World Sylhet

World Sylhet বিশ্বের নানা প্রান্তে অবস্থানরত সিলেটীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

মাননীয় ওয়াকারুজ্জামান স্যার! বাংলাদেশ কি ভারতের করদরাজ্য! বাংলাদেশে কি লোকবলের অভাব দেখা দিয়েছে!সেনানিবাসে ভারতীয়রা ক...
13/07/2025

মাননীয় ওয়াকারুজ্জামান স্যার!

বাংলাদেশ কি ভারতের করদরাজ্য!

বাংলাদেশে কি লোকবলের অভাব দেখা দিয়েছে!

সেনানিবাসে ভারতীয়রা কি করে, অশান্ত বাংলাদেশের পিছনে তাদের কি কোন ষড়যন্ত্র রয়েছে বলে মনে হয় না!

এই চারজন ভারতীয় সেনানিবাসে চাকরিরত কেন, বাংলার মানুষ একটু জানতে চায়!

13/07/2025

ভিডিও করলেও লাভ নেই, চাঁদা দিতেই হবে😏
ছাত্রদল সভাপতি

13/07/2025

যেটা মিডফোর্ডের জনগন করেনি সেটা আজ ওয়ারী, টিকাটুলির জনগন করে দেখিয়েছে। আজ যাত্রাবাড়ী যাওয়ার জন্য টিকাটুলি মোড়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ দেখি দেশি অস্ত্রসস্ত্র সহ ৭-৮ জনের একটা কিশোর গ্যাং একজনকে মারতে মারতে রাস্তা দিয়ে টেনে হেচড়ে নিয়ে যাচ্ছে। অনবরত বাইকের হেলমেট দিয়ে মাথায় আঘাত আর বেল্টের ব্রকলেস দিয়ে মাথার পিছনে আঘাত করায় ভিক্টিমের মাথা সামনে পিছনে দুইযায়গায় ফেটে যায়। এরপর স্থানীয় জনগন নিয়ে আমি সেই সন্ত্রাসীদের ধর ধর বলে ধাওয়া দেই। সাধারন জনগনের তোপে তখন সন্ত্রাসীরা ভয় পেয়ে ভিক্টিমকে রেখে পালিয়ে যায়। ধাওয়া দিয়ে তাদের দলের প্রধানকে জনগন আটক করে এবং উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাত সোপর্দ করে। সেইম জিনিসটা সেদিন মিডফোর্ডে থাকা জনগন করলে দেশকে আজকে এমন ভয়ানক হত্যাকাণ্ড দেখতো নাহ। ভিডিওতে থাকা ছেলেটা গ্যাং এর মুলহোতা। আপনারা ক্রসচেক করতে চাইলে ওয়ারী থানায় যোগাযোগ করতে পারেন।সেখানে সে আটক রয়েছে। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।এই যুবকের মোবাইল চেক করে পুলিশ তার সন্ত্রাসী কার্যক্রমের আরও আলামত পেয়েছে। পরিচিত কেউ চিনে থাকলে তার পরিবার আর আত্মীয় স্বজনকে সেন্ড করে দেখান তাদের সন্তান কিভাবে সন্ত্রাস করে জনমনে আতংক সৃষ্টি করছে। ভিক্টিমকে হাসপাতালে পাঠানো হয়েছে।

13/07/2025

বাবা কে হা"ড়িয়ে সোহাগের ছেলে চা"ওয়া,

12/07/2025
12/07/2025

৫ই আগষ্ট ২০২৪ রাজধানী ঢাকার কেন্দ্রে অবস্থিত সময় টিভির কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে বেশ কিছু যুবদল নেতা-কর্মী হামলা চালায়। জানা যায় হামলার পর সময় টিভি থেকে প্রায় ২ কোটি টাকা চাঁদা আদায় করে নয়ন ও তার সহযোগীরা, এর কিছুদিন পরই দেশের ব্যাংকগুলো শূন্য করা আওয়ামী অলিগার্ক এস আলম গ্রুপের হয়ে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় দখলের চেষ্টা করেন নয়ন ও তার অনুসারীরা।

