
18/07/2025
‘লালসালু’র মজিদ পীর বা ‘পদ্মা নদীর মাঝি’র কুবের- সর্বত্রই তিনি অভিনয় দিয়ে জয় করেছেন বাঙালি দর্শকদের হৃদয়। ‘পদ্মা নদীর মাঝি’, ‘অন্য জীবন’, ‘দুখাই’ ও ‘লালসালু’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য চারবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন এই অভিনেতা। তার প্রথম চলচ্চিত্র ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘আবার তোরা মানুষ হ’। এছাড়াও ‘ঘুড্ডি’, ‘সুরুজ মিঞা’, ‘মৃত্তিকা মায়া’, ‘লাল সবুজের পালা’র মতো অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন তিনি। মুক্তিযুদ্ধে ঢাকায় গেরিলা যুদ্ধেও অংশ নিয়েছিলেন তিনি, ছিলেন ক্র্যাক প্লাটুনের সদস্যও। বাংলাদেশি বিশিষ্ট অভিনেতা ও মুক্তিযোদ্ধা রাইসুল ইসলাম আসাদের জন্মদিন আজ, যার অভিনয়ের মধ্য দিয়ে ফুটে উঠেছে এক শৈল্পিক জীবনবোধ।