Cyber Positive BD

Cyber Positive BD Cyber Positive BD is the renowned top notch 360° social media solutions company in Bangladesh.
(4)

06/09/2025

প্রাইমারি জিমেইলকে রিকভারি বানানো কতটা বিপদজনক!

অনেকেই ভুল করে প্রাইমারি জিমেইলকেই রিকভারি ইমেইল বানান।
ফলে কোনো সমস্যা হলে সেই একাউন্ট আর রিকভার করা যায় না।

সঠিক উপায়:

রিকভারি ইমেইল সবসময় আলাদা রাখুন।

শুধু সিকিউরিটি কাজে ব্যবহার করুন, অন্য কোথাও নয়।

রিকভারি অপশনে মোবাইল নাম্বারও যুক্ত করুন।

M.10 is now officially Facebook-verified with the Blue Badge, a process completed by Cyber Positive BD  to ensure authen...
06/09/2025

M.10 is now officially Facebook-verified with the Blue Badge, a process completed by Cyber Positive BD to ensure authenticity and trust.

02/09/2025

WhatsApp QR Code Scam বাস্তব ঘটনা

আজকে ফেনী ডিবি অফিসে এক ছেলে এসেছিল। সে অসচেতনভাবে একটি ফোনকল রিসিভ করে। অপর প্রান্ত থেকে স্ক্যামার নিজেকে সাইবার ক্রাইম থেকে বলে পরিচয় দেয় এবং তার WhatsApp QR Code চাই। সাথে বলে ফোনটা এক ঘন্টার জন্য বন্ধ রাখতে।

সে QR Code শেয়ার করার পরই স্ক্যামার তার নাম্বার দিয়ে ফেইক লেনদেন শুরু করে।

মাত্র ১ ঘন্টার মধ্যে তার নাম্বার ব্যবহার করে ২ লক্ষ ৮০ হাজার টাকা বিভিন্ন মানুষ থেকে কালেক্ট করা হয়।

কখনোই WhatsApp QR Code, OTP, বা Password কারো সাথে শেয়ার করবেন না। আসল সাইবার ক্রাইম ইউনিট কখনো ফোনে এসব তথ্য চাইবে না।

#সাইবার_নিরাপত্তা

Shimul Islam Business Manager Verified by Cyber Positive BD বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন একটি ব্যবসার ডিজিটাল পরিচয় নিশ্...
31/08/2025

Shimul Islam Business Manager Verified by Cyber Positive BD

বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন একটি ব্যবসার ডিজিটাল পরিচয় নিশ্চিত করে, যার মাধ্যমে ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে বিশ্বাসযোগ্যতা বাড়ে। এটি বিভিন্ন ব্র্যান্ড অ্যাসেট (পেইজ, অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল ইত্যাদি) নিরাপদভাবে ব্যবস্থাপনা, বিজ্ঞাপন চালানো এবং পার্টনার বা এজেন্সিকে অ্যাক্সেস দেওয়ার সুযোগ সহজ ও নিরাপদ করে তোলে। তদুপরি, ভেরিফাইড বিজনেস ম্যানেজার অনেক উন্নত ফিচার এবং টুল ব্যবহারের সুযোগ দেয়,যা ব্যবসার স্কেল এবং কার্যকারিতা বৃদ্ধিতে সহায়ক।

👉পেইজের বিজনেস ম্যানেজার ভেরিফাই করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন,ধন্যবাদ।

29/08/2025

আপনি কি জানেন??
PCSW এর তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি এক ঘন্টায় ৩ জন নারী সাইবার ক্রাইম নিয়ে অভিযোগ করেন!!