ব্যাংকটি দখলের চেষ্টাকালে তিনি আগ্নেয়াস্ত্রের ব্যবহার করেন এমনকি তার ছোড়া গুলিতে ব্যাংকের ৬ কর্মকর্তা আহত হন।

এত কিছুর পরেও এই যুবদল নেতার বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থা নেয়া হয়নি।

জানা গেছে ২০১৬ সালে পুলিশ পাঁচ রাউন্ড গুলি করে ঢাকা মেডিকেলে নয়ন'কে নিহত ভেবে ফেলে রেখে যায়, কিন্তু গুরুতর আহত নয়ন সুস্থ হয়ে সেরে ওঠেন। সেকারণেই কি নয়নের প্রতি এই নমনীয়তা?

নয়নের নেতৃত্বে শুধু নির্দিষ্ট কোন এলাকা নয়, পুরো ঢাকা শহর জুড়ে চাঁদাবাজির মহোৎসবে নেমেছে চিহ্নিত কিছু বিএনপি নেতা-কর্মী। নয়নের পেছনে যুবদলের কোন শীর্ষ নেতা এবং খুলনার কোন বিশেষ নেতা জড়িত আছেন সেটা আমি জানি। ওইসব নেতাফেতা সহ এদের সকলের বিষয়ে কঠোর স্থায়ী ব্যবস্থা গ্রহণ জরুরি।

12/07/2025

RAB জানায়, ছেলে যেন পরকীয়া প্রেমিকাকে নিয়ে কাঠমান্ডুতে না যেতে পারে, সেজন্য মা ফোন দিয়ে জানান বিমান বাংলাদেশের কাঠমুন্ডু গামী ফ্লাইটে বোমা রয়েছে।

আজব এক দেশ বাংলাদেশ ......

মিডফোর্ডের রাস্তায় প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে প্রাণ হারানো সোহাগ মূলত যুবদলের রাজনীতিই করতেন। ঢাকা–৭ আসনের মনোনয়ন প্রত...
12/07/2025

মিডফোর্ডের রাস্তায় প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে প্রাণ হারানো সোহাগ মূলত যুবদলের রাজনীতিই করতেন। ঢাকা–৭ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা ইসহাক সরকারের কর্মী ছিলেন তিনি। আওয়ামী লীগের পতনের পর ইসহাক সোহাগকে দিয়ে চকবাজার এলাকায় মাসিক ৬ লাখ টাকা চাঁদা তুলতেন। হঠাৎ তিনি সিদ্ধান্ত নেন– চাঁদার পরিমাণ দ্বিগুণ করবেন। অর্থাৎ মাসিক ১২ লাখ টাকা করে চাঁদা তুলবেন ওই এলাকা থেকে।

এই কাজের জন্য সোহাগকে তার খুব সম্ভব যোগ্য মনে হয় না। তিনি দায়িত্ব দেন আরেক চ্যালা মহিনকে। সোহাগ তখন ওই এলাকার অপর এক বিএনপি নেতা হামিদের গ্রুপে ভেড়ার চেষ্টা করেন। এই ব্যাপারটিই সহ্য করতে পারেননি ইসহাক। তিনি সোহাগকে দুনিয়া থেকে সরানোর মহান(!) দায়িত্বটি অর্পণ করেন মহিন এবং তার সাঙ্গপাঙ্গদের। অর্থাৎ মহিনের সঙ্গে ব্যক্তিগতভাবে সোহাগের কোনো শত্রুতা ছিল না, জাস্ট নেতার আদেশ। [তথ্যসূত্র : দৈনিক যুগান্তর]

