Mir Miftahul Islam Rajib

Mir Miftahul Islam Rajib welcome to my page.� pubg lover

27/08/2024

প্রশ্ন : হুজুর! আমি কি বেশি বেশি তসবিহ পড়বো নাকি বেশি বেশি তওবা করবো!?
উত্তর : হযরত সুফিয়ান আস-সাওরি (রহ) বলেন, তুমি বেশি বেশি তওবা কর।
সেই লোকটি প্রশ্ন করল, হুজুর! কারণ কি!?
তখন তিনি বলেন, যখন কাপড় ময়লা হয়ে যায় তখন সেই কাপড়ের আতরের চেয়ে সাবানের বেশি প্রয়োজন পড়ে। আমাদের কাপড় (ক্বলব) ও অনেক ময়লা তাই সেটাকে (তওবার) সাবান দিয়ে ধৌত করতে থাকুন।
আসতাগফিরুল্লাহ!! আসতাগফিরুল্লাহ!!
استغفر الله الذي ،اللهم اغفر لي ذنبي
-----যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পাঠ করবে,আল্লাহ তায়ালা তাকে সর্বপ্রকার বিপদ-আপদ ও দুশ্চিন্তা থেকে রক্ষা করবেন!
( আবু দাউদ ১৫১৮)

আসতাগফিরুল্লাহ, (১০)বার
পড়া হলে আলহামদুলিল্লাহ। (sent with love effect)

14/04/2024

যাদের ঈদ বাসায় শুয়ে বসে একা কাটছে তারা শুকরিয়া আদায় করুন। কারণ বাহিরের জগতের অশ্লিল আনন্দ নফরমানির চেয়ে, একা বাসায় থাকা অনেক উত্তম🖤

@highlight

08/02/2024

সৃষ্টিকর্তা কাউকে ঠকান না।❤️

কাউকে গায়ের রং দেন নি।
কিন্তু মায়াকাড়া চেহারা দিয়েছেন।

কাউকে মেঘের মতো ঘন কালো চুল দেন নি,
কিন্তু হরিণের মতো টানা টানা মায়াবী চোখ দিয়েছেন।

কাউকে মেধা দিয়েছেন,
আবার কাউকে দিয়েছেন অসাধারণ গুণ।

কাউকে টাকা-পয়সা দেননি,
কিন্তু দিয়েছেন অগাধ ভালোবাসার ক্ষমতা।

কাউকে কিছুই দেননি,
কিন্তু সুন্দর মন মানসিকতা দিয়েছেন।

কাউকে দিয়েছেন অগাধ ধৈর্য্য।

আবার কাউকে দিয়েছেন,অগাধ দুঃখ নিয়ে ও
সব পরিস্থিতি হাসিমুখে মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা।

আবার কাউকে কিছু না দিয়ে,দিয়েছেন মানসিক শান্তি।

সৃষ্টিকর্তা কাউকেই ঠকান না,কাউকেই নিরাশ করেন না।

একদিক না একদিকে ঠিকই পূর্ণ করে দেন।
তাই আপনি যেমনই হোন না কেনো,আফসোস না করে।

অবশ্যই রবের প্রতি সর্ব অস্থায় শুকরিয়া আদায় করুন।

আলহামদুলিল্লাহ।🌸🥰

16/01/2024

🌿“যখন আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না;
তখন থেকে আমার হৃদয় চিন্তামুক্ত ও প্রশান্ত হয়ে গেছে।”

সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দি ভাবিনি, কারও ভালো দেখে আমি হিংসায় জ্বলিনি।

জীবনে যা যা পাইনি তার কোনটাই আমার রিজিকে ছিলো না বিশ্বাস করেছি এবং সেজন্য আফসোস হয়নি আর কোনদিন।

একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। কারন আমার জন্য যা ছিল সেটাই হয়েছে। আর যা হারিয়েছি সেটাও আমার ভালো জন্যই হয়েছে আলহামদুলিল্লাহ।

নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই। আমার বা আপনার ভাগেরটুকু কেও নিতে পারবে না, এই দু:সাহস আল্লাহ তায়ালা কাউকে দেননি।
“কারন রিজিকের ফায়সালা আসমানে হয়,জমিনে না”

শুধু খাদ্যদ্রব্যই কিন্তু রিজিক নয়!

