HJ Entertainment

HJ Entertainment ❣️𝓛𝓸𝓿𝓮𝓫𝓲𝓻𝓭𝓼 HJ❣️
(16)

14/07/2025

বাংলাদেশের কিছু পুরুষদের কাছে -
ওয়াইফ ম‍্যাটারিয়ালের সংজ্ঞা হলো ভাই ,

১/ প্রথমত কোন চাহিদা থাকবে না।

২/বছরে কোন কিছু চাইবে না। দুই একটা গিফট দিলে সে অঢেল খুশি হবে।

৩/ পুরুষটি নিজে অন‍্য বন্ধু বান্ধবের সাথে হ‍্যাং আউট করতে যাবে কিন্ত মেয়েটি কখনোই বাইরে যাবে না। তার কোন বন্ধু -বান্ধব থাকবে না। থাকলেও না থাকার মতন।

৪/ পুরুষ তার ইনকামের সব পরিবার পরিজনকে সব টাকা পয়সা দিয়ে, নিজে ফতুর হলে ও মুখে কিছু বলা যাবে না।

৫/ মেয়ে হিসেবে কোন দামী শাড়ী ও গহনার ডিমান্ড থাকবে না।একটা দুইটা শাড়ী কিংবা থ্রী পিচ তাও কম বাজেটের মধ‍্য ডিমান্ড করলে, তাতে স'ম'স‍্যা নেই।

৫/ মেয়ে থাকবে অনন‍্য সুন্দরী কিন্তু মেকাপ করবে না। যাতে দেখলেই ক‍্যাটরিনার মতন লাগে।

৬/ গুনবতী ও ভালো রাঁধুনী হতে হবে।

৭/ স্লিম ফিগার ও ফ‍্যাশন সেন্স ভালো থাকতে হবে।

৮/ মানসিক সাপোর্টিভ থাকতে হবে। নিজে যতই মানসিক স'ম'স‍্যা থাকুক, জীবন সঙ্গীকে ধৈর্য‍্যশীল হতে হবে।

৯/ পড়াশুনায় গ্রাজুয়েশ থাকলে ভালো হয়। কিন্তু সে পড়া শুনা করার ব‍্যাপারটা ভু'লে যেতে হবে ।

১০/ সাবানার মতন ধৈর্যশীল ও বিটিভির মতন সুনাম প্রচারক হতে হবে।

১৩/ সানি লিওনের মতন ফিগার ও সৌদি আরবের মেয়েদের মতন বোরখা পরিহিতা।

১৫/ কোন টাকা পয়সা খরচ করবে না, পারলে মেয়ে টি নিজে আয় করে সংসারে টাকা পয়সা খরচ করলে ওটা স'ম'স‍্যা নেই ।
কিন্তু সে টাকা পয়সা মেয়েটি তার বাবার বাড়িতে খরচ করতে পারবে না।বাংলাদেশের কিছু পুরুষ, চায় বেঁচে থাকতেই বেহস্তি হুরের মতন চাওয়া পাওয়া হীন নারী। যে শুধু সংসারে জন্মাবেই পুরুষটির জীবন ধন‍্য করতে। মেয়েটির কোন শিকড় বাকর থাকতে পারবে না।তারা এই দশকে এসেও সেই পুরানো খেয়ালে বাঁচে। তারা প্রয়োজন অনুযায়ী হাদিস ও ফতোয়া দেয়। অথচ ইসলামে স্পষ্ট আইন আছে মেয়ে জীবন সঙ্গী মানেই গোলাপ ফুলের মতন যত্ন করে রাখা অবশ‍্যক। তার চাহিদা পূরন করা অবশ‍্যক। সে যদি আপনার সংসারে কাজ না করে, নিজে শুয়ে আরাম করে সারাদিন পার করতে চায় আপনার তাকে ফোর্স করার অধিকার নেই। অথচ এ দেশের কিছু পুরুষ সামান‍্য পুটি মাছ কা'টা'র মতন ব‍্যাপার নিয়ে খু%&"ন করে ফেলে। নিজেরা থাকবে ডেনিসিডাকের মতন চরিত্রের অধিকারী আর জীবন সঙ্গী থাকা লাগবে শাবানার মতন। এর চেয়ে বড় ভ'ন্ডা'মী আর কি হতে পারে?আরও অনেক চাহিদা থাকতে পারে 😂😂.

