22/06/2025
বরিশাল -৪ আসনে যুবদল নেতা খালেক হাওলাদারকে নিয়ে আশায় বুক বেঁধেছে বিএনপি!
প্রকাশিত রবিবার, ২২ জুন, ২০২৫ ৩ ০ বার সংবাদি দেখেছে
স্টাফ রিপোর্টার।
২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে- এ লক্ষ্যকে সামনে রেখেই আগাচ্ছে রাজনৈতিক দলগুলো।
নির্বাচনকে সামনে রেখে বরিশাল -৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ ও কাজীরহাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে সক্রিয় হয়ে উঠেছেন মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি আব্দুল খালেক হাওলাদার। উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের জাদুয়া গ্রামের বাসিন্দা আব্দুল খালেক হাওলাদার রাজনীতির দীর্ঘ পথচলায় ছাত্রদল ও যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দলীয় আন্দোলন, জেল-জুলুম ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েও টিকে থাকার ইতিহাস তাঁকে করেছেন সংগ্রামী ও নির্ভরযোগ্য নেতা।
তার অনুসারীদের মতে, প্রার্থী নির্বাচন করতে হবে সমাজে যাদের ক্লিন ইমেজ, রাজনৈতিক ঐতিহ্য, সংগঠনের জন্যে কতটুকু ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও দলের আদর্শের প্রতি অনুগত রয়েছে, এসব খতিয়ে দেখে প্রার্থী বাছাইয়ে গুরুত্ব দিবে দল। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ওপর তৃণমূল নেতাদের আস্থা রয়েছে। তিনি কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সবসময় খোঁজ-খবর রাখেন। সুতরাং যোগ্যতা-অযোগ্যতার বিষয়টি তিনি ভালোভাবেই ওয়াকিবহাল। তাই তার পছন্দের প্রতি তৃণমূল নেতাদের আপত্তি থাকবে না বলে জানিয়েছেন তারা।
অনুসারীরা আরো বলেন, এ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূলের গ্রহনযোগ্য ও সর্বমহলে গ্রহণযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে হবে, সেই বিবেচনায় যুবদল নেতা আব্দুল খালেক হাওলাদারের উপরই আস্থা রাখছে তার অনুসারী এবং কর্মী সমর্থকরা। তিনি মেহেন্দিগঞ্জবাসীর কাছে খালেক ভাই হিসেবে পরিচিত। দলের দুঃসময়ে মেহেন্দিগঞ্জে গণসংযোগ এবং খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সকলকে উজ্জীবিত করেছেন। নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সাবেক আহবায়ক, ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি (২ বার), যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ১ম সহসভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক, সাবেক যোগাযোগ সম্পাদক এবং ময়মনসিংহ বিভাগ যুবদল কেন্দ্রীয় সাংগঠনিক টিমের প্রধান।
১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ঢাকা শহরের ওই সময়ের অত্যন্ত প্রভাবশালী ছাত্র নেতাদের মধ্যে আবদুল খালেক হাওলাদার প্রথম গ্রেপ্তার হন।বর্তমানেও পল্টন থানা সহ ঢাকা শহরের বিভিন্ন থানায় তার নামে একাধিক মামলা রয়েছে।
তৃণমূলের এক বিএনপির কর্মী বলেন,
৫ আগষ্টের পূর্বে অনেককে এলাকায় দেখা যায় নি। ওই সময়ে আবদুল খালেক হাওলাদারকে এলাকায় বিচরণ করতে দেখা গেছে এবং তৃণমূল বিএনপির নেতা কর্মীদের খোঁজ খবর নিয়েছেন।
বিভিন্ন আন্দোলন সংগ্রামের সময় ঢাকা শহরে গ্রেফতার মেহেন্দিগঞ্জের অনেক নেতা কর্মীদের খোঁজ নিয়েছেন। জেলখানা থেকে মুক্তির ব্যবস্থা করেছেন।
২০১৪ সালে মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া বাজার এলাকায় ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন কেন্দ্রীয় যুবদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল খালেক হাওলাদার। পরে তিনি কর্মীদের নিয়ে মোটরসাইকেলে করে উপজেলা শহরের বাসায় ফিরছিলেন। পথে পাতারহাট বন্দরের তেমহনী চত্বর এলাকায় হামলার শিকার হন।
এ আসনে মনোনয়ন পাওয়ার জোর চেষ্টা করছেন তিনি।