18/07/2023
কাগজের নৌকা
তারেক নোমান
জীবন এ তো বহতা নদীর মত চির বহমান।জীবনের গতিপ্রকৃতি আর পথ পরিক্রমা নানা বাক নেয়ে ,নেয়ে নানা মোড়। কখনও রাতের মত ঘুটঘুটে অন্ধকারে পথ চলতে হয় একাকী আবার কখনও স্বচ্ছ শুভ্র চাঁদের ঝলমলে আলোক সজ্জায় সজ্জিত চিরচেনা পথ ধরে নির্বিঘ্নে পথ চলার নামই জীবন।
একটি সোনালী অতীত ফেলে এসেছি,ফেলে এসেছি সোনালী কিছু স্মৃতি।যা উকি দেয়ে মনের অন্দরে ,ভাবুক মনকে করে উত্তাল।হৃদয় জুড়ে রেখাপাত করে,গভীর খাদ তৈরি করে।নিয়ে যায় স্মৃতির মোহনায় ,অতীতের শুকনো স্মৃতির ভেজা কেনারে।
আজও মনে আছে কাগজের নৌকার কথা।একটস সময় রোজকার কাজের অংশ ছিলো কাগজের নৌকা তৈরী করে উন্মাদ সুরমার উত্তাল স্রোতে ছেড়ে দেওয়া। স্রোতের বেগে হেলেদুলে এগিয়ে চলতো আমার নৌকা।কখনও উল্টে যেতো কখনও চোখের সীমা অতিক্রম করে চলতো পথ না জানা নতুন পথের সন্ধানে।
সাদা পানির বুকে আমার কালো চোখ আটার মত লেগে থাকতো,চেয়ে চেয়ে থাকিয়ে থাকতাম মনের সুখে।নৌকাগুলো সেই কবে ছেড়েছিলাম সুরমার বুকে পানির জোয়ারে।সেই নৌকাগুলো হারিয়ে গেছে সেই যে কবে ,পানিগুলো হয়তো সাগরে বিলীন হয়েছে কিন্তু আমার চোখ যেন বার বার খুঁজে ফেরে সেই মাঝি বিহীন কাগুজে নৌকাকে।এই নৌকার সাথে জড়িয়ে আছে আমার শৈশব আর কৈশোরের অনবদ্য বর্ণিল স্মৃতির ঝুড়ি।
আমি সুরমা পাড়ের দুরন্ত এক কিশোর ছিলাম। আমার কত চঁদনী রাতের সাক্ষী আছে সুরমা আর তার পাড়। বালিয়াড়ি আর সুরমা ছিল হৃদয়জুড়া।আনমনে সুরমস পাড়ে বালিয়াড়ি খুড়তাম ,পথর দিয়ে পাথর টার্গেট করে ছুড়তাম।কত পাখির ডানার সাথে পাথরের সাক্ষাৎ হয়েছে কে জানে।সাতঁরে নদী পার হওয়া,কিনার থেকে নদীতে ঝাপিয়ে পড়া এসব ছিলো প্রতিদিনকার রুটিনের অংশ।
নদীর পাড়ে ছিল প্রাথমিক স্কুলটাও সাথে ছিল একটি বটবৃক্ষ।বটবৃক্ষের মূলে ছিলো বসার স্থান।সেখানে বসে কত গল্প আড্ডা হয়েছে তার কোন ইয়াত্তা নেই।
সে স্কুল আজও আছে ,আজও আছে প্রিয় সেই বটবৃক্ষ নেই শুধু আমি।সুরমা আজও বহমান নেই শুধু ছেড়ে দেওয়া কাগজের নৌকা।নেই কাগজের নৌকার পিছু তাকিয়ে থাকা সংকিত আর উচ্ছাসিত নয়জুড়া।
সেই দিনগুলো বড্ড মনে পড়ে সাথে মনে পড়ে ঐ সব বন্ধুদের যারা ছিল সত্যিকারের বন্ধু।যাদের সাথে প্রণয় ছিলো নিখাদ ,নিঃস্বার্থ ও মমতাময়।
কাগজের নৌকার মত হয়ে গেছে আমারও গতিপথ। কোথা থেকে অজানা অচেনা ঢেউ এসে কখনও ধাক্কা দিয়ে চলে যায় উল্টে ফেলে আমার জীবন।কখনও নৌকা আবার সময়ের স্রোতধারায় বয়ে চলে দূর বহুদূর। এ জীবন মধুময় না হলেও অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ তো হচ্ছেই।