Rajan vlogs

Rajan vlogs সৃষ্টিকর্তাই উত্তম পরিকল্পনাকারী 💙🙏💙

Respected brothers & only niece
25/07/2025

Respected brothers & only niece

❤️
24/07/2025

❤️

The same place in Sylhet.... ❤️🥰
18/07/2025

The same place in Sylhet.... ❤️🥰

17/07/2025
মানুষের প্রতি মানুষের ভালোবাসা অনেক কারণেই সৃষ্টি হয়। কখনো কখনো করুনা কিংবা দয়া থেকে, আবার কখনো কখনো মন থেকেই ভালোবাসা ব...
07/07/2025

মানুষের প্রতি মানুষের ভালোবাসা অনেক কারণেই সৃষ্টি হয়। কখনো কখনো করুনা কিংবা দয়া থেকে, আবার কখনো কখনো মন থেকেই ভালোবাসা ব্যাপারটা আসে। মানুষের অবস্থান বা পরিস্থিতি দেখে যে ভালোবাসা সৃষ্টি হয়, সেই ভালোবাসা বেশিদিন থাকে না। অবস্থান কিংবা পরিস্থিতির পরিবর্তন হলেই ভালোবাসা বদলায়।

আবার কখনো কখনো আমরা প্রেমটাকেও ভালোবাসা ভেবে ভুল করি। প্রেম মানেই ভালোবাসা নয়।চাইলেই যে কারো প্রেমে পড়া যায়, তবে যাকে তাকে ভালোবাসা যায় না। ভালোবাসা ব্যাপারটা একদম মন কেন্দ্রিক।

আপনি জন্মের পর থেকে মনেপ্রাণে ঠিক যেমন মানুষকে চেয়ে এসেছেন, আপনার ভালোবাসা ঠিক তেমন মানুষের প্রতিই কাজ করবে। এর মাঝে অনেক মানুষের সাথে আপনার পরিচয় কিংবা প্রেম হতে পারে, তবে ভালোবাসাটা ঠিক হয়ে উঠবে না।

যদি কখনো অনুভব করেন, কাউকে ভালোবাসেন,তবে নিজেকে প্রশ্ন করে দেখুন, " ঠিক কেন ভালোবাসেন তাকে "। তার অবস্থান কিংবা তার প্রতি দয়া-করুনা থেকে কিনা, নাকি সে আপনার কাঙ্ক্ষিত মানুষ।

আর এই ভালোবাসা যখন মন থেকেই সৃষ্টি হবে, তখন সেই মানুষটা দেখতে যেমনই হোক, যে রকম স্বভাবেরই হোক, যেরকম অবস্থানেই থাকুক, তার প্রতি বিন্দুমাত্র আগ্রহ কখনোই হারাবে না।

মন থেকে ভালোবাসলে তাকে অবহেলা, অগ্রাহ্য করা তো দূরের কথা, তাকে চোখে হারাতে ইচ্ছে করবে না। তার সবকিছুর প্রতি আলাদা একটা মায়া কাজ করবে।

মানুষ বলে, " পৃথিবীতে ভালোবাসা নেই!"
পৃথিবীতে ভালোবাসা যুগ যুগ ধরেই আছে, শুধু যার প্রতি ভালোবাসা জন্মাবে; ঠিক এমন মানুষের আগমন ঘটে না সহজে।

করুনা কিংবা দয়া, প্রেম কিংবা মায়া, অবস্থান কিংবা পরিস্থিতি কখনোই ভালোবাসার জন্ম দেয় না।ভালোবাসার জন্ম হয় হুট করে, সেই কাঙ্ক্ষিত মানুষের আগমনে।স্বভাব-আচরণে, কথাবার্তায়, সম্মানবোধ থেকেই ভালোবাসার সৃষ্টি। আর মন থেকে যখন কারো প্রতি ভালোবাসা কাজ করবে, তখন অতীতের সবকিছুকেই কেবল মেকি বলে মনে হবে।

সত্যিকার ভালোবাসা কখনোই কমে না, বরং হুহু করে বাড়ে! হৃদয়ের গহীনে সেই একটা মানুষের জন্যই সমস্ত অনুভূতি সঞ্চার করে মানুষ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কিংবা যুগের পর যুগ ভালোবেসে যায়।

মানুষ বদলায়, তবে ভালোবাসা বদলায় না–কস্মিনকালেও না।

নিজেকে ভালোবাসার মাঝে আছে আলাদা আত্মতৃপ্তি ❤️
05/07/2025

নিজেকে ভালোবাসার মাঝে আছে আলাদা আত্মতৃপ্তি ❤️

ভালোবাসার মানুষ মানে—নিজের একান্ত সত্তা ❤️যার থেকে সামান্য দূরত্বও সহ্য হয় না, কিছু সময়ের জন্য হলেও না। যদি সত্যিকারে ভা...
02/07/2025

ভালোবাসার মানুষ মানে—নিজের একান্ত সত্তা ❤️
যার থেকে সামান্য দূরত্বও সহ্য হয় না, কিছু সময়ের জন্য হলেও না। যদি সত্যিকারে ভালোবাসেন, তাহলে তার অনুপস্থিতিতে শান্তিতে থাকা সম্ভবই নয়।
চোখে জল আসবে, ভেতরটা কাঁপবে, আপনি চাইলেও নিজেকে থামাতে পারবেন না।
বিশ্বাস করুন, পারবেন না—যদি সেই মানুষটিকে সত্যিকারের মন থেকে ভালোবেসে থাকেন।

জীবনের বাস্তবতা, জীবিকার তাগিদ, কিংবা কঠিন পরিস্থিতির কারণে মাঝে মাঝে প্রিয় মানুষ থেকে দূরে থাকতে হয়। কিন্তু এই দূরত্ব—এই সাময়িক বিচ্ছেদ—আমার চোখে এক অনন্য ত্যাগ।
শুধু ভালোবাসলেই না, গভীরভাবে ভালোবাসলে তবেই এই অনুভূতিটা বোঝা যায়।

আপনি চাইলে সবকিছু সহ্য করতে পারেন—কষ্ট, ত্যাগ, অভাব, অপেক্ষা—সবকিছু।
কিন্তু তার কাছ থেকে দূরে থাকার যন্ত্রণা?
এটা আপনাকে বেঁচে থেকেও এক অদৃশ্য মৃত্যুতে ঠেলে দেবে।
বুকটা ভার হয়ে যাবে, নিঃশ্বাস নিতেও কষ্ট হবে।
সবকিছু ঠিকঠাক চললেও, একটা জায়গায় আপনি নিজেকে ভীষণ অসহায় মনে করবেন— কারণ শুধু সে নেই পাশে।আবার নিজেকেও দায়ী মনে হবে কোনো ওরে দূরে রাখতে হলো?কোনো কাছে রাখতে পারি নাই,এভাবেই লড়াই নিজের সাথে নিজের।

ভালোবাসা শুধু কাছাকাছি থাকার নাম নয়,
ভালোবাসা মানে তার অনুপস্থিতিতেও তার অনুভবকে বাঁচিয়ে রাখা,সর্বক্ষণে তাকে অনুভব করা,এইতো ভালোবাসা ❤️‍🩹

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Rajan vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rajan vlogs:

Share