Nothing 😅💔
03/07/2025

Nothing 😅💔

03/11/2024

ভালোবেসে বিয়ে করার মতো ভুল সিদ্ধান্ত পৃথিবীর মধ্যে আমার মনে হয় আর দুটো নেই,না পারবেন কাওকে বলতে না পারবেন সহ্য করতে 🙂তার এমন এমন রুপ আপনি দেখতে পাবেন যে রুপ দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না। আপনি শুধু তাকে দেখবেন তার ব্যবহার দেখবেন আর মনে মনে আফসোস করবেন এইটা ভেবে,এই মানুষটা কি সেই যাকে আমি ভালোবেসেছিলাম? এই ব্যাপারটা আপনার বুক জ্বা-লা পালা করে দিবে শেষ করে দিবে ভেতরটা একেবারে ভেঙে দিবে।আমরা আসলে তখনই ফেসবুকে লিখি যখন আমরা আমাদের মনের কথা কাউকে বুঝাতে পারিনা বলতে পারিনা,কিছু যন্ত্র-ণা আসলে ভাষায় প্রকাশ করা যায়না💔🙂

আমরা মেয়েরা আসলে ভালোবাসার কাঙাল,আমরা একটু সময় ছাড়া আর কি চায় তাদের থেকে? আপনি অপেক্ষায় থাকবেন কখন মানুষটা অনলাইনে আসবে আপনি মেসেজ করবেন আর সে অপেক্ষায় থাকবে আপনার মেসেজের উত্তর হিসেবে এটা বলতে “লাঞ্চ টাইমে লাঞ্চ করে রেস্ট করি, এই টাইমে ও কি শান্তি দিতে চাওনা?" আপনাকে এটা বুঝাবে আপনি তার সাথে কথা বলতে চান মানে তাকে অশান্তি দিতে চান, এই একটা কথায় যথেষ্ট আপনার মনটাকে ছাড়-খার করে দেওয়ার জন্য, আপনি শুধু এটা ভাববেন এই মানুষটা কি সেই যে আমার সাথে কথা বলার জন্য অপেক্ষায় থাকতো?যে দিনের অর্ধেকটা সময় আমাকে দিতো? এর উত্তর আপনি খুজে পাবেন না!

অতঃপর এটাই বুঝলাম, বেশি ভালোবাসার আশা করা গুরুত্বের আশা করা শুধুই বোকামি কারণ এসব আশা তখনই করা যায় যখন মানুষটা সত্যি আপনাকে ভালোবাসে! ভালোবাসা আর ভালোলাগা এই দুটোর মধ্যে অনেক পার্থক্য! সময় খুজে প্রিয় মানুষের সাথে যোগাযোগ করা আর সময় পেলে যোগাযোগ করা এই দুটোর মধ্যে অনেক পার্থক্য! এতোদিন শুধু মন আর আবেগকে গুরুত্ব দিয়েছি আর এখন শুধু বিবেককে গুরুত্ব দিব। এতোদিন আমি যা ফিল করতাম আজ থেকে তুমি তা ফিল করবা। এতোদিন আমি ভাবতাম আর এখন থেকে তুমি ভাববা “এই মানুষটা কি সেই যে আমাকে ভালোবাসতো? আমার অপেক্ষায় থাকতো? আমার জন্য পাগ-লামি করতো?”

