Mullarchok Eleven Brothers Sporting Club

Mullarchok Eleven Brothers Sporting Club Activities _ News _Blog

আজ মহান বিজয় দিবস উপলক্ষে মোল্লার চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কবিতা আবৃতি, ছবি অংকন  ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন...
16/12/2025

আজ মহান বিজয় দিবস উপলক্ষে মোল্লার চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কবিতা আবৃতি, ছবি অংকন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।

28/11/2025

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন।

মোল্লার চক উত্তর পাড়া নিবাসী

মাওলানা জাহেদ আহমদ ভাইয়ের আব্বা জনাব মুক্তাদির আলী সাহবে অদ্য রাত ৯ টার সময় মৃত্যু বরণ করেন।

মরহুমের জানাযার নামাজ আগামী কাল দুপুর ২ ঘটিকার সময় মোল্লার চক কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মাঠে অনুষ্ঠিত হবে।

এতে আপনাদের উপস্থিতি ও দোয়া কামনা করছি।

20/11/2025

মোল্লার চক সরকারি প্রাথমিক বিদ্যালয়.... ❤️

📢 রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ঘোষণামোল্লারচক ইউনাইটেড ক্লাবের উদ্যোগেআসসালামু আলাইকুম।আমাদের গ্রামের মানুষের স্বাস্থ্য...
19/11/2025

📢 রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ঘোষণা
মোল্লারচক ইউনাইটেড ক্লাবের উদ্যোগে

আসসালামু আলাইকুম।
আমাদের গ্রামের মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে জরুরি রক্তদান কার্যক্রমকে আরও সহজ ও কার্যকর করতে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

🧾 তারিখ: ২১ নভেম্বর ২০২৫
🕘 সময়: সকাল ১০ ঘটিকা হ‌ইতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত
📍 স্থান: মোল্লারচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ

👨‍⚕️ পরীক্ষা পরিচালনা করবেন: যোগ্য ডাক্তার ও মেডিকেল টিম

📌 সেবা সম্পূর্ণ ফ্রি!

আগামী দুই বছরের জন্য মোল্লারচক ইউনাইটেড ক্লাব-এর প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হলো। কমিটিতে স্থানপ্রাপ্ত সকল সদস্য...
14/11/2025

আগামী দুই বছরের জন্য মোল্লারচক ইউনাইটেড ক্লাব-এর প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হলো। কমিটিতে স্থানপ্রাপ্ত সকল সদস্যকে তাদের নতুন ভূমিকার জন্য শুভ কামনা।
ক্লাবের "ঐক্য-উন্নয়ন-অগ্রগতি"র নতুন পথচলা যেন সফল ও ফলপ্রসূ হয়, এই কামনা করি।

ঈদে মীলাদুন্নবী সাল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে  আলোচনা সভা ও মিলাদ দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে এতে আপনাদের...
16/09/2025

ঈদে মীলাদুন্নবী সাল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে এতে আপনাদের সবার উপস্থিতি ও দোয়া কামনা করছি।

সময় - আগামীকাল বাদ আছর হইতে রাত ১০ টা পর্যন্ত।

স্থান - মোল্লার চক কেন্দ্রীয় জামে মসজিদ।

আয়োজনে - বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া।
মোল্লারচক আঞ্চলিক শাখা....

আমাদের সবার প্রিয় কাতার প্রবাসী ক্বারি হাফিজ বুরহান উদ্দিন জুয়েল চাচার বিয়েতে উনার দাম্পত্য জীবন সুখের হউক এই দোয়া করি.....
11/09/2025

আমাদের সবার প্রিয় কাতার প্রবাসী ক্বারি হাফিজ বুরহান উদ্দিন জুয়েল চাচার বিয়েতে উনার দাম্পত্য জীবন সুখের হউক এই দোয়া করি...

