11/08/2025
ইলেভেন ব্রাদার্স স্পোর্টিং ক্লাব মোল্লারচকের অন্যতম সদস্য আশফাক রাহাতের প্রবাস যাত্রা শুভ হউক। উচ্চ শিক্ষার জন্য ডেনমার্ক পারি জমাচ্ছেন। জীবনের দায়ে, ভবিষ্যতের তাগিদে বিদায় নিতে হচ্ছে। বিশ্বাস রেখো, দূরে থাকলেও হৃদয়ের দূরত্ব হবে না কখনো। চলে যাচ্ছে আমাদের সবার প্রিয় রাহাত। আজ নতুন এক যাত্রার পথে। মন কাঁদছে আপন সবার জন্য, পরিচিত গলি, মায়ার মানুষগুলোকে ছেড়ে যাওয়াটা বড়ই কষ্টের। আল্লাহ যেন ভালো রাখেন, আর নিরাপদে রাখেন এই প্রত্যাশা রাখি। রাহাত এর একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে… দোয়া রাখবেন! আল্লাহ হাফিজ।