Ahmed Sagor

Ahmed Sagor আমি প্রতিদিন বদলাতে চাইনা,আমি একদিন বদলাতে চাই যা সবাই প্রতিদিন মনে রাখবে।

19/11/2023

জীবন নিয়ে আর কতো অভিযোগ করবেন?জীবন নিয়ে অভিযোগ না করে বসে না থাকে জীবন কে চালান নিজে চলুন দেখবেন জীবন নিয়ে অভিযোগের সকল কিছু পূরণ হবে,আপনার ধারা কিছু হচ্ছে না তা বলা লোকে রাও একটা সময় বলবে তাঁর ধারা সব হবে কারণ সে করতে পারবে,তাঁর মধ্যে জীবন এগিয়ে নিয়ে যাওয়ার মনোবল আর নিজ শক্তি আছে সে ঠিকই সফল হবে।

29/08/2023

ওস্তাদজী'কে নিয়ে লিখতে বসে ছিলাম কলমের কালি শেষ হ'য়ে গেছে, ওস্তাদজী'কে নিয়ে ভাবতে গিয়ে মাথা থেকে চিন্তা হারিয়ে গেছে,ওস্তাদজী'কে নিয়ে বলতে গিয়েছিলাম মুখের কথা হারিয়ে গেছে,তিনি ওস্তাদ তিনি মহত্ত্বের প্রতিক,তিনি শ্রদ্ধা সম্মান ভালোবাসার প্রতিক,ওস্তাদের প্রতি শ্রদ্ধা সম্মান আপনার আমার সঠিক পথ চলার উৎস, ওস্তাদের প্রতি শ্রদ্ধা সম্মান থেকে বিরত থাকা ব্যক্তি রাই সমাজের খারাপের উৎস হয়ে দাঁড়ায় সময়ের সঠিক পরিচলনার অভাবে,দোয়া করি এই সমাজের সবাইকে যেনো আল্লাহ ওস্তাদের প্রতি শ্রদ্ধা সম্মান ও ওস্তাদের পিছু লাগা থেকে বিরত রেখে হেদায়েতের পথে কবুল করেন,যেভাবে ইমামকে সঠিক ভাবে না মানলে নামাজ আদায় করলে নামাজ সঠিক ভাবে আদায় হবে না, ঠিক তেমনি ভাবে ওস্তাদকে না মানলে আপনার আমার ছাত্র ছাত্রী হওয়া সঠিক হবে না,এবং এই ছাত্রছাত্রীত্ব সমাজের জন্য কোনো ভালোর প্রতিক হবে না,বরং এঁরাই সামজের ফিতনার প্রতিক হয়ে দাঁড়ায় এবং বর্তমান এরকম কিছু ছাত্র আর এই ছাত্রদের আশ্রয় দেওয়া কিছু মানুষ আমার দেখা মতে আমাদের সমাজে ফিতনার প্রতিক হয়ে দাঁড়িয়েছে,দোয়া করি আল্লাহ তাঁদের ওস্তাদের প্রতি সঠিক সম্মান রেখে চলার তাওফিক দান করেন,একটা কথা বলতে চাই শেষে অংশে কথায় আছে ওস্তাদের মাইর শেষ রাতে,তবেঁ এই প্রবাদে বলতে চাই ওস্তাদকে শ্রদ্ধা সম্মান করা ছাত্রদের মাইর দিনে রাতে,সাবধান সাবধান সাবধান অন্যতায় শাস্তি দিতে সময় লাগবে না।

হাজী জছির আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে আজকের আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আহ্বায়ক কমিটি গঠন...
14/07/2023

হাজী জছির আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে আজকের আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আহ্বায়ক কমিটি গঠন করা হয়, উক্ত নবগঠিত কমিটির সকল সদস্যদের জন্য শুভকামনা রইলো এবং শতবর্ষের সকল কার্যক্রম সফল করার সকলের সহযোগীতা কাম্য করছি।

আহ্বায়ক কমিটির সকল সদস্যদের নিয়ে আগামী ২৮ তারিখ শুক্রবার রাত ৯.০০ ঘটিকার সময় মিটিং অনুষ্ঠিত হবে। আহবায়ক কমিটির সকল সদস্যবৃন্দ যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরুধ করা হলো।

