Tamim Yaha Ahmed

Tamim Yaha Ahmed Asst business and industry secretary, Sylhet District BNP

দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে আমরা জেলে যেতে বারবার রাজি
22/06/2024

দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে আমরা জেলে যেতে বারবার রাজি

26/05/2024

শাহজালাল স্পোর্টিং ক্লাব কর্তিক আয়োজিত, রেংগা আশুগঞ্জ মাধ্যমিক স্কুলের ২০২৪ এর কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রধানকালে।

শাহজালাল স্পোর্টিং ক্লাব কর্তিক আয়োজিত, রেংগা আশুগঞ্জ মাধ্যমিক স্কুলের ২০২৪ এর কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠানে বক্...
26/05/2024

শাহজালাল স্পোর্টিং ক্লাব কর্তিক আয়োজিত, রেংগা আশুগঞ্জ মাধ্যমিক স্কুলের ২০২৪ এর কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রধানকালে।

২৪ মে-২০২৪, শুক্রবার বিকাল ৪ টায় সিলেট মহানগরে স্থানীয় একটি রেস্টুরেন্ট এ “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০...
24/05/2024

২৪ মে-২০২৪, শুক্রবার বিকাল ৪ টায় সিলেট মহানগরে স্থানীয় একটি রেস্টুরেন্ট এ “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪” এর সিলেট বিভাগীয় টুর্নামেন্টের প্রস্তুতি সভায় ছিলাম । বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক মো: আমিনুল হক টুর্নামেন্ট এর বিষয় উপস্থাপন করেন ।উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক ডা: সাখওয়াত হোসেন জীবন, বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দীন মিলন,সিলেট জেলা বিএনপির সভাপতি কাউয়ুম আহম্মেদ চৌধুরী,জেলা বিএনপির সেক্রেটারী ইমরান আহম্মেদ চৌধুরী,সিলেট মহানগর বিএনপির সেক্রেটারী এমদাদ হোসেন চৌধুরী,টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সাবেক এমপি মোশারফ হোসেন,পরিচালনা কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম, পরিচালনা কমিটির সদস্য জাতীয় ফুটবলা ময়নুল হক,কবীর আম্মেদ সহ স্থানীয় ফুটবল খেলোয়ার ও স্থানীয় যুবদল,স্বেচ্ছাসেবক দলের ও ছাত্রদলের নেতৃবৃন্দ ।

কি করার আছে, তিলে তিলে মরা ছাড়া? যে সরকার আপনাকে পরিচালনা করবে, যাঁদের দায়িত্ব হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধ...
23/05/2024

কি করার আছে, তিলে তিলে মরা ছাড়া? যে সরকার আপনাকে পরিচালনা করবে, যাঁদের দায়িত্ব হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি কন্ট্রোল করা, তাঁদেরকে আপনি যাচাই-বাছাই করার খমতা রাখেন না, সরাবার খমতা রাখেন না। এরজন্য তাঁরা যা ইচ্ছা তাই করবে কারন তাঁদের জবাবদিহির জরুরত নেই। আর আপনি আনদোলনে ও নামবেন না। তাই অলটারনেটিভ হলো তিলে তিলে মরা। তিলে তিলে মরার জন্য আপনাকে আমাকে স্বাগতম।

মাদ্রাসা লাইনে টপ গ্রেড বা জিপিএ ৫ পাওয়ার শিক্ষার্থী কম, কারন গরিবের ছেলে মেয়েরাই সাধারণত মাদ্রাসায় পড়াশোনা করেন। তাঁদে...
14/05/2024

মাদ্রাসা লাইনে টপ গ্রেড বা জিপিএ ৫ পাওয়ার শিক্ষার্থী কম, কারন গরিবের ছেলে মেয়েরাই সাধারণত মাদ্রাসায় পড়াশোনা করেন। তাঁদের পারিবারিক পরিবেশের কারনে শুরু থেকে মেরিটরিয়াস হওয়াটা কষ্টকর। শিক্ষকদের বেতন বাতা কম, তাই ট্যালেন্টেড শিক্ষক মাদ্রাসাতে এট্রাক্ট করা ও ডিফিকাল্ট। সব মিলিয়ে কমপিটিশনে মাদ্রাসা থাকারই কথা না। কিন্তু তা না হয়ে মাদ্রাসা জেনারেল লাইন থেকে ২০% বেশি ভালো রিজালট।

