Mahbubur Rahman Afif মাহবুবুর রহমান আফিফ

Mahbubur Rahman Afif মাহবুবুর রহমান আফিফ Is the page created especially for teach lovers. Here you will find the latest teach video keep an eye o this page

21/04/2025

ভাল্লাগছে ❤️

29/03/2025
08/11/2024

ভাইর মনোমুগ্ধকর তেলাওয়াত

13/09/2024

জুম্মা মোবারক ❤️

17/11/2023

তাকে জিজ্ঞেস করা হলো; -আপনি কী উপলক্ষ্যে মিষ্টি বিতরণ করছেন?

তিনি উত্তর দিলেন; 'আলহামদুলিল্লাহ'! একজন ছাড়া আমার বাকি সব সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। এ জন্যই মিষ্টি বিলি করছি!

লিল্লাহি তাকবীর.........

Mahbubur Rahman
Mahbubur Rahman

04/09/2023

ছাত্রলীগের মিছিলে হিজাব ও বোরকা পরা মেয়েরা কেনো - এইজন্য মনে কষ্ট পেয়েছেন রাশেদ খান মেনন!

বামপন্থীদের মধ্যে কী পরিমাণ ইসলাম বি*দ্বেষ এই একটা ঘটনা থেকে আন্দাজ করতে পারেন।

এই যে ক দিন পরপর হিজাব ও বোরকা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে রে*সিস্ট আচরণ করা হয়, এসব কারা করে?

একদিকে অসাম্প্রদায়িক চেতনার কথা বলে এবং একই লোক ব*র্ণবাদী বক্তব্য দেয়৷ সব ধর্মের যদি সমান অধিকার হয় তাহলে ইসলাম ধর্মও তো সেখানে পালনের অধিকার থাকবে। কিন্তু এদের নিকট অসাম্প্রদায়িকতা মানে ভিন্ন কিছু। অথচ ভারতেও যারা বাম আন্দোলন করে তারা এদের মত নয়। একটু নয় অনেক আপডেট।

বাংলাদেশে ইসলাম বি* দ্বেষ দিনের পর দিন টিকিয়ে রেখেছেন এইসব প্রগতির ধ্বজাধারী ব্যক্তিরাই। এবং তা প্রগতিশীলতার নামেই।

দুনিয়া এখন অনেক অগ্রসর। মানুষ যাচ্ছে চাদে আর আমাদের প্রগতিশীল নামধারীরা এখনও বি*দ্বেষের চাষ করে টুপাইস কামাচ্ছেন কতিপয় এনজিও থেকে।

নবীন সমীপেলেখা কেবল কলমের কালি নয়; এ হলো কলবের কথা। স্থানের ব্যথা। চেপে যাওয়া স্মৃতির ছিড়ে যাওয়া পাতাউল্টে দেখা... ক...
30/07/2023

নবীন সমীপে

লেখা কেবল কলমের কালি নয়; এ হলো কলবের কথা। স্থানের ব্যথা। চেপে যাওয়া স্মৃতির ছিড়ে যাওয়া পাতা

উল্টে দেখা... কলাম তো সবারই আছে। কিন্তু সব কলমে কি লেখা আলো কলবের সুমিষ্ট ঝর্ণা থেকে শব্দরা ঝুপঝুপ করে ঝরে পড়ে। একে একে কাগজের উদাম বুকে নিজেদের মেলে ধরে। পাঠকের হৃদয় চিড়ে অনুভবের গভীরতায়

অজ্ঞাতেই ডানা মেলে ।

আমি লিখতে পারি না। লেখা আসে না। লেখার আদ্যেপান্ত আমার বুঝে আসে না। তবে তোমাকে বলবো- লেখা যদি ঝর্ণার জল হয়; তবে কলব হলো স্বয়ং ঝর্ণা। খোঁজ নাও তো! সেই ঝর্ণায় কোনো জঞ্জাল বাধ সাজলো কি না!

হে সুহৃদ!

কলমপূজারী না হয়ে কলবের মালিকের কাছে ধর্ণা দাও । তবে স্বয়ং 'কলম' তোমার অনুগত হবে। লেখার উপাদান আর শব্দের উদ্যানে তোমার এক আলীশান বাড়ি হবে। শতশহস্র তার প্রহরী রবে। দৃষ্টিনন্দন তার অবয়ব হবে । হে কলবের মালিক!

কলমওয়ালাদেরকে কলবের শুদ্ধতা দাও। লেখার প্রতি মমতা দাও। তোমার প্রতি অনুগত হবার তাওফিক দাও।

ধৈর্য ধারণ করো,সহজ হওয়ার আগে সবকিছুই কঠিন মনে হয়! শেখ সাদী রহঃMahbubur
30/07/2023

ধৈর্য ধারণ করো,
সহজ হওয়ার আগে সবকিছুই কঠিন মনে হয়!

শেখ সাদী রহঃ
Mahbubur

Address

Sylhet

Telephone

+8801767639826

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahbubur Rahman Afif মাহবুবুর রহমান আফিফ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahbubur Rahman Afif মাহবুবুর রহমান আফিফ:

Share