জকিগঞ্জ আই টিভি

জকিগঞ্জ আই টিভি https://www.zakigonjtoday24.com
জকিগঞ্জ আই টিভি
(6)

▪আমাদের সঙ্গে যোগাযোগ
☎️01676316553 (আল হাছিব তাপাদার)
☎️01710110196 (ওমর ফারুক)
☎️01715777637 (এখলাছুর রহমান)
☎️01754433967 (জাহাঙ্গীর আলম সাহেদ)
আমাদের প্রতিষ্ঠান: জকিগঞ্জ টুডে ২৪ ডটকম।
সম্পাদকীয় কার্যালয় - নিউজ কর্নার, জকিগঞ্জ শহর।

মো. ইউনুছ আলী রচিত ‘আমার দেখা কয়েকজন সফল মানুষের গল্প’ বইয়ের মোড়ক উন্মোচননিজস্ব প্রতিবেদক:: জকিগঞ্জের শিক্ষক ও সাংবাদিক ...
21/10/2025

মো. ইউনুছ আলী রচিত ‘আমার দেখা কয়েকজন সফল মানুষের গল্প’ বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক:: জকিগঞ্জের শিক্ষক ও সাংবাদিক মো. ইউনুছ আলী রচিত গ্রন্থ ‘আমার দেখা কয়েকজন সফল মানুষের গল্প’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় সিলেট নগরীর তালতলাস্থ একটি প্রকাশনীর হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী, শিক্ষক ও সাংবাদিকদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছড়াকার জহুর মুনিম। সভায় সভাপতিত্ব করেন দারুল আজহার মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মনজুরে মাওলা এবং সঞ্চালনা করেন লেখক ও ছড়াকার কামরুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন কবি ও সাহিত্য সমালোচক বাছিত ইবনে হাবিব। এছাড়া বক্তব্য রাখেন জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল লস্কর, গঙ্গাজল (ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালিক, কবি এম এ ফাত্তাহ, জকিগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি রহমত আলী হেলালী, কবি সৈয়দ আছলাম হোসেন, সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরী, মাজহারুল ইসলাম জয়নাল, মতিউর রহমান, কায়েস মাহমুদ চৌধুরী, মাহবুবুল করিম ও হাফিজ আমিনুল করিম।

প্রধান অতিথির বক্তব্যে কবি কালাম আজাদ বলেন, মো. ইউনুছ আলী তাঁর এ গ্রন্থে সমাজের বিভিন্ন ক্ষেত্রের ৬২ জন সফল মানুষের জীবনের সংগ্রাম, পরিশ্রম ও সাফল্যের গল্প তুলে ধরেছেন। বইটি তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হবে। আমরা আশা করি, তিনি তাঁর এই সৃজনশীলতার ধারাবাহিকতা বজায় রাখবেন।

অন্যান্য বক্তারাও লেখকের সাহিত্যচর্চা ও উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে আরও গবেষণাধর্মী ও প্রেরণামূলক লেখার আহ্বান জানান।

প্রায় ১০ ফর্মার এই বইটি প্রকাশ করেছে পাপড়ি প্রকাশনী।
অনুষ্ঠানের সমাপনীতে লেখক মো. ইউনুছ আলী বইটির প্রণয়ন ও প্রকাশনার অভিজ্ঞতা তুলে ধরেন এবং আগত অতিথি, পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে বইয়ের মোড়ক উন্মোচন করেন।

উন্নত খাদ্যের লক্ষ্যে জকিগঞ্জে সংলাপ: টেকসই উৎপাদন ও পুষ্টির ওপর জোরনিজস্ব প্রতিবেদক:: বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে “উন্নত খ...
20/10/2025

উন্নত খাদ্যের লক্ষ্যে জকিগঞ্জে সংলাপ: টেকসই উৎপাদন ও পুষ্টির ওপর জোর

নিজস্ব প্রতিবেদক:: বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে “উন্নত খাদ্য ও উন্নত ভবিষ্যতের জন্য হাতে হাত” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার দুপুরে জকিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা ও সংলাপ অনুষ্ঠিত হয়।

ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-এর দি গ্রীন ইভ্যুলোশন প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত এ সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মাসুদ এবং পরিচালনা করেন প্রকল্পের কো-অর্ডিনেটর মুকুল দাস। সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোশারফ হোসেন ও জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পালসহ কৃষক প্রতিনিধিরা।

সংলাপে উপস্থাপিত প্রবন্ধ ও পরবর্তী উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে উদ্ভাবনী কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল ও প্রজনন ব্যবস্থার বিকাশ সময়ের দাবি। বক্তারা মৌসুমী খাদ্য নিরাপত্তাহীনতা রোধে কার্যকর সংরক্ষণ, পরিবহন ও বিতরণ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

তারা আরও বলেন, প্রতিটি পরিবারে স্বাস্থ্যসম্মতভাবে সবজি চাষ, হাঁস-মুরগি ও গরু-ছাগল পালনের মাধ্যমে পুষ্টির চাহিদা পূরণে ভূমিকা রাখা সম্ভব। পাশাপাশি খাদ্যের অপচয় রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও টেকসই খাদ্য ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

কালিগঞ্জে নোমান হত্যা: বাড়ি ও টাকার লোভে সুমনের হাতে দুলাভাই খুন — রিমান্ডে চাঞ্চল্যকর স্বীকারোক্তিআল হাছিব তাপাদার:: সি...
19/10/2025

কালিগঞ্জে নোমান হত্যা: বাড়ি ও টাকার লোভে সুমনের হাতে দুলাভাই খুন — রিমান্ডে চাঞ্চল্যকর স্বীকারোক্তি

আল হাছিব তাপাদার:: সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের আলোচিত ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা মামলায় একে একে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে নিহতের শ্যালক ও মামলার একমাত্র গ্রেফতার আসামি হানিফ উদ্দিন সুমন। চার দিনের রিমান্ড শেষে রোববার তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট ইবরাহিম সরকার তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেন আদালতে দাখিল করা প্রতিবেদনে জানান, হানিফ উদ্দিন সুমন ২০০৯ সাল থেকে তার দুলাভাই নোমান উদ্দিনের বাড়িতে বসবাস করতেন। ২০২৩ সালে বিয়ে করার পরও তিনি স্ত্রীসহ দুলাভাইয়ের সংসারেই বসবাস অব্যাহত রাখেন। নিহত নোমান উদ্দিন দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসে ছিলেন এবং প্রবাসে অবস্থানকালে পরিবারের দায়িত্ব ও আর্থিক লেনদেনের সবকিছুই শ্যালক সুমনের ওপর ন্যস্ত করেন।

প্রবাসে থাকা অবস্থায় নোমান উদ্দিন নিয়মিতভাবে উপার্জিত অর্থ সুমনের নামে পাঠাতেন। কিন্তু দেশে ফিরে পাঠানো টাকার হিসাব চাইলে সুমন কোনো সঠিক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়। এতে তাদের মধ্যে পারিবারিক বিরোধ দেখা দেয়, যা ক্রমে চরম আকার ধারণ করে। স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও বাজার কমিটির নেতৃবৃন্দ একাধিকবার সালিশ বৈঠক করলেও কোনো সমাধান হয়নি। এরপর নিহত নোমান উদ্দিনের বসতবাড়ি নিয়েও নতুন করে দ্বন্দ্বের সৃষ্টি হয়। শ্যালক সুমন তার দুলাভাই নোমান উদ্দিনের বসতবাড়িটি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিলো। এতে তাদের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। এই বিরোধ থেকেই পরিকল্পিতভাবে হত্যার পথ বেছে নেয় সুমন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সুমন কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে নোমান উদ্দিনকে হত্যা করে এবং পরে লাশ গুমের উদ্দেশ্যে ধানক্ষেতে ফেলে রাখে। রিমান্ডে জিজ্ঞাসাবাদের শুরুতে সুমন নানা কৌশলে পুলিশের প্রশ্ন এড়িয়ে গেলেও পরবর্তীতে বিস্তারিত জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হত্যার কথা স্বীকার করে পেছনের কারণ এবং সহযোগী কয়েকজনের নামও প্রকাশ করে।

