Sk SIYAM 62r

Sk SIYAM 62r im ξκ ξιγαΜ 62π

কাজ্জাব ফখরুদ্দীন সাহেব আপনি অবলীলায় মিথ্যা বক্তব্য দিয়ে গেলেন- আপনার মিথ্যার ফিরিস্তি নিম্নে তুলে ধরলাম:০১. আপনি বলেছেন...
16/08/2023

কাজ্জাব ফখরুদ্দীন সাহেব আপনি অবলীলায় মিথ্যা বক্তব্য দিয়ে গেলেন- আপনার মিথ্যার ফিরিস্তি নিম্নে তুলে ধরলাম:

০১. আপনি বলেছেন ফুলতলীর পীর সাহেবরা মানুষকে শিরক বিদয়াত শেখান। কিন্তু কি কি শিরক বিদয়াত তারা শেখান সেটার কোন প্রমাণ না দিয়ে কাজ্জাবের পরিচয় দিলেন।

০২. আপনি বলছেন- বর্তমান মাদরাসা সিলেবাসে ডারউইনের মতবাদ নিয়ে মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী কোন প্রতিবাদ করেন নি। অথচ সারা দেশের মানুষ প্রত্যেক্ষ করেছে এ বিষয়ে সবচেয়ে বেশি কথা বলেছেন, সরাসরি প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন, প্রতিবাদ করেছেন এবং জাতীয় প্রেসক্লাবে জিহাদের ঘোষণা দিয়েছিলেন মাওলানা হুসাম উদ্দিন চৌধুরী ফুলতলী। তাহলে আপনি এই জঘন্য মিথ্যাচার করে কি নিজেকে মুনা*ফিক হিসেবে সাব্যস্ত করলেন.?

০৩. আপনি বললেন- জমিয়তুল মুদাররিসীন ভাঙ্গার কারণ ছিলো এম.এম বাহাউদ্দীন সাহেবের মুখে দাড়ি মোচ কিছুই না থাকার কারণে। অথচ সত্য কথা হলো দেলোয়ার হোসেন সাঈদি সাহেব মনে মনে মুদাররিসীনের সভাপতি হতে চেয়েছিলেন কিন্তু হতে না পেরে শিক্ষক পরিষদ নামে একটি সংগঠন করে সেটার সভাপতি হয়েছিলেন।

০৪. ফুলতলী ছাহেবের আন্দোলনের বিরোধিতা এবং তাঁকে কটাক্ষ করে সাঈদী সাহেব বলেছিলেন, ''পীর সাহেব!!! (বৃদ্ধ হয়ে গেছেন,মাথায় কাজ করে না)'' লংমার্চ-ঢংমার্চ' এগুলোয় কাজ হবে না। ঘরে বসে থাকুন! ফুলতলী ছাহেবের কানে এ খবর পৌঁছানো হলে তিনি বললেন, '(যে আমাকে ঘরে বসে থাকার কথা বলে, আল্লা তাকেই ঘরে বসিয়ে রাখবেন। আমি রাজপথে থেকেই মৃত্যু বরণ করব) বছরের পর বছর ধরে সাঈদী সাহেবের জেলখানার মধ্যে বসে থাকা আল্লাহর ওলীর সাথে বেয়াদবিরই পরিণাম কি না তা ভেবে দেখার বিষয়।

০৫. ২০০৪ সালে জামাত ক্ষমতায় থাকা অবস্থায় কি অলি আঊলীয়াদের সাথে ভাল ব্যাবহার করেছিল ?

