Naiem Ahmed

Naiem Ahmed sylhet news 24

01/06/2024

রাস্তায় রিকশা চালক বা কোন শ্রমিক দেখলে আপনার সন্তান কে কখনো বলবেন না যে... তুমি পড়াশোনা না করলে ওদের মতো হবে , বরং বোঝান তুমি ভালো করে পড়াশোনা করলে , এদের জন্য একদিন ভালো কিছু করতে পারবে। একদিন এসব অসহায় দরিদ্র মানুষদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবে। মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারবে। পারিবারিক শিক্ষা‌ই সন্তানকে , প্রকৃত শিক্ষাই শিক্ষিত করে তুলে। পারিবারিক শিক্ষা‌ই সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলে , মানুষের মতো হিসেবে সমাজে অধিষ্ঠিত করে।

[ এটাই পারিবারিক সুশিক্ষা ]

01/06/2024

হোক প্রতিবাদ ✌️
বিড়ম্বনার আরেক নাম ডিজিটাল প্রিপেইড মিটার। এই মিটার ব্যবহার করতে গিয়ে ইতিমধ্যেই বিরক্তির সীমা ছাড়িয়ে গেছে।

ভুক্তভোগী মানুষের বাজে অভিজ্ঞতার সীমা নেই
১. ধরুন আপনি ৫/৭দিনের জন্য বাড়ির বাইরে আছেন এখন টাকা শেষ হয়ে গেলো। তো আপনার ঘরের ফ্রিজে থাকা সকল দ্রব্য পচে যাবে।
২. দেখা যায় এমন সময়ে আপনার টাকা শেষ হয়ে গেলো তখন আপনার হাতে টাকা নেই। হয়তো দুই/তিন দিন পরে আপনার টাকা হবে। তাহলে এই দুই/তিন দিন কিভাবে চলবে? হয় আপনাকে বিদ্যুৎবিহীন থাকতে হবে, নতুবা অনাকাঙ্ক্ষিত ভাবে কারো কাছে টাকা ধার করতে হবে। এতে আপনার পারসোনালিটি ক্ষতিগ্রস্ত হবে।
৩. আপনার মিটারে মধ্যরাতে টাকা শেষ হয়ে গেলো তখন আপনার বিকাশে/নগদে টাকা নেই। বাকি রাতে আপনি বিদ্যুৎ পাচ্ছেন না। গরমে ঘুম হলো না। পরের দিন আপনার ব্যক্তিগত বা অফিসিয়াল কাজের ব্যাঘাত ঘটবে।
অন্ধকার রুমে আপনি বাথরুম খুজে পাওয়া, দরজা খুজে পাওয়া কষ্টকর হবে। এমনকি কোথাও ধাক্কা খেয়ে আহতও হতে পারেন।
৪. আপনার বাড়িতে বৃদ্ধ বাবা-মা থাকেন। তাদের বিকাশে বা দোকানে টাকা রিচার্জ করার অভিজ্ঞতা নেই বা সুযোগ কম। তাহলে তাদের মারাত্মক ভোগান্তিতে পড়তে হবে।
৫. রিচার্জ করার সাথে সাথে একটা বিরাট অংশ সার্ভিস চার্জ, ডিমান্ড চার্জ, মিটার ভাড়া কেটে নেয়। এতো টাকা কেনো একজন গ্রাহককে দিতে হবে?

একটা রাষ্ট্র, রাষ্ট্রের প্রধান ম্যানেজমেন্ট এভাবে নিরীহ মানুষের উপরে জুলুম করতে পারে না। তাদের সেই অধিকার নেই। এমন অন্যায্য একটা বিষয় আইনগতভাবে অধিকার থাকাও অনুচিত।

এই জুলুম বন্ধ হোক 🚫

31/05/2024

😅বেকারত্ব😂😬
অনার্স পাস করে এক যুবক
দীর্ঘদিন ধরে চাকরি
পাচ্ছে না। হঠাৎ একদিন
চিড়িয়াখানায় তার একটা
চাকরি
হয়ে গেল🙂। চিড়িয়াখানার
বাঘটা হঠাৎ করে মারা
যাওয়ায়
খাঁচাটা শূন্য পড়ে আছে।