কারন কি জানেন? শিক্ষকদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের মেহনত। শিক্ষকরা জানেন তাদের শিক্ষার্থী পিছিয়ে পড়া শ্রেণী এবং শিক্ষার্থীরা ও মানেন শিক্ষাই তাদের ভবিষ্যৎ কে উজালা করতে পারবে। তাই তাঁরা এগিয়ে।

আমাদের মাহমুদ হোসেন মহিলা মাদ্রাসা থেকে এইবার ১৬ জন পরীক্ষা দিয়ে ১৩ জন পাস করেছেন। যাঁরা ফেইল করেছেন তাঁরা শুধু অংকে ফেইল আর বাকি সব সাবজেক্টে আকাশছোয়া রিজালট ছিলো (A+, A-)। অংক পরীক্ষার দিনে তাঁরা অসুস্থ ছিলেন। আমি আমার তরুণ শিক্ষক টিমকে ধন্যবাদ জানাই।

আর আমি প্রতিবাদ করি জেনেরাল লাইনের এই অধঃপতন দেখে। রাষ্ট্রীয় কোষাগারের হাজারো কুটি খরচ করে, হাদিয়াতে চালিত মাদ্রাসার সাথে কমপিটিশনে মর্মান্তিক ভাবে ফেইল। কারনের মধ্যে অন্যতম হলো শিক্ষকরা রাষ্ট্রীয় শিক্ষাকে ধ্বংস করে নিজের প্রাইভেট কোচিং সেন্টারের ব্যবসা কে এগিয়ে নিয়ে যাওয়া। এজাতীয় শিক্ষকরা তো নিজেই নীতি-নৈতিকতা বিহীন এদের কাছ থেকে আমাদের ছেলেমেয়েরা আর কি শিখবে? এই ধরনের শিক্ষকরা নিজের পকেট ভারী করতে মরিয়া তাঁরা সমাজ বিনির্মাণ আর কি করবে?

04/05/2024
03/04/2024

সব প্রয়োজনে যদি বিদেশি বা দেশের বিদ্যমানকে সামনে আসতে হয় তাহলে দুর্যোগের সময় দুর্যোগ মন্ত্রণালয়ের কাজ কি? উন্নয়নে আমাদের ঘুম হারাম আবার প্রাইভেট নাগরিকদের কাছে সব আবদার। আপনি সরকার, এমপি এবং বাকি ভোট ডাকাতের কাজ কি?

উন্নয়নের মহাসড়কের ভিকটিম আমরা সবাই। কখনো ব্যবসায়িক সিন্ডিকেটের ভিকটিম। কখনো করাপশনের। কিন্তু ভিকটিম তো বটে। উন্নয়নের দো...
24/03/2024

উন্নয়নের মহাসড়কের ভিকটিম আমরা সবাই। কখনো ব্যবসায়িক সিন্ডিকেটের ভিকটিম। কখনো করাপশনের। কিন্তু ভিকটিম তো বটে। উন্নয়নের দোহাই দিয়ে গনতন্ত্রের যে বারোটা বাজানো হয়েছে এর কারনে তো জবাবদিহিতা নাই৷ জবাবদিহির অভাব পূরণ করতেছে হরির লুটের হিড়িক।

    কুটনৈতিক ভাষা তো আর বুঝবে না, অর্থনৈতিক ভাষা তাহলে বুঝো।
23/03/2024



কুটনৈতিক ভাষা তো আর বুঝবে না, অর্থনৈতিক ভাষা তাহলে বুঝো।

ঋণের বোঝার উপর দাঁড়িয়ে থাকা আমাদের উন্নয়নের মহাসড়ক। বার বার এক এক প্রকল্পের বাজেট বৃদ্ধির মহাসড়ক। ৫ টাকার জিনিস ১৫ টা...
22/03/2024

ঋণের বোঝার উপর দাঁড়িয়ে থাকা আমাদের উন্নয়নের মহাসড়ক। বার বার এক এক প্রকল্পের বাজেট বৃদ্ধির মহাসড়ক। ৫ টাকার জিনিস ১৫ টাকায় ক্রয়ের মহাসড়ক। বৈদেশিক ঋণের টাকা দেশে এসে বিদেশ পাচার হওয়ার মহাসড়ক। আওয়ামী লীগের এক নগন্য ওয়ার্ড কর্মীর কাছে শত শত কোটি টাকার মহাসড়ক। দেশের এক গোষ্ঠী মানুষের উন্নয়নের মহাসড়ক। আর বাকিদের কান্না এবং আহাজারীর মহাসড়ক।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamim Yaha Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share