30/08/2025
'হুট করে আসা মন খারাপ' জিনিস টা মারাত্মক বাজে জিনিস। ধুম করে সবাই কে বিরক্ত লাগা শুরু হয়। কারো সাথে কথা বলতে ইচ্ছে করেনা। নিজেকে অসহায় লাগে। নিজের অবস্থা দেখে নিজের ই রাগ হয় বাট কিছুই করা যায় না! মন খারাপ হলে মনে হয় 'কোথাও কেউ নেই.. কোথাও কেউ থাকেনা!' 🖤