SYL TV সিলেট টিভি

SYL TV সিলেট টিভি ﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮𝐥𝐚𝐢𝐤𝐮m﷽❤
Please follow my new page 🙏👇❤️ Sylhet
(2)

30/07/2025

আসিফের বাবার দাপটে মুরাদনগর ছাড়া তিন পরিবার

Big shout out to my newest top fans! 💎 MD Shohag, Md Aslam, Selim Shaikh, Taijul Ahmed Taijul Ahmed, AB Razzak Hossain, ...
30/07/2025

Big shout out to my newest top fans! 💎 MD Shohag, Md Aslam, Selim Shaikh, Taijul Ahmed Taijul Ahmed, AB Razzak Hossain, Sheikh Anwar, Josimuddin Josimuddin, Sogib Sogib Molla, Jahidul Islam, Md Al Habib, Juwel Ahmed, Md Shafi, Md Rubal, Jamal Ahmed, Abbas Bin Shofor

Drop a comment to welcome them to our community, fans

29/07/2025

অবশেষে পেয়ে গেলাম অরজিনাল ভিডিওটা।

কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার?
゚viralシfypシ゚viralシalシ

মুরাদনগরের বিএনপি নেতা শাহ আলমকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
28/07/2025

মুরাদনগরের বিএনপি নেতা শাহ আলমকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

‘সমন্বয়ক’ রিয়াদের তেলেসমাতি, এক বছরেই গ্রামে পাকা বাড়ি।।
27/07/2025

‘সমন্বয়ক’ রিয়াদের তেলেসমাতি,
এক বছরেই গ্রামে পাকা বাড়ি।।

গুলশানে এক সাবেক মহিলা এমপির বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে এই সমন্বয়করা। সেদিন ১০ লাখ টাকা আদায় করতে পেরেছিল। এর...
26/07/2025

গুলশানে এক সাবেক মহিলা এমপির বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে এই সমন্বয়করা। সেদিন ১০ লাখ টাকা আদায় করতে পেরেছিল। এরপর আজ বাকি ৪০ লাখ টাকা আনতে গেলে পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে। এ জন্যই বলে - লোভে পাপ, পাপে মৃত্যু। ৫ জন মিলে ১০ লাখ খেলেই তো হতো। এক জনের ভাগে ২ লাখ। কক্সবাজার ঘুরে আসতে পারতা, মৌজ-মাস্তি করতে পারতা। দরকার হয় নেপাল-ভুটান ঘুরে আসতে পারতা। বড় হলে না হয় বেশি খাওয়া যেত। নয়া বন্দোবস্ত! ゚viralシfypシ゚viralシalシ

26/07/2025

‘ওবায়দুল কাদেরকে পালাতে সহায়তা করেছে যুবদল নেতা’ দাবি করা জনি আটক...

22/07/2025

গতকালের চট্টগ্রামের ঘটনা নিয়ে আসলেই কিছু বলার নেই। একদিকে যখন পুরো দেশ মাইলস্টোনের দুর্ঘটনায় স্তব্ধ ছিলো, ঠিক তখন একটি দল ফ্যাসিবাদের চিহ্নিত এক ক্যাডারকে ছিনিয়ে নিতে পুলিশ ও ছাত্রদলের সাথে সংঘর্ষে লিপ্ত ছিলো।

গত ১৭ বছরে রাষ্ট্রীয় বাহিনী ছাড়াও প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি ইউনিয়ন, থানা জেলা ও পাড়া মহল্লায় আওয়ামিলীগের স্থানীয় ক্যাডারদের যন্ত্রনায় অতিষ্ঠ ছিলো বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণ। ফ্যাসিবাদের বিদায়ের পর ইচ্ছা থাকা সত্ত্বেও সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে পারে নি বিএনপির নেতা কর্মীরা। তাই যখনি স্থানীয় কোন লীগ সন্ত্রাসীর দেখা পায় তখন আইনের হাতে তুলে দেয়।