২০২০-২০২৪ এই ৪ বছরে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন প্লাটফর্মে অভিযোগ এসেছে ৪০ হাজারের-ও বেশি!!
যার মধ্যে,
• 📸 ডক্টরড ছবি / ব্যক্তিগত তথ্য প্রকাশ (Doxing) → ৪১%
• 🔑 সোশ্যাল মিডিয়া/ইমেইল অ্যাকাউন্ট হ্যাক → ১৮%
• 🕵️ আপত্তিকর ছবি/ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল → ১৮%
• 👤 ভুয়া প্রোফাইল তৈরি → ৯%
• 🗣️ অনলাইন হয়রানি (abusive messages, stalking ইত্যাদি) → ১৪%
বুঝতেছেন, সাইবার ক্রাইম কি পরিমাণে বেড়ে যাচ্ছে???

এসব সাইবার ক্রাইমে ব্যবহৃত প্লাটফর্ম হচ্ছে টেলিগ্রাম গ্রুপ, চ্যানেল, প্রিমিয়াম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক রোস্টিং/এক্সপোজিং গ্রুপ/পেইজ এবং বিভিন্ন মিমস গ্রুপ/পেইজ!!
আরো ভয়ানক ব্যাপার হচ্ছে, এসব প্লাটফর্ম পরিচালনা করা ছেলেদের অধিকাংশ-ই তরুন বা কিশোর!!!

অনেকে, ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ করার মাধ্যম হিসেবে প্রতিশোধ নেওয়ার জন্য এসব করে আবার কেওবা ব্লাকমেইল করে অর্থ দাবী করে এসব করে!
অনেকে, এগুলোকে বিজনেস মডেল-ই দিয়ে দিয়েছে!!!
এসব থেকে পরিত্রাণের উপায়?
- প্রথমেই ব্যক্তিগত ছবি বা ভিডিও ধারণ করা শেয়ার করা হতে বিরত থাকা
- সোস্যাল মিডিয়া ইনবক্সে এ্সব আদান-প্রদান হতে বিরত থাকা
- কোনো ফিশিং লিংকে প্রবেশ করে তথ্য দেওয়া হতে বিরত থাকা
- ক্রাক ফাইল বা ইনসিকিউরড এ্যাপস ইন্সটল হতে বিরত থাকা
- যেকোনো হুমকি বা থ্রেটে বিচলিত না হয়ে, পরিবারকে বা ক্লোজ মানুষজনকে জানিয়ে আইনের সহায়তা নেওয়া।
- সোস্যাল মিডিয়া বন্ধু-তালিকায় অপরিচিত কাওকে যুক্ত করা হতে বিরত থাকা।
- যথাসম্ভব অনলাইনে পাবলিকলি নিজের ছবি শেয়ার হতে বিরত থাকা!!

©Emon Hasan
Cyber Positive BD

26/08/2025

ইন্সটাগ্রাম কেন সাসপেন্ড হয়? সাসপেন্ড হলে সমাধান-ই বা কি??

- যদি আসলেই কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেন, যেমন: ১৮+ কন্টেন্ট শেয়ারিং, স্প্যামিং (অতিরিক্ত মেসেজ, কমেন্ট) বা সাইবার বুলিং টাইপ এক্টিভিটিস করলে!
- এর বাইরে ফলস/রিয়েল ট্রেডমার্ক বা কপিরাইট ক্লেইম ইস্যু আসলেও সাসপেন্ড হয়।
- ইন্সটাগ্রামের সাথে লিংক করা ফেসবুক একাউন্ট সাসপেন্ড হলেও অনেক সময় ইন্সটাগ্রাম ডিজেবল হয়!!
এসব তো ধরেন অথেন্টিক রিজন,
এর বাইরেও হুটহাট সে*ক*সুয়াল এক্টিভিটি বা অন্যান্য ইস্যু দেখিয়েও ডিজেবল হচ্ছে ইন্সটাগ্রাম একাউন্ট!
এসব ক্ষেত্রে করনীয় কি বা কিভাবে এসব ডিজেবল হওয়া থেকে বাঁচবো!
- প্রথমত উচিৎ ফেসবুক;ইন্সটাগ্রাম যদি লিংকড থাকে দুইটাই ভেরিফাইড রাখা
- কমিউনিটি গাইডলাইনের পরিপন্থি কিছু পোস্ট না দেওয়া
- ইন্সটাগ্রাম প্রোফাইলটায় প্রোপার ক্যাটাগরি সিলেক্ট করে , ঠিকঠাক ভাবে গুছানো, অন্যান্য সোস্যাল মিডিয়া লিংক এ্যাড করা।
- ইন্সটাগ্রামে নিজের ফেইস বুঝা যায় এমন কন্টেন্ট বা ছবি শেয়ার করা! এবং ডকুমেন্টস এর তথ্যের সাথে ইন্সটাগ্রামের তথ্যের মিল রাখা!!