ইলেভেন ব্রাদার্স স্পোর্টিং ক্লাব মোল্লারচকের অন্যতম সদস্য আশফাক রাহাতের প্রবাস যাত্রা শুভ হউক। উচ্চ শিক্ষার জন্য ডেনমার্...
11/08/2025

ইলেভেন ব্রাদার্স স্পোর্টিং ক্লাব মোল্লারচকের অন্যতম সদস্য আশফাক রাহাতের প্রবাস যাত্রা শুভ হউক। উচ্চ শিক্ষার জন্য ডেনমার্ক পারি জমাচ্ছেন। জীবনের দায়ে, ভবিষ্যতের তাগিদে বিদায় নিতে হচ্ছে। বিশ্বাস রেখো, দূরে থাকলেও হৃদয়ের দূরত্ব হবে না কখনো। চলে যাচ্ছে আমাদের সবার প্রিয় রাহাত। আজ নতুন এক যাত্রার পথে। মন কাঁদছে আপন সবার জন্য, পরিচিত গলি, মায়ার মানুষগুলোকে ছেড়ে যাওয়াটা বড়ই কষ্টের। আল্লাহ যেন ভালো রাখেন, আর নিরাপদে রাখেন এই প্রত্যাশা রাখি। রাহাত এর একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে… দোয়া রাখবেন! আল্লাহ হাফিজ।

ইলেভেন ব্রাদার্স স্পোর্টিং ক্লাব মোল্লারচকের অন্যতম সদস্য আজিজুল  ইসলাম শামীম  প্রবাস যাত্রা শুভ হউক। জীবনের দায়ে, ভবিষ্...
02/08/2025

ইলেভেন ব্রাদার্স স্পোর্টিং ক্লাব মোল্লারচকের অন্যতম সদস্য আজিজুল ইসলাম শামীম প্রবাস যাত্রা শুভ হউক। জীবনের দায়ে, ভবিষ্যতের তাগিদে বিদায় নিতে হচ্ছে। বিশ্বাস রেখো, দূরে থাকলেও হৃদয়ের দূরত্ব হবে না কখনো। চলে যাচ্ছে আমাদের সবার প্রিয় শামীম। আজ নতুন এক যাত্রার পথে। মন কাঁদছে আপন সবার জন্য, পরিচিত গলি, মায়ার মানুষগুলোকে ছেড়ে যাওয়াটা বড়ই কষ্টের। আল্লাহ যেন ভালো রাখেন, আর নিরাপদে রাখেন এই প্রত্যাশা রাখি। শামীম এর একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে… দোয়া রাখবেন! আল্লাহ হাফিজ।

ইলেভেন ব্রাদার্স স্পোর্টিং ক্লাব মোল্লারচকের অন্যতম সদস্য শাহরিয়ার নাবিদের প্রবাস যাত্রা শুভ হউক। জীবনের দায়ে, ভবিষ্যতের...
31/07/2025

ইলেভেন ব্রাদার্স স্পোর্টিং ক্লাব মোল্লারচকের অন্যতম সদস্য শাহরিয়ার নাবিদের প্রবাস যাত্রা শুভ হউক। জীবনের দায়ে, ভবিষ্যতের তাগিদে বিদায় নিতে হচ্ছে। বিশ্বাস রেখো, দূরে থাকলেও হৃদয়ের দূরত্ব হবে না কখনো। চলে যাচ্ছে আমাদের সবার প্রিয় নাবিদ। আজ নতুন এক যাত্রার পথে। মন কাঁদছে আপন সবার জন্য, পরিচিত গলি, মায়ার মানুষগুলোকে ছেড়ে যাওয়াটা বড়ই কষ্টের। আল্লাহ যেন ভালো রাখেন, আর নিরাপদে রাখেন এই প্রত্যাশা রাখি। নাবিদ এর একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে… দোয়া রাখবেন! আল্লাহ হাফিজ।

একদিন ছুটি হবে অনেক দূরে যাবো 😅তোদের এখন কোথায় পাবো রে সোনা আমি?  দূরেই চলে গেলি। সুখদেব স্যার😅💔
22/07/2025

একদিন ছুটি হবে অনেক দূরে যাবো 😅তোদের এখন কোথায় পাবো রে সোনা আমি? দূরেই চলে গেলি। সুখদেব স্যার😅💔

Address

Sylhet
464258

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mullarchok Eleven Brothers Sporting Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share