্বৈরাচারী শাসক শেখ মুজিবুর রহমান এর পুনরায় অংকিত প্রতিকৃতিতে "জুতা নিক্ষেপ ও কালিমা লেপন" কর্মসূচি পালন করা হয়৷ দেশের ইতিহাসে প্রথম স্বৈরাচার, বাকশালের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র বিলুপ্তকারী, সংবাদপত্রের স্বাধীনতা হরণকারী, প্যারামিলিটারি রক্ষীবাহিনী কর্তৃক হাজার হাজার মানুষকে হত্যাকারী শেখ মুজিবের প্রতি জুতা ছুঁড়ে সর্বস্তরের সাধারণ মানুষ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান।

রাজনৈতিক দলগুলো আওয়ামী পুনর্বাসনে সহযোগিতা করলেও সাধারণ শিক্ষার্থী ও জনগণ এই গণহত্যাকারীদের প্রধান আইকনকে পুনরায় "না" জানালো।

মির্জা ভাইয়ের মাথায় আওয়ামী ভূত চেপেছে........
15/01/2025

মির্জা ভাইয়ের মাথায় আওয়ামী ভূত চেপেছে........

আলেমদের একত্রে দেখলে এতটা ভালো লাগে যা ভাষায় প্রকাশ করার মত না!আলেমরা এক হোক,জাতি এক হয়ে যাবে!ইনশাআল্লাহ
13/01/2025

আলেমদের একত্রে দেখলে এতটা ভালো লাগে যা ভাষায় প্রকাশ করার মত না!

আলেমরা এক হোক,জাতি এক হয়ে যাবে!
ইনশাআল্লাহ

23/08/2024

যদি ভারতের সাথে যুদ্ধ করা লাগে, আমরা যুদ্ধ করবো কারণ এটা রাসূল সঃ এর ওয়াদা

🎙️আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী

22/08/2024

আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর ৩০ বছর আগের ভবিষ্যতবাণী করা বক্তব্য..........

কান্না করতেও ভয় লাগে যদি আরেক ফোঁটা পানি বেড়ে যায়...........এই দৃশ্য অসহনীয়, সহ্য সীমার বাহির😪😪😪😪
22/08/2024

কান্না করতেও ভয় লাগে যদি আরেক ফোঁটা পানি বেড়ে যায়...........

এই দৃশ্য অসহনীয়, সহ্য সীমার বাহির😪😪😪😪

22/08/2024

বানের পানি ভাসিয়ে নিয়ে যাচ্ছে আমাদের ভাইদের........
ইয়া আল্লাহ তুমি রহম করো

22/08/2024

পায়ের নিচে একটুকরো মাটির খোঁজে বাংলাদেশ কিন্তু মাটি নেই কেবল পানি আর পানি.........
ইয়া আল্লাহ রহম করুন!

কাগজের নৌকা তারেক নোমান জীবন এ তো বহতা নদীর মত চির বহমান।জীবনের গতিপ্রকৃতি আর পথ পরিক্রমা নানা বাক নেয়ে ,নেয়ে নানা মোড়। ...
18/07/2023

কাগজের নৌকা
তারেক নোমান

জীবন এ তো বহতা নদীর মত চির বহমান।জীবনের গতিপ্রকৃতি আর পথ পরিক্রমা নানা বাক নেয়ে ,নেয়ে নানা মোড়। কখনও রাতের মত ঘুটঘুটে অন্ধকারে পথ চলতে হয় একাকী আবার কখনও স্বচ্ছ শুভ্র চাঁদের ঝলমলে আলোক সজ্জায় সজ্জিত চিরচেনা পথ ধরে নির্বিঘ্নে পথ চলার নামই জীবন।

একটি সোনালী অতীত ফেলে এসেছি,ফেলে এসেছি সোনালী কিছু স্মৃতি।যা উকি দেয়ে মনের অন্দরে ,ভাবুক মনকে করে উত্তাল।হৃদয় জুড়ে রেখাপাত করে,গভীর খাদ তৈরি করে।নিয়ে যায় স্মৃতির মোহনায় ,অতীতের শুকনো স্মৃতির ভেজা কেনারে।

আজও মনে আছে কাগজের নৌকার কথা।একটস সময় রোজকার কাজের অংশ ছিলো কাগজের নৌকা তৈরী করে উন্মাদ সুরমার উত্তাল স্রোতে ছেড়ে দেওয়া। স্রোতের বেগে হেলেদুলে এগিয়ে চলতো আমার নৌকা।কখনও উল্টে যেতো কখনও চোখের সীমা অতিক্রম করে চলতো পথ না জানা নতুন পথের সন্ধানে।
সাদা পানির বুকে আমার কালো চোখ আটার মত লেগে থাকতো,চেয়ে চেয়ে থাকিয়ে থাকতাম মনের সুখে।নৌকাগুলো সেই কবে ছেড়েছিলাম সুরমার বুকে পানির জোয়ারে।সেই নৌকাগুলো হারিয়ে গেছে সেই যে কবে ,পানিগুলো হয়তো সাগরে বিলীন হয়েছে কিন্তু আমার চোখ যেন বার বার খুঁজে ফেরে সেই মাঝি বিহীন কাগুজে নৌকাকে।এই নৌকার সাথে জড়িয়ে আছে আমার শৈশব আর কৈশোরের অনবদ্য বর্ণিল স্মৃতির ঝুড়ি।

আমি সুরমা পাড়ের দুরন্ত এক কিশোর ছিলাম। আমার কত চঁদনী রাতের সাক্ষী আছে সুরমা আর তার পাড়। বালিয়াড়ি আর সুরমা ছিল হৃদয়জুড়া।আনমনে সুরমস পাড়ে বালিয়াড়ি খুড়তাম ,পথর দিয়ে পাথর টার্গেট করে ছুড়তাম।কত পাখির ডানার সাথে পাথরের সাক্ষাৎ হয়েছে কে জানে।সাতঁরে নদী পার হওয়া,কিনার থেকে নদীতে ঝাপিয়ে পড়া এসব ছিলো প্রতিদিনকার রুটিনের অংশ।

নদীর পাড়ে ছিল প্রাথমিক স্কুলটাও সাথে ছিল একটি বটবৃক্ষ।বটবৃক্ষের মূলে ছিলো বসার স্থান।সেখানে বসে কত গল্প আড্ডা হয়েছে তার কোন ইয়াত্তা নেই।

সে স্কুল আজও আছে ,আজও আছে প্রিয় সেই বটবৃক্ষ নেই শুধু আমি।সুরমা আজও বহমান নেই শুধু ছেড়ে দেওয়া কাগজের নৌকা।নেই কাগজের নৌকার পিছু তাকিয়ে থাকা সংকিত আর উচ্ছাসিত নয়জুড়া।

সেই দিনগুলো বড্ড মনে পড়ে সাথে মনে পড়ে ঐ সব বন্ধুদের যারা ছিল সত্যিকারের বন্ধু।যাদের সাথে প্রণয় ছিলো নিখাদ ,নিঃস্বার্থ ও মমতাময়।

কাগজের নৌকার মত হয়ে গেছে আমারও গতিপথ। কোথা থেকে অজানা অচেনা ঢেউ এসে কখনও ধাক্কা দিয়ে চলে যায় উল্টে ফেলে আমার জীবন।কখনও নৌকা আবার সময়ের স্রোতধারায় বয়ে চলে দূর বহুদূর। এ জীবন মধুময় না হলেও অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ তো হচ্ছেই।

05/07/2023

তোলপাড় মুসলিম বিশ্ব

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when আমার দেশ আমার মাটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমার দেশ আমার মাটি:

Share

Category