বাংলাদেশী মুভি লাভারস

বাংলাদেশী মুভি লাভারস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাংলাদেশী মুভি লাভারস, Media/News Company, Sylhet.

Movie review, movie explain, drama, bangladeshi movie lovers, bangla movie, Hindi movie, south indian movie, bangla natok, web series, ott, malaylam movie explain, movie lovers, bangla.

Raatsasan নাকি Eleven?❗🎗️বর্তমানে এই দুইটা মুভি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।একদল বলছে রাতসাসন সেরা।আরেকদল বলছে এলেভেন সেরা।ক...
20/07/2025

Raatsasan নাকি Eleven?❗🎗️
বর্তমানে এই দুইটা মুভি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।একদল বলছে রাতসাসন সেরা।আরেকদল বলছে এলেভেন সেরা।কিন্তু আসলে সব দিক দিয়ে এগিয়ে কোনটা।কোন টা আপনাকে বেশি থ্রিল দিয়েছে?

🎞️Raatsasan🎬
🎞️Eleven🎬
📍সকল ধরনের মুভি দেখতে ও ডাউনলোড করতে ভিজিট করুন আমাদের সাইট "𝐌𝐎𝐕𝐈𝐄𝐓𝐏.𝐂𝐎𝐌" এ❞

‘রঘু ডাকাত’ এর Pre-Teaser আসছে কাল সকাল ১১টায় 💥💥💥এই বছরের অন্যতম বড় বাংলা ছবি ‘রঘু ডাকাত’-এর Pre-Teaser মুক্তি পাচ্ছে আগ...
20/07/2025

‘রঘু ডাকাত’ এর Pre-Teaser আসছে কাল সকাল ১১টায় 💥💥💥

এই বছরের অন্যতম বড় বাংলা ছবি ‘রঘু ডাকাত’-এর Pre-Teaser মুক্তি পাচ্ছে আগামীকাল সকাল ১১টায়।
অ্যাকশন ও ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ‘রঘু ডাকাত’ বাংলা সিনেমার জন্য এক নতুন চমক হয়ে উঠতে চলেছে বলেই মনে করছেন অনেকে।

  𝗗𝗮𝘆 42: 22 𝗟𝗮𝗸𝗵✅মুক্তির ৪২তম দিনে স্টার সিনেপ্লেক্স (২০টি), লায়ন সিনেমাস (৩টি), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (২টি), মণ...
19/07/2025


𝗗𝗮𝘆 42: 22 𝗟𝗮𝗸𝗵✅

মুক্তির ৪২তম দিনে স্টার সিনেপ্লেক্স (২০টি), লায়ন সিনেমাস (৩টি), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (২টি), মণিহার সিনেপ্লেক্স (৪টি), গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স (২টি), স্বপ্নীল সিনেপ্লেক্স (৪টি) এবং শ্যামলী সিনেমা (৪টি) মিলিয়ে 'উৎসব' সিনেমার মোট শো চলেছে ৩৯টি। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে হাউজফুল ছিল ১৫টি শো।

বিয়াল্লিশ দিন শেষে 'উৎসব' সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস ৭.৬১ কোটি টাকা।

লোকটার অভিনয় দেখলে মনে হয় বাস্তব কিছু ঘটে যাচ্ছে চোখের সামনে, মারাত্মক লেভেলের জাত অভিনেতা! ওনার ভাষায় বলতে হয় - এইডা এক...
26/06/2025

লোকটার অভিনয় দেখলে মনে হয় বাস্তব কিছু ঘটে যাচ্ছে চোখের সামনে, মারাত্মক লেভেলের জাত অভিনেতা!

ওনার ভাষায় বলতে হয় - এইডা একটা মাল রে ভাই 👌

🎞 Chokkor 302

আফরান নিশোর জাস্ট ক্রেজ টা চিন্তা করেন। শুধু আফরান নিশো তান্ডবে আছে এই এক আলোচনা বাকি সব মুভির আলোচনা একেবারে খেয়ে দিছে...
25/06/2025

