18/04/2025
আমরা সবাই একটু সাহায্য করি।আপু জালালাবাদ ক্যানটনমেনট বোর্ড হাই স্কুল এর ১৯ ব্যাচ এর ছাএী এবং সিলেট এমসি কলেজ এর ছাএী।আপনারা যতটুকু পারেন ততটুকু দিয়ে আামাদের বোনকে বাচান,আপনাদের একটু সহযোগিতা একটা প্রান বাচাতে পারে
আমাদের ব্যাচমেট ফাইজা আঞ্জুম জুতি এমসি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।(jcbhs19 batch)
ফাইজার ২০২৩ সালে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। পরবর্তীতে সিলেট ও ঢাকায় কয়েক মাস ধারাবাহিক চিকিৎসার পর সে সুস্থ হয়ে উঠে। কিন্তু ৬ মাস পরে তাকে আবার ডাক্তারে শরনাপন্ন করা হলে ডাক্তার তার (হডজকিন লিম্ফোমা) ব্লাড ক্যান্সার হয়েছে জানান।ডাক্তার এও জানান এখন তাকে বাচানোর একমাত্র মাধ্যম বোন মেরু ট্রান্সপ্লেন্ট করা। বিশেষজ্ঞ চিকিৎসকের মতে বোন মেরু ট্রান্সপ্লেন্ট করতে ২০-২৫ লাখ টাকার প্রয়োজন।আগেরবারের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে ফাইজার পরিবার এখন নিঃস্ব।আমাদের বন্ধুর এই কঠিন সময়ে আপনাদের ফাইজার পরিবারের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।আপনাদের দোয়াও আর্থিক সাহায্য একান্ত কাম্য।
Bkash- +880 01715-142465
MD Abdul Muhit(her father)
Bank- Account Number : 015931100014547
Routing Number : 260910185
MOHAMMAD ABDUL MUHIT
NRBC BANK (Bateshwar Branch )