
09/07/2024
রোনালদো খুঁজে পেলো সেই নারীকে উপহার দিলো পর্তুগালের সবচেয়ে বড় রেস্টুরেন্টে৷
ক্রিস্টিয়ানো রোনালদো অনেক গরীব ছিল এটা আমরা সবাই জানি" ৩ বেলা খাবার ও ঠিক ভাবে মিলতো না৷
রোনালদো যখন খেলতে যেতেন " খেলা শেষে যখন 's ফিরে আসতেন, রাতে খিদা লেগে যেতো৷
ওখানে একটা শাখা ছিল খাবার পাওয়া যেতো ৷
রোনালদোর যখনই খিদা লাগতো ছুটে যেতো #এডনের কাছে ওখানে আরো ২-৩ জন নারী খাবার দিতো৷ ক্রিস্টিয়ানো রোনালদো যাওয়া মাত্রই বার্গার দিয়ে দিতো" এডনে ৷
রোনালদো গত বছর বিখ্যাত সাংবাদিক #পির্য়াস মর্গানের কাছে ইন্টারভিউ দেওয়ার সময় বলছিল ৷ রোনালদোকে যে নারী বার্গার দিতো ওই নারীকে ক্রিস্টিয়ানো রোনালদো আজ ১৫ বছর যাবত খুঁজে বেড়ায়৷
ওই ইন্টারভিউটা ওই নারী #এডনে দেখেছেন" প্রথম দিকে তিনি পরিচয় গোপন রাখতে চান" এডনের ছেলেরা এডনে কে বলেন ক্রিস্টিয়ানো রোনালদো তোমাকে খুঁজে তুমি সারা দেও৷ অবশেষে খোঁজ মিলে যায় সেই এডনের৷
একটা সময়"', এডনে ৷ তাঁর ছেলেদের বলতো এই যে ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখতে পারছো " এই রোনালদো আমার কাছে আসতো খাবারের জন্য" এডনের" ছেলেরা এটা বিশ্বাস করতে পারতো না৷ পৃথিবীর সবচেয়ে ধনী ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো তোমার থেকে বার্গার নিতে আসতো খিদার জ্বালায়৷
সেই ক্রিস্টিয়ানো রোনালদো আজ কোথায়৷ #এডনের খোঁজ পেয়ে ক্রিস্টিয়ানো রোনালদো এডনে কে পর্তুগালের সবচেয়ে বড় রেস্টুরেন্টে গিফট করেন৷
ক্রিস্টিয়ানো রোনালদো তাঁকে যোগ্য সম্মান দিয়েছেন৷ রোনালদোর প্রতি ভালোবাসা আরো বেড়ে গেলো৷
ক্রিস্টিয়ানো রোনালদোর উঠে আসার গল্পটা খুবই সুন্দর 🙏