মোঃ আশরাফুল হক চৌধুরী

মোঃ আশরাফুল হক চৌধুরী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মোঃ আশরাফুল হক চৌধুরী, Video Creator, পশ্চিম পাঠানটুলা, হাসান ভিলা নিবাস বি/১২, Sylhet.
(1)

ইয়াহইয়া ইবনু বুকায়র (রহঃ) আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যাক্তি চায় যে, তার রিযক প্রাপ্ত হোক এবং আয়ু বৃদ্ধি হোক; সে যেন তার আত্নীয়তার সাম্পর্ক অক্ষুন্ন রাখে আস-সালামুয়ালাইকুম
"মোঃ আশরাফুল হক চৌধুরী " পেজ এর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
দ্বীন প্রচার ও ইসলাম সম্পর্কে স্পষ্ট ধারনা দিতে আমি আপনাদের মাঝে ইসলামি

ক গুরুত্বপূর্ন সকল বিষয় তুলে ধরব।
এর পাশাপাশি ,
🔰-ওয়াজ ,
🔰-মাহফিল ,
🔰- কুরআন তেলাওয়াত ,
🔰- সুরা ,
🔰- কেরাত ,
🔰-ইসলামিক গান ,
🔰-গজল ,
🔰-হামদ
🔰-নাথ
🔰- সহ নানার ধরনের ইসলামিক সচেতনতামূলক পোষ্ট করব।

দ্বীন ইসলাম সম্পর্কে ভালোভাবে জানতে "মোঃ আশরাফুল হক চৌধুরী " পেজ টি লাইক ও ফলো দিয়ে সাথে থাকুন।
ধন্যবাদ।

24/11/2025

গোপনে পাপ করলে তা মানুষের ইমান,
আমল এমনকি মানুষকে
তিলে তিলে ধংস করে দেয়,
আর গোপন ইবাদত মানুষকে শ্রেষ্ট বানিয়ে দেয় !!!

17/11/2025
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,আমাদের নাশিদ টিমের প্রথম কাওয়ালী আসতে যাচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেনো দ্ব...
08/11/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
আমাদের নাশিদ টিমের প্রথম কাওয়ালী আসতে যাচ্ছে
সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেনো দ্বীনের পথে অবিচল থেকে আপনাদের ভালো কিছু দিতে পারি 💝💝💝

29/10/2025

কুরআনুল কারীমে এমন একটি সূরা আছে, যার প্রতিটি আয়াতে আল্লাহর নাম (اللّٰه) উল্লেখ করা হয়েছে —
সেই সূরাটি হলো 👉 সূরা আল-মুজাদালাহ্ (سورة المجادلة)

📖 সূরা আল-মুজাদালাহ্ (সূরা ৫৮)
এই সূরায় মোট ২২টি আয়াত,
এবং আশ্চর্য ব্যাপার হলো —
প্রতিটি আয়াতেই আল্লাহ তায়ালার নাম “اللّٰه” উল্লেখ রয়েছে।

এটি কুরআনের একমাত্র সূরা যেখানে এমন বৈশিষ্ট্য দেখা যায় 💫

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।বিশ্বজয়ী হাফেজে কোরআন হাফেজ সাইফুর রহমান ত্বকী  গত কয়েকদিন ডেঙ্গুজরে আক্রান্ত হ...
27/10/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বিশ্বজয়ী হাফেজে কোরআন হাফেজ সাইফুর রহমান ত্বকী গত কয়েকদিন ডেঙ্গুজরে আক্রান্ত হয়ে কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন

আল্লাহ পাক হাফেজে কুরআন কে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।

নফসকে কন্ট্রোল করার ১৫ টি উপায়:-১/ ফজরের নামাজের পর না ঘুমানো।২/ মেক্সিমাম দিনে ৩ বার খাওয়ার অভ্যাস।৩/ প্রতিদিন যতটুকু ...
22/10/2025

নফসকে কন্ট্রোল করার ১৫ টি উপায়:-

১/ ফজরের নামাজের পর না ঘুমানো।

২/ মেক্সিমাম দিনে ৩ বার খাওয়ার অভ্যাস।

৩/ প্রতিদিন যতটুকু মনে হবে তার চেয়ে কম খেতে হবে।

৪/ অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে।

৫/ প্রতিদিন সকাল সন্ধ্যা জিকির করা।

৬/ ঘুমের পরিমাণ কমাতে হবে।

৭/ ইশরাকের সালাত আদায় করা।

৮/ নিয়মিত কোরআন পড়ার চেষ্টা করতে হবে।

৯/ ফজরের পর পর বেয়ামের অভ্যাস করা।

১০/ দৃষ্টি সংযত করার চেষ্টা করতে হবে।

১১/ সোশাল মিডিয়ার ব্যব্যবহার কমানো।

১২/ রাতে ভরপেট খাওয়া পরিহার করা।

১৩/ রাতে ঘুমের আগে ২ রাকাত নফল নামাজ পড়া।

১৪/ নিয়মিত তাহাজ্জুদ আদায় করা।

১৫/ রবের প্রতি তাওয়াক্কুল করা।

> সংগ্রহীত

17/10/2025

আলী (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন:

مَنْ قَدَرَ عَلَى الْـحَجِّ فَتَرَكَهُ فَلَا عَلَيْهِ أَنْ يَّمُوْتَ يَهُوْدِيًّا أَوْ نَصْرَانِيًّا.

‘‘যে ব্যক্তি হজ্জ করতে সক্ষম অথচ হজ্জ করেনি। সে ইহুদী হয়ে মরুক বা খ্রিস্টান হয়ে তাতে কিছু আসে যায় না’’।

জুম্মা মোবারক
সবাইকে

15/10/2025

মুর্খদের ভীড়ে
ভন্ডরাই পীর

✍️মোঃ আশরাফুল হক চৌধুরী

10/10/2025

ক্ষনস্থায়ী জিবনের জন্য চিরস্থায়ী জিবন বরবাদ করবেন না, জুম্মা মোবারক

Address

পশ্চিম পাঠানটুলা, হাসান ভিলা নিবাস বি/১২
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when মোঃ আশরাফুল হক চৌধুরী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share