জিজ্ঞাসাবাদে সুমন বলেন — দুলাভাই নোমান উদ্দিনের সঙ্গে তার দীর্ঘদিনের শত্রুতা ছিল। প্রায় ২৫ বছরের প্রবাস জীবনে পাঠানো টাকার হিসাব চাওয়াকে কেন্দ্র করেই বিরোধের সূত্রপাত হয়। ওই বিরোধ থেকেই ধীরে ধীরে জন্ম নেয় হত্যার পরিকল্পনা।

জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) আব্দুল্লাহ আল মোমেন বলেন, রিমান্ডে থাকা অবস্থায় সুমন তার দুলাভাই নোমান উদ্দিনকে হত্যার কথা স্বীকার করেছে। সে আরও কয়েকজন সহযোগীর নাম দিয়েছে, যারা বর্তমানে পলাতক। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পুনরায় রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।

এদিকে, স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিরা এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও পলাতক সহযোগীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

জকিগঞ্জের নোমান হত্যা মামলা: রিমান্ডে সুমন নীরব, কথায় গড়মিল — ওরা তিনজন লাপাত্তা!নিজস্ব প্রতিবেদক:: সিলেটের জকিগঞ্জ উপজে...
18/10/2025

জকিগঞ্জের নোমান হত্যা মামলা: রিমান্ডে সুমন নীরব, কথায় গড়মিল — ওরা তিনজন লাপাত্তা!

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারের আলোচিত ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যাকাণ্ডে গ্রেফতার হওয়া শ্যালক হানিফ আহমদ সুমনের রিমান্ড রোববার শেষ হচ্ছে। গত বুধবার আদালত সুমনের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। রোববার তার রিমান্ড শেষ হবে।
একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, রিমান্ডে থাকাকালীন সুমন অত্যন্ত চতুরতার সঙ্গে জিজ্ঞাসাবাদের অনেক প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। সুমন অধিকাংশ সময় পবিত্র কুরআন তেলাওয়াত, নামাজ আদায় ও ইবাদতে মশগুল থেকে সময় পার করার চেষ্টা করছেন। তবে তদন্ত কর্মকর্তা নাছোড়বান্দা হয়ে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে সুমনের রিমান্ড মঞ্জুরের পর থেকেই মামলার অন্য সন্দেহভাজনদের মধ্যে কয়েকজন গা-ঢাকা দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন — এতিছামনগর পশ্চিম গঙ্গাজল গ্রামের মামই মিয়ার ছেলে ও সুমনের খালাতো ভাই সন্দেহভাজন মাজেদ আহমদ, চারখাই এলাকার সন্দেহভাজন তাসকিন আহমেদ তাজুল, ঘেছুয়া গ্রামের রিয়াজুল ইসলাম কুটিলসহ আরও কয়েকজন।

পুলিশ জানায়, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার অভিযান চালানো হলেও কাউকেই পাওয়া যায়নি। গত মঙ্গলবার রাতে এতিছামনগর এলাকায় অভিযান চালাতে গিয়ে পুলিশ দেখে, মাজেদ আহমদের বাড়ি তালাবদ্ধ — পরিবারের কেউই সেখানে নেই। স্থানীয়রা জানিয়েছেন, সুমনের রিমান্ড শুরুর পরপরই মাজেদ তার মোবাইল ফোন বাড়িতে রেখে পুরো পরিবারসহ আত্মগোপনে চলে যান। একইভাবে চারখাই এলাকার তাসকিন আহমেদ তাজুলও পলাতক রয়েছেন। নোমান নিখোঁজের পর সুমনের সঙ্গে তার রহস্যজনক চলাচলের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই সূত্রেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য খোঁজা হলেও তিনি সাড়া দেননি।

সর্বশেষ শুক্রবার গভীর রাতে ঘেছুয়া গ্রামের তুতু মিয়ার ছেলে রিয়াজুল ইসলাম কুটিলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে রিয়াজুল ইসলাম কুটিল পালিয়ে যায়। ওই সময় কুটিলের বাড়িতে সুমনের ব্যবহৃত মোটরসাইকেল পাওয়া যায়। কুটিলের পরিবারের সদস্যরা দাবি করেন, মোটরসাইকেলটি গ্রামের সমন্বয়ক মুনিমের। কিন্তু পুলিশ মুনিমের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তার কোনো মোটরসাইকেল নেই। এ নিয়ে পুলিশের সন্দেহ আরও বেড়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেন বলেন, আমরা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তদন্তের স্বার্থে অনেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে রহস্যজনকভাবে বেশ কয়েকজন সন্দেহভাজন আত্মগোপনে চলে গেছেন, যা তদন্তে জটিলতা ও নানা সন্দেহ তৈরি করছে। তিনি আরও বলেন, রিমান্ডে সুমন অনেক প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। এমনকি তার বোন নিহতের স্ত্রী মনোয়ারা বেগমের কথার সঙ্গে সুমনের কথার গড়মিল পাওয়া গেছে।