টাকা পয়সা,
পেশাজীবনের সফলতা,
নেক জীবনসঙ্গী,
নেক সন্তান,
উত্তম আখলাক,
নেককার বন্ধুও রিজিকের অন্তর্ভুক্ত।
টাকা পয়সা রিজিকের নিম্ন স্তর।

সুতরাং হতাশ না হয়ে স্রেফ আল্লাহর উপর ভরসা করুন। আপনার আমার জন্য আল্লাহ ই যথেষ্ট,,আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ🌸🤍

29/12/2023

থার্টি ফার্স্ট নাইট: এ অসভ্যতার শেষ কোথায়?

পাশ্চাত্য কালচার কথিত থার্টি ফার্স্ট নাইট উদযাপনে জাতির জাগ্রত বিবেক আলেম-উলামা শত নিষেধ ও সতর্কবার্তা দিয়েছেন। কারণ তা ইসলামে নিষিদ্ধ। তারপরও পশ্চিমা কালচারে গা ভাসিয়ে দেওয়া একশ্রেণীর উদ্ভট ও উগ্র মানুষ (যারা অধিকাংশই নামধারী মুসলিম) গভীর রাতের নিস্তব্ধতাকে বিদীর্ণ করে ডিজে পার্টি এবং উচ্চ ভলিউমে গান-বাজনা করে কত মানুষের ক্ষতি করলো, কত রোগী, শিশু, ক্লান্ত-পরিশ্রান্ত ও ঘুমন্ত মানুষের আরাম-আয়েশ ও ঘুম কেড়ে নিলো, পরীক্ষার্থীর পড়া-শোনায় ব্যাঘাত সৃষ্টি করলো, সালাত ও জিকির-আজকারে নিমগ্ন মানুষকে বিরক্ত করলো। আতশবাজির ভয়ঙ্কর আওয়াজে মনে হচ্ছিল, যেন দেশে যুদ্ধ শুরু হয়েছে।

ফানুস ও আতশবাজিতে পুড়ে শেষ হল এভাবে কোটি-কোটি টাকা। ঘটলো বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা। খবরে বলা হয়, সারাদেশ থেকে প্রায় ২০০ স্থানে আগুন লাগার সংবাদ আসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুম এবং জরুরি সেবা ৯৯৯ এর কাছে। [rtvonline]

যদিও প্রশাসনের পক্ষ থেকেও আতশবাজি এবং ফানুস উড়ানোয় নিষেধাজ্ঞা ছিল কিন্তু কোথায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? কোথায় শব্দ দূষণ নামক আইনের প্রয়োগ?
এভাবে মানুষের ক্ষতি করা এবং মানুষকে কষ্ট দেওয়া কোন সভ্যতার সংজ্ঞায় পড়ে?
এ অসভ্যতার শেষ কোথায়?

সত্যি যখন কোনো জাতির কপাল পুড়ে যায় তখন দেশ আগুনে পুড়ে গেলেও তাদের চেতনা বোধ জাগ্রত হয় না। কিন্তু এ তো দুনিয়ার আগুন। আখিরাতের আগুনে পোড়ার জন্য তারা কি প্রস্তুত?

হে অন্ধ, বেহুঁশ ও নির্বোধ জাতি, কখন তোমাদের হুঁশ ফিরবে? কখন তোমরা এই অন্ধ অনুকরণ থেকে ফিরে আসবে?

