World Sylhet

World Sylhet বিশ্বের নানা প্রান্তে অবস্থানরত সিলেটীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এই একজন এতিম ছেলেখুবই আর্জেন্ট পাসপোর্ট দরকার। পাওয়া না গেলে ভিসা  নষ্ট হয়ে যাবে। সবাই শেয়ার করে পাসপোর্ট পেতে সহযোগিতা...
27/07/2025

এই একজন এতিম ছেলে
খুবই আর্জেন্ট পাসপোর্ট দরকার। পাওয়া না গেলে ভিসা নষ্ট হয়ে যাবে। সবাই শেয়ার করে পাসপোর্ট পেতে সহযোগিতা করবেন।

সিলেট, ফকির বাজার থেকে বড়লেখা যাওয়ার পথে, সিএনজিতে ভুল করে পাসপোর্ট সহ ব্যাগটি হারিয়ে গেছে। সিএনজিটি বিয়ানিবাজারের দিকে গেছে।

কোন হৃদয়বান ব্যক্তি যদি পেয়ে থাকেন ওই নাম্বারে দয়া করে যোগাযোগ করবেন 01772359301, খুবই জরুরি পাসপোর্ট, আজকে সকালে ছেলেটার মেডিকেলে যাওয়ার কথা ছিলো।

27/07/2025

মোগলাবাজারে নতুন চাঁদাবাজের উত্থান।

শ্রমিকদল নেতা শাহ মুকিদের মিথ্যাচারের ভয়েস ফাঁস
চোরের মায়ের কেন বড় গলা?
কথায় আছে —'চোরের মায়ের বড় গলা/ নিত্য দেখায় ছলাকলা,/ চোরকে নিয়ে বড়াই করে/ চোরের জন্য লড়াই করে। ... সেই হইতে নাকি বাংলাদেশে এক নূতন প্রবাদের জন্ম হইল—'চোরের মায়ের বড়

এখন ইন্টেরিমের কাছে প্রশ্ন করুন, আওয়ামী গণহ'ত্যা*কারী দু'র্বৃ'ত্ত শাম্মী আহমেদ এখনো জে*লের বাইরে কেন?
27/07/2025

এখন ইন্টেরিমের কাছে প্রশ্ন করুন, আওয়ামী গণহ'ত্যা*কারী দু'র্বৃ'ত্ত শাম্মী আহমেদ এখনো জে*লের বাইরে কেন?

27/07/2025
২৫ লাখ টাকার লিফট ৯২ লাখ টাকা।১২ লাখ টাকার সাবস্টেশন ৬৩ লাখ টাকা।৯৫ হাজার টাকাট পানির পাম্প সাড়ে ৪ লাখ টাকা৯শ' টাকার পিল...
27/07/2025

২৫ লাখ টাকার লিফট ৯২ লাখ টাকা।
১২ লাখ টাকার সাবস্টেশন ৬৩ লাখ টাকা।
৯৫ হাজার টাকাট পানির পাম্প সাড়ে ৪ লাখ টাকা
৯শ' টাকার পিলার ৪০ হাজার টাকা।

জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য আবাসন প্রকল্পে হরিলুট!
আচ্ছা আমরা মানুষ হবো কবে?
ঠিক কতোটা রক্ত ঝড়লে এই দেশটা শুদ্ধ হবে?

26/07/2025

জুলাই সনদের দাবীতে সচিবালয় ঘপরাও ঘোষণা

ধূমপায়ী শিক্ষার্থীদের ভর্তি নেবে না নটর ডেম কলেজ
26/07/2025

ধূমপায়ী শিক্ষার্থীদের ভর্তি নেবে না নটর ডেম কলেজ

"ঢাকার খাল গুলোতে রাজনীতিবিদ, মেয়র, ডিসিদের বছরে দুই বার গোসল করার বিধান রাখলে পরিবেশ ঠিক হয়ে যাবে!"- অ্যাডভোকেট এহসানুল...
26/07/2025

"ঢাকার খাল গুলোতে রাজনীতিবিদ, মেয়র, ডিসিদের বছরে দুই বার গোসল করার বিধান রাখলে পরিবেশ ঠিক হয়ে যাবে!"
- অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের
সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী

আজকের জুমাবারে দুবাই শেখ জায়েদ মসজিদ, আজমানে পলাতক গড ফাদার শামিম ওসমান
25/07/2025

আজকের জুমাবারে
দুবাই শেখ জায়েদ মসজিদ, আজমানে পলাতক গড ফাদার শামিম ওসমান

পূণ্যভূমি সিলেটের জুলাই পদযাত্রায় আজকের জনসমুদ্র. এনসিপি
25/07/2025

পূণ্যভূমি সিলেটের জুলাই পদযাত্রায় আজকের জনসমুদ্র. এনসিপি

25/07/2025

জুলাই পদযাত্রা - সিলেট। এনসিপি

উগ্রবাদী হামলায় না, বিএনপি নেতা খুনের জেরে নারী ফুটবলারের পরিবারে হামলাউগ্রবাদীরা নারী ফুটবলার পারভীন সুলতানার পায়ের রগ...
25/07/2025

