মোঃ আশরাফুল হক চৌধুরী

মোঃ আশরাফুল হক চৌধুরী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মোঃ আশরাফুল হক চৌধুরী, Video Creator, পশ্চিম পাঠানটুলা, হাসান ভিলা নিবাস বি/১২, Sylhet.
(1)

ইয়াহইয়া ইবনু বুকায়র (রহঃ) আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যাক্তি চায় যে, তার রিযক প্রাপ্ত হোক এবং আয়ু বৃদ্ধি হোক; সে যেন তার আত্নীয়তার সাম্পর্ক অক্ষুন্ন রাখে আস-সালামুয়ালাইকুম
"মোঃ আশরাফুল হক চৌধুরী " পেজ এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
দ্বীন প্রচার ও ইসলাম সম্পর্কে স্পষ্ট ধারনা দিতে আমি আপনাদের মাঝে ইসলামি

ক গুরুত্বপূর্ন সকল বিষয় তুলে ধরব।
এর পাশাপাশি ,
🔰-ওয়াজ ,
🔰-মাহফিল ,
🔰- কুরআন তেলাওয়াত ,
🔰- সুরা ,
🔰- কেরাত ,
🔰-ইসলামিক গান ,
🔰-গজল ,
🔰-হামদ
🔰-নাথ
🔰- সহ নানার ধরনের ইসলামিক সচেতনতামূলক পোষ্ট করব।

দ্বীন ইসলাম সম্পর্কে ভালোভাবে জানতে "মোঃ আশরাফুল হক চৌধুরী " পেজ টি লাইক ও ফলো দিয়ে সাথে থাকুন।
ধন্যবাদ।

আসসালামু আলাইকুম জুম্মা মোবারক
19/09/2025

আসসালামু আলাইকুম
জুম্মা মোবারক

🔸সূরা কাহাফ রিমাইন্ডার!আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ❝ যে ব্যক্...
28/08/2025

🔸সূরা কাহাফ রিমাইন্ডার!

আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

❝ যে ব্যক্তি জুমু'আর দিন সূরা কাহাফ তিলাওয়াত করবে, আল্লাহ তা'আলা এক জুমু'আ থেকে পরবর্তী জুমু'আ পর্যন্ত তার জন্য নূরের আলো দ্বারা আলোকিত করে রাখবেন। ❞

[বাইহাকী, হাদিস: ৬২০৯]

“ক্যান্সার” শব্দটা যতটা ভয়াবহ শোনায়, তার পেছনের গোপন খেলা তার চেয়েও ভয়ংকর। এটা কেবল একটা রোগ না, বরং একটি বহুজাতিক চিকিৎ...
10/08/2025

“ক্যান্সার” শব্দটা যতটা ভয়াবহ শোনায়, তার পেছনের গোপন খেলা তার চেয়েও ভয়ংকর। এটা কেবল একটা রোগ না, বরং একটি বহুজাতিক চিকিৎসা ও ফার্মাসিউটিক্যাল দানবের আখড়া, যেখানে মানুষকে রোগী বানিয়ে আজীবন শোষণ করা হয়।

ক্যান্সারের প্রকৃত কারণ গোপন করা হয় কেন জানেন?

কারণ ক্যান্সার হচ্ছে “দেহের প্রাকৃতিক প্রতিক্রিয়া”ক্যান্সার কোষ অনেক সময় শরীরের ডিটক্স বা টক্সিন বের করে দেওয়ার প্রক্রিয়া হিসেবেও তৈরি হয়।
টক্সিন, রেডিয়েশন, হরমোনাল ইমব্যালেন্স, এবং বিষাক্ত খাদ্য শরীরের কোষগুলোকে মিউটেট করে তোলে।
কিন্তু এই root cause গুলো তারা সরিয়ে না দিয়ে শুধু লক্ষণ (symptoms) কন্ট্রোল করে।

ফার্মাসিউটিক্যাল কোম্পানি ট্রিলিয়ন ডলার ব্যবসা করে এই ক্যান্সার দিয়ে-

এক কথায় ক্যান্সার ট্রিটমেন্ট = ট্রিলিয়ন ডলার ব্যবসা।

একবার ক্যান্সার ধরলে রোগী অন্তত ১০–৫০ লাখ টাকায় শেষ হয়ে যায়। কেমো, রেডিওথেরাপি, ওষুধ, হসপিটাল বিল… সবই লাভের খনি।
তাদের দরকার ক্যান্সার সারানো না, রোগীকে বাঁচিয়ে রেখে ধীরে ধীরে শেষ করা।

এখন প্রশ্ন হচ্ছে বড় বড় তারকারা, বিলিওনিয়ার, রাজনীতিকেরা ক্যান্সার হলে কেন তারা বেশিরভাগ সময় বেঁচে যায়? অথচ সাধারণ মানুষের ক্ষেত্রে ক্যান্সার মানেই প্রায় মৃত্যু?

