Shuvro-শুভ্র

Shuvro-শুভ্র "সনাতনী প্লাটফর্ম"🕉🛕

जय श्री कृष्णा🦚 हर हर महादेव🔱 जय माँ दुर्गा🪷 जय माँ काली🌺जय श्री राम🚩🏰
(1)

অকারণে ১বছর অন্ধকার বদ্ধ ঘরে কারাবন্দি!সকল সনাতনীর জন্য দুর্গাপূজায় বিশেষ করণীয়/বার্তা 🙏১) এবছর প্রতিটি দুর্গামন্দিরে চি...
19/09/2025

অকারণে ১বছর অন্ধকার বদ্ধ ঘরে কারাবন্দি!

সকল সনাতনীর জন্য দুর্গাপূজায় বিশেষ করণীয়/বার্তা 🙏

১) এবছর প্রতিটি দুর্গামন্দিরে চিন্ময় প্রভুর দ্রুত মুক্তির জন্য বড় বড় ব্যানার থাকতে হবে, যেনো এই ব্যানার সবার নজরে পরে।

২)মন্দিরে প্রতিদিন অঞ্জলীর সময় সকলে মিলে চিন্ময় প্রভুর মুক্তির জন্য দেবী মায়ের কাছে প্রার্থনা করতে হবে।

৩) পূজার প্রত্যেকটি আলোচনা সভায় চিন্ময় প্রভুর মুক্তির বিষয়ে উত্থাপন করতে হবে।

৪) কোনো মিডিয়া যেকোনো মন্দিরে রিপোর্ট করতে আসলে, চরম আনন্দে পূজা উপভোগ করছেন এসব মিথ্যা না বলে কেবল চিন্ময় প্রভুর মুক্তির জন্য বলবেন এছাড়া অন্য কোনো কথা বলবেন না।

৫) যারা এসব নিয়ম মানবে না সেই সমস্ত দালাল ব্যাক্তি ও মণ্ডপগুলির বিরুদ্ধে সোচ্চার হবেন এবং সেই মণ্ডপ বয়কট করবেন।

এবারের শারদীয় উৎসবটি নিজের জন্য না করে চিন্ময় প্রভুর মুক্তির জন্য পালন করুন!!

"পূজা তো নয় যেনো, চিন্ময় প্রভুর মুক্তির আন্দোলনের বহিঃপ্রকাশ"

দয়া করে এই বার্তাটি সব যায়গায় ছড়িয়ে দিন 🙏

বিশ্ববরেণ্য,লোকপ্রিয় নেতা,ভারতের সর্বকালের জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি আপনার শুভ জন্মদিনে আমার সশ্রদ্ধ ...
17/09/2025

বিশ্ববরেণ্য,লোকপ্রিয় নেতা,ভারতের সর্বকালের জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি আপনার শুভ জন্মদিনে আমার সশ্রদ্ধ প্রণাম। আমি ঈশ্বরের কাছে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করি।

উমা....🌸💝
12/09/2025

উমা....🌸💝

শ্রীরাধামাধবের আজকের অপূর্ব শৃঙ্গার দর্শন। 🌸🙏
11/09/2025

শ্রীরাধামাধবের আজকের অপূর্ব শৃঙ্গার দর্শন। 🌸🙏

আপনার পরিকল্পনায় আমি সব সময় সন্তুষ্ট মাধব...🌸🙏
11/09/2025

আপনার পরিকল্পনায় আমি সব সময় সন্তুষ্ট মাধব...🌸🙏

মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা পূজা মণ্ডপে মদ ও গাঁজার আসর বসানো হয় এমন বিকৃত তথ্য আপনাকে কে দিলো? আমি তীব্র আপত্তি জানাই আপ...
08/09/2025

মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা পূজা মণ্ডপে মদ ও গাঁজার আসর বসানো হয় এমন বিকৃত তথ্য আপনাকে কে দিলো? আমি তীব্র আপত্তি জানাই আপনার পূজার মণ্ডপ নিয়ে অসত্য কথাবার্তার। পূজা মণ্ডপে কেউ কখনো মদ ও গাঁজা খায় না বা খেতে পারে না। কিন্তু কমিটির সাথে সংশ্লিষ্ট কেউ যদি মণ্ডপের বাইরে এ অপকর্মে যুক্ত হয়, তবে সাধারণ ভক্তবৃন্দরাই তাকে সামাজিকভাবে নিন্দিত করে, অপদস্ত করে বা প্রতিহত । তাই আপনাদের মত ব্যক্তি দায়িত্বশীল পদে থেকে যখন এ সকল কথাবার্তা বলেন, তখন তা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য অত্যন্ত দুঃখজনক হয়ে উঠে! মাননীয় উপদেষ্টা, আমি চাইবো আপনি এ কথাগুলো বলার জন্য সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের কাছে দুঃখ প্রকাশ করবেন।

শুভ আবির্ভাব তিথি শ্রীমতী রাধারাণী যে ২৮টি নাম দ্বারা রাধারাণীর প্রশংসা করা হয় তা নিম্নরূপ: ১. রাধা২. রাসেশ্বরী৩. রম্যা...
31/08/2025

শুভ আবির্ভাব তিথি শ্রীমতী রাধারাণী

যে ২৮টি নাম দ্বারা রাধারাণীর প্রশংসা করা হয় তা নিম্নরূপ:

১. রাধা
২. রাসেশ্বরী
৩. রম্যা
৪. কৃষ্ণমন্ত্রাধিদেবতা
৫. সর্বদ্যা
৬. সর্ববন্দ্যা
৭. বৃন্দাবনবিহারিণী
৮. বৃন্দারাধা
৯. রমা
১০. অশেষগোপীমন্ডলপূজিতা
১১. সত্যা
১২. সত্যপরা
১৩. সত্যভামা
১৪. শ্রীকৃষ্ণবল্লভা
১৫. বৃষভানুসুতা
১৬. গোপী
১৭. মূলপ্রকৃতি
১৮. ঈশ্বরী
১৯. গান্ধর্বা
২০. রাধিকা
২১. রম্যা
২২. রুক্মিণী
২৩. পরমেশ্বরী
২৪. পরাত্পরতরা
২৫. পূর্ণা
২৬. পূর্ণচন্দ্রবিমাননা
২৭. ভুক্তি-মুক্তিপ্রদা
২৮. ভবব্যাধি-বিনাশিনী

উনি একজন প্রধান শিক্ষক,এই প্রশ্ন গুলো উনি নিজ হাতে তৈরি করেছেন।একজন সনাতনী(হিন্দু) হয়ে কিভাবে প্রশ্ন গুলো তৈরি করলেন..? ...
30/08/2025

উনি একজন প্রধান শিক্ষক,এই প্রশ্ন গুলো উনি নিজ হাতে তৈরি করেছেন।একজন সনাতনী(হিন্দু) হয়ে কিভাবে প্রশ্ন গুলো তৈরি করলেন..?

উনি একজন প্রধান শিক্ষক হয়ে ও মূর্খতা'র পরিচয় দিলেন।এখন তো উনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

নাম:দিলীপ গাঙ্গুলী নান্টু(প্রধান শিক্ষক) উজান তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বেদে গণেশ ও 'গাণপত্য' 'গণ' বা জীবের যিনি ঈশ্বর তিনিই গণেশ। ভগবান গণেশ হলেন, গণশক্তির প্রতীক । সিদ্ধিবিনায়ক মঙ্গলমূর্তি ভ...
27/08/2025

বেদে গণেশ ও 'গাণপত্য'