আর ডিজেবল হয়ে গেলে,

- ইন্সটাগ্রামে লগ-ইন টাইমে Apeeal অপশন পেলে, ফ্রেশ ব্রাউজার (ডাটা-কুকিস ক্লিয়ার করে) থেকে আবেদন করা
- যেকোনো প্লাটফর্ম (ফেবু/ইন্সটা) এর সাপোর্ট থেকে কেইস রেইজ করতে পারেন (৮০% সল্যুশন এভাবেই হয়)
- আপিল ফর্ম গুলো থেকে আবেদন করতে পারেন (গুগলে খুঁজলেই পাবেন)

14/08/2025

সবার আইডি-ই লগ আউট হচ্ছে , সিকিউরিটি চেক-আপের জন্য!
এটা নিয়ে টেনশনের কিছু নেই!! কেও আপনার আইডি হ্যাক করছেনা!🤦‍♂️
মূলত, যাদের একাউন্টে টু-ফ্যাক্টর চালু নেই, তারা যেন টু-ফ্যাক্টর চালু করে সেজন্যই এই সিকিউরিটি চেক-আপ।
Turn On Extra Protection লেখা আসলে, Turn On এ ক্লিক করুন!
এর পরে Two factor authentication চালু না থাকলে, সেটা চালু করুন!!
নতুবা, লগ-আউট করে নতুনভাবে ব্রাউজার বা কম্পিউটার থেক্র লগ-ইন দিন!!
ব্যাস!!

🔵 🎉 জন্মদিনের শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠাতা ও সিইও – Emon Hasan  🎉 🔵Cyber Positive BD টিমের পক্ষ থেকে আমাদের প্রিয় প্রতিষ...
06/08/2025

🔵 🎉 জন্মদিনের শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠাতা ও সিইও – Emon Hasan 🎉 🔵

Cyber Positive BD টিমের পক্ষ থেকে আমাদের প্রিয় প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমন হাসান-কে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

আপনার দূরদৃষ্টি, নেতৃত্ব ও সাইবার জগতকে নিরাপদ রাখার প্রচেষ্টা আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। আপনার নতুন বছর হোক সাফল্যে ভরপুর, সুস্থতা ও শান্তিতে পূর্ণ।

আপনি আমাদের লক্ষ্য ও পথচলার প্রধান অনুপ্রেরণা।
চলুন, একসাথে এগিয়ে যাই আরও বড় স্বপ্ন পূরণের পথে।

🔐
🎂
🚀 #প্রতিষ্ঠাতা_ও_সিইও
💼 #নেতৃত্ব #সাইবার_নিরাপত্তা

30/07/2025

সাইবার হামলার আশঙ্কা, সতর্কতা জারি করলো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক তাদের ICT বিভাগ থেকে চিঠি পাঠিয়ে সর্বোচ্চ সতর্কতা চেয়েছে। সেখানে বলা হয়েছে যে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সেবাদাতাদের ওপর বড় ধরনের সাইবার হামলার ঝুঁকি রয়েছে, এবং সব প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সাইবার সুরক্ষা ব্যবস্থা দ্রুত নেওয়ার নির্দেশ দেওয়া হয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বললো বাংলাদেশ ব্যাংক:

