Campaign For Media Freedom - CMF

Campaign For Media Freedom - CMF Campaign For Media Freedom (CMF)' is an International Organization of Journalists.

03/05/2025

World Press Freedom Day is the global celebration of the fundamental rights to freedom of expression, freedom of information, and freedom of the press. Every year, on May 3rd, the world comes together to honor one fundamental right — the right to speak, to write, and to know the truth.
Campaign for Media Freedom stands with every voice that refuses to be silenced. We believe a free press builds a strong, accountable democracy.
This World Press Freedom Day, raise your voice. Share the truth. Defend the press.



সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের ওপর হামলা, অপহরণ,  হুমকি, মিথ্যা অভিযোগে শাস্তি, চাঁদা দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ...
27/04/2025

সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের ওপর হামলা, অপহরণ, হুমকি, মিথ্যা অভিযোগে শাস্তি, চাঁদা দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রেস রিলিজ::

সাম্প্রতিক সময়ে একাধিক সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের ওপর ঘটে যাওয়া হামলা, হুমকি এবং নির্যাতন, অপহরণ, চাঁদা দাবী ও মিথ্যা অভিযোগে মোবাইল কোর্টে শাস্তির ঘটনায় ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রীডম (সিএমএফ) গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডেইলি ড্যাজলিং ডন-এর স্টাফ রিপোর্টার ও সিএমএফের সহ-সভাপতি তানভীর আঞ্জুম আরিফের বাবার ওপর দুর্বৃত্তরা নৃশংস হামলা চালিয়েছে। এ হামলায় তাঁর একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের হেপাটাইটিস বি ভ্যাকসিন কর্মসূচি সংক্রান্ত কেলেঙ্কারির প্রতিবেদন প্রকাশের পর জাগো নিউজ-এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক সৈকত ইসলামকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সময়ের আলো-এর স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদের বিরুদ্ধে।

অনিয়ম-দুর্নীতির তথ্য চাওয়ায় সাতক্ষীরার তালায় দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ দিনের কারাদণ্ড ঘোষণা করেন।

অন্যদিকে, দৈনিক কালবেলা-র ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধির পরিবারের এক সদস্যকে চাঁদা দাবির পর অপহরণ করে নিয়ে যাওয়ার মতো ন্যক্কারজনক ঘটনারও অভিযোগ উঠেছে একটি রাজনৈতিক দলের কর্মীদের বিরুদ্ধে।

রবিবার(২৭ এপ্রিল) ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রীডমের সভাপতি হোসাইন আহমদ ও সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন এক যৌথ বিবৃতিতে এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, "গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি। সাংবাদিকদের ওপর হামলা ও হুমকির ঘটনাগুলো কেবল ব্যক্তিস্বাধীনতার ওপর আঘাত নয়, এটি মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আক্রমণ।"

সিএমএফ সকল ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানাচ্ছে। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় উদ্যোগ ও রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।

বার্তা প্রেরক-
শুভ গোয়ালা
দপ্তর সম্পাদক
ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রীডম
ফোন: ০১৬৪৬-৬১৬১৪৮

14/03/2025

ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম সিএমএফ এর কমিটি গঠন

ধন্যবাদ NTV Europe ❤️

সিএমএফ এর নতুন কমিটি গঠনঃসভাপতি হোসাইন, সম্পাদক ফরহাদপ্রেস রিলিজ:: দেশে-বিদেশে অবস্থানরত এক ঝাঁক বাংলাদেশী তরুণ সংবাদকর্...
12/03/2025

সিএমএফ এর নতুন কমিটি গঠনঃ
সভাপতি হোসাইন, সম্পাদক ফরহাদ

প্রেস রিলিজ::