'গণ' বা জীবের যিনি ঈশ্বর তিনিই গণেশ। ভগবান গণেশ হলেন, গণশক্তির প্রতীক । সিদ্ধিবিনায়ক মঙ্গলমূর্তি ভগবান শ্রীগণেশকে বিঘ্নহর্তা নামে অবিহিত করা হয়। সকল শুভ কর্মের শুরুতে শ্রীগণেশের পূজা করা হয়। দেবতাদের মধ্যে ‘প্রথম পূজ্য’ তিনি।বৈদিককাল থেকেই গণেশের উপাসনা দেখতে পাওয়া যায় । ঋগ্বেদ সংহিতায় গণপতি বা গণেশকে কবিদের মধ্যে কবি, এবং মন্ত্রসমূহের স্বামী বলে অবিহিত করা হয়েছে।

গণানাং ত্বা গণপতিং হবামহে
কবিং কবীনামুপমশ্রবস্তমম্।
জ্যেষ্ঠরাজং ব্রহ্মণাং ব্রহ্মণস্পত
আ নঃ শৃণ্বন্নূতিভিঃ সীদ সাদনম্।।
(ঋগ্বেদ সংহিতা:২.২৩.১)

"হে ব্রহ্মণস্পতি! তুমি গণপতি, কবিদের মধ্যে তুমি কবি, তোমার অন্ন সর্বোৎকৃষ্ট ও উপমানভূত। তুমি প্রশংসনীয়দের মধ্যে রাজা এবং মন্ত্রসমূহের স্বামী। আমরা তোমাকে আহ্বান করি, তুমি আমাদের স্তুতি শ্রবণ করে আশ্রয় প্রদানার্থে যজ্ঞগৃহে উপবেশন কর।"

যাস্কাচার্যের নিরুক্তে ব্ৰহ্মণস্পতি সম্পর্কে বলা হয়েছে, তিনি ব্রহ্মের রক্ষক বা পালয়িতা। ব্রহ্মরূপ ব্ৰহ্মণস্পতি কি করে ব্রহ্মের রক্ষক বা পালয়িতা হতে পারে? এ বিষয়ের সংশয় নিরসনে বলা যায় যে, বৈদিক নিঘণ্টকোষ অনুসারে (২.৭) ‘ব্রহ্মন্’ শব্দের অর্থ অন্ন এবং ঋগাদি মন্ত্র। ব্রহ্মণস্পতি হলেন মন্ত্র এবং অন্ন এ উভয়েরই রক্ষক বা পালয়িতা।বৃষ্টিপ্রদানাদি দ্বারা; বৃষ্টি না হলে অন্ন হয় না এবং অন্নের অভাবে জীবলোক ধ্বংসপ্রাপ্ত হয়ে সমাজ সভ্যতা বিনষ্ট হয়। তখন আর মন্ত্র যথাযথভাবে রক্ষিত হয় না।

ব্ৰহ্মণস্পতির্ব্রহ্মণঃ পাতা বা পালয়িতা বা ৷৷
(নিরুক্ত:১০.১২.৫)

"ব্রহ্মণস্পতি শব্দের অর্থ ব্রহ্মের রক্ষক বা পালয়িতা।"

শুক্ল যজুর্বেদ সংহিতায় গণপতিকে গণের অধিপতি, প্রিয় গণের প্রিয়পতি এবং নিধি বা সম্পদের অধিপতি বলা হয়েছে ।

গণানাং ত্বা গণপতিং হবামহে,
প্রিয়াণাং ত্বা প্রিয়পতিং হবামহে।
নিধীনাং ত্বা নিধিপতিং হবামহে, বসো মম।।
(যজুর্বেদ : ২৩.১৯)

"হে জীবের অধিপতি গণপতি, তোমাকে আহ্বান করি। হে প্রিয়গণের মধ্যে প্রিয়পতি, তোমায় আহ্বান করি।তুমি নিধিগণের (সম্পদ) মধ্যে নিধিপতি, তোমায় আহ্বান করি। হে বসুরূপ ভগবান তোমায় আহ্বান করি; তুমিই আমার একমাত্র পালক হও।"

কৃষ্ণ যজুর্বেদীয় তৈত্তিরীয় আরণ্যকে ভগবান গণেশকে 'তৎপুরুষায়' বলে অবিহিত করে একটি বিনায়ক গায়ত্রী রয়েছে।

