Fahim Ahmed

Fahim Ahmed Digital creator

19/08/2024

ঐতিহাসিক বটতলায় কুরআন তেলোয়াতে বাধাদানকারী ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিনকে পদত্যাগ করিয়ে তার কক্ষেই কুরআন তেলওয়াত ও মুনাজাত করলেন শিক্ষার্থীরা।

একটা শরীর। ১৮/২০ জন পুরুষ।১১৩ টা কা ম ড়ের দাগ। ১৫০ গ্রাম বী র্য।জাস্ট ইমাজিন একটি সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চে পে ধরে ...
15/08/2024

একটা শরীর।

১৮/২০ জন পুরুষ।

১১৩ টা কা ম ড়ের দাগ।

১৫০ গ্রাম বী র্য।

জাস্ট ইমাজিন একটি সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চে পে ধরে রাখলে তার চোখের মনি দিয়ে র ক্ত বেরিয়ে আসে?

এই পুরো সময়টা যে দুইজন ব্যক্তি মৌমিতার হাত চেপে ধরে ছিল। তাদের মধ্যে একজন মৌমিতার ফিমেল কলিগ। আই রিপিট, মৌমিতার ফিমেল কলিগ।

চোখ দিয়ে র ক্ত বেরিয়ে আসার আগমুহূর্তে মৌমিতা নিশ্চয়ই এই ফিমেল কলিগের দিকে তাকিয়ে ছিল। চোখের ভাষায় বারবার বোঝানোর চেষ্টা করছিল, ‘আমাকে বাঁচাও, তুমিও তো একটি মেয়ে।’

আহারে আহারে 🙂

#আমাদের_তনু_তাদের_মৌমিতা।

মানবতা যেখানেই লঙ্ঘন হোক। প্রতিবাদ চলবে
মানবতার জয় হোক।
অমানুষ দের বিচার হোক

02/08/2024

ইন্টারনেট কেন বন্ধ করা হয়েছিল, কত লাশ গুম করা হয়েছে।

15/07/2024

মিছিলের ভেতর নিজেকে ছাত্রলীগ পরিচয় দেয়ায় গণপিটুনি 🤣🤣🤣

৩০ সেকেন্ডের খুতবা:বিখ্যাত ফিলাস্তিনি স্কলার ও খতীব মাহমুদ আল-হাসানাত ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত জুমুয়ার খুতবায় বলেন,"যদি...
05/04/2024

৩০ সেকেন্ডের খুতবা:

বিখ্যাত ফিলাস্তিনি স্কলার ও খতীব মাহমুদ আল-হাসানাত ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত জুমুয়ার খুতবায় বলেন,

"যদি ৩০হাজার শহীদ, ৭০হাজার আহত,
এবং ২০লক্ষ গৃহহীন ফিলাস্তিনী মুসলিম
আপনাদের জাগাতে না পারে,
তবে কিভাবে আশা করবো যে আমার কয়েকটি কথায়
আপনারা জাগ্রত হবেন?

খুতবাহ শেষ।
কাতার সোজা করুন।
স্বলাতে দাঁড়িয়ে যান।"
বলেই তিনি জুময়ার নামাজ শুরু করলেন।

01/04/2024

শেখ সাদী রহঃ এর ছেলে একদা তাহাজ্জুতের নামাজ শেষে পিতা কে বলেন, দেখো সবাই ঘুমাচ্ছে আর আমি রাত জেগে ইবাদত করছি। শেখ সাদী রহঃ ছেলেকে বললেন অন্যের দোষ ও গোপনীয়তা অনুসন্ধান করাই যদি তোমার লক্ষ্য ছিল, তাহলে ঘুমিয়ে থাকাটাই তোমার জন্য উত্তম ছিল।

মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন,আমিন।।

17/03/2024

একজন সফল উদ্যোক্তা ‼️

14/03/2024

মাশা'আল্লাহ জয় বাংলা কনসার্টের বিপরীতে ইসলামী কনসার্টের সূচনা করলো সিলেটের বিয়ানীবাজার। শুভকামনা রইল।

ভিডিও : সংগৃহীত

তেমন কিছু না গত বছর আর এই বছরের পার্থক্য 🙃
10/03/2024

তেমন কিছু না গত বছর আর এই বছরের পার্থক্য 🙃

10/03/2024

দেভ একজন অপার বাংলার সবচেয়ে জনপ্রিয় সুপারস্টার। তৃণমূল কংগ্রেস থেকে তিনি দুইবার বিধান সভার সদস্য নির্বাচিত হয়েছেন। বিভিন্ন সময় উনার বক্তব্য শুনেছি কখনোই তিনি নূন্যতম চাটুকারিতা কিংবা নিজের বিরোধী মতকে অসম্মান করে কথা বলেন নি। আমাদের দেশের ফেরদৌস রিয়াজরাও একসময় এদেশের জনপ্রিয় নায়ক ছিলেন। চাটুকারিতা আর বিরোধী মতকে কিভাবে অসম্মান করতে হয় তা তারা প্রতিনিয়ত দেখিয়ে যাচ্ছেন।

আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন।
03/03/2024

আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন।

Address

Sylhet

Telephone

+8801761785871

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fahim Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fahim Ahmed:

Share