14/07/2025
বাংলাদেশে থাকতে ভাবতাম, ইউরোপ আসলেই সব বদলে যাবে। বড় বড় বিল্ডিং, সুন্দর শহর, সমুদ্র, পাহাড়—জীবনটা একদম ছবির মতো হবে।
কিন্তু এখানে আসার পর বুঝলাম, বাস্তবতা অন্যরকম। ক্লাস, পার্টটাইম জব, এক্সট্রা আওয়ার, বিল, রেন্ট—এই সবকিছুর ভেতর জীবনটা কোথায় হারিয়ে যায় টেরই পাওয়া যায় না ৷