Hadi Media

Hadi Media ফেসবুক ও ইউটিউবে ভিডিও দেওয়া হয় কেউ ভিডিও ডাউনলোড করবেন না অনুরোধ রইলো।পাওয়া গেলে ব্যবস্হা নেওয়া হবে।

17/10/2025

আপনার যদি ২য় বিবাহের উদ্দেশ্য হয় নারীর দায়িত্ব নেওয়া।
আর উম্মতের সংখ্যা বৃদ্ধি করা।
তাহলে ১ম স্ত্রীকে কেনো অবহেলা,তুচ্ছ তাচ্ছিল্য, মিথ্যা অপবাদ বা তালাক দিতে হবে?
এর মানে কি প্রমান করছেন আপনি একজন দায়িত্ব হীন লু'চ্চা পুরুষ!

17/10/2025

প্রসঙ্গ একাধিক বিয়েঃ একটুখানি পর্যালোচনা

এক,
একাধিক বিয়ের ব্যাপারে কুরআনের আয়াত ও অর্থঃ
وَ اِنْ خِفْتُمْ اَلَّا تُقْسِطُوْا فِی الْیَتٰمٰى فَانْكِحُوْا مَا طَابَ لَكُمْ مِّنَ النِّسَآءِ مَثْنٰى وَ ثُلٰثَ وَ رُبٰعَ١ۚ فَاِنْ خِفْتُمْ اَلَّا تَعْدِلُوْا فَوَاحِدَةً اَوْ مَا مَلَكَتْ اَیْمَانُكُمْ١ؕ ذٰلِكَ اَدْنٰۤى اَلَّا تَعُوْلُوْاؕ
আর যদি তোমরা এতিমদের (মেয়েদের) সাথে বে-ইনসাফি করার ব্যাপারে ভয় করো, তাহলে যেসব মেয়েদের তোমরা পছন্দ করো তাদের মধ্য থেকে দুই, তিন বা চারজনকে বিয়ে করো। কিন্তু যদি তোমরা তাদের সাথে ইনসাফ করতে পারবে না বলে আশঙ্কা করো, তাহলে একজনকেই বিয়ে করো। অথবা তোমাদের অধিকারে সেসব মেয়ে আছে তাদেরকে বিয়ে করো। বে-ইনসাফির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এটিই অধিকতর সঠিক পদ্ধতি।(সুরা নিসা:৩)

উল্লিখিত আয়াত নাজিলের কারণ ও প্রেক্ষাপটঃ
১। আম্মাজান আয়েশা রা. থেকে বর্ণিত(ﷺ) নবিজি বলেন,
أَنَّ رَجُلًا كَانَتْ لَهُ يَتِيْمَةٌ فَنَكَحَهَا وَكَانَ لَهَا عَذْقٌ وَكَانَ يُمْسِكُهَا عَلَيْهِ وَلَمْ يَكُنْ لَهَا مِنْ نَفْسِهِ شَيْءٌ فَنَزَلَتْ فِيْهِ : (وَإِنْ خِفْتُمْ أَنْ لَّا تُقْسِطُوْا فِي الْيَتَامٰى
এক ব্যক্তির তত্ত্বাবধানে একজন এতিম বালিকা ছিল। অতঃপর সে তাকে বিয়ে করল। সে বালিকার একটি বাগান ছিল। তার অন্তরে ঐ বালিকার প্রতি কোন আকর্ষণ না থাকা সত্ত্বেও বাগানের কারণে সে ঐ বালিকাটিকে বিবাহ করে রেখে দিতে চায়। এ সম্পর্কে আয়াতটি অবতীর্ণ হয়। (বুখারীঃ৪৫৭৩)

২। কোনো কোনো তাফসিরে আবদুল্লাহ বিন আব্বাস (রা.) সূত্রে বর্ণিত হয়েছে,জাহেলি যুগে বিয়ের নির্ধারিত সীমা ছিল না। একেকজন নয়টি-দশটি বিয়ে করতো। (তায়েফের লিডার গাইলান যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখনো তার নয়জন স্ত্রী ছিল,নওফল বিন মুআবিয়ার পাঁচ জন ছিল)। তখন খরচ বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে নিজেদের এতিম ও অসহায় আত্মীয়দের দিকে নজর দিতো। আল্লাহ তাআলা এই অবস্থায় সুবিচারের শর্তে সর্বোচ্চ চার বিয়ের অনুমতি প্রদান করে এই আয়াতটি নাজিল করেন।

কোন অবস্থার পরিপ্রেক্ষিতে বা কী কারণে আয়াতটি নাজিল হয়েছে আশা করি বোধগম্য হয়েছে। তবুও বিনা শর্তে একাধিক বিয়ের অনুমতি দেওয়া হয়নি। সুস্পষ্টভাবে আয়াতে মহান আল্লাহ শর্তটি উল্লেখ করে দিয়েছেন।তারপরও কী বলা যাবে আল্লাহ তাআলা একাধিক বিয়েকে উৎসাহিত করেছেন?