তৎপুরুষায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি।
তন্নো দন্তিঃ প্রচোদয়াৎ।।
(তৈত্তিরীয় আরণ্যক:১০.১.২৫)

"সেই বিনায়ক পুরুষকে জানতে আমরা বক্রতুণ্ড গজাননের ধ্যান করি। সেই ধ্যানে মহাদন্ত গণপতি আমাদের অনুপ্রাণিত করুন বা তাঁর পথে প্রেরণ করুন।"

শুক্লযজুর্বেদ সংহিতার ষোড়শ অধ্যায়ে সর্বব্যাপী এবং সকলের মাঝে বিরাজমান রুদ্রের স্তোত্র করতে গিয়ে রুদ্রকে গণপতি বলে অবিহিত করা হয়েছে।অর্থাৎ রুদ্ররূপ শিব এবং গণপতিরূপ গণেশ যে একই এ মন্ত্রে বিষয়টি সুস্পষ্ট।

নমো গণেভ্যো গণপতিভ্যশ্চ বো নমো৷
নমো ব্রাতভ্যো ব্রাতপতিভাশ্চ বো নমো।
নমো গৃৎসেভ্যো গৃৎসপতিভ্যশ্চ বো নমো।
নমো বিরূপেভ্যো বিশ্বরূপেভ্যশ্চ বো নমঃ॥

নমঃ সেনাভ্যঃ সেনানিভ্যশ্চ বো নমো।
নমো রথিভ্যো অরথেভ্যশ্চ বো নমো।
নমঃ ক্ষত্তৃভাঃ সংগ্রহীতৃভ্যশ্চ বো নমো।
নমো মহদ্ভ্যো অর্ভকেভ্যশ্চ বো নমঃ৷৷

নমস্তক্ষভ্যো রথকারেভ্যশ্চ বো নমো।
নমঃ কুলালেভ্যঃ কর্মরেভ্যশ্চ বো নমো।
নমো নিষাদেভ্যঃ পুঞ্জিষ্ঠেভ্যশ্চ বো নমো।
নমঃ শ্বনিভ্যো মৃগয়ুভ্যশ্চ বো নমঃ৷৷
(শুক্লযজুর্বেদ সংহিতা:১৬.২৫-২৭)

"গণসমূহকে নমস্কার এবং তোমাদের অর্থাৎ গণপতিগণকেও নমস্কার। নানা জাতিসমূহের সঙ্ঘকে নমস্কার। এই সঙ্ঘের পালকগণকে নমস্কার। লম্পটগণকে নমস্কার। জটী-মুণ্ডী ইত্যাদি বিরূপগণকে নমস্কার। (নগ্নমুণ্ডজটিলাদয়স্তেভ্যো বো নমঃ)। এবং তুরঙ্গবদন তথা হয়গ্রীব প্রভৃতি বিশ্বরূপ গণসমূহকে নমস্কার ৷

সেনাগণ রূপী রুদ্রদের নমস্কার; সেনাপতিগণকে নমস্কার; রথারোহীগণকে নমস্কার এবং রথহীনগণকে নমস্কার। রথের অধিষ্ঠাতাবৃন্দ রূপী রুদ্রদের নমস্কার; রথের অশ্বকে চালিতকারী সারথিগণকে নমস্কার; মহান্ বীরগণরূপী রুদ্রগণকে নমস্কার; বীর শিশুসমূহরূপী রুদ্রগণকে নমস্কার৷

তক্ষ (সূত্রধার) জনরূপী রুদ্রগণকে নমস্কার; রথনির্মাতারূপী রুদ্রগণকে নমস্কার; কুম্ভকারগণকে নমস্কার, কর্মকারগণকে নমস্কার, গিরিচর মাংসাসী নিষাদগণকে নমস্কার; শিকারী কুক্কুরসমূহকে নমস্কার; শিকারী কুক্কুরগণের শিকারী প্রভুবৃন্দরূপী রুদ্রগণকে নমস্কার৷"