দেশে-বিদেশে অবস্থানরত এক ঝাঁক বাংলাদেশী তরুণ সংবাদকর্মীদের সংগঠন 'ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম (সিএমএফ)' এর সাধারণ সভায় ৩য় কাউন্সিলে সভাপতি পদে দৈনিক যুগান্তর ও এসএ টিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ এবং সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ টুডে’র রাজনগর প্রতিনিধি মো. ফরহাদ হোসেনকে পুনরায় নির্বাচিত করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) মৌলভীবাজার শহরের মামার বাড়ি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সাধারণ সভা ও ইফতার মাহফিলে অনলাইনে যুক্ত হন প্রধান নির্বাচন কমিশনার মুনজের আহমদ চৌধুরীসহ প্রবাসী সদস্যরা। এসময় উপস্থিত নির্বাচন কমিশনার ডা. নিজাম আহমদ চৌধুরী স্বাক্ষরিত সিএমএফ এর ২৩ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী সুমন (এনটিভি ইউরোপ), সহ-সভাপতি তানভীর আঞ্জুম আরিফ (ডেইলি ড্যাজলিং ডন), যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক নাইম (ডিবিসি নিউজ ও কালবেলা), মোহাম্মদ মুবিন খান (আমার দেশ), সাংগঠনিক সম্পাদক কামরান আহমদ (ডেইলি ড্যাজলিং ডন), সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন শুভ (দৈনিক বাংলা), দপ্তর সম্পাদক শুভ গোয়লা (সংবাদ সারাবেলা), সহ-দপ্তর সম্পাদক খোর্শেদ আলম (জুড়ীর সময় ও সংবাদ সারাবেলা), প্রচার সম্পাদক মোজাহিদুল ইসলাম (এশিয়াবিডি২৪), সহ-প্রচার সম্পাদক মাসুম বকস মাহি (মৌলভীবাজার সমাচার), অর্থ সম্পাদক অলি আহমদ মাহিন (সময়ের কণ্ঠস্বর), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ হাসান (জুড়ীর সময়), সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাজন আহমদ (মৌলভীবাজার সমাচার), তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবিদ হোসেন (জুড়ীর সময়), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহ ছাব্বির আলী (মৌলভীবাজার টুডে), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রিপন মিয়া (বাংলাদেশ সমাচার), পাঠাগার সম্পাদক কামরুল হাসান শাওন (এটিএন বাংলা ইউকে), কার্য নির্বাহী সদস্য (সহসভাপতি পদমর্যাদায়) আশরাফ আলী (ঢাকা পোস্ট), কার্য নির্বাহী সদস্য আহমদউর রহমান ইমরান (ভোরের ডাক), এমএ কাইয়ুম (বাংলাদেশ জার্নাল), রুহুল আমিন রনি (দৈনিক চিত্র)।

বার্তা প্রেরক-
শুভ গোয়ালা
দপ্তর সম্পাদক
ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম (সিএমএফ)
মোবাঃ +৮৮০১৬৪৫-৬১৬১৪৮

মৌলভীবাজার প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরি পরিষদকে অভিনন্দন ও শুভেচ্ছা
07/10/2024

মৌলভীবাজার প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরি পরিষদকে অভিনন্দন ও শুভেচ্ছা

May Allah bring you joy, happiness, peace, and prosperity on this blessed occasion. Wishing you and your family this hap...
16/06/2024

May Allah bring you joy, happiness, peace, and prosperity on this blessed occasion. Wishing you and your family this happy occasion of Eid! Eid ul Adha Mubarak!

May the press always be free, and the truth never be a casualty. World Press Freedom Day 2024.
03/05/2024

May the press always be free, and the truth never be a casualty. World Press Freedom Day 2024.

মৌলভীবাজারে সিএমএফ'র দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা প্রেস রিলিজ:: মৌ‌লভীবাজার জেলায় এই প্রথমবা‌রের ম‌তো সরকারী ...
17/02/2024

মৌলভীবাজারে সিএমএফ'র দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা

প্রেস রিলিজ::

মৌ‌লভীবাজার জেলায় এই প্রথমবা‌রের ম‌তো সরকারী বা কোন এন‌জিওর কোন ধর‌নের সহায়তা ছাড়া জেলার ৩৬ জন তরুন সংবাদকর্মী‌কে নি‌জে‌দের উ‌দ্যোগে প্রশিক্ষন প্রদান করেছে ক‌্যা‌ম্পেইন ফর মি‌ডিয়া ফ্রিডম( সি.এম.এফ)।

