25/04/2024
ট্রিপল ফিল্টার
একবার সক্রেটিস এর কাছে একজন লোক এলো।
এসে বলল জানো সক্রেটিস তোমার বন্ধুর সম্পর্কে আমি কি শুনেছি ?
সক্রেটিস বললেন, আমি শুনবো,
তবে তার আগে তোমাকে ফিল্টার টেস্ট করা হবে, এর নাম এর ট্রিপল ফিল্টার ।
তিনটি প্রশ্ন করবো.
১ম প্রশ্ন-তুমি আমার বন্ধুর সম্পর্কে যা শুনেছো,তা কি একশো ভাগ নিশ্চিত?
লোকটি বলল -না । তা আমি শুধু মাত্র শুনেছি ।
২য় প্রশ্ন- তুমি কি আমার বন্ধুর সম্পর্কে ভালো কিছু বলবে?
লোকটি বলল না,এর বিপরীত -খারাপ কথাই বলবো।
৩য় প্রশ্ন- তুমি যা বলবে তা কি আমার জন্য খুব প্রয়োজনীয়?
লোকটি বলল না প্রয়জনীয় নয় ।
সক্রেটিস এবার বললেন- তাহলে কী দাঁড়ালো?তুমি যা বলতে চাও, তা সত্যি কিনা তুমি জানো না।
সেটা সুশোভন নয়,এবং প্রয়োজনীয়ও নয় ।তাহলে তা আমাকে বলে কী লাভ?
প্রিয় বন্ধু, আমরা হরহামেশাই আড্ডায় বসে অন্য কে নিয়ে চর্চা করি ।সত্য মিথ্যা রঙচঙে খবর ছড়াই ।
কাউকে নিয়ে কথা বলার আগে দয়া করে তিনটা ফিল্টার টেস্ট করুন ।
সত্যতা, মহত্ব এবং প্রয়োজনীয়তা।
যদি দেখা যায় তিনটে বিষয়ের কোনো একটা অনুপস্তিত,
তাহলে আমাদের উচিত সে বিষয়ে কথা না বলা।
আড্ডা দেয়ার নানারকম বিষয় আছে। পৃথিবিতে এত এত জ্ঞানচর্চার ছড়ানো আছে ,
সেসব নি চর্চা না করে - মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করাটা অনুচিত।
আসুন, জীবনের প্রতিক্ষেত্রে ইতিবাচকতার চর্চা করি ,
ভালো থাকুন ,
ধন্যবাদ ।