কর্তৃপক্ষ বললঃ তুমি যদি
খাঁচার ভেতর একটা বাঘের
পোষাক পরে বাঘের মত
তর্জন গর্জন দিতে
পারো তাহলে মাসে
৮হাজার টাকা পাবে।🫡

বেকার
ছেলেটা তাতেই রাজি হলো।🫤
রোজ চিড়িয়াখানা
খোলার
আগে সে বাঘের পোষাক
পরে খাঁচায় ঢুকে
পড়ে।😐

দর্শক এলে তাদেরকে
তর্জন- গর্জন ও
আরো নানা কায়দা-কসরত
দেখিয়ে ভীষণ
আনন্দ দেয়।
দেখতে দেখতে চিড়িয়াখানার
দর্শক বেড়ে গেল। বাঘের
খাঁচার সামনে বিরাট
ভিড়। 🫠চিড়িয়াখানা
কর্তৃপক্ষও খুশি হয়ে বেতন
বাড়িয়ে
দিল।🫠🤩

ভালোই চলছিল দিন.......
হঠাৎ একদিন হলো
বিপত্তি...!!!
বাঘের খাঁচার পাশেই ছিল সিংহের
খাঁচা। দুই খাঁচার মাঝে
একটা
লোহার জালের বেঁড়া।😷
একদিন সেই বেঁড়া ধরে
লাফিয়ে নেচে- নেচে মজা
দেখাতে গিয়ে
পুরনো বেঁড়া ভেঙ্গে সে
গিয়ে পড়লো
সিংহের খাঁচার ভেতর। এখন
কী হবে?🫡😝

পৈতৃক প্রাণটা বুঝি আজ
সিংহের হাতেই গেল...!
ভয়ে জুবু থুবু হয়ে খাঁচার এক
কোনে বসে
প্রার্থনা করতে লাগলো
বেচারা।এদিকে সিংহটাও
কিছুক্ষণ চুপকরে বসে থেকে
ধীরে
ধীরে উঠে দাঁড়ালো।😪
তারপর আস্তে আস্তে
এগিয়ে যেতে লাগলো তার
দিকে। ভয়ে তো
তার প্রায় হার্ট এটাক হবার
যোগাড়।😬

এদিকে সিংহটা
এক্কেবারে কাছে চলে
এসেছে। প্রাণের মায়া
ছেড়ে দিয়ে ছেলেটা যখন
সৃষ্টি কর্তাকে ডাকতে শুরু
করলো....🫣
ঠিক তখন সিংহটা বলে
উঠলো . . . 🥴.

ভাই, এত ভয়
পাবেন না, আমিও অনার্স
পাশ বেকার। 😬😬😐😐

মন ছুয়ে যাওয়া গল্প পেতে নীল লেখায় চাপ দিয়ে নতুন গল্পের পেজটা ফলো করুন 👉 ডাইরির গল্প

ফিলিস্তিন কে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে সর্বমোট ১৪২ টি রাষ্ট্র।  আলহামদুলিল্লাহ
31/05/2024

ফিলিস্তিন কে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে সর্বমোট ১৪২ টি রাষ্ট্র। আলহামদুলিল্লাহ

31/05/2024

Alhamdulillah
বর্নার পানি এখন কমতেছে।

Refreshing mind..
26/05/2024

Refreshing mind..

Warmest congretulations for little brother Jabed Miya He  achieved obtained score SSC- 4.44Always pray for him to achiev...
12/05/2024

Warmest congretulations for little brother Jabed Miya
He achieved obtained score SSC- 4.44
Always pray for him to achieve bright future.

10/05/2024

যারা স্টুডেন্ট আছেন, অনুরোধ থাকবে ধৈর্য্য নিয়ে সম্পূর্ণ লেখাটা পড়া শেষ করবেন...