লন্ডন ভি‌ত্তিক ইং‌রে‌জি দৈনিক ডেইলী ড্যজ‌লিং ড‌ন'র সহ‌যোগীতায় শ‌নিবার (১৭ ফেব্রুয়ারী) মৌলভীবাজার প্রেসক্লা‌বে দিনব‌্যাপী এই ব‌্যা‌তিক্রমী প্রশিক্ষন কর্মশালা অনু‌ষ্ঠিত হয়।

ক‌্যা‌ম্পেইন ফর মি‌ডিয়া ফ্রিডম প্রতিষ্টার পর থে‌কে দীর্ঘদিন ধ‌রে মৌলভীবাজার সহ বি‌শেষ ক‌রে দ‌ক্ষিন সি‌লে‌টে তরুন সংবাদকর্মী‌দের পেশাগত মান উন্নয়ন ও স্বার্থরক্ষায় নির‌বি‌চ্ছিন্নভা‌বে কাজ কর‌ছে। পাশাপা‌শি দে‌শে প্রবা‌সে সাংব‌া‌দিক নির্যাতনের প্রতিবাদ ও সংবাদ মাধ‌্যমের স্বাধীনতার জন‌্য সে‌মিনার সমা‌বেশ ক‌রে আস‌ছে সিএমএফ।

মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম‌এ সালামের সভাপতিত্বে ও সিএম‌এফের সভাপতি হোসাইন আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কালবেলার সিলেট ব্যুরো প্রধান লিয়াকত শাহ ফরিদি, মাছরাঙ্গা টেলিভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ সজিব সাদিক, পরিবেশ বিষয়ক সাংবাদিক রিপন দে।

বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন কালবেলার সিলেট ব্যুরো প্রধান লিয়াকত শাহ ফরিদি, মাছরাঙ্গা টেলিভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ সজিব সাদিক ও এখন টেলিভিশনের রিপোর্টার বেলায়েত হোসেন।

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, সাংবাদিকতাকে আরো স্মার্ট করার জন্যে বর্তমান সরকার কাজ করছে। সাংবাদিকদের দক্ষ করার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ নিয়ে সেই প্রশিক্ষণ কাজে লাগাতে হবে। মৌলভীবাজারে প্রেসক্লাবকে আমরা সবাই মিলে আধুনিক ও স্মার্ট প্রেসক্লাব গড়ে তুলবো। সাংবাদিকদের যেকোন প্রয়োজনে আমি সব সময় পাশে থাকবো।

বার্তা প্রেরক-
কামরান আহমদ
দপ্তর সম্পাদক
ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম
ফোনঃ ০১৭২২-২০২৭১৩

আপনি কি তরুণ সংবাদকর্মী? সাংবাদিকতায় ভালো ক্যারিয়ার গড়তে চান? তাহলে দেরি কেন? আপনাদের মতো তরুণদের নিয়ে ক্যাম্পেইন ফর মিড...
14/02/2024

আপনি কি তরুণ সংবাদকর্মী? সাংবাদিকতায় ভালো ক্যারিয়ার গড়তে চান? তাহলে দেরি কেন?

আপনাদের মতো তরুণদের নিয়ে ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রিডম (সিএমএফ) এর আয়োজনে আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. রোজ শনিবার মৌলভীবাজার প্রেসক্লাবে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক একটি কর্মশালা হবে। কর্মশালায় দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সাংবাদিকগণ ক্লাস নিবেন। এই কর্মশালায় মূল ধারার সাংবাদিকতার সাথে জড়িতরা অংশগ্রহণ করতে পারবেন। আপনি এ কর্মশালায় যোগদান করতে আগ্রহী হলে নিচের ফর্মটি পূরণ করুন। আপনি নির্বাচিত হলে আমরাই আপনার সাথে যোগাযোগ করবো।

https://forms.gle/Y6xqaFWVFj3g4tnTA

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই
22/09/2023

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই

20/05/2023

Campaign for Media Freedom (CMF) is a global non-profit organization dedicated to promoting and protecting press freedom around the world. Founded in 2018, the organization is led by a team of experienced media professionals, human rights advocates, and legal experts who are committed to ensuring th...

Address

Court Road, Chowmuhani, Maulvibazar
Sylhet
3200

Alerts

Be the first to know and let us send you an email when Campaign For Media Freedom - CMF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Campaign For Media Freedom - CMF:

Share