Md Imranul Haque

Md Imranul Haque Making Product With Highest Ranking Keyword Seo, Promoting Tour Page Youtube Channel Etc. Contract me

19/02/2024

মুসলমানদের জানা উচিৎ! টাইমলাইনে রেখে দিতে পারেন।
মোট ২২৮ টি দেশ নিয়ে পৃথিবী।
পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুণ বড়।
ব্যাটেল জুইস একটা তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। আল্লাহু আকবর।
প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই,ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি।
আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন।
পৃথিবীর সবচেয়ে দ্রতগামী যান Apollo 11.
সেকেন্ডে চলে ১১ কি.মি. বেগে।
যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে চড়ে যেতে চায়, সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর। যা কোন ক্রমেই সম্ভব নয়।
গ্যালাক্সি, সুপারনোভা, ব্লাকহোল এগুলো ১ম আকাশ নয়,
১ম আকাশের মহাশুন্য।
তারপর ১ম আকাশ।
তারপর ২য় আকাশের মহাশুন্য,
তারপর ২য় আকাশ।
তারপর ৩য় আকাশের মহাশুন্য,
তারপর ৩য় আকাশ।
তারপর ৪র্থ আকাশের মহাশুন্য,
তারপর ৪র্থ আকাশ।
তারপর ৫ম আকাশের মহাশুন্য,
তারপর ৫ম আকাশ।
৬ষ্ঠ আসমানে একটা গাছ আছে।
গাছটির নাম সিদরাতুলমুনতাহা।
বিশ্বনবী( সা.) বলেছেন, তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়, বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর ২য় আসমানের তুলনায় ১ম আসমান ততো ছোট। আল্লাহু আকবর।
৭ম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ।
আরশের ভিতর আছে আল্লাহর কুরশি, আল্লাহর সিংহাসন।
আল্লাহর সিংহাসন কত বড়?
আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান, সাত জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, সাত আসমান, সাত জমিনও তদ্রূপ হারিয়ে যাবে।
আল্লাহু আকবর।
মালিক তোমার সৃষ্টি সম্পর্কে জানা ও বোঝার তাওফিক নসিব করো।
আমিন….
Collected

30/01/2024

Law of science😶💔

1. যে প্রথম ঘড়ি বানিয়ে ছিলো,সে কিভাবে জানলো তখন কয়টা বাজে?🤔

২. আমরা চোখ দিয়ে সব কিছু দেখি,কিন্তু চোখে কিছু পড়লে তা দেখতে পাইনা কেন?🤔

3. বিষের Expiry date পার হয়ে গেলে কি বিষটা নষ্ট হয়ে যায় বা বিষক্রিয়া লোপ পায়?🤔

৪. গন্ধ তো নাকে লাগে,তাহলে মানুষ কেন থুথু ফেলে?🤔

5. পরিশ্রম যদি সাফল্যের চাবিকাঠি হয়,তাহলে গাধা কেন বনের রাজা হলো না?🤔

৬. জিলাপি যদি সোজা হত,তাহলে তার নাম কি হতো?🤔

7. পেটে ক্ষুদা পেলে ইঁদুর কেন দৌঁড়ায়,বাকি গুলো কি ঘুমায়?🤔

৮. পানি ফুটালে জীবাণু মারা গেলে,তাদের মৃতদেহ কোথায় যায়?🤔

9. খাসি তো ফাস্ট ফুড খায় না,তাহলে তাদের মাংসে এতো চর্বি থাকে কেন?🤔

১০. মশা নিজের ঝুঁকি নিয়ে আমাদের রক্ত খেতে আসে, কিন্তু ঝুঁকি ছাড়া মাংশের দোকানে পড়ে থাকা রক্ত কেন খায় না?🤔

11. যাদের memory lose হয়,তারা তো সব ভুলে যায় কিন্তু নিজের ভাষা কি ভাবে মনে রাখে?