১. সার্ভার, ডেটাবেইস ও আইটি সিস্টেম নিয়মিত আপডেট করতে হবে।
২. অপ্রয়োজনীয় পোর্ট বন্ধ এবং কমপক্ষে অনুমতি-ভিত্তিক এক্সেস নিশ্চিত করতে হবে।
৩. সংরক্ষিত ডেটার গুরুত্ব অনুযায়ী নিয়মিত ব্যাকআপ ও রিস্টোর ব্যবস্থা রাখতে হবে। ৩-২-১ ব্যাকআপ কৌশল অনুসরণে উৎসাহিত করা হয়েছে।
৪. ডেটা স্থানান্তর, সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার ক্ষেত্রে এনক্রিপশন বাধ্যতামূলক।
৫. গুরুত্বপূর্ণ সব সিস্টেমে মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (এমএফএ) চালু করতে বলা হয়েছে।
৬. নিরাপত্তা নজরদারির জন্য এবং অন্যান্য সিকিউরিটি টুলস ব্যবহারে গুরুত্বারোপ করা হয়েছে।
৭. এন্ডপয়েন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স (ইডিআর), অ্যান্টিভাইরাস ইত্যাদি সফটওয়্যারের হালনাগাদ এবং কার্যকারিতা নিশ্চিত করতে বলা হয়েছে।
৮. সম্ভাব্য হামলার ঘটনা মোকাবিলায় ইনসিডেন্ট রেসপন্স প্ল্যান এবং বিশেষায়িত টিম প্রস্তুত রাখতে বলা হয়েছে।
৯. সন্দেহজনক লগইন, ফাইল পরিবর্তন বা এক্সটারনাল সংযোগ মনিটর করতে এবং প্রয়োজনে কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।
১০. রিমোট এক্সেস, ভিপিএন ও প্রিভিলেজড অ্যাকাউন্টস নিয়মিত রিভিউ করে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ আরোপের নির্দেশ দেওয়া হয়েছে।
১১. সাইবার হামলার কোনও লক্ষণ দেখা গেলে দ্রুত ব্যবস্থা নিয়ে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে।
১২. ২৪/৭ বেসিসে নিরাপত্তা মনিটরিং সেন্টার পরিচালনায় প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে বলা হয়েছে।
১৩. সিস্টেমের উচ্চ সক্ষমতা ও স্থায়িত্ব বজায় রাখতে লোড ব্যালেন্সার স্থাপন ও বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
১৪. প্রতিষ্ঠানের বিজনেস কনটিনিউটিপ্ল্রান অ্যান্ড ডিজাস্টার রিকভারি প্ল্যান হালনাগাদ করে তা বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, এসব পদক্ষেপের লক্ষ্য হলো— যেকোনও সম্ভাব্য সাইবার হামলা প্রতিরোধ, ক্ষয়ক্ষতি কমানো এবং ঝুঁকি মোকাবিলায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা।
বাংলাদেশ ব্যাংকের চিঠিটি দেশের সব তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং পেমেন্ট সেবা প্রদানকারীদের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানগুলোকে সময়ক্ষেপণ না করে এখনই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে দেশের আর্থিক ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
attack

নিজেদের পে আউট ডিজেবল করতে না চাইলে, এগুলো ফলো করুন।১. প্রথমেই ফেসবুক একাউন্ট এর নাম ও জন্মসাল নিজেদের পাসপোর্ট বা এনআইড...
29/07/2025

নিজেদের পে আউট ডিজেবল করতে না চাইলে, এগুলো ফলো করুন।

১. প্রথমেই ফেসবুক একাউন্ট এর নাম ও জন্মসাল নিজেদের পাসপোর্ট বা এনআইডি অনুযায়ী করে নিন।