গতকাল চট্টগ্রামেও ঠিক একই ঘটনা ঘটে। স্থানীয় এক চিহ্নিত লীগ কর্মীকে পুলিশে দেয়ার পর পরই শুরু হয় যত ষড়যন্ত্র। ছাত্রশিবিরের নেতাকর্মীরা দাবী করে বসেন- পুলিশে দেয়া ব্যক্তি ছাত্রশিবির করেন। আর সে জন্য তাকে ছাড়াতে থানায় যান শিবির নেতারা। সেখানেই শুরু হয় সংঘর্ষ।

ছাত্রশিবিরের ৯৫% কমিটিগুলো অপ্রকাশিত, আর যেগুলো প্রকাশিত সেগুলাও অপূর্নাঙ্গ প্রকাশিত। আবার বর্তমানে শিবিরের কমিটিতে রয়েছেন বা শিবির করছেন এমন অনেকেই ৫ই আগস্টের পূর্বে ছাত্রলীগে ছিলেন। সেটা হোক কৌশলের জন্য বা দল পরিবর্তন, কিন্তু ঘটনা সত্য ও বহু ক্ষেত্রে প্রমানিত।

এখন ৫ই আগস্টের আগে ছাত্রলীগ আর পরে শিবির এইটা চিনার দায়িত্ব কিন্তু ছাত্রদলের না। এটা চিনানোর দায়িত্ব ছিলো ছাত্রশিবিরের। ৫ই আগস্টের আগে যারা ছাত্রলীগের ছিলো ছাত্রদল তাদেরকে চিনে, তাই তাদেরকে সামনে পেলে পুলিশে দেয়। কিন্তু তারাই যে আবার ৫ই আগস্টের পর শিবির হয়ে গিয়েছে, এটা কিন্তু ছাত্রদল জানেনা এমনকি জানার কথাও না। যার জন্যেই বেশীরভাগ স্থানে ছাত্রদল আর শিবিরের মধ্যে সংঘর্ষ বাধছে।

এই সংঘর্ষ চলতেই থাকবে যতদিন না পর্যন্ত শিবির তাদের মানুষ গুলাকে প্রকাশিত না করবে।

জামায়াত ও শিবির নেতাদের কাছে আমার পরামর্শ ও বিনীত অনুরোধ- বিশেষ করে যারা কৌশল হোক আর দলবদলই হোক ৫ই আগস্টের আগে আওয়ামিলীগ ও ছাত্রলীগ করতো আর এখন জামায়াত ও শিবির করে, অন্তত তাদেরকে পরিচয় করিয়ে দেন। নচেৎ এই মব আর সংঘর্ষ কোনদিনই থামবে না। উল্টো দেশের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাবে।

একই সাথে আমার সেকেন্ড অনুরোধ থাকবে- ৫ই আগস্টের আগের চিহ্নিত কোন লীগারকে যদি বিএনপির সাইনবোর্ডে দেখেন তাহলে ধুমায়া পিটাবেন। কারন, বিএনপির নেতাকর্মীরা কখনও পরিচয় গোপন রেখে চলে নি। বিএনপির নেতাকর্মীরা নিজ এলাকায় চিহ্নিত বিএনপি। সুতরাং পূর্বে কৌশলগত কারণে লীগ করতে হয়েছে এমন বয়ান বিএনপির নেতাকর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

যেমন- আমার নিজ এলাকা, আমার অফিস, বিজনেস এরিয়া, এমনকি আমার উপজেলা, জেলা ও থানা পুলিশও পর্যন্ত জানতো আমি বিএনপি করি। আর এই পরিচয়ে আমি গর্ব করতাম, এখনো করি, যতদিন বাঁচবো করে যাবো ইনশাআল্লাহ।

22/07/2025

দফায় দফায় সং*ঘর্ষে রণক্ষেত্র ফরিদপুর, বাস চলাচল বন্ধ

22/07/2025

আগে সরকারের ভয়ে, জনগণ পোস্ট ডিলিট করতো। আর এখন জনগণের ভয়ে, সরকার পোস্ট ডিলিট করে।

-- এটাকেই হয়তো জনগণের সরকার বলে। জনগণের মতামতই হবে প্রধান সিদ্ধান্ত।

22/07/2025

কোনো রিক্সাওয়ালা'কে আজ থেকে তার ভাড়া থেকে এক টাকাও বেশি দিবো না!❤️

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when SYL TV সিলেট টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share