আফরান নিশোর জাস্ট ক্রেজ টা চিন্তা করেন। শুধু আফরান নিশো তান্ডবে আছে এই এক আলোচনা বাকি সব মুভির আলোচনা একেবারে খেয়ে দিছে। আফরান নিশোর মুভি নেই। অথচ আলোচনার তুঙ্গে আফরান নিশো। কন্টেন্ট ক্রিয়েটর গুলোও জানে পাবলিক কে কি দিলে পাবলিক ভিউ দিবে। তারাও সেগুলাই নিয়ে আলোচনা করে।
এটা দেখে একটা বিখ্যাত লাইনের কথা মনে পড়ে গেলো ' You can hate me but you can't ignore me.'
He is Boss. এবার বসকে আপনি ঘৃণা করতে পারেন আবার ভালবাসতেও পারেন। কিন্তু সে আপনার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে সর্বদা। তাকে এড়িয়ে যাওয়া সহজ নয়।

একটা ইন্ডাস্ট্রিতে সব ধরনের ছবি হওয়া উচিৎ তবে আমি সব সময় ভালো কমার্শিয়াল ছবিকে প্রাধান্য দিয়ে থাকি ' কিন্তু এ দেশে এক শ...
25/06/2025

একটা ইন্ডাস্ট্রিতে সব ধরনের ছবি হওয়া উচিৎ তবে আমি সব সময় ভালো কমার্শিয়াল ছবিকে প্রাধান্য দিয়ে থাকি ' কিন্তু এ দেশে এক শাকিব ছাড়া তেমন ভালো কমার্শিয়াল হিরো তেমন নেই, পরান দেখেই বুঝেছিলাম যে শরিফুল রাজ'কে দিয়ে ভালো অ‍্যাকশন ছবি করলে সে দারুণ করবে! ইনসাফ দেখে সেটাই সত্যি হলো ' শুরু থেকেই স্ক্রিনে যেভাবে তাকে বিল্ডআপ দেয়া হয়েছে এবং পুরো ছবিতে রাজ এর স্ক্রিন প্রেজেন্স এক কথায় দুর্দান্ত ' প্রতিটা অ‍্যাকশন দৃশ্যে রাজ খুব ভালো অ‍্যাকশন করেছে ' মোট কথা অভিনয় ডায়লোগ ডেলিভারী এবং নাচে, সব দিক দিয়ে পারফেক্ট একজন হিরো পেয়েছি আমরা যাকে দিয়ে ভবিষ্যতে ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে ! আশা করব রাজ'কে দিয়ে আরও কিছু ভালো মাসালা অ‍্যাকশন ছবি করা হোক!

Waiting for - Kobi,

কোনটির জন্য আপনি অপেক্ষা করছেন !!
24/06/2025

কোনটির জন্য আপনি অপেক্ষা করছেন !!

হাউন আঙ্কেল 😜
24/06/2025

হাউন আঙ্কেল 😜

আগামী বছরের ঈদেই আসছে ইনসাফ ২🔥নির্মাতা সঞ্জয় সমাদ্দার আরো বড় স্কেলে বিগ বাজেটে কিছু করার প্লানিং করছেন।চঞ্চল চৌধুরীর ইনস...
24/06/2025

আগামী বছরের ঈদেই আসছে ইনসাফ ২🔥
নির্মাতা সঞ্জয় সমাদ্দার আরো বড় স্কেলে বিগ বাজেটে কিছু করার প্লানিং করছেন।চঞ্চল চৌধুরীর ইনসাফে শুধু ইন্ট্রো থাকলেও ইনসাফ ২ তে ধামাকা থাকবে।
বাংলাদেশের সিনেমা বাজার হিসেবে ঈদে ছাড়া হাই স্কেলের সিনেমা মুক্তি নিয়েও সংকোচ ডিরেক্টর প্রডিউসারের।
ওটিটি মুক্তির আগে আর দেখা হচ্ছে না ইনসাফ।

এই ঈদে ডেব্যু হয়েছে এমন অভিনেতার সংখ্যা কম না। কিন্তু ডিরেক্টর হিসেবে ডেব্যু হয়েছে সে তালিকায় সঞ্জয় সমাদ্দার স্বমহিমায় উ...
23/06/2025