(কপি)©©

24/01/2024

জীবনের হিসাব
– সুকুমার রায়

বিদ্যেবোঝাই বাবুমশাই চড়ি সখের বোটে
মাঝিরে কন , “বলতে পারিস্ সূর্যি কেন ওঠে?
চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন আসে?”
বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যাল্ফেলিয়ে হাসে।
বাবু বলেন, “সারা জনম মরলিরে তুই খাটি,
জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি!”
খানিক বাদে কহেন বাবু,”বলত দেখি ভেবে
নদীর ধারা কেম্নে আসে পাহাড় হতে নেবে?
বলত কেন লবনপোরা সাগরভরা পানি?”
মাঝি সে কয়, “আরে মশাই , অত কি আর জানি?”
বাবু বলেন, “এই বয়সে জানিসনেও তাকি?
জীবনটা তোর নেহাৎ খেলো, অষ্ট আনাই ফাকি।”
আবার ভেবে কহেন বাবু, “বলতো ওরে বুড়ো,
কেন এমন নীল দেখা যায় আকাশের ঐ চুড়ো?
বলত দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন?”
বৃদ্ধ বলে, “আমায় কেন লজ্জা দেছেন হেন?”
বাবু বলেন, “বলব কি আর, বলব তোরে কি তা,-
দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা।”
খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে,
বাবু দেখেন নৌকাখানি ডুবল বুঝি দুলে।
মাঝিরে কন, “একি আপদ! ওরে ও ভাই মাঝি,
ডুবল নাকি নৌকো এবার ? মরব নাকিআজি?”
মাঝি শুধায়, “সাঁতার জানো? মাথা নাড়েন বাবু”
মুর্খ মাঝি বলে, “মশাই , এখন কেন কাবু?
বাঁচলে শেষে আমার কথা হিসেব কারো পিছে,
তোমার দেখি জীবনখানা ষোল আনাই মিছে!

02/12/2023

অর্থসহ গুরুত্বপূর্ণ ১৫টি দোয়া যা একসাথে কোথাও পাবেন না

১৫ টি জরুরী দোয়া ও আয়াত সমূহের বিবরণ

০১. আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।

[অর্থঃ বিতারিত শয়তানের হাত থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি।] .

০২. বিস্মিল্লাহির রহমানির রাহিম।

[অর্থঃ পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি।] .

০৩. রাব্বানা আ’তিনা ফিদ্দুনিয়া হাছানাতাঁও ওয়াফিল আখিরাতি হাছানাতাঁও ওয়াক্বিনা আজাবান্নার।

[অর্থঃ হে আল্লাহ্ তুমি আমাকে ইহকালীন যাবতীয় সুখ-শান্তি ও পরকালীন যাবতীয় সুখ-শান্তি প্রদান কর। আর দোজখের আগুন থেকে আমাকে রক্ষা কর।]

০৪. মাতা-পিতার জন্য সন্তানের দোয়াঃ রাব্বির হামহুমা কামা রাব্বা ঈয়ানী সাগিরা। (সূরা বণী ইসরাইল, আয়াতঃ ২৩-২৫)

[অর্থঃ হে আল্লাহ্ আমার মাতা-পিতার প্রতি আপনি সেই ভাবে সদয় হউন, তাঁরা শৈশবে আমাকে যেমন স্নেহ-মমতা দিয়ে লালন-পালন করেছেন।]

০৫. ঈমানের সাথে মৃত্যু বরণ করার দোয়াঃ রাব্বানা লা’তুযিগ কুলুবানা বা’দা ইয হাদাইতানা ওয়া হাবলানা মিল্লাদুনকা রাহমাতান, ইন্নাকা আনতাল ওয়াহাব। (সুরা আল ইমরান, আয়াতঃ ০৮)

[অর্থঃ হে আমাদের পালনকর্তা, সরলপথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে বক্র করে দিওনা এবং তুমি আমাদের প্রতি করুনা কর, তুমিই মহান দাতা।]

০৬. ভুল করে ফেললে ক্ষমা চাওয়ার দোয়াঃ রাব্বাবা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির্লানা ওয়াতার হামনা লানা কুনান্না মিনাল খা’সিরিন।

[অর্থঃ হে আল্লাহ্, আমি আমার নিজের উপর জুলুম করে ফেলেছি। এখন তুমি যদি ক্ষমা ও রহম না কর, তাহলে আমি ধ্বংস হয়ে যাব।]