আজকাল বেশির ভাগ স্টুডেন্টদেরই একটা সমস্যা আছে। আর সেটা হলো, এরা সবাই ভালোবাসার জন্য পাগল হয়ে যাচ্ছে। এরা বলে তাদের নাকি সত্যি কারের প্রেম হয়ে গেছে?
তাহলে আমি আপনাকে বলতে চাই, এই পৃথিবিতে প্রেম- ভালোবাসা বলে কিছু হয় না। আর যদিও সেটা হয় তবে তার সংখ্যাটা খুবই কম। তাই আজকাল যা কিছু হচ্ছে এটা কেবল মাত্র "এট্রাকশন"।

"এট্রাকশন" প্রাকৃতিক একটা জিনিস। আপনি ছেলে হলে মেয়ের প্রতি হবে আর মেয়ে হলে ছেলের প্রতি হবে। আর এই "এট্রাকশনকে" আমরা ভালোবাসা নাম দিয়ে দেই।

সত্যি বলতে আপনার কোনো লাভ হয় নি কেউ যদি আপনাকে বলে সে আপনাকে সত্যিই ভালোবাসে। তবে সেটা পরিক্ষা করে দেখুন...

যেমনঃ আপনি তাকে বলুন আপনার শরীর অসুস্থ এবং আপনি বেশি দিন বাঁচবেন না। দেখবেন কিছুদিন পরে সে আপনাকে কোনো অজুহাতে ছেড়ে চলে যাবে । কিন্তু একই কথা আপনি আপনার বাবা মা কে বলে দেখুন, দেখবেন তারা ঠিকই আপনাকে মেনে নিবে। আর যদি প্রয়োজন হয় এরা আপনার জন্য নিজেদের বিক্রি করে দিবে। আর এটাই হচ্ছে রিয়েল লাভ।

আর আজ লোক "এট্রাকশনকে" লাভ মনে করছে। আর এর জন্য নিজের জীবনকেও নষ্ট করে দিচ্ছে। আর এই সব কিছু আপনি ভূল করছেন। আপনার ক্যারিয়ার ছেড়ে যদি আপনি এই সবকিছু করেন তাহলে আপনার জীবনটাই নষ্ট হয়ে যাবে। আপনি যে সম্পর্ক তৈরি করেন আপনার স্কুল, কলেজ কিংবা কোচিংয়ে এসব সম্পর্ক পারমানেন্ট সম্পর্ক হতে পারে না।

আপনি যদি আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড কে বিয়ে করেন তাহলে সেটা আপনার জন্য বেস্ট ছেলে, মেয়ে হবে। কিন্তু আপনার বাবা মা যাকে পছন্দ করবে সেটা আপনার জন্য ইউনিক হবে। যদি আপনি বেস্ট পছন্দ করেন তবে আপনি নাম্বার ওয়ান হবেন, আর যদি ইউনিক পছন্দ করেন তাহলে আপনি (You will only one) ইউ উইল ওয়ানলি ওয়ান হবেন।
তাই আপনার যদি ভালোবাসতেই হয়, তবে আপনার বইকে ভালোবাসুন, আপনার কাজকে ভালোবাসুন।
কারণ, এরা আপনাকে কখনোই ধোকাঁ দিবে নাহ, কিছু না কিছু অবশ্যই দিয়ে যাবে।

দিন সবার জন্যই ২৪ ঘন্টার হয়। এমন না যে কেউ আলাদা করে সময় পায়। কিন্তু এই ২৪ ঘন্টায়ই কেউ ভালোবেসে পতি হতে চায়, আবার কেউ পরিশ্রম করে কোরো পতি হতে চায়। এখন আপনিই ভেবে দেখুন, আপনি কি হতে চান?

লোক কিছু বছর পর যখন আপনার সঙ্গে দেখা করবে তখন তারা এটা জিজ্ঞেস করবে না যে, আপনার কয়টা গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড আছে। তারা এটাই জিজ্ঞেস করবে, আপনি কতো টাকা রোজগার করেন, আপনার যোগ্যতা কতোটা?