জকিগঞ্জে প্রথম ইংলিশ ভার্সন স্কুল ‘লিটল স্টারস’ — আধুনিক ও নৈতিক শিক্ষার নতুন দিগন্তসিলেটের জকিগঞ্জে শিক্ষা ক্ষেত্রে নতু...
17/10/2025

জকিগঞ্জে প্রথম ইংলিশ ভার্সন স্কুল ‘লিটল স্টারস’ — আধুনিক ও নৈতিক শিক্ষার নতুন দিগন্ত

সিলেটের জকিগঞ্জে শিক্ষা ক্ষেত্রে নতুন এক দিগন্ত উন্মোচিত হয়েছে। দীর্ঘদিন ইংলিশ ভার্সন শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব অনুভূত হয়েছে। সেই চাহিদা পূরণের উদ্দেশ্যে তিনজন শিক্ষানুরাগী — মোঃ আব্দুর রহমান জিহান, শরীফ আহমদ এবং শামীম আহমদ — স্থাপন করেছেন Little Stars English School, জকিগঞ্জ। এই স্কুলটি আধুনিক শিক্ষার সঙ্গে ইসলামী মূল্যবোধ ও নৈতিক শিক্ষা একত্রিত করে, শিশুর জন্য একটি অনন্য এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করছে।

স্কুলের স্লোগান "A Foundation for Lifelong Success" প্রতিফলিত করছে আমাদের লক্ষ্য — শিশুর শৈশব থেকেই এমন শিক্ষার ভিত্তি তৈরি করা, যা হাই স্কুলে ওঠার পূর্বে তাদের বেসিক দক্ষতা দৃঢ়ভাবে স্থাপন করবে এবং ভবিষ্যতের শিক্ষা, কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের প্রতিটি ক্ষেত্রে সহায়ক হবে।

প্রতিষ্ঠানটির পরামর্শক ও লন্ডন প্রবাসী শরীফ আহমদ বলেন, “আমরা চাই এমন একটি শিক্ষার পরিবেশ তৈরি করতে, যেখানে শিশুরা কেবল বইয়ের পাঠ নয়, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ পাবে। আমরা চাই শিশুরা সৃজনশীলভাবে চিন্তা করতে শিখুক এবং তাদের মেধা ও আগ্রহের বিকাশে পূর্ণ সুযোগ পেয়ে উঠুক।”

বিদ্যালয়ের পরিচালক মোঃ আব্দুর রহমান জিহান যোগ করেন, “আমরা চাই জকিগঞ্জের শিশুদের আধুনিক, ব্যবহারিক এবং ধর্মীয় শিক্ষার সমন্বিত সুযোগ দেওয়া হোক। হাই স্কুলে ওঠার পূর্বে শিশুদের মৌলিক দক্ষতা এমনভাবে গড়ে উঠুক যাতে তারা আত্মনির্ভরশীল হয়ে ভবিষ্যতে নিজেকে স্বাধীনভাবে পরিচালনা করতে পারে।”

অন্য পরিচালক শামীম আহমদ বলেন, “জকিগঞ্জে এটি প্রথম ইংলিশ ভার্সন স্কুল। তাই আমরা প্রতিটি বিষয়ে যত্নসহকারে এবং পরিকল্পনার সঙ্গে কাজ করছি। আমাদের শিক্ষকবৃন্দ অভিজ্ঞ এবং অধিকাংশ শিক্ষক IELTS-এ উচ্চ স্কোরধারী। তারা ইংরেজিতে দক্ষ, শিক্ষার্থীদের শেখার প্রতিটি মুহূর্তকে ফলপ্রদ এবং আনন্দময় করে তোলেন। তাদের পেশাদার দক্ষতা শিশুদের শিক্ষার মান এবং সৃজনশীল বিকাশ নিশ্চিত করে।”

