29/08/2023
ওস্তাদজী'কে নিয়ে লিখতে বসে ছিলাম কলমের কালি শেষ হ'য়ে গেছে, ওস্তাদজী'কে নিয়ে ভাবতে গিয়ে মাথা থেকে চিন্তা হারিয়ে গেছে,ওস্তাদজী'কে নিয়ে বলতে গিয়েছিলাম মুখের কথা হারিয়ে গেছে,তিনি ওস্তাদ তিনি মহত্ত্বের প্রতিক,তিনি শ্রদ্ধা সম্মান ভালোবাসার প্রতিক,ওস্তাদের প্রতি শ্রদ্ধা সম্মান আপনার আমার সঠিক পথ চলার উৎস, ওস্তাদের প্রতি শ্রদ্ধা সম্মান থেকে বিরত থাকা ব্যক্তি রাই সমাজের খারাপের উৎস হয়ে দাঁড়ায় সময়ের সঠিক পরিচলনার অভাবে,দোয়া করি এই সমাজের সবাইকে যেনো আল্লাহ ওস্তাদের প্রতি শ্রদ্ধা সম্মান ও ওস্তাদের পিছু লাগা থেকে বিরত রেখে হেদায়েতের পথে কবুল করেন,যেভাবে ইমামকে সঠিক ভাবে না মানলে নামাজ আদায় করলে নামাজ সঠিক ভাবে আদায় হবে না, ঠিক তেমনি ভাবে ওস্তাদকে না মানলে আপনার আমার ছাত্র ছাত্রী হওয়া সঠিক হবে না,এবং এই ছাত্রছাত্রীত্ব সমাজের জন্য কোনো ভালোর প্রতিক হবে না,বরং এঁরাই সামজের ফিতনার প্রতিক হয়ে দাঁড়ায় এবং বর্তমান এরকম কিছু ছাত্র আর এই ছাত্রদের আশ্রয় দেওয়া কিছু মানুষ আমার দেখা মতে আমাদের সমাজে ফিতনার প্রতিক হয়ে দাঁড়িয়েছে,দোয়া করি আল্লাহ তাঁদের ওস্তাদের প্রতি সঠিক সম্মান রেখে চলার তাওফিক দান করেন,একটা কথা বলতে চাই শেষে অংশে কথায় আছে ওস্তাদের মাইর শেষ রাতে,তবেঁ এই প্রবাদে বলতে চাই ওস্তাদকে শ্রদ্ধা সম্মান করা ছাত্রদের মাইর দিনে রাতে,সাবধান সাবধান সাবধান অন্যতায় শাস্তি দিতে সময় লাগবে না।