18/07/2025
বাংলাদেশ জাতীয়তাবাদী BNP পরিবার।
ত্যাগেরা মূল্যায়ন পেতে শেয়ার করুন।
আচ্ছালামুয়ালাইকুম,
বাংলাদেশ বিএনপি'র অঙ্গ সহযোগী সংগঠনের
বিভিন্ন পর্যায় নতুন কমিটির বিষয়ে এটি গুরুত্বপূর্ণ সহায়ক।
ইউনিয়ন কিংবা উপজেলায় নতুন কমিটিতে যাদের পদ পদবী দেয়া হবে।
ইউনিয়নের কিংবা উপজেলা নতুন কমিটিতে আসতে হলে।
ইউনিয়ন হলে উপজেলা পর্যায়ে,
উপজেলা হলে জেলা পর্যায়ে,
কমিটিতে থাকা নেতাদের সাথে পরিচিত হতে হবে
এবং আপনার উপরে থাকা কমিটির দায়িত্বপ্রাপ্ত
একজন সুপারিশকারী প্রয়োজন হবে।
আপনি নতুন কমিটিতে আসার পরে যদি অন্য কোন দলের সাথে জড়িত থাকার অভিযোগ আসে এবং যাচাই করে এর সত্যতা প্রমাণ হয় তাহলে।
ওই সুপারিশ কারী এবং আপনাকে দুজনকেই দল থেকে বহিষ্কার করা হবে।
এতে টাকা দিয়ে কিংবা আত্মীয়-স্বজন হিসেবে দালালরা কেউ কমিটিতে আসতে পারবে না।
এতে ত্যাগিরা তাদের সঠিক মূল্যায়ন পাবে।
যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় বসলে দল শক্তিশালী হয়ে উঠবে.......🌾✊
উপরের মহলের সুদৃষ্টি কামনা করছি।