শুক্লযজুর্বেদ সংহিতার ষোড়শ অধ্যায়ের মত কৃষ্ণ যজুর্বেদ সংহিতাতেও গণ ও গণপতি স্বরূপ রুদ্রকে নমস্কার করা হয়েছে। মন্ত্রগুলো বা মন্ত্রগুলোর কয়েকটি পাদ প্রায় একই বলা চলে। অর্থাৎ রুদ্ররূপ শিব এবং গণপতিরূপ গণেশ যে একই তা শুক্লযজুর্বেদ সংহিতার মত কৃষ্ণ যজুর্বেদ সংহিতার মন্ত্রেও বিষয়টি সুস্পষ্ট। সেই মন্ত্রে মহৎ ও ক্ষুদ্র রূপসহ বিকৃতরূপ ও বিশ্বরূপধারী রুদ্রদেব এবং তাঁর গণদের উদ্দেশে বারবার নমস্কার করা হয়েছে।

নমো গণেভ্যো গণপতিভ্যশ্চ বো নমো
নমো বিরূপেভ্যো বিশ্বরূপেভ্যশ্চ বো নমো।
নমো মহদ্ভ্যঃ ক্ষুল্লকেভ্যশ্চ বো নমো নমো রথিভ্যোঽরথেভ্যশ্চ বো নমো নমো রথেভ্যঃ
রথপতিভ্যশ্চ বো নমো।
নমো রথেভ্যঃ রথপতিভ্যশ্চ বো নমো নমঃ
সেনাভ্যূঃ সেনানিভ্যশ্চ বো নমো। নমঃ ক্ষত্তৃভ্যঃ সংগ্রহীতৃভ্যশ্চ বো নমো নমস্তক্ষভ্যো রথকারেভ্যশ্চ
বো নমো। নমঃ কুলালেভ্যঃ কর্মারেভ্যশ্চ বো নমো
নমঃ পুঞ্জিষ্টেভ্যো নিষাদেভ্যশ্চ বো নমো।
নম ইষুকৃদ্ভ্যো ধন্বকৃদ্ভ্যশ্চ বো নমো।
নমো মৃগয়ুভ্যঃ স্বনিভ্যশ্চ বো নমো নমঃ
শ্বভ্যঃ শ্বপতিভ্যশ্চ বো নমঃ।।
(কৃষ্ণ যজুর্বেদ সংহিতা:৪.৫.৪)

শুক্লযজুর্বেদ সংহিতায় ভগবান গণেশের উদ্দেশ্যে যজ্ঞে আহুতি প্রদানের মন্ত্র প্রদান করা হয়েছে। সেই মন্ত্র হল, "গণপতয়ে স্বাহা"। যে মন্ত্র আজও ভগবান গণেশের উদ্দেশ্যে প্রদত্ত যজ্ঞে ব্যবহৃত হয়।

অসবে স্বাহা বসবে স্বাহা বিভুবে
স্বাহা বিবস্বতে স্বাহা গণশ্রিয়ে স্বাহা
গণপতয়ে স্বাহাঽভিভুবে স্বাহাঽধিপতয়ে
স্বাহা শূষায় স্বাহা সংসর্পায় স্বাহা চন্দ্রায়
স্বাহা জ্যোতিষে স্বাহা মলিম্বুচায় স্বাহা
দিবা পতয়তে স্বাহা৷।
(শুক্লযজুর্বেদ সংহিতা:২২.৩০)

"অসু-বসু-বিভু-বিবস্বান-গণশ্রী-গণপতি-অভিভূ-বল-
সংসর্প জ্যোতিষ-ম্লীমুচ-দিবাপতি ইত্যাদির অধিপতি দেবগণের উদ্দেশ্যে স্বাহা মন্ত্রে এই আহুতি প্রদান করছি।"

