
03/06/2025
মো*দির ভা*রতে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা!
"গো*সেবা আয়োগ " মহা*রাষ্ট্রের বি*জেপি সরকার দ্বারা পরিচালিত গরু রক্ষা সংগঠন। গতকাল এই সংগঠন থেকে নির্দেশ আসে আগামী ৮ তারিখ অর্থাৎ মুসলমানদের ঈদুল আজহার পরের দিন পর্যন্ত রাজ্যের সকল পশুর হাট যেনো বন্ধ রাখা হয়।
উল্লেখ্য, বি*জেপি সরকার দ্বারা পরিচালিত এই সংগঠন কয়েক মাস আগে মহা*রাষ্ট্রে গরুকে রাজ্যমাতা হিসেবে ঘোষণা করে।