Little Stars English School ইতোমধ্যেই জকিগঞ্জবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। পরিচালকবৃন্দ জকিগঞ্জবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন, যাতে প্রতিষ্ঠানটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞানের উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে ওঠে।

স্কুলের সুবিধা ও ফেসিলিটি
- আধুনিক ইংলিশ ভার্সন শিক্ষাব্যবস্থা: শিশুদের ইংরেজি ভাষা দক্ষতার পূর্ণ সুযোগ
- অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকবৃন্দ: অধিকাংশ শিক্ষক IELTS-এ উচ্চ স্কোরধারী এবং ইংরেজিতে পারদর্শী
- আধুনিক ও ইসলামিক মূল্যবোধের সমন্বিত শিক্ষা পরিবেশ: নৈতিকতা ও চরিত্র গঠনের ওপর জোর
- কম্পিউটার ও অনলাইনের ডিমান্ডিং স্কিলের প্রাথমিক ধারণা: শিশুরা প্রযুক্তি ও কম্পিউটারে আত্মবিশ্বাসী হবে
- ব্যক্তিগত বিকাশ ও সৃজনশীলতার উন্নয়ন: খেলাধুলা, প্রজেক্ট এবং সৃজনশীল কার্যক্রম
- ভবিষ্যৎ পরিকল্পনা ও কেরিয়ার গাইডলাইন: প্রতিটি শিশুর আগ্রহ ও প্রতিভা অনুযায়ী প্রাথমিক দিকনির্দেশনা
- উন্নত ও আনন্দময় শিক্ষার পরিবেশ: শিশুদের পড়াশোনা ও মানসিক বিকাশের জন্য নিরাপদ ও প্রেরণাদায়ক পরিবেশ
- সৃজনশীল ও উদ্ভাবনী কার্যক্রম: কল্পনা, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতা বিকাশ
- আন্তর্জাতিক শিক্ষার মান: উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক সুযোগের জন্য শিশুদের প্রস্তুতি

অবস্থান: ফারহান ও আরহান কমপ্লেক্স, জকিগঞ্জ বাসস্ট্যান্ড, জকিগঞ্জ পৌরসভা, সিলেট

যোগাযোগ:
Sharif Ahmed – +44 7311 238578
Md Abdur Rahman Jehan – +880 1890-046478
Little Stars English School – +880 1846-757340

Little Stars English School, জকিগঞ্জ — A Foundation for Lifelong Success, জ্ঞানের আলোয় এক নতুন সূচনা

প্রতি বছরের মতো এবছর  ও এইচএসসি ও সমমান পরিক্ষায় জকিগঞ্জ কানাইঘাট এর মধ্যে প্রথম স্হান অর্জন করেছে জকিগঞ্জ এর ঐতিহ্যবাহী...
16/10/2025

প্রতি বছরের মতো এবছর ও এইচএসসি ও সমমান পরিক্ষায় জকিগঞ্জ কানাইঘাট এর মধ্যে প্রথম স্হান অর্জন করেছে জকিগঞ্জ এর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বারহাল ডিগ্রি কলেজে..!!

অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, ২০২৫ সালের ফলাফলে বারহাল ডিগ্রি কলেজ এক অসাধারণ সাফল্য অর্জন করেছে। কলেজের গড় পাশের হার ৭৮.২৬% এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ব্যবসায় শিক্ষা শাখায় পাশের হার ১০০%। এই অভূতপূর্ব ফল অর্জনের মাধ্যমে বারহাল ডিগ্রি কলেজ জকিগঞ্জ উপজেলার মধ্যে প্রথম স্থান দখল করে নিয়েছে।
এই অসাধারণ কৃতিত্ব কলেজের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। বিশেষত ব্যবসায় শিক্ষা শাখার এই শতভাগ সাফল্য প্রমাণ করে, মানসম্পন্ন শিক্ষা প্রদানে কলেজটি অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও বারহাল ডিগ্রি কলেজের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং এটি এলাকার শিক্ষাক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।
কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষিকা, সফল ছাত্র-ছাত্রী এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন!
সংগ্রহীত..