সাঈদী সাহেব তো সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে শাহজালালের দরগাকে দুর্গা বলেছিলেন ।

আপনার টুটাল বক্তব্যটাই মিথ্যায় পরিপূর্ণ। আপনার মিথ্যাচারের মাধ্যমে আবারো প্রমাণ হলো- জামাত শিবির জাতীয় তথ্য সন্ত্রাসী এবং আপনারা জাতীয় কাজ্জাব তৈরির কারখানা।

২০ জুলাই ২০২৩ ইং ০১ মহররম ১৪৪৫ হিজরি রোজ-বৃহস্পতিবার। নতুন চাঁদ দেখার দোয়াআল্লাহ তাআলা কিছু বিধানকে চাঁদের সঙ্গে সম্পৃক্...
19/07/2023

২০ জুলাই ২০২৩ ইং ০১ মহররম ১৪৪৫ হিজরি রোজ-বৃহস্পতিবার।
নতুন চাঁদ দেখার দোয়া

আল্লাহ তাআলা কিছু বিধানকে চাঁদের সঙ্গে সম্পৃক্ত করেছেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ‘তারা তোমার নিকট নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে? বলে দাও এটি মানুষের জন্য সময় নির্ধারণ এবং হজের সময় ঠিক করার মাধ্যম।’ (সুরা বকারা: ১৮৯)।

রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেন, ‘তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। কিন্তু যদি আকাশে মেঘ থাকে তাহলে ৩০ দিন পূর্ণ করো।’ (সহিহ বুখারি: ১৯০০)।

নতুন চাঁদ দেখার চমৎকার একটি দোয়া শিক্ষা দিয়েছেন বিশ্বনবী (স.)। যেকোনো মাসের নতুন চাঁদ, এমনকি রোজা ও ঈদের চাঁদ দেখার দোয়াও এটা। নবী (স.) নতুন চাঁদ দেখলে দোয়াটি পড়তেন। তাই আমাদের প্রত্যেকের উচিত প্রতি মাসে চাঁদ দেখার চেষ্টা করা এবং চাঁদ দেখে দোয়া করা।

হাদিসে এসেছে- হজরত তালহা ইবনে উবায়দুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) যখন নতুন চাঁদ দেখতেন এই দোয়া পড়তেন-
اللَّهُمَّ أهِلَّهُ عَلَيْنَا بِالأمْنِ وَالإيمانِ، وَالسَّلاَمَةِ وَالإسْلاَمِ، رَبِّي وَرَبُّكَ اللهُ.
উচ্চারণ: আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি, ওয়াস সালামাতি ওয়াল ইসলামি, রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ।
অর্থ: হে আল্লাহ! তুমি ওই চাঁদকে আমাদের ওপর উদিত করো নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে। (হে চাঁদ) আমার ও তোমার প্রতিপালক আল্লাহ। হেদায়াত ও কল্যাণের চাঁদ। (সুনানে তিরমিজি: ১২২৮)।

ছোট্ট এই দোয়ায় রাসুলুল্লাহ (স.) অনেক কিছু প্রার্থনা করেছেন। আমরা দুনিয়ার বিপদ-আপদ থেকে বাঁচার জন্য, নিজেদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষে বিভিন্ন উপায় অবলম্বন করে থাকি। কিন্তু প্রিয়নবী (স.) প্রতি মাসের শুরুতে চাঁদ দেখেই এই অবলম্বন চেয়ে নিতেন।

নবীজি (স.) এই দোয়া শুধুমাত্র রমজানের চাঁদ দেখে পড়েছেন- এমন নয়, বরং প্রত্যেক মাসের নতুন চাঁদ দেখে পড়তেন। অতএব, প্রত্যেক মুমিন মুসলমানের উচিত, চাঁদ দেখা কমিটির দিকে না তাকিয়ে নিজেই এই মহান সুন্নত পালনের মধ্য দিয়ে সওয়াবের অংশিদার হওয়া। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সেই ইচ্ছা ও তাওফিক দান করুন। আমিন।

সুখ, শান্তি আর সম্প্রীতির জয়গানে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক কোটি প্রাণে,                              পবিত্র ঈদ-উল-আযহা উ...
28/06/2023

সুখ, শান্তি আর সম্প্রীতির জয়গানে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক কোটি প্রাণে,
পবিত্র ঈদ-উল-আযহা
উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক।
MD Siyam Uddin Kamran

Address

Sylhet
3107

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sk SIYAM 62r posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sk SIYAM 62r:

Share