Today Wedding ❤️
14/07/2023

Today Wedding ❤️

09/07/2023

জীবন-লাইফ, সবার আছে বলেই সবাই আছি,আমাদের ব্যক্তি জীবনে কতোই না অভিযোগ আহ্ কিন্তু একটা বারের জন্য চিন্তা করিনা যে আমি চাইলে কি আমাকে পরিবর্তন করতে পারি না,যদি কোনো মানুষ সঠিকভাবে এ-ই চিন্তা করতো তবেঁ হয়তো জীবন-লাইফ নিয়ে অভিযোগ নয় সফলতার গল্প থাকতো,আমি জানি আমার এই কথা গুলো আপনাদের কারোর জীবন বা লাইফ বদলাতে পারবে না কিন্তু একটু সময় নি লেখাগুলো পড়লে হয়তো বুঝতে পারবেন মানুষ নিজেকে চাইলে কি না করতে পারে,

চোখের ঘুম চোখে রয়ে গেলো,সকাল হয়ে দুপুর হলো দুপুর গড়িয়ে বিকেল শেষে সন্ধ্যা হ'য়ে গেলো আমার জীবন থেকে আরেকটি দিন চলে গেলো আমার কি হলো?রাতটা ও যাবে প্রতি রাতের মতো মোটো ফোন হাতে নিয়ে চোখের ঘুম নষ্ট করে,আবার একটি রাত ও আমার জীবন থেকে চলে গেলো,আমার কি হলো?আমার কিছুই হলো না কারণ আমি আমাকে দিয়ে কিছু করার চেষ্টা করিনি,কারণ আমি রাতের ঘুম দিনে খুঁজি আর নিজের জীবন-লাইফ নিয়ে বোকার মতো অভিযোগ করি,জীবনে সফল হওয়ার অনেক বড় অবদান রাতে ঘুম দিনে কাজ একটা সঠিক রুটিন যা রাতের ঘুম টাই সবার আগে থাকে ঘুম শেষে সবকিছুর শুরু হয়,তা-ই জীবন-লাইফ নিয়ে বোকার মতো অভিযোগ না করে একটু কষ্ট হবে রাতে সঠিক নিয়ম মতো ঘুমাও ভোরে উঠার চেষ্টা করো, তবেই বুঝতে পারবে এই একটা দিন আমি চাইলে কি না করতে পারি,নিজেকে নিয়ে অভিযোগের খাতা না লিখে জীবনের কর্মের খাতা লিখা শুরু করো দিনের ঘুম ত্যাগ করো,ইনশাআল্লাহ দেখে নিও বেশি নয় চেষ্টা যদি সঠিক হয় সফলতা অতি তাড়াতাড়ি তোমার দরজায় নারা দিবে তোমার জীবন-লাইফ নিয়ে অভিযোগ নয় বরং সফলতা গল্প হবে 🥀

জীবনের সবচেয়ে বড় আর আনন্দের সময়কাল হচ্ছে বাল্য,মানুষ বড় হ'য়ে যাওয়ার পর,জীবনে সবকিছুর আনন্দ উপভোগ করে সুখি থাকলে-ও বাল্যক...
02/07/2023

জীবনের সবচেয়ে বড় আর আনন্দের সময়কাল হচ্ছে বাল্য,মানুষ বড় হ'য়ে যাওয়ার পর,জীবনে সবকিছুর আনন্দ উপভোগ করে সুখি থাকলে-ও বাল্যকালের আনন্দ টা মৃত্যু অব্দি অনেক খুঁজ কিন্তু যে কাল যায় সেকাল কি ফিরে আসে,তবেঁ সে কাল ফেরত না পেলেও সে-ই কালের আনন্দ টা নতুন করে আজ যেনো উপভোগ করেছি এ-ই ছোটদের নিয়ে,সত্যি দিনটা আমার অতিথকে খুব করে মনে করিও দিলো,আজ তাঁদের আবদার পূরণ না করতে পারলে হয়তো কখনো বুঝাই হতো না আমার বাল্য কালের কাটানো সে-ই আনন্দের মুহুর্ত গুলো 💙

Assalamu Alaikum ❤️Happy Eid-ul-Azhar to everyone 🤍Eid Mubarak 🌙
29/06/2023

Assalamu Alaikum ❤️
Happy Eid-ul-Azhar to everyone 🤍
Eid Mubarak 🌙

Address

Sylhet

Telephone

+8801720074822

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahmed Sagor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahmed Sagor:

Share