এর পেছনে ৩টা স্তরে লুকানো সত্য আছে

১-তারা মুলত Alternative গোপন চিকিৎসা পায় যা সাধারণ মানুষ জানে না।

বিশ্বের এলিটদের জন্য রয়েছে
Gerson Therapy > শরীরকে ডিটক্স করে, লিভার রিকভার করে, ক্ষারীয় খাবার দিয়ে ক্যান্সার কোষকে মারে।

Ozone Therapy > শরীরে অতিরিক্ত অক্সিজেন ঢুকিয়ে ক্যান্সার কোষ ধ্বংস করে।

High-dose Vitamin C IV therapy > IV এর মাধ্যমে শরীরে বিশাল মাত্রার ভিটামিন C ঢুকিয়ে কোষকে শক্তিশালী করে।

Hyperbaric Oxygen Chamber > বায়ুচাপ ও অক্সিজেন দিয়ে ক্যান্সার কোষের পরিবেশ নষ্ট করে

Alkaline therapy + raw food > শরীরের pH এমন জায়গায় নিয়ে যায়, যেখানে ক্যান্সার টিকতেই পারে না।

এই থেরাপিগুলোকে FDA / WHO কখনো অনুমোদন দেয় না কারণ ফার্মা মাফিয়ারা এতে টাকা কামাতে পারে না। তাই এসব পদ্ধতি “unscientific” বলে দমন করা হয়।

২-তাদের Chemotherapy-ও হয় “customized & cleaner version”

আমরা যেটা পাই-
Toxic chemo যা ভালো কোষও ধ্বংস করে দেয়। চুল পড়ে যায়, ইমিউন সিস্টেম ভেঙে পড়ে।

তারা যা পায়-
Ultra-high tech personalized chemo + targeted therapy + stem cell support
Supplement + ইমিউন সিস্টেম বুস্টার দিয়ে side effect কমিয়ে ফেলে

৩. তারা জানে ক্যান্সার হলো “Metabolic Disease”Genetic না!
তারা বিশ্বাস করে না যে ক্যান্সার হলো “দুর্ভাগ্যজনিত জেনেটিক রোগ”।

তাদের চিকিৎসকরা জানে:
“ক্যান্সার কোষ = অস্বাভাবিকভাবে গ্লুকোজ খাওয়া কোষ”
তাই চিনি বন্ধ করে, ক্ষারীয় খাবার দিয়ে, শরীর ডিটক্স করে ফলে ক্যান্সার কোষ না খেয়ে মারা যায়।

অথচ সাধারণ মানুষকে শেখানো হয়:
“এটা কপাল, জেনেটিক, কেমো ছাড়া উপায় নাই।ক্যান্সার মানেই মৃত্যু। আপনাকে হতাশ করে তুলবে। আপনাকে চিন্তিত করে তুলবে। এবং এই সুযোগে ক্যান্সার আপনার শরীরে আরও ভয়ানক রুপ ধারন করে।”

তাহলে ক্যান্সার কি আসলেই “অপরিবর্তনীয় মৃত্যুদণ্ড?

না। প্রচলিত মেডিকেল সিস্টেম যে চিত্র তুলে ধরে ক্যান্সার মানেই মৃত্যু সেটা অনেকাংশে মিথ্যা।

ক্যান্সার থেকে বেঁচে যাওয়ার প্রকৃত পথ হচ্ছে

Alkaline Diet (pH ব্যালেন্স করে):
ক্যান্সার কোষ এসিডিক পরিবেশে বাড়ে, আলকালাইন খাদ্য এটা বন্ধ করে।
Dr. Sebi নামে এক হোলিস্টিক হিলার ছিলেন যিনি শুধু alkaline food খাইয়ে হাজারো ক্যান্সার রোগীকে সারিয়ে তুলেছিলেন। কিন্তু তাকে পরে “ভুয়া চিকিৎসক” বলে হঠাৎ করে May 2016 এ গ্রেফতার করে মেরে ফেলা হয়।

