Nahid bro

Nahid bro আমি একজন মুসলিম এটাই আমার সব থেকে বড় পরিচয়।

28/03/2025

-নিশ্চয়ই জুম্মার দিন শ্রেষ্ঠ.!🕋

এটাই বাস্তব হা হা হা 😄
25/02/2025

এটাই বাস্তব হা হা হা 😄

ভবিষ্যত বানী ব্যর্থ,,,সবাই রাজুতে আয়। সমন্বয়কদের নেতৃত্বে দিল্লি অভিমুখে মিছিল।
23/02/2025

ভবিষ্যত বানী ব্যর্থ,,,সবাই রাজুতে আয়। সমন্বয়কদের নেতৃত্বে দিল্লি অভিমুখে মিছিল।

আজকের জন্য ভবিষ্যত বানী।
23/02/2025

আজকের জন্য ভবিষ্যত বানী।

এবারের সব দলের এডমিনগুলা বদের হাড্ডি।।
25/01/2025

এবারের সব দলের এডমিনগুলা বদের হাড্ডি।।

একের ভিতর সব প্যাকেজ এক শান্তর মাঝে
08/01/2025

একের ভিতর সব প্যাকেজ এক শান্তর মাঝে

🤣🤣
04/12/2024

🤣🤣

26/11/2024

গতকাল ফিল্ডের কাজে বাইরে থাকাকালীন একটা বাজারের দোকানে ঢুকি সিঙ্গারা-পুরি খাওয়ার জন্য। ছোট ছোট সিঙ্গারা পুরি, এইগুলা কোথ...
24/11/2024

গতকাল ফিল্ডের কাজে বাইরে থাকাকালীন একটা বাজারের দোকানে ঢুকি সিঙ্গারা-পুরি খাওয়ার জন্য। ছোট ছোট সিঙ্গারা পুরি, এইগুলা কোথাও ৩ টাকা কোথাও ৫ টাকা করে নেয়।
আমরা খেয়ে বিল দেয়ার সময় সে হিসাব করল ১০ টাকা করে।
ভাবলাম ভুলে বলছে। কয়েকবার জিজ্ঞেস করে শিউর হয়ে নিলাম। ১০ টাকা করেই রাখল।

তারপর অটোতে উঠলাম। অটোওয়ালাকে জিজ্ঞেস করলাম এখানকার সিঙ্গারা পুরি কি ১০ টাকা করে?
সে বলল "না স্যার, এইগুলা ৫ টাকা পিস"!
নতুন মানুষ দেখে একটু ব্যবসা করে নিল!

অটোওয়ালা বলল যেখানে যাবেন সেখানকার ভাড়া ১৫ টাকা করে। ২ জনে ৩০ টাকা হয়। আপনি ৪০ টাকা দিয়েন।
১০ টাকা চেয়ে নিলাম।
তার সততায় মুগ্ধ হয়ে গেলাম। ভাবলাম নিক ৪০ টাকা। এটলিস্ট বলেতো নিচ্ছে।
পরে নামার পর বুঝলাম, এই যায়গার ভাড়াও কোনোভাবেই ১০ টাকার বেশি হবে না।

এর আগে কিশোরগঞ্জ নতুন নতুন আসার পর বহু রিক্সাওয়ালা ১০-২০ টাকা করে ভাড়া বেশি নিছে।
আর ভাংতি নাই বলে ১৫ টাকার যায়গায় ২০ টাকাতো কয়েকদিন পরপরই নিচ্ছে।

এক দোকানে একবার ২ জন মিলে ৭০ টাকা খেয়ে ৫০০ টাকার নোট দিয়ে তাড়াহুড়া করে বের হয়ে যাই। ১০ মিনিট পরে আবার এসে বলি যে বাকি টাকাটা নেয়া হয়নি। সে ডিরেক্ট অস্বীকার করে।

এমনকি ৩-৪ দিন আগে ভিখারিনী কে ৫ টাকা দিব, দোকানে ১০ টাকা দিয়ে বললাম ২ টা ৫ টাকার কয়েন দেন। মহিলা বলল আমার কাছে আছে আমি দিচ্ছি। দিলাম, সে টাকা হাতে নিয়ে বলল গরীব মানুষ ৫ টা টাকা বেশি নিলাম। বুঝলাম কথা বাড়িয়ে মান ইজ্জত নষ্ট করা যাবে না। ৫ টাকাইতো।

এক ক্লিনিকের মালিক আছে পরিচিত, সে করোনায় প্রায় মরেই যাচ্ছিল। কোনোমতে বেঁচে আসছে। এসে সে ভাল হয়ে গেছে, দাড়ি টারি রেখে নামাজ কালাম পড়ে নিয়মিত।
তারপর সে ঐ দোহাই দিয়ে কসম কেটে সারাদিন মিথ্যা কথা বলে রোগীদের গলা কাটে।
(এই বিষয়ক বিস্তারিত আরেকদিন লেখা যাবে।)

এইরকম ঘটনা আরো অনেক বলা যাবে।

এমন আগাগোড়া বাটপার একটা জাতি আশা করে তাদের দেশের মন্ত্রী-এমপি-উপদেষ্টা-চেয়ারম্যান এসব পোস্টে আল্লাহর ওলী আইসা বসবে, বইসা ১০ টাকা কেজি চাল খাওয়াবে আর সবাইরে বাড়ি বাড়ি যাইয়া টাকার বান্ডিল দিয়া আসবে!!

একদম ভিখারি থেকে শুরু করে এলিট ক্লাস পর্যন্ত সবার মেন্টালিটি যেখানে একই, সে দেশ একটা মাত্র বিপ্লবে বদলাবে?! কখনোই না।

-সংগ্রহীত
পিক কার্টেসী- গুগল

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Nahid bro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share