ভয়েস অফ ইয়ুথ

ভয়েস অফ ইয়ুথ আম্বরখানা, সিলেট।

তৎকালীন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ সিলেটের কারা কারা ৫ আগস্ট সেনানিবাসে আ.শ্রয় নিয়েছিলেন সেই তালিকা দেখুন। আজ বৃহস্পতি...
23/05/2025

তৎকালীন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ সিলেটের কারা কারা ৫ আগস্ট সেনানিবাসে আ.শ্রয় নিয়েছিলেন সেই তালিকা দেখুন। আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিলেটসহ সারাদেশে সেনানিবাসে আ.শ্রয় নেয়া ৬২৬ জনের তালিকা দেওয়া হয়।

16/06/2024

“ঈদুল আজহার সুন্নতসমূহ”

১. গোসল করা;
২. সুগন্ধি ব্যবহার করা;
৩. উত্তম পোষাক পরা;
৪. এক রাস্তায় যাওয়া, অন্য রাস্তায় আসা;
৫. কুরবানীর গোশত দ্বারা দিনের খাবার শুরু করা;
৬. উচ্চস্বরে তাকবির বলতে বলতে ঈদগাহে যাওয়া;
৭. ঈদের সালাত আদায় করা ও খুতবা শোনা;
৮. ঈদুল আযহার সালাত শেষে কুরবানী করা;
৯. পরস্পরে সাক্ষাতে ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’ বলে শুভেচ্ছা বিনিময় করা।

রেফারেন্স:- ১. ইবনু মাজাহ- ১৩১৫, ২. মুসলিম - ১১১৭, ৩. বুখারী- ১১০৬, ৪. বুখারী - ৯৪৩, ৫. ইবনু হিব্বান- ২৮১৪, ৬. মুসান্নাব ইবনু আবী সায়বা- ৫৬৬৭, ৭. বুখারী - ২০১৮, ৮. বুখারী - ২৫৬, ৯. বায়হাকি- ৩/৩১৯

সতর্কতা.....ঈদের আনন্দের জন্য তাকবিরে তাশরিক যেন মিস না হয়। ৯ই জিলহজ ফজরের নামাজ হতে ১৩ ই জিলহজ আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্তের ফরজ নামাজের পর পুরুষদের ওপর উচ্চস্বরে একবার তাকবিরে তাশরিক বলা ওয়াজিব। আর নারীরা নিচু স্বরে পড়বে, যাতে নিজে শোনে।

ইচ্ছাকৃতভা‌বে ত‌্যাগ করা কবিরা গুনাহ! অ‌নিচ্ছাকৃতভা‌বে ছু‌টে গে‌লে ইস্তিগফার কর‌বে। এর কো‌নো কাযা নেই।

#পোস্টেড_বাইঃইয়াসমিন_রহমান

ভয়েস অফ ইয়ুথ এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ।
16/06/2024

ভয়েস অফ ইয়ুথ এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ।

Address

Sylhet
3100

Telephone

+8801891944897

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভয়েস অফ ইয়ুথ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share