অবশ্য মন এটাও বলে, তুই নাহয় ভালোবাসতি বলে তার শূন্যতা অনুভব করতি। সে তোর শূন্যতা কেনো অনুভব করবে? সে কি সত্যি তোকে ভালোবাসে? মানুষ আসলে পরিবর্তনশীল সময়ের সাথে সাথে সম্পর্কে ফা-টল ধরে যায়।এক জনের পক্ষে কখনো একটা সম্পর্ক আগানো সম্ভব না💔🙂

29/09/2024

ভালোবাসা খুব ভয়ংকর, যে পায় সেও কষ্ট পায়, যে না পায় সেও কষ্ট পায়। 💔

29/05/2024

সুন্দর বলতে কিছুই হয় না,আপনি যাকে
-যত বেশি ভালোবাসবেন সে ততটাই সুন্দর...!!🖤🖤

07/04/2024
21/01/2024

আমারে কেউ একটা ঠিকানা দিবা, যেইহানে জীবন আমারে খুঁইজা পাইবো না। শুধু সুখ আর সুখ থাকবো কইতাছি না, যেইহানে সুখ, দুঃখ কোনটাই নাই- দিবা কেউ এমন একখানা ঠিকানা। আমার বড় পালাইতে ইচ্ছা করে।

ইচ্ছে করে এমন একখানা ঠিকানায় হাওয়া হইয়্যা যাইতে, যেইহানে পরিচিত কোন গন্ধ নাই। যেইহানে আমারে কেউ চিনবো না, আমি কাউরে চিনবো না। যেইহানে সমাজ সংসারের কাঁটাতার নাই, কে ধনী কে গরীব গায়ে দাগ দেওয়া কোন চিহ্ন নাই। কে কালা কে সুন্দর বাছায় করার মত কোন চোখ নাই। পিরিত পিরিত নামে কোন খেলা নাই। প্লাস মাইনাসের সমীকরণ নিয়া কোন হৈচৈ নাই। দিবা কেউ এমন একখানা ঠিকানা।

এই সমাজ সংসারের তিব্র রূপে আমার বমি আহে। আমি খুব বিরক্ত গোলাপের প্রলোভন দেখিয়ে মানুষ নষ্ট করার সংসারে। যেইহানে উপরওয়ালা নিজ হাতে রঙ কইরা পুতুল বানাইছে, পুতুল হইয়্যা সেই পুতুল রঙ লইয়্যা মশকরা করে- হাসিঠাট্টা করে। বেকারত্বের অসহায়ত্ব নিয়ে কি সব বিশ্রী মজা লুটে, মূর্খ শিক্ষিত সার্টিফিকেটে পুতুলরা মনগড়া জঘন্যভাবে বিচার কইরা দেয়।

আমার চোখ দুইহান শেষ কবে শুকায়ছে কইবার পারমো না, কেউ আমারে একখানা ঠিকানা দিবা যেইহানে চোখ দুইহান শুকায়তে পারমো। যেইহানে হগল মানুষের কান্না এক, হগল মানুষের হাসি এক বইলা নিয়ম নীতি থাকবো। মানুষের পাশে মানুষ থাকবো। একজোড়া চোখে বৃষ্টি নামলে হগল চোখ ব্যথায় কাতর হইবো, একটা ঠোঁটে হাসি ফুটলে হগল ঠোঁট সেই হাসির প্রশান্তি পাইবো। দিবা কেউ এমন একখানা ঠিকানা আমারে।

আমার খুব ইচ্ছা করে সমুদ্রের গাঁ ঘেষে হারাইয়্যা যাইতে, যদি এমন ঠিকানার দেহা মিলে। আমার খুব ইচ্ছা করে পাহাড়ের চূড়া ধরে দু’চোখ যেদিক যায় চইল্যা যাইতে, তবু যদি এমন একখানা ঠিকানার দেহা মিলে। সত্যি ই আজকাল বড় ইচ্ছা করে এমন কোথাও চইল্যা যাই, যেইহানে জীবন আমারে শালা খুঁইজাই পাইবো না।

লেখা: সাজ্জাত হুসাইন

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when HJ Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HJ Entertainment:

Share