এই ঈদে ডেব্যু হয়েছে এমন অভিনেতার সংখ্যা কম না। কিন্তু ডিরেক্টর হিসেবে ডেব্যু হয়েছে সে তালিকায় সঞ্জয় সমাদ্দার স্বমহিমায় উজ্জ্বল। তাকে ডেব্যু ডিরেক্টর বললে অনেকেই বলতে পারে তিনি তো আগে সিনেমা বানিয়েছেন, কিন্তু সেটা তো ওপার বাংলায়। বাংলাদেশে এটাই তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। আমাদের জন্য তো বরং বিষয়টা গর্বের যে প্রথম সিনেমার সুপারস্টার জিতকে নিয়ে সিনেমা বানিয়েছেন আমাদের দেশের ডিরেক্টর। তার বাংলাদেশে প্রথম সিনেমা ‘ইনসাফ’ নিয়ে দর্শক আগ্রহও তাই তুঙ্গে ছিল। ‘ইনসাফ’ এ সঞ্জয় সমাদ্দার সেইফ গেম খেলেন নি, তিনি রিস্ক নিতে চেয়েছেন, সাহস দেখিয়েছেন।

কমার্শিয়াল জনরার গল্প বড় বাজেট ছাড়া এক্সিকিউট করা খুবই কঠিন। কোন নতুন স্মার্ট ডিরেক্টর তাই কখনোই কমার্শিয়াল জনরার সিনেমা বানাতে চান না শুরুতেই। আমাদের দেশে কমার্শিয়াল সিনেমার চাহিদা আছে কিন্তু সে চাহিদা পূরণ করতে যে বাজেট দরকার, সে বাজেটটাই পাওয়া যায় না। সঞ্জয় সমাদ্দার রিস্কটা নিলেন, সাহস দেখালেন। একটা পুরোদস্তুর কমার্শিয়াল সিনেমা হিসেবে ট্রিট করলেন ‘ইনসাফ’কে। ইনসাফ দেখে শুরুতেই আপনি চমকে যাবেন। কালার গ্রেডিং, এডিট, বিজিএম সবমিলিয়ে টপনচ একটা শুরু। গেস করা কঠিন হয়ে যাবে যে এই সিনেমার বাজেট কতো! সঞ্জয় সমাদ্দার খুব স্মার্টলি সিন টু সিন হ্যান্ডেল করেছেন। কিছু ল্যাভিশ সিন শ্যুট করেছেন, গ্যাংস্টার ওয়ার্ল্ড বিল্ডিং এর জন্য কিছু ক্ষেত্রে প্রপার বাজেট ইউটিলাইজ করেছেন আবার কিছু ইনডোর সিনে বাজেট কমিয়েছেন। দর্শকের যেন মনে না হয় কম বাজেটের কিছু দেখছেন। সঞ্জয় সমাদ্দার সাহসী না হলে আসলে এরকম পুরোদস্তুর অ্যাকশন ড্রামায় ভরপুর কমার্শিয়াল সিনেমা বানানো সম্ভব না। সঞ্জয় সমাদ্দার দেখিয়ে দিয়েছেন যে আরও বেশি বাজেট পেলে তিনি আরও বেটার আউটপুট আনতে পারবেন। রাজ আর ফারিণের কাছ থেকে যেভাবে অ্যাক্টিং আদায় করে নিয়েছেন, যেভাবে গানগুলোকে প্লেস করেছেন, সবচেয়ে বড় ব্যাপার যেভাবে মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরীর মতো বাঘা বাঘা অভিনেতাকে নিয়ে এসে একটা ইউনিভার্স বানানোর সাহস দেখিয়েছেন টা দেখে বোঝার সাধ্য নেই যে এটা সঞ্জয় সমাদ্দারের প্রথম সিনেমা। সঞ্জয় সমাদ্দারের সাহসকে স্যালুট, তার কাছ থেকে সামনে আরও ভালো ভালো কাজ পাওয়ার প্রত্যাশা রইল।

অনেক দিন পর একটা বাংলাদেশের নাটক দেখলাম । একবারে টপ নচ ।দেখতে পারেন,তবে আমি অবাক হয়ে যায় তানজিন তিশার অভিনয় দেখে ,তার...
18/06/2025

অনেক দিন পর একটা বাংলাদেশের নাটক দেখলাম । একবারে টপ নচ ।
দেখতে পারেন,তবে আমি অবাক হয়ে যায় তানজিন তিশার অভিনয় দেখে ,তার অভিনয়ের পারদ এতো ওপরে উঠেছে কি বলবো । আয়েশ, শ্যামল,আর নতুন ছেলেটা নাম জানিনা সবাই দারুন অভিনয় করেছে।দেখতে পারেন।

মায়াডোর নাটকের নাম

Sariful Raaz 🔥Same look different movie but same vibe 🔥
17/06/2025

Sariful Raaz 🔥

Same look different movie but same vibe 🔥

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশী মুভি লাভারস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share