হে কচুরিপানার মত ভেসে বেড়ানো শেকড়বিহীন যুবক, কখন তুমি তোমার শেকড়কে চিনবে? তোমার শেকড় তো ইসলাম। এটাই তোমার মূল পরিচয়।

পাশ্চাত্যের গোলক ধাঁধায় তোমরা যারা আজ হাবুডুবু খেয়ে ইসলামকে অবহেলা করছ, মনে রাখবে, এই রঙ্গ ভরা যৌবন দীর্ঘস্থায়ী নয়। হঠাৎ মৃত্যুর নীল স্পর্শে তোমার কাল্পনিক রঙ্গিন দুনিয়াটা ফ্যাকাসে হয়ে যাবে। তারপর এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হয়ে কেবল আফসোস করবে। কিন্তু তখন তা আর কোনও কাজ আসবে না।

সুতরাং সময় থাকতে তওবা করে ফিরে আসো তোমার রবের পথে। অতীতের সকল পাপাচার এবং হারাম কর্মকাণ্ডে লজ্জিত হয়ে রবের দরবারে হাজির হও ধ্বংসের করাল গ্রাসে নিপতিত হওয়ার পূর্বেই। দয়াময় প্রতিপালক তোমার তওবা কবুলের প্রতিশ্রুতি দিয়েছেন। নিশ্চয় তিনি পরম দয়ালু ও ক্ষমাশীল।
রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের নির্বোধদেরকে দীনের সঠিক জ্ঞান ও সুবুদ্ধি দান করুন-নতুন বছরের শুরুতে প্রতিপালকের দরবারে সেই দুআ করি। আল্লাহুম্মা আমিন।
লেখাঃ উস্তাদ আব্দুল্লাহিল হাদী (হাফিজাহুল্লাহ)

26/09/2023

দুনিয়া যেন পানির মত; কেউ পানিতে নামবে আর ভিজবে না, এ অসম্ভব। তেমনি কেউ দুনিয়ার ব্যাপারে মগ্ন হবে, অথচ দুনিয়ার ফিতনা ও বিপদ থেকে মুক্ত থাকবে, এ অসম্ভব।

প্রয়োজন পরিমাণ পানি যেমন উপকারী, বিপরীতে অতিরিক্ত পানি বন্যার জন্ম দেয়, প্রাণহানী ঘটায়। দুনিয়াও তেমনই, প্রয়োজন পূরণ পর্যন্ত তা নির্বিষই থাকে, প্রয়োজনের অতিরিক্তটুকু বিষের মত প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গে বিষের ক্ষত তৈরি করে।

আসমান থেকে ঝরে পড়া বৃষ্টির উসীলায় জন্ম নেয় কতশত উদ্ভিদ, তৃণলতা। অথচ এক সময় সেসব পরিণত হয় শুকনো খড়কুটায়। তেমনি দুনিয়াও, কত আয়েশ আর ভোগ্যপণ্যে ভরপুর, অথচ মুহূর্তেই তা লণ্ডভণ্ড হয়ে নিঃশেষ হয়ে যায়।
#কপি

মানুষ হারাম সম্পর্কে লিপ্ত হতে হতে এমন মানসিকতায় পৌঁছে গেছে, অন্যের হালাল সম্পর্কগুলোকেও হারাম মনে করে পরিতৃপ্তি পায়।ছোট...
12/09/2023

মানুষ হারাম সম্পর্কে লিপ্ত হতে হতে এমন মানসিকতায় পৌঁছে গেছে, অন্যের হালাল সম্পর্কগুলোকেও হারাম মনে করে পরিতৃপ্তি পায়।