মহিন এবং তার সাঙ্গপাঙ্গরা সোহাগকে দুনিয়া থেকে সরানোর জন্য এত ভয়াবহ পদ্ধতি অবলম্বন করল কেন, তা নিয়ে অপরাধবিজ্ঞানীদের বিস্তর গবেষণা করবার সুযোগ আছে। তারা এমন নির্মম পথ বেছে নিলো একজন মানুষকে শেষ করতে, যা ইতোপূর্বে আর কখনও দেখা যায়নি। এমনকি মৃতদেহের ওপর উঠে উল্লাস করবার মতো নিষ্ঠুর দৃশ্যও বহুদিন পর দেখলাম আমরা। ওই সময় ওদের মস্তিষ্কে কী ক্রিয়া করছিল, তা নিয়েও গবেষণা হওয়া জরুরি।

সবচেয়ে হৃদয়বিদারক ছিল নিহত সোহাগের ছোটো ছোটো ছেলে-মেয়েগুলোর কান্না। বড়ো মেয়েটা সেই নির্মম ভিডিও থেমে থেমে দেখছিল আর বিলাপ করছিল, 'আহারে! আমার পাখি বাবাটাকে এত কষ্ট দিয়ে মারল কেন ওরা?' পৃথিবীর যেকোনো সন্তানের জন্যই বাবা-মায়ের মৃত্যু কষ্টকর। কিন্তু এ কেমন নির্মমতম মৃত্যু! বিএনপির ভাইদের মনোজগতে এই দৃশ্য দেখার পর কি ভাবনার উদয় হয়েছে জানি না। ভাই! আপনারা নিজেরাই তো নিজেদের হাতে নিরাপদ নন, আমাদের কি নিরাপত্তা দেবেন?

'একটি নির্মমতার আখ্যান'/ লাবিব আহসান

12/07/2025

শুধুমাত্র মাত্র খিলগাঁও তালতাল মার্কেট থেকে মির্জা আব্বাস ৩২ কোটি টাকা চাঁদা তুলে প্রতি মাসে।

মিটফোর্ডে বীভ.ৎস হ.ত্যাকান্ডের মূল নায়ক যুবদলের নেতারজ্জব আলী। ভাইরাল লাস্ট ভিডিওতে সর্বশেষ যিনি সিমেন্টের ব্লক মাথার উপ...
12/07/2025

মিটফোর্ডে বীভ.ৎস হ.ত্যাকান্ডের মূল নায়ক যুবদলের নেতা
রজ্জব আলী।
ভাইরাল লাস্ট ভিডিওতে সর্বশেষ যিনি সিমেন্টের ব্লক মাথার উপর মারছে এই সেই রজ্জব আলী।। এত নৃশংসতায় মানুষ ছলনা করে। পুলিশ উনাকে না ধরে পালাতে সাহায্য করছে এবং অপেক্ষাকৃত কম অপরাধী বা ভুয়া মানুষ কে ধরা হচ্ছে। কারণ তার উপর ইশরাকের ছায়া আছে। যে দুই জন কে পুলিশ গ্রেফতার করে রিমান্ডে নিলো দুইটা ভিডিওতে কি তাদের উগ্র মুভমেন্ট দেখছেন?

নৃশংসতার পর ছলনায় মানবিকতা আবার অমানবিক হচ্ছে। পৃথিবীর কোনো ভাষা এত অপরাধের কথা প্রকাশ করতে পারবে না

হাসিনা কন্যা পুতুল 'জয় বাংলা' হওয়ার পথে। তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের করে দেয়ার প্রাথমিক পদক্ষেপ হিসাবে তাকে বিশ...
12/07/2025

হাসিনা কন্যা পুতুল 'জয় বাংলা' হওয়ার পথে। তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের করে দেয়ার প্রাথমিক পদক্ষেপ হিসাবে তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে চার মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

বাংলাদেশের দুর্নীতি বিরোধী কমিশনের দুটি অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে চার মাস বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এই সময়ে তার বিরুদ্ধে তদন্ত করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

নিউজ লিংক কমেন্ট বক্সে।

11/07/2025

'আমার ভাই মর*লো কেন, তারেক রহমান জবাব দে' স্লোগানে উত্তাল ঢাবি

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when World Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share