Vitamin B17 (Laetrile):
প্রাকৃতিক অ্যান্টি-ক্যান্সার উপাদান, যা FDA নিষিদ্ধ করেছে।
Vitamin B17 নামে পরিচিত এই জিনিসটা আসলে একটুও ভিটামিন না।
এটি হলো একটি প্রাকৃতিক ক্যান্সার-নাশক যৌগ যার প্রকৃত নাম Amygdalin, এবং প্রক্রিয়াজাত রূপ হলো Laetrile।
এটি প্রাকৃতিকভাবে কিছু নির্দিষ্ট ফলের বীজ থেকে নেওয়া হয়। বিশেষ করে আপেল, খেজুর, তেঁতুল, আঙ্গুর, বিশেষ করে আবেগ বিচি (Apricot kernel) এ।
এটা শরীরে গিয়ে সায়ানাইড (cyanide) ছাড়ে। কিন্তু শুধু ক্যান্সার কোষের মধ্যেই।
তাই স্বাভাবিক কোষ ক্ষতিগ্রস্ত না হয়ে শুধু ক্যান্সার কোষ ধ্বংস হয়।

১৯৭০ দশকে Dr. Ernst Krebs নামে একজন গবেষক বলেন:
“B17 হচ্ছে প্রকৃত ক্যান্সার প্রতিরোধক। ক্যান্সার আসলে B17 ঘাটতির রোগ।”
তিনি Laetrile দিয়ে বহু ক্যান্সার রোগী সুস্থ করেছিলেন।কিন্তু পরে FDA এটাকে নিষিদ্ধ করে।
কারণ:
ক্যান্সার একটি ট্রিলিয়ন ডলারের ব্যবসা।
তারা ক্যান্সার সারাতে চায় না। চায় রোগীকে চিরস্থায়ী খদ্দর বানাতে।

#সাস্থবার্তা

যদি বলা হতো তুমার হায়াতের বিনিময়ে কার হায়াত বৃদ্ধি করতে চাও অবশ্যই আমি আমার প্রানের প্রীয় রাসূল সাঃ কে দিতাম🥰💝
09/08/2025

যদি বলা হতো তুমার হায়াতের বিনিময়ে কার হায়াত বৃদ্ধি করতে চাও অবশ্যই আমি আমার প্রানের প্রীয় রাসূল সাঃ কে দিতাম🥰💝

আমরা কেউই মরতে চাইনা কিংবা শত বছর বেচে থাকতে চেষ্টা ও চিন্তা করি, মৃত্যুর কথা শুনলেই মুখ ফিরিয়ে অন্য রকম বিনোদনে মাইন্ড ...
08/08/2025

আমরা কেউই মরতে চাইনা কিংবা শত বছর বেচে থাকতে চেষ্টা ও চিন্তা করি, মৃত্যুর কথা শুনলেই মুখ ফিরিয়ে অন্য রকম বিনোদনে মাইন্ড ডাইবার্ট করি। আমার পরিচিত অসংখ্য মানুষ আছে যারা মৃত্যুর কথা একবারো স্মরণ করে না !!!
কখনো কি ভেবেছেন যতো বেশি হায়াত বা দীর্ঘ আয়ূতে আপনার আমলনামাটা কতো ভাড়ী হবে হিসাব টা কতো বড় হবে !!! যদি আপনি নেক আমল না করতে পারেন তাহলে বুঝে নিয়েন আপনার কি অবস্থা হবে !!! তাই মৃত্যুর কথা স্মরণ করে আর আল্লাহকে ভয় করে জিবনের অতীত পাপের জন্য মাফ চেয়ে নিন আর সামনের দিনগুলোর জন্য আমল করে যান ইনশাআল্লাহ আপনিও আল্লাহর প্রীয় গোলাম হিসেবে ঠাই পেতে পারেন !!!
--- মোঃ আশরাফুল হক চৌধুরী ---

07/08/2025

সব পর্দাশীল নারী দ্বীনদার নয় তবে সব দ্বীনদার নারী পর্দাশীল 🫵

23/07/2025

মাশাআল্লাহ

দুটি মেয়ে  ও একটি সন্তান  (দুটি মেয়ের একটি বাচ্চা নিয়ে ঝগড়া)আবূ হুরায়রা (রাঃ)আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্...
10/07/2025

দুটি মেয়ে ও একটি সন্তান (দুটি মেয়ের একটি বাচ্চা নিয়ে ঝগড়া)
আবূ হুরায়রা (রাঃ)

