16/09/2025
Md Babu Ahmed Sohel ২০১৬ সালের রিও অলিম্পিকে মিশরের জুডো খেলোয়াড়
Islam El Shehaby তার প্রতিপক্ষ ইজরাইলের জুডো খেলোয়াড় Ori Sasson এর সাথে হাত মিলাতে অস্বীকৃতি জানান তার এই করমর্দনে অস্বীকৃতি ছিল ইসরাইল কর্তৃক নিরীহ মানুষ হ-ত্যার প্রতিবাদ। আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন সময়ে নিরীহ মানুষ হ*ত্যার প্রতিবাদে এরকম হাত মিলাতে অস্বীকৃতি জানানো অথবা ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানো খুবই নিত্যনৈমিত্তিক এবং স্বাভাবিক একটি ঘটনা। সেই সময় আমাদের দেশের লোকজন এই ধরনের ঘটনাগুলোকে খুবই আনন্দের সাথে গ্রহণ করেন। গত এপ্রিল মাসে কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া ঘটনাটি যেখানে কেবল হিন্দু হওয়ার অপরাধে বা মুসলিম না হবার অপরাধে 26 জন নিরীহ মানুষকে হ*ত্যা করে পাকিস্তানি জঙ্গি সংগঠনের সদস্যরা। তার প্রতিবাদ হিসেবে গতকালকের এশিয়া কাপ ম্যাচে পাকিস্তানি খেলোয়াড়দের সাথে হাত মেলাতে অস্বীকৃতি জানায় ভারতের খেলোয়াড়রা। ঠিক যেভাবে আমরা ইসরাইলের খেলোয়াড়ের সাথে অন্য দেশের খেলোয়াড়দের হাত মেলানোতে অস্বীকৃতি জানানোর প্রতিবাদকে স্বাগত জানিয়েছিলাম, ঠিক তেমনি এই ঘটনাকেও আমাদের সবার উচিত স্বাগত জানানো, তা নাহলে এটি হবে আমাদের জাতিগত হিপোক্রেসি। মানবতা যখন গোত্রসম্পর্কের ভিত্তিতে হয় তখন তা মানবতা থাকেনা, হয়ে উঠে আরেক ধরনের সাম্প্রদায়িকতা।