০৭. গুনাহ্ মাফের দোয়াঃ রাব্বানা ফাগফিরলানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যিআতিনা ওয়া তাওয়াফ্ফানা মায়াল আবরার। (সূরা আল ইমরান, আয়াতঃ ১৯৩)

[অর্থঃ হে আমাদের পালনকর্তা, আমাদের গুনাহসমূহ মাফ করে দাও, আমাদের থেকে সকল মন্দ দূর করে দাও এবং আমাদের নেক লোকদের সাহচার্য দান কর।]

০৮. স্বামী-স্ত্রী-সন্তানদের জন্য দোয়াঃ রাব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিইয়াতিনা কুররাতা আইইনিও ওয়াজ আলনা লিল মুত্তাক্বিনা ইমামা। (সূরা আল ফুরকান, আয়াতঃ ৭৪)

[অর্থঃ হে আমাদের পালনকর্তা, আমাদিগকে আমাদের স্ত্রী ও সন্তান-সন্ততিগণ হতে নয়নের তৃপ্তি দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের নেতা বানাও।]

০৯. ঈমান ঠিক রাখার আমলঃ ইয়া মুক্বাল্লিবাল কুলুবি ছাব্বিত ক্বালবি আলা দ্বীনিকা।

[অর্থঃ হে মনের গতি পরিবর্তনকারী, আমার মনকে সত্য দ্বীনের উপর স্থিত কর।]

১০. সন্তানদের প্রতি মাতা-পিতার দোয়া ও মাতা-পিতার জন্য সন্তানদের দোয়াঃ রাব্বিজ আলনী মুতিমাছ ছালাতি ওয়ামিন জুররি ইয়াতি, রাব্বানা ওয়াতাকাব্বাল দুয়া, রাব্বানাগ ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া ওয়ালিল মু’মিনিনা ইয়াওয়া ইয়াকুমুল হিসাব। (সূরা ইব্রাহিম, আয়াতঃ ৪০-৪১)

[অর্থঃ হে আমার পালনকর্তা, আমাকে নামাজ কায়েমকারী বানাও আর আমার সন্তানদের মধ্য থেকেও। হে আল্লাহ্ আমার দোয়া কবুল করে নাও। হে আল্লাহ্ আমাকে ও আমার মাতা- পিতাকে আর সকল ঈমানদার লোকদের সেদিন ক্ষমা করে দিও, যেদিন হিসাব কার্যকর হবে।]

১১. নেক সন্তানদের জন্য দোয়াঃ রাব্বি হাবলি মিনাস সালেহীন।

[অর্থঃ হে আমার পালনকর্তা, আমাকে নেককার সৎ-কর্মশীল সন্তান দান কর।]

১২. অবাধ্য সন্তান বাধ্য করার দোয়াঃ ওয়াছলিহলি ফী যুররিইয়াতি, ইন্নি তুবতু ইলাইকা, ওয়া ইন্নি মিনাল মুসলিমীন। (সূরা আহকাফ, আয়াতঃ ১৫)

[অর্থঃ আমার জন্য আমার সন্তানদের মধ্যে প্রীতি দান কর, অবশ্যই আমি তোমারই দিকে ফিরিতেছি এবং অবশ্যই আমি মুসলমানদের অন্তর্ভূক্ত।]

১৩. সকল মুসলমানদের জন্য দোয়াঃ আল্লাহুম্মাগ ফিরলী ওয়ালিল মু’মিনিনা ওয়াল মু’মিনাতি, ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি।

[অর্থঃ হে আল্লাহ্ তুমি আমার ও সমস্ত মু’মিন নর-নারীর এবং সমস্ত মুসলমান পুরুষ ও স্ত্রীলোকের পাপ সমূহ মোচন করে দাও।]

১৪. কাফেরদের বিরুদ্ধে বিজয়ী হওয়ার দোয়াঃ রাব্বানাগ ফিরলানা যুনুবানা ওয়া ইসরাফানা ফী আমরিনা ওয়া ছাব্বিত আক্কদামানা ওয়ানছুরনা আলাল কাওমিল ক্বাফিরীন। (সূরা আল ইমরান, আয়াতঃ ১৪৭)

[অর্থঃ হে আমাদের পালনকর্তা, আমাদের গুনাহ এবং কোন কাজের সীমা লঙ্ঘনকে তুমি ক্ষমা কর, আমাদের ঈমান দৃঢ় রাখ এবং কাফেরদের বিরুদ্ধে আমাদের বিজয়ী কর।]

