প্রকৃতি

প্রকৃতি প্রকৃতি
সুন্দর অাগামীর জন্য...

নাতিপুতিরা কোথায়?  তদের হক মেরে খাচ্ছে, তদের কোনো সাড়া নেই কেনো?
07/07/2025

নাতিপুতিরা কোথায়?
তদের হক মেরে খাচ্ছে, তদের কোনো সাড়া নেই কেনো?

03/07/2025

এই দিন অার সেই দিন, কতইনা স্মৃতি

ফুটবলে সিন্ডিকেট আবার শুরু হলো.?যাদের ঘাম, কষ্ট আর ফিটনেস চোখে পড়ে,  তাদেরই বলে দেওয়া হচ্ছে, "তাদের ফিটনেস ঠিক নেই।যারা ...
01/07/2025

ফুটবলে সিন্ডিকেট আবার শুরু হলো.?

যাদের ঘাম, কষ্ট আর ফিটনেস চোখে পড়ে,
তাদেরই বলে দেওয়া হচ্ছে, "তাদের ফিটনেস ঠিক নেই।

যারা ট্রায়াল দিতে এসেছে, তাদের ফিটনেস অনেক ক্ষেত্রেই বাংলাদেশের তথাকথিত "হাই প্রোফাইল" লোকাল ফুটবলারের অনেক এগিয়ে!
এবার অন্তত সিন্ডিকেট বাদ দিয়ে, দেশকে ভালোবাসা থেকে যোগ্যদেরই সুযোগ দিন।

১৮ কোটি ফুটবলপ্রেমীর একটাই দাবি — সঠিক নির্বাচন, সঠিক পথ! 🇧🇩❤️

#ফুটবলেরনতুনভোর
#ফিটনেসএইফিউচার
#ফুটবল_লাভার_বাংলাদেশ



সময়টা ছিল ১৯৭৪।এটাই ছিল অগ্রণী ব্যাংকের চেক বই। হ্যাঁ, আমি আজ থেকে ৫১ বছর আগের কথা বলছি।তখন এক টাকায় গরুর গাড়ি ভর্তি বাজ...
28/06/2025

সময়টা ছিল ১৯৭৪।

এটাই ছিল অগ্রণী ব্যাংকের চেক বই। হ্যাঁ, আমি আজ থেকে ৫১ বছর আগের কথা বলছি।
তখন এক টাকায় গরুর গাড়ি ভর্তি বাজার করা যেত।
মাত্র ৫০ টাকায় ৩ থেকে ৫ বিঘা জমি কেনা যেত।
ইন্টারনেট ছিল না, টাচ মোবাইল বা কম্পিউটারও ছিল না।

মনের ভাব প্রকাশ হতো চিঠির মাধ্যমে।
কারো সাথে কথা বলার জন্য অপেক্ষা করতে হতো দিনের পর দিন।
আজ যদি চিঠি পাঠাতেন, সেই খবর পৌঁছাতে সময় লাগত ১৫ থেকে ২০ দিন।

পাড়া-প্রতিবেশীদের সঙ্গে ছিল গভীর সম্পর্ক।
একজনের সুখে-দুখে সবাই পাশে থাকতো।
কে কেমন আছে, কার বাড়িতে কী ঘটছে—সব খবরই থাকত জানা।
মানুষ ছিল কম, ভালোবাসা ছিল বেশি।

আজ ৫১ বছর পেরিয়ে ২০২৫।
আমাদের হাতে এখন মোবাইল আছে, কম্পিউটার আছে, ল্যাপটপ আছে।
ইন্টারনেটের যুগে আমরা বাস করছি—তথ্যের সীমাহীন জগতে।
কিন্তু একটা প্রশ্ন—আমরা আসলে কোথায় আছি?

আজ পাড়ার মানুষটার নাম জানি না,
বাড়ির পাশেই কার মৃত্যু হলো তাও জানি না।
সম্পর্কের গভীরতা কমেছে, আত্মীয়তা হয়ে পড়েছে শুধুই আনুষ্ঠানিক।
পৃথিবী যত আধুনিক হচ্ছে, সম্পর্কগুলো ততই দূরে সরে যাচ্ছে।

আজ বাজার ভরা জিনিস, কিন্তু ভেজালে ভরা।
বিশ্বাস এমন ভেঙে গেছে যে,
নিজের রক্তের সম্পর্কেও এখন সন্দেহ জাগে।

একটু ভাবুন, আমি আর আপনি আসলে কোথায় আছি?
আমরা কি শুধুই প্রযুক্তির সাথে এগিয়েছি, নাকি মানবিকতাকে ফেলে এসেছি বহু পেছনে?