ছোটবেলায় গল্প শুনতাম ইমাম আর চোরের। চোর সারারাত চুরি করে ভোর সকালে হাত মুখ ধুতে পুকুর ঘাটে আসত। অপরদিকে ইমাম ফজরের নামাযের জন্য ওজু করতে পুকুর ঘাটে আসত। চোর ইমামকে দেখে মিটিমিটি হাসত আর মনে মনে বলত, বেটা মনেহয় ভাল দাঁও মারছে রাতে। আর ইমাম চোরের দিকে তাকিয়ে বলত, আলহামদুলিল্লাহ কত নেক্কার মানুষ, ফজরের নামাযের জন্য ওজু করতে এসেছে।

আমাদের সমাজের চিত্রটাও হয়ে গেছে এমন। হাজব্যান্ড বা আপন ভাইয়ের সাথে বাইরে বের হলে এযুগের বফ/গফ গুলো এমনভাবে তাকায় যেন সবাই তাদের মত আসামি।

এক আপুর কাছে শুনেছিলাম, তার বড় ভাই একদিন ভার্সিটিতে দিয়ে এসেছিল। ক্লাসে ঢুকতেই তাকে নিয়ে হাসাহাসি শুরু হল। একজন তো বলেই ফেলল, যাই বলিস তোর বফ কিন্তু স্মার্ট!!

কেউ একান্ত ব্যক্তিগত কোন বিষয় যৌক্তিক কোন কারণে জনে জনে প্রকাশ করতে চাইল না, অন্য কেউ আগে পিছে কিছু না জেনেই মাঝখান থেকে সে ব্যাপারে কিছু শুনল। তখনই শুরু হয়ে যায় নিজের চারিত্রিক বৈশিষ্ট্যের অনুকরণে সেই ব্যাপারটাকে আরও মশলাদার বানিয়ে জনে জনে প্রকাশ করে গিবতের গুনাহ অর্জন করা।

কেউ প্রেম করে বিয়ে করল। আর কেউ প্রেম তো দূরের কথা, বিয়ের আগে ফোনে কথা পর্যন্ত বলেনি। সেই প্রেমওয়ালিগুলো এভাবে প্রশ্ন করে, ভাবির কি প্রেমের বিয়ে ছিল নাকি?

একটা কথা সবার মুখে খুব শুনি সেটা হল, "সে যেমন চরিত্রের, সে সবাইকে তেমনই ভাবে।" কথাটা এই সমাজের মানুষের সাথে আসলেই খুব মিলে যায়।
এই মানুষগুলো হারামে লিপ্ত থাকতে থাকতে এদের বিবেক বুদ্ধি সব লোপ পেয়েছে। এদের অন্তর শয়তানের নিরাপদ আবাসস্থল। এরা নিজের জীবনে তো কখনোই সুখি হতে পারে না, অন্যের ভাল থাকা দেখলেও এরা হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তখন অন্যের কাছে ঐ মানুষটার গিবত করে নিজের অন্তরকে ঠান্ডা করতে চায়।

যতদিন সমাজ থেকে হারাম সম্পর্ক বিলুপ্ত না হবে, ততদিন মানুষগুলোর, বিশেষ করে মেয়ে মানুষগুলোর চরিত্রের সাথে সাথে চিন্তাভাবনাগুলোও বিকৃত হতে থাকবে।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন।

✍️কালেক্ট

মৃত্যু অনিবার্য! পরকালের যত চিন্তা ছড়াতে এখানে থেকেই শুরু হোক যাত্রা...

19/07/2023

🥺🥺🥺

13/07/2023

আল্লাহর সাথে সম্পর্ক কমে গেলে অনর্থক কথা বলা, অনর্থক কাজ করা বেড়ে যায়। নিজের আমল প্রকাশ করার, নিজেকে আলাদা প্রমাণের প্রচেষ্টা, প্রসংশাপ্রীতি, নিজের প্রতি মুগ্ধতাও বেড়ে যায়। শুধু আমলটাই কমে যায় ।🥺

আল্লাহুম্মাগফিরলী😶

Address

Sylhet

Telephone

+8801721817107

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mir Miftahul Islam Rajib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mir Miftahul Islam Rajib:

Share