২. সব সময় নিজেদের নামের ব্যাংক একাউন্ট ও টিন সার্টিফিকেট ব্যবহার করার ট্রাই করুন। অন্যকারো টিন বা ব্যাংক সেট আপ করলেও সমস্যা নেই তবে না করাই বেটার।

৩. ট্যাক্স ইনফরমেশন দেয়ার সময় ঠান্ডা মাথায় সঠিকভাবে তা আপডেট করুন। ক্যাটাগরি, কান্ট্রি এগুলো দেখে শুনে সিলেক্ট করুন।

৪. ফেইকভাবে যারা মনিটাইজ এনে দেয়, সে ধরনের সার্ভিস নেয়া থেকে বিরত থাকুন। নিজেদের কনটেন্ট আপলোড করতে থাকলে মনিটাইজ আসবেই। তাই ফেইকভাবে মনিটাইজ নিয়ে মনিটাইজ ফ্ল্যাগ না করাই উত্তম।

*** সবকিছু বলার পরেও আপনারা আউট ইনফরমেশন ভুল সেট আপ করেন, যার কারনে পেমেন্ট আটকে যায়, ভেরিফাই ডকুমেন্টস এ চলে যায় পে আউট। অবশেষে ডিজেবল।

তাই নিজেরা পে আউট সেট আপ না করে অভিজ্ঞ কারো হেল্প নিন সব সময়, যেকোনো প্রয়োজনে Cyber Positive BD এর হেল্প নিতে পারেন।

বি দ্র: ইউটিউব এক্সপার্ট দের হেল্প নেয়া থেকে বিরত থাকুন।





#সাইবার_সচেতনতা

***বিশেষ সর্তকতামূলক পোস্ট***🔴 অনলাইনে প্রতারণা — সাবধান হোন*বর্তমানে ফেসবুক, ম্যাসেঞ্জার, ই-মেইল, ইউটিউব, মোবাইল কল বা ...
28/07/2025

***বিশেষ সর্তকতামূলক পোস্ট***

🔴 অনলাইনে প্রতারণা — সাবধান হোন*

বর্তমানে ফেসবুক, ম্যাসেঞ্জার, ই-মেইল, ইউটিউব, মোবাইল কল বা SMS–এর মাধ্যমে বিভিন্ন লোভনীয় অফার বা পুরস্কারের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা বাড়ছে।

👤 প্রতারকরা নিজেদের সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিদেশ ফেরত আত্মীয়, ধনাঢ্য ব্যবসায়ী, অনলাইনে কমদামে বিভিন্ন মালামাল বিক্রি কিংবা সহজে ইউরোপ-আমেরিকার ভিসার ব্যবস্থা করার প্রলোভনে মানুষকে টার্গেট করে বিশ্বাস অর্জন করছে।

🕵️‍♂️ ফিশিং (Phishing) ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে মানুষের ব্যক্তিগত তথ্য জেনে নিচ্ছে এবং এরপর মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট) অথবা ব্যাংক হিসাব থেকে টাকা হাতিয়ে নিচ্ছে।

⚠️ সতর্ক থাকুন — সচেতন হোন:
✔️ অচেনা নম্বর বা লিংকে ক্লিক করবেন না।
✔️ আপনার জাতীয় পরিচয়পত্র, ওটিপি, পাসওয়ার্ড, বা পিন কেউ চাইলে কখনোই দিবেন না।
✔️ লোভনীয় পুরস্কার, লটারির প্রলোভনে ক্লিক বা টাকা পাঠাবেন না।
✔️ আইনশৃঙ্খলা বাহিনীর নাম ভাঙিয়ে কেউ টাকা দাবি করলে নিকটস্থ থানায় জানান।

📌 আমরা সবাই সচেতন হলে প্রতারণা রোধ করা সম্ভব।
নিজে সচেতন হোন, পরিবার ও প্রিয়জনকেও সতর্ক করুন।

Address

Dhaka
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Cyber Positive BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cyber Positive BD:

Share