এটাই পৃথিবীর নিয়ম, লোক কখনওই আপনার অবস্থা জিজ্ঞেস করবে না। তারা আপনার আর্থিক অবস্থা জিজ্ঞেস করবে। আজকাল লোক প্রমিস করে আমি তোমার সাথে সারা জীবন থাকবো। তাহলে আমি বলবো কেউ কারোর সাথে থাকে না, লোক যখন জানাযায় যায় তখনও কেবল কাধ অদল বদল করে নিয়ে যায়।

আর তাই এখন যদি আপনি মাথা নিচু করে পড়েন, আমি বলছি কিছুদিন পর আপনার মাথা সবার উপরে থাকবে। আর এখন যদি আপনি আরাম করার কথা ভাবেন তাহলে আপনার সারা জীবন কষ্ট সহ্য করতে হবে। আজ যদি আপনি আপনার বই কে আর কাজকে ভালোবাসেন, তাহলে কাল লোক আপনাকে ভালোবাসবে।

কোনো ড্রিম গার্ল/ড্রিম বয়ের জন্য কখনও নিজের বাবা মায়ের ড্রিমকে নষ্ট করবেন না।
আপনি আজ যেটাকে খুশি মনে করছেন সেটা কোনো খুশিই নয়। সত্যি বলতে কোনো স্টুডেন্ট এখনও খুশি দেখেই নি।
খুশি আপনি কবে পাবেন জানেন?
যেদিন আপনি প্রথম সেলারি পাবেন কিংবা আপনি আপনার বিজনেস শুরু করবেন (সেটাও কিন্তু খুশি নয়) কিন্তু যখন আপনি আপনার প্রথম সেলারি নিয়ে গিয়ে আপনার মায়ের হাতে দিবেন তখন আপনার চোখে পানি থাকবে।
তখন আপনি ফিল করবেন, যেই মায়ের আঙ্গুল ধরে আমি পথচলা শিখছি সেই মায়ের হাতেই আমি আমার প্রথম ইনকাম তুলে দিয়েছি। আর ঠিক তখনই আপনি সত্যিকারের খুশিটা ফিল করবেন। আর যখন আপনি ইনকাম করা শুরু করবেন তখন আপনি বুঝতে পারবেন, লক্ষ টাকারও কোনো মূল্য নেই সেই এক টাকার পিছনে, যখন আপনার মা স্কুল যাবার সময় আপনার হাতে দিতো।

একটু ভালোভাবে বাবা মায়ের চোখের দিকে তাকিয়ে দেখুন, এটাই হলো সেই আয়না, যেখানে সন্তান কখনও বৃদ্ধ হয় না।

আর সব শেষ এটাই বলবো....
জীবনে কখনো নিজের মাঝে অহংকার কে আসতে দেবেন না। কারণ, অহংকার অনেক খারাপ জিনিস।
ছাদের অনেক অহংকার ছিলো তার ছাদ হবার, আর যখনই তার উপরে ঘর তৈরি হয় তখন সে মেঝে হয়ে যায়। তাই অহংকার করবেন না। যেদিন আপনার মধ্যে অহংকার আশা শুরু করবে যে, আমি অনেক বড় হয়ে গেছি, অনেক কিছু জেনে নিয়েছি, অনেক কিছু পড়ে নিয়েছি, আমি অনেক সাকসেস হয়ে গেছি, সেদিন আপনি কোনো কবরস্থানে কিংবা কোনো শসানে গিয়ে দেখে আসবেন, আপনার থেকে অনেক সেরা মানুষ আজ মাটির সাথে মিশে গেছে। তাই জীবনে কখনোই অহংকার করবেন না।

ধন্যবাদ সবাইকে ❤️

কালেক্ট করা(কপি পোস্ট)

My fb page all support me plz.
26/04/2024

My fb page all support me plz.

26/04/2024

👉 বুয়েট থেকে পাস করা এমন একজনকে চিনি,
যার বিবাহিত জীবনের ১৩টা বছর শুধু একটা বাচ্চা নেয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফলতা আছে কিন্তু পূর্ণতা নাই।

👉 ব্যাংকের এ.জি.এম এমন একজনকে চিনি,
যার বউ দুইটা বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে। তার জীবনে সফলতা-পূর্ণতা সবই ছিলো, কিন্তু তাঁর কপালে ভালোবাসাটা জুটেনি।

👉 এম.বি.এ পাশ করা একজনকে চিনি,
পড়ালেখা শেষ করে ভালো কিছু করার জন্যে চলে যান দেশের বাহিরে, তারপর বিবাহের প্রস্তাব দেন ১৪ বছরের ভালোবাসার মানুষটির পরিবারে। শুধুমাত্র ছেলে প্রবাসী বলে বিবাহ দেননি। ভালো চাকুরী মানেই কি সব কিছু?

