MPL - Mullar Chok Premier League

MPL - Mullar Chok Premier League Activities _ News _Blog

একদিন ছুটি হবে অনেক দূরে যাবো 😅তোদের এখন কোথায় পাবো রে সোনা আমি?  দূরেই চলে গেলি। সুখদেব স্যার😅💔
22/07/2025

একদিন ছুটি হবে অনেক দূরে যাবো 😅তোদের এখন কোথায় পাবো রে সোনা আমি? দূরেই চলে গেলি। সুখদেব স্যার😅💔

ইলেভেন ব্রাদার্স স্পোর্টিং ক্লাবের অন্যতম সদস্য(ফ্রান্স প্রবাসী)মো: মাহমুদ আহমদের বোনের বিয়েতে, উপস্থিত ছিলেন ইলেভেনে ব্...
20/06/2025

ইলেভেন ব্রাদার্স স্পোর্টিং ক্লাবের অন্যতম সদস্য(ফ্রান্স প্রবাসী)মো: মাহমুদ আহমদের বোনের বিয়েতে, উপস্থিত ছিলেন ইলেভেনে ব্রাদার্স স্পোর্টিং ক্লাবের সাবেক সদস্য(ফ্রান্স প্রবাসী)মো: আব্দুস সামাদ লিপন সহ উপস্থিত ছিলেন ইলেভেন ব্রাদার্স স্পোর্টিং ক্লাবের অন্যতম সদস্যবৃন্দ ফাহিম, জুবায়ের, মুবিন, মারুফ শাকিল, নাবিদ।
দাম্পত্য জীবন সুন্দর ও শান্তিময় হউক এই প্রত্যাশা রাখি 🤲

বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপদ প্রবেশ নিশ্চিত করতে যুক্তরাজ্য প্রবাসী জনাব বাহার উদ্দিন ভাইয়ের অর্থায়নে ও পিটিএ কমিটির স...
16/06/2025

বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপদ প্রবেশ নিশ্চিত করতে যুক্তরাজ্য প্রবাসী জনাব বাহার উদ্দিন ভাইয়ের অর্থায়নে ও পিটিএ কমিটির সভাপতি জনাব আব্দুস শহীদ ভাইয়ের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়ের প্রবেশপথ ঢালাই ও টাইস করা হয়েছে।
➡️ধন্যবাদ জনাব বাহার উদ্দিন ভাই।
➡️ধন্যবাদ জনাব আব্দুস শহীদ ভাই।

গতকাল রাতে মোল্লার চক উত্তর পাড়া সানুর ভাইয়ে বাড়িতে এক চুর আক্রমণ করে। কিছু বিদ্যুৎ লাইন ও পানি মটর চুরি করে নিয়ে যায়.. ...
12/06/2025

গতকাল রাতে মোল্লার চক উত্তর পাড়া সানুর ভাইয়ে বাড়িতে এক চুর আক্রমণ করে। কিছু বিদ্যুৎ লাইন ও পানি মটর চুরি করে নিয়ে যায়.. আপনার সবাই একটু সর্তক থাকবেন ও যদি ছবি দেখে চুর কে শনাক্ত করতে পারেন তাহলে আমাদের এই পেইজে যোগাযোগ করতে পারেন।

মোল্লার চক ইলিভেন ব্রার্দাস স্পোর্টিং ক্লাবের  অন্যতম একজন সদস্য  নোমান আহমেদ ভাই গুরুতর  অসুস্থ হয়ে  নর্থইস্ট মেডিকেল ...
12/06/2025

মোল্লার চক ইলিভেন ব্রার্দাস স্পোর্টিং ক্লাবের অন্যতম একজন সদস্য নোমান আহমেদ ভাই গুরুতর অসুস্থ হয়ে নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন সকলের কাছে দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থী।

07/06/2025

ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদ-উল-আযহা।
আপনাকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা।
🌙 “ঈদ মোবারক” 🌙

আসসালামু আলাইকুম 🫡২৫নং মোল্লারচক সরকারি প্রথমিক বিদ্যালয়ের ১ম-৫ম শ্রেনীর সকল ছাত্র-ছাত্রীদের সাথে কিছু সুন্দর মুহূর্ত ফ্...
30/04/2025

আসসালামু আলাইকুম 🫡
২৫নং মোল্লারচক সরকারি প্রথমিক বিদ্যালয়ের ১ম-৫ম শ্রেনীর সকল ছাত্র-ছাত্রীদের সাথে কিছু সুন্দর মুহূর্ত ফ্রেমবন্দী।

মারুফ আহমদ শাকিল ও শাহরিয়ার নাবিদ উভয়ের পরিকল্পনায়; মোল্লারচক গ্রামের লন্ডন প্রবাসী এক ভাইয়ের কাছ থেকে সহযোগিতা নিয়ে, আমরা কিছু সংখ্যক ছাতা ও স্কুল ব্যাগ উপহার দিয়েছি। আগামীতে আরও দেওয়ার প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। গ্রামের সকল প্রবাসী ভাই চাচাদের অনুরোধ করছি, নিজ নিজ তাওফিক অনুযায়ী সহযোগিতা করলে আমাদের স্কুল, পাশাপাশি এলাকা ও উন্নতি হবে। আশা করি আপনারা এই অনুরোধ রাখবেন। সবাইকে ধন্যবাদ....

27/04/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
মোল্লার চক উত্তর পাড়া নিবাসী Shah Sumon Ahmed ভাইয়ের আম্মা অদ্য রাত ২:৫০ মিনিটের সময় উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।

মরহুমার জানাজার নামাজ আজ দুপুর ২ ঘটিকার সময় মোল্লার চক শাহী ঈদগা মাঠে অনুষ্ঠিত হবে। এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করছি।

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when MPL - Mullar Chok Premier League posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share