13/08/2025
Local Business এ CTR বাড়ানোর ছোট ছোট স্টেপ (with Real Data)
Hey, Local SEO Enthusiasts 😀আমরা অনেকেই ভাবি, Local SEO তে বড় কিছু না করলে,
রেজাল্ট আসে না।
কিন্তু আমি দেখেছি, কিছু ছোটখাটো, কিন্তু স্ট্র্যাটেজিক টাচ দিলে
অবিশ্বাস্য রেজাল্ট পাওয়া যায়। আজকে শেয়ার করছি, কীভাবে আমি একটা লোকাল বিজনেসের
মাত্র ৭ দিনে,
Clicks 87 থেকে 227
CTR 0.9% থেকে 2.5%
খেয়াল করলে screenshot এ দেখতে পারবেন, impression কিন্তু তেমন পার্থক্য নাই, যা হয়েছে, প্রথম পেজেরি কিছু কিওয়ারড top 3 তে ঢুকেছে, সেই কারনে ক্লিক বেড়েছে এবং CTR ও বেড়েছে ☺️
আমি কী কী করেছি?
1. Entity-Based Content Optimization
- Home page, service page, আর GBP তে ব্র্যান্ড, লোকেশন, সার্ভিস, আর কিওয়ার্ড
- সবকিছু entity হিসেবে ক্লিয়ার করেছি। বাংলা কথায় কিছু লাইন add করেছি, কিছু শব্দ চেঞ্জ করেছি, আর কিছু sentence একটু টাচ করেছি মাত্র 😕
- Schema তে Goolge Dynamic LocalBusiness, schema এড করেছি। এটা নিয়ে একটা ভিডিও আছে, আমার আইডিতেই, চাইলে দেখতে পারেন।
2. Hyperlocal Keyword Clustering
- শুধু main keyword না, আমি neighborhood, landmark, micro location, এমনকি local event বা community reference দিয়েও কনটেন্ট আপডেট করেছি।
- Google’s People Also Ask, Related Searches, এবং SERP এর “People Also Search For” থেকে ৩-৪টা লোকাল প্রশ্ন ও phrase বের করে, FAQ তে contextually add করেছি।
3. CTR Optimization (Title & Meta)
- Title আর meta description-এ শুধু curiosity, benefit, আর CTA না, আমি advanced copywriting technique, SERP intent analysis,আর entity-driven phrasing ব্যবহার করেছি।
Primary keyword + hyperlocal modifier + unique value proposition (UVP)
এই মেথড এ টাইটেল দিছি, UVP এর ভিতরে একটা অফার দিছি মানে নাম্বার মেনশন করেছি, এটা CTR improvement এ অনেক ভালো কাজ করে 😃
5. Internal Linking & Topical Authority
- Home page থেকে service, location পেজে
smart internal link দিয়েছি, যদিও l যদিও, ওইটার রেজাল্ট এখনো আসে নাই, কারন client টা একেবারে recent, newly আমরা location page করতেছি, এখন ও পুর পুরি ভাবে process করাও হয় নাই, সো এটা count এ আনতেও পারেন আবার নাও পারেন।
Result?
Clicks: 87 → 227
CTR: 0.9% → 2.5%
Impressions: 9.1K+
Position আর impression প্রায় একই, কিন্তু CTR ও ক্লিক বেড়েছে ।
Personal Advice:
অনেকেই ভাবে,
“বড় কিছু না করলে র্যাঙ্ক আসবে না।” কিন্তু আমার অভিজ্ঞতায়,
ছোট ছোট টাচ, কিন্তু সঠিক জায়গায় দিলে, Google এ রেজাল্ট আসবেই 😁
আমি নিজেকে সবজান্তা ভাবি না, প্রতিদিন শিখছি, ক্লায়েন্টের জন্য কাজ করতে করতে, যা শিখি, সেখান থেকেই শেয়ার করি।
আপনারাও ছোট ছোট টাচ দিয়ে, বড় রেজাল্ট আনতে পারবেন, শুধু একটু স্ট্র্যাটেজি আর কনসিস্টেন্সি দরকার। এক্সপেরিমেন্ট লার্নিং চালিয়ে যান, এবং এগুল শেয়ার করবেন, যাতে আমরা সবাই শিখতে পারি।
ধন্যবাদ 💞
Credit by: Ratul Roy