উগ্রবাদী হামলায় না, বিএনপি নেতা খুনের জেরে নারী ফুটবলারের পরিবারে হামলা

উগ্রবাদীরা নারী ফুটবলার পারভীন সুলতানার পায়ের রগ কেটে দিয়েছে, এমন দাবিতে একটি তথ্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

BDDigest নামের আওয়ামীপন্থি একটি ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়েছে, “হামলাকারীরা 'ফুটবল খেলা ইসলামে হারাম' দাবি করে তার বাম পায়ের রগ কেটে দিয়েছে।”

এছাড়াও অনলাইন গণমাধ্যম বার্তা বাজার তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ফুটবলার পারভীন সুলতানার পায়ের রগ কেটে দিয়েছে উগ্রবাদীরা।

বাংলাফ্যাক্ট টিম একাধিক সূত্রে আলোচিত দাবিটি যাচাই করে এর সত্যতা খুঁজে পায়নি।

গত ১৪ এপ্রিল দৈনিক ইনকিলাবে ‘মহেশখালীতে ছাত্রলীগ নেতার হাতে বিএনপি কর্মী খুন, রাজনীতি নিয়ে কথা কাটাকাটি’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, “মহেশখালীতে রাজনীতি নিয়ে কথা কাটাকাটির জেরধরে রশিদ আহমদ (৫৭) নামের এক ব্যক্তিকে পিটিয়ে খুন করেছেন অমিত ইকবাল নামের এক ছাত্রলীগ নেতা। তিনি কালারমারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক। নিহত রশিদ আহমদ উত্তর নলবিলার মৃত লাল মিয়ার পুত্র ও স্থানীয় কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সদস্য ও ১ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি।”

এ প্রতিবেদনে আরও বলা হয়, “রশিদ আহমেদর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অমিতের বাড়ি ঘেরাও করে তার ভাই কামরুলকে আটক করে মহেশখালী থানা পুলিশের কাছে সোপর্দ করে।”

বাংলাফ্যাক্ট টিম স্থানীয় পুলিশ ও গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়, রশিদ আহমদ হত্যাকাণ্ডে অভিযুক্ত ছাত্রলীগ নেতা অমিত ইকবাল ফুটবলার পারভীন সুলতানার আপন ভাই।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, রশিদ আহমদের হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর স্বজনেরা ফুটবলার পারভীন সুলতানা ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলা করে। তবে সেসময় পারভীন সুলতানার পায়ের রগ কাটা হয়েছে কিনা সে ব্যাপারে স্থানীয় পুলিশ কিংবা গণমাধ্যম কর্মীরা নিশ্চিত নন বলে জানিয়েছেন।

এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক বাংলাফ্যাক্টকে জানান, “আমি এই ঘটনার বিষয়ে অবগত আছি। এটি গত এপ্রিল মাসের ঘটনা। পারভীন সুলতানাসহ তাঁর ভাইয়ের বিরুদ্ধে একটি হত্যা মামলা ছিল। পরে মেয়েটি বাড়িতে আসলে বিক্ষুব্ধ জনতা তাঁকে মারধর করে। তবে আমরা তাঁর পায়ের রগকাটার বিষয়ে কোনো তথ্য পাইনি। ফুটবল খেলার কারণে তাঁকে মারধর করা হয়েছিল এমন তথ্যও আমাদের কাছে নেই।”

পারভীন সুলতানার সাথে বাংলাফ্যাক্টের পক্ষ থেকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, "আমি খেলাধুলা করি তাই ওরা আমার ওপর হামলা করেছে। আমার রগ কেটে দিয়েছে।"

তবে রগকাটার দাবির বিষয়ে কোনো মেডিকেল তথ্য সরবরাহ করতে পারেননি তিনি। তাছাড়া, এঘটনায় ২ মাসেও কোনো মামলা হয় নি বলে ওসি জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক সাংবাদিক বাংলাফ্যাক্টকে জানান, “নিহত রশিদের স্ত্রী খুরশিদা বেগম বাদী হয়ে মহেশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। সেই মামলার ৫ নং আসামী হলো, ছাত্রলীগ ক্যাডার অমিত হাসানের আপন ছোটবোন পারভীন সুলতানা। সে সুবিধা নেওয়ার জন্য ‘ফুটবলার হওয়ার কারণে হামলা হয়েছে’ বলে অভিযোগ এনেছে।”

অর্থাৎ, পারভীন সুলতানার ভাই অমিত কর্তৃক স্থানীয় বিএনপি নেতা রশিদ আহমেদকে খুনের ঘটনায় পরবর্তীতে বিক্ষুব্ধরা পারভীনের ওপর হামলা করে। এতে প্রতীয়মান হয়, হামলার ঘটনার সাথে তাঁর ফুটবলার হওয়া কিংবা ধর্মীয় কোনো সংযোগ নেই। তাছাড়া, উগ্রবাদীরা নয়, বরং নিহত বিএনপি নেতার আত্মীয়-স্বজনেরা এই হামলার সাথে জড়িত বলে জানা যায়।

Address

Bondor Bazar
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when World Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share