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, দু’জন মহিলা ছিল। তাদের সাথে দু’টি সন্তানও ছিল। হঠাৎ একটি বাঘ এসে তাদের একজনের ছেলে নিয়ে গেল। সঙ্গের একজন মহিলা বললো, “তোমার ছেলেটিই বাঘে নিয়ে গেছে।” অন্য মহিলাটি বললো, “না, বাঘে তোমার ছেলেটি নিয়ে গেছে।” অতঃপর উভয় মহিলাই দাঊদ (‘আঃ)-এর নিকট এ বিরোধ মীমাংসার জন্য বিচারপ্রার্থী হল। তখন তিনি ছেলেটির বিষয়ে বয়স্কা মহিলাটির পক্ষে রায় দিলেন। অতঃপর তারা উভয়ে বেরিয়ে দাঊদ (‘আঃ)-এর পুত্র সুলায়মান (‘আঃ)-এর নিকট দিয়ে যেতে লাগল এবং তারা দু’জনে তাঁকে ব্যাপারটি জানালেন। তখন তিনি লোকদেরকে বললেন, তোমরা আমার নিকট একখানা ছোরা নিয়ে আস। আমি ছেলেটিকে দু’ টুক্‌রা করে তাদের দু’জনের মধ্যে ভাগ করে দেই। একথা শুনে অল্পবয়স্কা মহিলাটি বলে উঠলো, তা করবেন না, আল্লাহ্‌ আপনার উপর রহম করুন। ছেলেটি তারই। তখন তিনি ছেলেটি সম্পর্কে অল্পবয়স্কা মহিলাটির অনুকূলে রায় দিলেন।

আবূ হুরায়রা (রাঃ) বলেন, আল্লাহ্‌র কসম! ছোরা অর্থে لسّيكينا শব্দটি আমি ঐদিনই শুনেছি। তা না হলে আমরাতো ছোরাকে المُديَتُ ই বলতাম।

সহিহ বুখারী, হাদিস নং ৩৪২৭

বাংলাদেশের তৈয়ারি বে*লেস্টি*ক ক্ষে*পণা*স্ত্র যা দেখে আত*ঙ্কিত বিশ্ব !!! বাংলাদেশের তৈয়ারি বে*লেস্টি*ক ক্ষে*পণা*স্ত্র যা ...
21/06/2025

বাংলাদেশের তৈয়ারি বে*লেস্টি*ক ক্ষে*পণা*স্ত্র যা দেখে আত*ঙ্কিত বিশ্ব !!!
বাংলাদেশের তৈয়ারি বে*লেস্টি*ক ক্ষে*পণা*স্ত্র যা দেখে
দুনিয়ার সবাই বাংলাদেশি শুনলে ভয়ে কাপতে থাকে।

আমরা মেধা দিয়ে বড় বড় সার্টিফিকেট কিনে নিয়েছি।

বাংলাদেশের তৈরী করা কোন সাইন্টিস্ট নাই কোন প্রতিরক্ষা মূলক আবিষ্কার নাই, কিছু নাই তাই আমরা বাঁশ দিয়ে মিছাইল আর গাছ দিয়ে বেলেস্টিক বানিয়ে সবাইকে উপহার দেই। মাঝে মাঝে আমরা খেলনা হেলিকপ্টার বানাই যা মাঠিতেই সীমাবদ্ধ আকাশে উড়ার ক্ষমতা নাই এতে পাবলিক বিনোদন পায় ভরপুর।

লজ্জা লাগে যখন অন্য কারো কাছ থেকে কিনে এনে সামরিক মহড়া দেই আমরা। আমাদের শিক্ষা ব্যবস্তা ৪ দেয়ালের ভিতড়ে বন্দী, বিসিএস করে সরকারি চাকরিতে পদ প্রমোশনে আমরা ব্যস্ত। আমরা কখনো দেশ ও জনগণের জন্য ভাবি না, আমরা মনে করি আমার পকেট গরম তো অন্যর হোক মরন তাতে আমার কি !!!

দেশের এতো বড় বড় বিশ্ববিদ্যালয় এতো গবেষণাগার

এতো বড় বড় শিক্ষক, এতো এতো ব্রেইন সবি মনে হয় নেহায়েত বৃথা।

আমরা এতো পিছেয়ে কেনো কেনো কেনো ???

আরে দরকার হলে বিদেশ থেকে সাইন্টিস্ট ভাড়া করে এনে এদের শিক্ষাদান করা হউক, তাহলে যদি একটু চেতনা আসে !!!

দেশের জনগণ ও সার্বভৌমের কথা চিন্তা করে সরকারি ভাবে উদ্যাগ নেয়া হউক 🙏
゚ #

গা*জার দৃশ্য ফুঠে উঠেছে ই*জ*রা*য়ে*লে আলহামদুলিল্লাহ
14/06/2025

গা*জার দৃশ্য ফুঠে উঠেছে ই*জ*রা*য়ে*লে আলহামদুলিল্লাহ

Address

পশ্চিম পাঠানটুলা, হাসান ভিলা নিবাস বি/১২
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when মোঃ আশরাফুল হক চৌধুরী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share