
03/06/2025
ছবি ব্যবহার আর মন্দির ব্যবহার এক নয়!
নতুন বিশ টাকার নোটে কান্তজিউ মন্দিরের ছবি ব্যবহার করা হয়েছে, বাংলাদেশের সীমান্তবর্তি জেলা দিনাজপুরে এই কান্তজিউ মন্দিরটি অবস্থিত এবং কান্তজিউ মন্দিরটি হিন্দু সম্প্রদায়ের বড় প্রতীক হিসেবে স্বীকৃত। কান্ত অর্থ: কৃষ্ণ, জিউ অর্থ: বেঁচে থাকো, চিরজীবী হও, কান্তজিউ অর্থ হে কৃষ্ণ, চিরজীবী হও।
কেউ যদি বিশ টাকার নোট মসজিদের দান বাক্সে অনুদান হিসেবে দিয়ে থাকে তাহলে মন্দিরকে কৌশলে মসজিদে ঢুকানো হলো। এসব কারা করছে! আমি মনে করি যারা এসব করছে তারা নিঃসন্দেহে সুপরিকল্পিতভাবে মুসলমানদের উস্কানি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।
এই নোট বাজারে আসার পূর্বে পরিবর্তন করা জরুরি, পরিবর্তন করতে হবে।