
12/07/2025
দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক এমপি মানিকের ঘনিষ্ঠ সহচর জুলাই আন্দোলনে প্রকাশ্য ছাত্রদের ওপর গুলি চালানো আবুল খয়ের এখনও কীভাবে প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে । সে বোমা মানিকের এপিএস বলে পরিচিত ছিলো। বর্তমানে সে সনামধন্য বুরাইসা কামিল এম এ মার্দাসার সহ সভাপতি প্রার্থী। সে সকল ধরনের অপরাধ থেকে রেহাই পাওয়ার জন্য মার্দাসা বেছে নিয়েছে।বলা বাহুল্য যে সে আওয়ামিলীগের ক্ষমতা বলে জাল সনদ দিয়ে মার্দাসার সদস্য পদ ভাগিয়ে নেয়। তবে বুরাইয়া এলাকাবাসী ও স্থানীয় জনগন তাকে জগড়া বিবাদ ও অশান্তি সৃষ্টি কারী হিসেবে এলাকায় অবাঞ্চিত ঘোষনা করেছেন। তবে স্হানীয়দের মনে একটাই প্রশ্ন এই ডেভিল কীভাবে এখন ও প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে।