Free Motion Nazmul

Free Motion Nazmul Welcome To My Page ✅❤️‍🩹
ফলো দিয়ে পাশে থাকুন,সব ভিডিও পাবেন।✌️

09/06/2025
10/04/2025

নিহতের নাম: আলি আহমেদ ঠিকানা: করদাউদপুর ইউনিয়নের ইনাতালিপুর নিবাসী
বর্তমানে মোগলাবাজারে একটি বাসায় থাকেন।
মহান রাহমানির রাহিম আল্লাহ পাক উনাকে মাফ করে জান্নাতুল ফেরদৌসের নসিব করুন।
আর উনার শোকাহত পরিবার সদস্য দেরকে ধৈর্য্য ধরার তওফিক দান করুন দয়াময় আল্লাহ।

28/07/2024

মাহফিলে বাঁধা দেওয়া পাতি নেতা এখন পোষ্ট করে হুন্ডিতে টাকা পাঠানো হারাম! 🤣

21/05/2024

আসসালামু আলাইকুম কি অবস্থা সবার।

31/08/2023

আপনি মহান ক্ষমাশীল 😪
আপনি ক্ষমা করতে ভালোবাসেন ❤️

07/08/2023

আওয়াজ তুলুন ✌️🔥

17/05/2023

কাউকে গালির বদলে গালি দিও না। লজ্জার বদলে লজ্জা দিও না। কষ্টের বদলে কষ্ট দিও না।
যদিও তুমি প্রতিশোধ নিতে পারো! কিন্তু এই প্রতিশোধ প্রয়োগের চেয়ে মাফ করে দেওয়া উত্তম।

তুমি যদি চুপ করে থাকো, কোন উত্তর না দাও! এবং এর ফলে তোমার ভিতরে কষ্ট হয়, ক্রোধের সৃষ্টি হয়, আর তা তুমি হজম করো, ধৈর্য্য ধারন করো, তাহলে এ সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন
"ধৈর্য্য ধারনকারীদের আল্লাহ তা'আলা বেহিসাব পুরুষ্কার দিয়ে থাকেন।"

[সূরা আয-যুমারঃ ১০]

04/07/2022

মরে যাওয়ার পরও,,,🥲
বন্ধুকে দিয়ে শেষ গোলটি করিয়ে সেলিব্রেশন করে নিলো পাগল বন্ধু গুলা,,,,😌
ভালোবাসা চিরদিন থাকেনা,,,কিন্তু বন্ধুত্ব থেকে যায়,,,❤️😥

04/07/2022

বদ্দা যখন গরু কিনতে যায় 🥴🙃🤣

✨  গাধাকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা বললেন : "তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি। তোর মাথায় কোনো বু...
03/07/2022

✨ গাধাকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা বললেন :
"তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি। তোর মাথায় কোনো বুদ্ধিও থাকবেনা। তোকে আয়ু দিলাম ৫০ বছর।

👉 গাধা : সে কি !! এত কষ্ট করে আমি এত দীর্ঘদিন বাঁচতে চাইনা। প্লিজ, আমার আয়ু কমিয়ে ২০ বছর করে দিন।

👉 সৃষ্টিকর্তা : যাহ, তাই দিলাম।

👉 কুকুরকে বললেন : "তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কিন্তু মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবি। তোর আয়ু হবে ৩০ বছর।" শুনে, কুকুর বলল : দয়া করে একটু শর্ট করে ঐটা ১৫ করান। এতদিন বাঁচতে চাইনা। এইবারও রাজি হয়ে গেলেন।

👉 এরপর উনি বানরকে বললেন : "হে বানর, তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাওয়া, আর তামশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া। তোর আয়ু দিলাম ২০ বছর।

👉 সে আবেগে কেঁদে বলল : দিবেনই যখন ১০ বছর দেন, আমি এত বড় জীবন দিয়ে কি করব??

👉 এইবার মানুষকে বলল : "তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ। তোমার আয়ুও হবে ২০ বছর।" সে তো খুশিতে পাগল হয়ে গেল,কিন্তু এত মহত জীবন নিয়ে মাত্র ২০বছর??

👉 সে করজোরে প্রভুকে বলল : একটা কাজ করা যায়না?আপনি আমাকে গাধার ফেরত দেওয়া ৩০ বছর,
কুকুরের ১৫ বছর,
বানরের ১০ বছর দিয়ে দেন।

👉 সৃষ্টিকর্তা বললেন : নিজের ভালো পাগলেও বোঝে, তুই বুঝলি না। যাহ, দিলাম।

সেই থেকে মানুষ সুন্দর ভাবে বাঁচে ২০ বছর,
পরের ৩০ বছর গাধার মত সংসারের বোঝা টানে,
তার পরের ১৫ বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে পরে বেঁচে থাকে কুকুরের মতো, আর তার পরের দশ বছর বানরের মত, কখনো এক সন্তানের বাসা তো কখনো আরেক সন্তানের বাসায় ঘোরে আর নাতি নাতনিদের বিনোদন দেওয়াই হয় তাদের প্রধান দায়িত্ব।

(সংগ্রহীত)

02/07/2022

তো দাম চাচ্ছে দাম শুনে তারা চলে যাচ্ছে 😂
#ঈদের_গরু_বাজার_২০২২

02/07/2022

আল্লাহ আপনি আমার সমস্যা গুলো আমার থেকে ভালো জানেন 🤲

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Free Motion Nazmul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share