ভগবান গণপতিকে যারা ব্রহ্মরূপে উপাসনা করে, তাদের গাণপত্য বলে। এ গাণপত্য মতটি সনাতন পঞ্চমতের অন্যতম। এ গাণপত্য মতপথের সম্প্রদায়টি বৈদিককাল থেকেই বহমান। বেদের মধ্যেই আমরা গণেশ গায়ত্রী মন্ত্র পাই। সেই মন্ত্রে "বক্রতুণ্ডায় ধীমহি" এবং 'তন্নো দন্তিঃ প্রচোদয়াৎ" বাক্য পাই। যে বাক্য সুস্পষ্টভাবে ভগবান গণেশকে নির্দেশ করে। ভগবান গণেশকে বেদে কখনো ব্রহ্মণস্পতি (ঋগ্বেদ সংহিতা:২.২৩.১) ; কখনো রুদ্র বলা হয়েছে (কৃষ্ণ যজুর্বেদ সংহিতা:৪.৫.৪)।আবার ইন্দ্রও বলা হয়েছে:

নি ষু সীদ গণপতে গণেষু
ত্বামাহুর্বিপ্রতমং কবীনাম্।
ন ঋতে ত্বৎ ক্রিয়তে কিং
চনারে মহামর্কং মঘবঞ্চিত্ৰমর্চ।।
(ঋগ্বেদ সংহিতা:১০.১১২.৯)

"হে বহুলোকের অধিপতি গণপতি ! স্তবকর্তাদের মধ্যে উপবেশন কর, ক্রিয়াকুশল ব্যক্তিদের মধ্যে তুমিই শ্রেষ্ঠ। কি নিকটে, কি দূরে, তোমা ব্যতিরেকে কিছুই অনুষ্ঠান হয় না। হে ধনশালী ! আমাদের ঋকসমূহকে বিস্তারিত ও বিচিত্র রূপ করে দাও।"

একই পরমেশ্বর গণপতিকে ব্রহ্মণস্পতি, রুদ্র, ইন্দ্র ইত্যাদি বিবিধ নামে অবিহিত করার কারণ বেদেই সুস্পষ্ট সিদ্ধান্ত দেয়া হয়েছে। বেদে বলা হয়েছে যে, সেই পপরমেশ্বর এক ও অদ্বিতীয়। সেই এক এবং অদ্বিতীয় পরমেশ্বরকেই বিভিন্ন নামে অভিহিত করা হলেও, তিনি বহু নন।

ইন্দ্রং মিত্রং বরুণমগ্নি-মাহু রথো
দিব্যঃ স সুপর্ণো গরুত্মান্।
একং সদ্বিপ্রা বহুধা বদন্তি
অগ্নি যমং মাতরিশ্বানমাহুঃ।।
(ঋগ্বেদ: ১.১৬৪.৪৬)

"সেই সদ্বস্তু অর্থাৎ পরব্রহ্ম এক ও অদ্বিতীয়। কিন্তু জ্ঞানীগণ তাঁকেই ইন্দ্র, মিত্র, বরুণ, অগ্নি, দিব্য (সূর্য্য), সুপর্ণ, গরুড়, যম, বায়ু ইত্যাদি বিভিন্ন নামে অভিহিত করে থাকেন।"

শৈব এবং শাক্ত মতের মিলিত রূপ গাণপত্য। এ গাণপত্য মত বেদ থেকে উদ্ভূত হয়ে বৈদিক যুগ থেকেই প্রচলিত। এ গাণপত্য মত সনাতন পঞ্চমতের অন্যতম।

আগমনী 🌸
24/08/2025

আগমনী 🌸

হে গোবিন্দ রাখো চরণে। 🌸🙏
21/08/2025

হে গোবিন্দ রাখো চরণে। 🌸🙏

অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা,গোলক অধিপতি লীলা পুরুষোত্তম পরম প্রেমময় ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১ তম আবির্ভাব তিথি তথাজন্...
16/08/2025

অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা,গোলক অধিপতি লীলা পুরুষোত্তম পরম প্রেমময় ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১ তম আবির্ভাব তিথি তথা
জন্মাষ্টমী মহোৎসব -২০২৫ এর শুভেচ্ছা সবাইকে।🌼🦚🪷🙏

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shuvro-শুভ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category