সময় বদলেছে, কিন্তু হৃদয়ের উষ্ণতা কি ততটাই বদলেছে?

22/06/2025

হেলো সিলেট

সিলেটি লোভনীয় কিছু অাইটেম, জিবে জল অাসার মতো।


゚viralシ ゚
#প্রকৃতি

এই প্রজন্মের চারঅনার কথা মনে থাকার নয়, কিন্তু এই ২৫ পয়সায় অনেকগুলো চকোলেট পাওয়া যেত।
28/04/2025

এই প্রজন্মের চারঅনার কথা মনে থাকার নয়, কিন্তু এই ২৫ পয়সায় অনেকগুলো চকোলেট পাওয়া যেত।

More happiness in the past
16/04/2025

More happiness in the past

অাসসালামু অালাইকুম  দেশ ও বিদেশে থাকা সকল ভাই-বন্ধু অাত্বীয়সজন সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক
30/03/2025

অাসসালামু অালাইকুম
দেশ ও বিদেশে থাকা সকল ভাই-বন্ধু অাত্বীয়সজন সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মোবারক

- তোমার বাবা কি করেন?- একটি মাল্টিন্যাশনাল কোম্পানির CEO।- ভেরি গুড, বসো।- নেক্সট, তোমার বাবা কি করেন?- ম্যাম, ভার্সিটির...
14/03/2025

- তোমার বাবা কি করেন?
- একটি মাল্টিন্যাশনাল কোম্পানির CEO।
- ভেরি গুড, বসো।

- নেক্সট, তোমার বাবা কি করেন?
- ম্যাম, ভার্সিটির প্রফেসর।
- কোন ডিপার্টমেন্ট? নাম কি?
- ফিন্যান্স। ড. কল্লোল চৌধুরী৷
- তুমি কল্লোল স্যারের মেয়ে? স্যারকে বলো আমার কথা!

- নেক্সট, তোমার বাবা?
- এমপি।
- তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো কিছু দরকার হলে আমাকে বলবে!

- তারপর, তোমার বাবা কি করেন?
ছেলেটা মাথা নিচু করে জবাব দেয়, "ম্যাডাম, আমার বাবা একজন কৃষক।"
- অ!

সেই প্রথম দিনের পরিচয়ের পর থেকে স্যার ম্যাডামদের মাথায় একটা জিনিস সেট হয়ে যায়। কার কার বাবা টাকাওয়ালা কিংবা উচ্চপদস্থ কেউ! এরপর থেকে প্রত্যেক ক্লাস, প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, মিডটার্ম, ভাইভা, এমনকি সেমিস্টার ফাইনালেও তাদেরকে এক্সট্রা প্রায়োরিটি দেওয়া হয়।

আর অজ পাড়াগাঁয়ের ক্ষেত থেকে উঠে আসা ছেলেটা মেধার জোরে এগিয়ে থাকলেও বাবার পরিচয়ে অনেকটাই পিছিয়ে যায়।

আমি যদি কোনদিন কোনো প্রতিষ্ঠানের শিক্ষক হতাম, তাহলে ওই চার নম্বর ছেলেটাকে একটা ধমক দিয়ে বলতাম, মাথা নিচু করে বলিস কেন তোর বাবা কৃষক? সবার সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে বল, তোর বাবা মাথার ঘাম পায়ে ফেলে মাঠে ফসল ফলিয়ে তার সন্তানকে দেশের সেরা প্রতিষ্ঠানে পড়াচ্ছে।
I am damn proud of my father.

তোকে ওই ভার্সিটির লেকচারার হবার দরকার নাই, তুই হবি অক্সফোর্ডের লেকচারার।
তোকে ওই ছোট কোম্পানির ছোট জবের জন্য লড়াই করতে হবে না, তুই হবি ওর চেয়ে বড় কোম্পানির শেয়ারহোল্ডার, তোর কলমের খোঁচায় ওইরকম পাঁচ-দশটা CEO'র চাকরি হবে। তুই শুধু এমপি না, তুই হবি দেশের প্রধানমন্ত্রী!"

ক্ষেত থেকে উঠে এসে আকাশ ছোঁয়ার উদাহরণ এই দেশে একটা দুইটা না, হাজারটা। আমাদের পকেটের ব্যসার্ধ বড় করার চেয়ে, মনের ব্যসার্ধ বড় করাটা অনেক জরুরি। কাউকে ছোট করে দেখলেই সে ছোট হয়ে যায় না। যে ছোট করে দেখে, সে-ই ছোট হয়।

#প্রকৃতি

Address

Zakigonj Sylhet Roads, Boropahtor, Birosree, Zakigonj, Sylhet
Sylhet

Telephone

+8801712358003

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রকৃতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রকৃতি:

Share

Category