👉 প্রেম করে পালিয়ে বিয়ে করা এক মেয়ের গল্পটা জানি, কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায় বিষ ঢেলে দিলো। ভালোবাসার জন্যে ঘর ছেড়েছিলো, সফলতা আসেনি কখনও।

👉 দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েটার গল্পটা জানি, শুধু গায়ের রঙটা কালো বলে প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকাপ করতে হয়েছিলো। সেরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গলায় ঝুলিয়েও সে সুখী হতে পারছে না।

👉 ক্যারিয়ার গঠনের জন্য যে মেয়ে, তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি, সে মেয়েটির শেষ পর্যন্ত বিয়েই হয়নি। টাকা পয়সা সব আছে কিন্তু স্বামী সংসার নেই।

👉 চাকুরী না পাওয়া তরুণের গল্পটাও করুণ, বেকার থাকার সময়ে প্রেমিকার বিয়ের আয়োজনটা থামাতে পারে নাই। চাকুরীটা হাতে পাওয়ার আগেই বাবা মারা গেলো। "সফলতা মানেই সুখ" বাক্যটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা।

👉 পুলিশের একজন এসপি-কে জানি,
যিনি ভাগ্যের গেড়াকলে পড়ে সন্তান হারিয়েছেন, স্ত্রীকে হারিয়েছেন, সংসার ও চাকুরি সব হারিয়ে, এখন ক্ষমতাহীন নিঃস্ব জীবন-যাপন করছেন। সফলতা তার জীবনে সুখ আনতে আনতে পারেনি।

👉 একজন প্রফেসারের সাথে আমার কথা হয়েছিলো, তিনি বলেছিলেন, "বিবাহের চার বছর পর থেকে স্বামী অসুস্থ। আজ বারো বছর হলো দুই সন্তান ও অসুস্থ স্বামী নিয়ে সংসার করছি। জীবনে কি পেলাম? "সবই ছিলো, ভালো চাকুরী, দুই সন্তান। শুধু অর্থই জীবনের সব কিছু, একথা তার কাছে হাস্যকর।

👉 এক পরিচিত বড় ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েও এখন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক।

👉 একজন এম এ(ফার্স্ট ক্লাস ১৬তম)এলএলবি পাশ করে ওকালতি প্রাকটিস ও কলেজের প্রভাষক পদ ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক!

🗣️ আসলে জগতে কে সুখে আছে??
🗣️ টাকায় সুখ দিয়েছে কয়জনকে??
🗣️ জীবনে সফলতা মানেই কি সুখ??
🗣️ একটা জীবনে সুখী হয়ে মারা গেছে ক'জন!!

🧟‍♂️ সুখী দেখেছিলাম আমার এলাকার মন্তাজ পাগলাকে, সে এক বেলা পেট ভরে খেয়ে কি আয়েশী হাসিটাই না হেসেছিলো! শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে তার চেয়ে সুখী আর কেও নাই!!

👤 আমরা যারা মানুষ, তাদের মন ভরে সুখ কখনো আসে না। আমরা কখনো পরিপূর্ণভাবে সুখী হতে পারি না। বাস্তবতা বড় ফ্যাকাশে, স্বপ্নের মতো রঙিন হয় না। একটু সুখের জন্যে অনেক কিছুর দরকার নেই।

🗨️ চলুন, আমরা মনটাকে একটু ভালো করি, ক্ষমতা ও অর্থের দম্ভ থেকে সরে আসি, হিংসা, লোভ, স্বার্থপরতা ত্যাগ করি, সৃষ্টিকর্তার তরে নিজেকে সপে দেই আর কাউকে না ঠকাই। আমাদের জীবন সুখের হবে।

ইনশাআল্লাহ।।

After a long moment i am captured from the photographer Milladur Rohoman's camera. 📷📷
03/10/2023

After a long moment i am captured from the photographer Milladur Rohoman's camera. 📷📷

27/08/2023

Address

Companigonj Road 3100
Sylhet

Telephone

+8801314065316

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naiem Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Naiem Ahmed:

Share