দুই,
একাধিক বিয়ের ব্যাপারে নবিজি ( ﷺ) এর দুটি উক্তিঃ
১। আবু দাউদের বর্ণনা:
مَنْ كانتْ له امرأتان فمال إلى إحداهما جاء يومَ القيامةِ وشِقُّه مائلٌ
যে ব্যক্তির দুই জন স্ত্রী আছে, কিন্তু তার মধ্যে এক জনের দিকে ঝুঁকে যায়, এরূপ ব্যক্তি কিয়ামতের দিন অর্ধদেহ ধসা অবস্থায় উপস্থিত হবে।(আবু দাউদঃ২১৩৩)

২। তিরমিজির বর্ণনা:
إنَّ عليًّا ذَكرَ بنتَ أبي جَهلٍ فبلغَ ذلِك النَّبيَّ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ فقالَ إنَّما فَاطِمةُ بَضعَةٌ منِّي يؤذيني ما آذَاها وينصِبني ما أنصبَها
আলি (রা.) দ্বিতীয় বিয়ের ইচ্ছা পোষণ করেছেন মর্মে নবিজির (ﷺ) কাছে সংবাদ পৌঁছলে তিঁনি বলেন 'ফাতিমা আমার শরীরের অংশ। তাকে যে বিষয় কষ্ট দেয়, সেটি আমাকেও কষ্ট দেয়। অর্থাৎ ফাতেমা কষ্ট পেলে আমি নিজেও কষ্ট পাই....।(তিরমিজিঃ৩৮৬৯)

কী বুঝলেন? নবিজির (ﷺ) এই অবস্থান জানার পর এমন দাবি কী করা যাবে যে, একাধিক বিয়েকে নবিজি ( ﷺ) উৎসাহিত করেছেন?

তিন,
বাস্তবতা ও ফিতরাত:
বাবার দ্বিতীয় বিয়ে সন্তান মেনে নিতে চায় না। স্ত্রী স্বামীর দ্বিতীয় বিয়ে মেনে নিতে চায় না। মেয়ের স্বামীর দ্বিতীয় বিয়ে শশুর তথা প্রথম স্ত্রীর পিতা মেনে নিতে পারে না। বোনের স্বামীর দ্বিতীয় বিয়ে মানতে পারেনা বোনের ভাই-বেরাদর।

মন থেকে এই মানতে না পারাটি বাস্তবতা ও ফিতরাত।হযরত ফাতেমা (রা.) এই ফিতরাতের কারণেই হযরত আলি (রা) এর দ্বিতীয় বিয়ে মানতে পারেননি। কষ্ট ও বাস্তবতা বিবেচনায় নিয়ে নবিজিও (ﷺٍ) হযরত আলী (রা.)কে নিষেধ,অপছন্দ এবং নিরুৎসাহিত করেছেন।

পরিশেষে বলিঃ
নির্দ্বিধায় বলা যায়, ইসলাম প্রয়োজনে শর্তের আলোকে একাধিক বিয়েকে জায়েজ করেছে। কিন্তু একাধিক বিয়েকে কখনো উৎসাহিত করেনি।

ভরপুর সফলতা কামনা করতেছি।
14/10/2025

ভরপুর সফলতা কামনা করতেছি।

13/10/2025

একদিন আমি থাকবো না এ ধরায় কিন্তু সুন্দর এ প্রকৃতি ঠিকই থাকবে | আর যে কিছুই থাকবে না সে দিনই কি°য়া°মত হয়ে যাবে ||

13/10/2025

এ দূনি"য়ায় সকল চাওয়া পাওয়া আপনার মন মতো হবে না। মু"মিনের সকল চাওয়া পাওয়া পূরণ হবে একমাত্র প"রকালে | এটাই বাস্তব |

যারা বর্তমানে যাতায়াত করছেন বলুন তো খবরটি কতটুকু সত্য। যদি সত্যি হয় হয় তাহলে স্যালুট জানাই।
13/10/2025

যারা বর্তমানে যাতায়াত করছেন বলুন তো খবরটি কতটুকু সত্য। যদি সত্যি হয় হয় তাহলে স্যালুট জানাই।

12/10/2025

স্ত্রীকে তালাক দেওয়ার আগে নিজেকে তার জায়গায় দাড় করিয়ে দেখুন পৃথিবী কত সংকীর্ণ। সংশোধনের চেষ্টা করুন, ধৈর্য ধরুন, সংযমী হওয়ার চেষ্টা করুন।

06/10/2025

নিজ পরিবারের সাথে এমন কোনো কাজ করবেন না যাতে আপনার সন্তানাদি সারা জীবন মাথা নত করে সমাজে চলতে হয়।সময়ের কাজ সময়ে করুন অন্যথায় সারাজীবন পস্তাবেন।

04/10/2025

হাকালুকি হাওর জুড়ী কুলাউড়া.

আজকের মাহফিল সফল ও স্বার্থক হোক ||
02/10/2025

আজকের মাহফিল সফল ও স্বার্থক হোক ||

19/09/2025

এ দুনিয়ায় চিরজীবন থা*কার জায়গা না অন্ধকার ক*বর যে আমার আসল ঠিকানা. আমি ম*রে গেলে আমায় তোমরা ভূইলা যাইও না,আমার ম*র*ন আসিবে কখন কেউ তো জানে না।

19/09/2025

আজ চরমোনাই এর বড়লেখা মৌলভীবাজারের এমপি পদপ্রার্থীর মসজিদ থেকে ||

Address

বাংলাদেশ
Sylhet
88001797618763

Telephone

+8801909243125

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hadi Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hadi Media:

Share