১৫. ক্ষমা ও রহমতের দোয়াঃ রাব্বিগ ফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর রাহিমীন।

[অর্থঃ হে আল্লাহ্, আমাকে ক্ষমা করে দাও, আর আমার প্রতি রহম কর, তুমিই তো উত্তম দয়ালু।]

great images and videos can fall short of expectations if you’re a slouch in the Instagram captions department. The word...
20/04/2023

great images and videos can fall short of expectations if you’re a slouch in the Instagram captions department. The words that accompany your graphics are a key component of building a brand on the network, and especially forming a connection with fans and followers.


Follow me -

Whenever you use the internet to inform people about your brand, you’re doing digital marketing. You can use any type of...
20/04/2023

Whenever you use the internet to inform people about your brand, you’re doing digital marketing. You can use any type of digital marketing channel including social media, email, and content marketing to engage potential consumers.


Follow me

🚨 DON’T FORGET THIS 🚨  So many people make the mistake of either posting ONLY reels or ONLY photos.  If you want to domi...
15/03/2023

🚨 DON’T FORGET THIS 🚨 So many people make the mistake of either posting ONLY reels or ONLY photos. If you want to dominate Instagram, you should post BOTH.  Why? Because you will get more reach and algorithm changes will not affect you that much! Your reels are underperforming? Never mind, you have single posts. Carousels not working? Reels are still doing well. Not to mention that they have their unique benefits for conversions and sales. USE ALL CONTENT FORMATS PLEASE! ➡️ Save this & follow
for more value like this!

A Digital Marketer, also known as a Digital Marketing Specialist, is responsible for devising marketing campaigns to mai...
14/03/2023

A Digital Marketer, also known as a Digital Marketing Specialist, is responsible for devising marketing campaigns to maintain a brand. Marketing professionals perform market research, strategize with other marketing professionals, and create content for marketing campaigns to maximize their effectiveness.



Follow me -

A social media manager is typically responsible for setting content strategy and driving engagement on a company’s socia...
10/03/2023

A social media manager is typically responsible for setting content strategy and driving engagement on a company’s social platforms. To be successful in that role, social media managers often need to possess a knack for storytelling, a keen eye for design, and an ability to analyze what does well with an audience—and what doesn’t. 

#часывладивоскток

Find me

Digital marketing called online marketing, is the promotion of brands to connect with potential customers using the inte...
10/03/2023

Digital marketing called online marketing, is the promotion of brands to connect with potential customers using the internet and other forms of digital communication. This includes not only email, social media, and web-based advertising, but also text and multimedia messages as a marketing channel.



Find me-

Social media marketing is the use of social media platforms and websites to promote a product or service.  Although the ...
24/09/2022

Social media marketing is the use of social media platforms and websites to promote a product or service. Although the terms e-marketing and digital marketing still dominate academia, social media marketing is becoming more popular for both practitioners and researchers.


Follow me-

15/07/2022
Digital Marketing Services Are Professional Services That Help Market Or Advertise Your Business Online, Like Through Se...
02/07/2022

Digital Marketing Services Are Professional Services That Help Market Or Advertise Your Business Online, Like Through Search, Social Media, And Paid Channels. They Focus Solely On Digital Channels Versus Traditional Marketing Channels Like Print Or Television.


20/06/2022

This Can Be Thought Of As A Health Check Or Report Card For A Website. For Example, If A Search Engine Such As Bing Or G...
19/05/2022

This Can Be Thought Of As A Health Check Or Report Card For A Website. For Example, If A Search Engine Such As Bing Or Google Changes Their Algorithm To Provide Better Search Results For Users, An Seo Audit Would Identify Where A Website's Content Can Be Adjusted To Increase Its Rankings With The New Algorithm.

Follow me-

the term digital marketing refers to the use of digital channels to market products and services in order to reach consu...
17/05/2022

the term digital marketing refers to the use of digital channels to market products and services in order to reach consumers. this type of marketing involves the use of websites, mobile devices, social media, search engines, and other similar channels. digital marketing became popular with the advent of the internet in the 1990s.


Follow me-

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Md Imranul Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Imranul Haque:

Share