03/08/2024                                                                            
                                    
                                                                            
                                            শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহ. দামেস্কের জেলে থাকাকালে একবার জেলার তাঁর কাছে এসে বলল, শাইখ! আমাকে ক্ষমা করবেন। (আমার কিছুই করার নেই) কারণ, আমি হুকুমের গোলাম।
ইবনে তাইমিয়া রহ. বললেন, 'আল্লাহর কসম! তোমার মত?মানুষ না থাকলে তারা কারও উপর জুলুম করতে পারত না।'
হযরত সুফিয়ান সাওরী রহ.র কাছে এক দর্জি এসে বলল, আমি সুলতানের কাপড় সেলাই করি। আপনি কি মনে করেন, আমি জালিমের সহযোগী বলে গণ্য হব?
উত্তরে হযরত সুফিয়ান সাওরী রহ. বলেন, 'তুমি বরং জালিমদেরই একজন। জালিমদের সহযোগী হল তারা যারা তোমার কাছে সুঁই-সুতা বিক্রি করে।'
ইমাম আহমদ বিন হাম্বল রহঃ বাগদাদের জেলে থাকাকালীন সময়ে জেলার তাঁর কাছে এসে বলল, আবু আব্দুল্লাহ! জালিম এবং জালিমের সহযোগীদের ব্যাপারে যে হাদিস এসেছে তা কি সহীহ?
ইমাম আহমদ রহ. বললেন, হ্যাঁ।
জেলার বলল, 'আমি কি জালিমদের সহযোগী বলে গন্য হব?'
আহমদ বিন হাম্বল রহ. বললেন, 'তুমি বরং জালিমদেরই একজন। জালিমের সহযোগী তো সেই ব্যক্তি যে তোমার কাপড় ধুয়ে দেয়। খাবার রান্না করে দেয়। তোমার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেয়।'
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো জালিমের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে তার সঙ্গে চলে, অথচ সে জানে যে ওই ব্যক্তি জালিম, তখন সে ইসলাম থেকে বের হয়ে গেল’ (মেশকাত : ৪৯০৮)।
হে আল্লাহ!
জুলুম থেকে আমাদের উম্মাহকে বাঁচান।
আমিন।