জকিগঞ্জে এইচএসসি ফলাফল: শীর্ষে বারহাল ডিগ্রি কলেজ, উপজেলায় গড় পাসের হার ৩৯.৪৩%নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জকিগঞ্জে এইচএস...
16/10/2025

জকিগঞ্জে এইচএসসি ফলাফল: শীর্ষে বারহাল ডিগ্রি কলেজ, উপজেলায় গড় পাসের হার ৩৯.৪৩%

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জকিগঞ্জে এইচএসসি পরীক্ষার ফলাফলে আটটি কলেজের মধ্যে গড় পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৩৯.৪৩%। এর মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে বারহাল ডিগ্রি কলেজ, যেখানে পাসের হার ৭৮ দশমিক ২৬ শতাংশ। আর সবচেয়ে পিছিয়ে রয়েছে গোলাম মোস্তফা চৌধুরী একাডেমি। যেখানে পাসের হার মাত্র ৫ দশমিক ৭১ শতাংশ।

প্রাপ্ত তথ্যে জানা যায়, হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজে পাসের হার ৬৭ দশমিক ৮৩ শতাংশ, এবং এই কলেজের ৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। মেয়েদের এই প্রতিষ্ঠানই উপজেলায় দ্বিতীয় সর্বোচ্চ ফলাফল করেছে। তৃতীয় স্থানে রয়েছে লুৎফর রহমান স্কুল অ্যান্ড কলেজ, পাসের হার ৪৪ দশমিক ৫৯ শতাংশ। চতুর্থ স্থানে ইছামতি ডিগ্রি কলেজ, যেখানে পাসের হার ৪২ দশমিক ৯৩ শতাংশ। এছাড়া, জকিগঞ্জ সরকারি কলেজে পাসের হার ৩৮ শতাংশ, গুরুসদয় স্কুল অ্যান্ড কলেজে ২৪ দশমিক ৬২ শতাংশ, গনিপুর কামালগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে ১৩ দশমিক ৪৬ শতাংশ, এবং সবচেয়ে নিচে রয়েছে গোলাম মোস্তফা চৌধুরী একাডেমি, যেখানে পাসের হার মাত্র ৫ দশমিক ৭১ শতাংশ।

ফলাফলের এই পরিস্থিতি নিয়ে স্থানীয় মহলে চলছে আলোচনা সমালোচনা। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, কিছু প্রতিষ্ঠানে শিক্ষক সংকট, অনিয়মিত ক্লাস এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের অভাবই নিম্ন ফলাফলের প্রধান কারণ।

হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খালেদ আজাদ বলেন, শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, অভিভাবক গভর্নিং বডির সহযোগিতার কারণে আমরা ধারাবাহিকভাবে ভালো ফল করে আসছি। আগামী বছর আরও উন্নত ফলাফলের লক্ষ্য নিয়ে কাজ করছি।

এদিকে, ফলাফলে পিছিয়ে পড়া কলেজগুলো নিয়ে অভিভাবক ও সচেতন মহলে দেখা দিয়েছে উদ্বেগ। তারা মনে করছেন, উপজেলার সার্বিক শিক্ষার মান উন্নয়নে এখনই পরিকল্পিত উদ্যোগ, শিক্ষক সংকট নিরসন এবং ক্লাস কার্যক্রমে কঠোর নজরদারি জরুরি।

স্থানীয় শিক্ষাবিদদের মতে, গড় পাসের হার মাত্র ৩৯.৪৩ শতাংশ হওয়া জকিগঞ্জের শিক্ষাব্যবস্থার জন্য একটি সতর্কবার্তা। তারা বলছেন, সময়মতো উদ্যোগ না নিলে আগামী বছর ফলাফল আরও নিম্নমুখী হতে পারে, যা এলাকার সামগ্রিক শিক্ষার মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

নোমান উদ্দিন হত্যাকাণ্ড: আদালতে শ্যালক সুমনের ৪ দিনের রিমান্ড মঞ্জুরনিজস্ব প্রতিবেদক:: জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের আলোচিত...
15/10/2025

নোমান উদ্দিন হত্যাকাণ্ড: আদালতে শ্যালক সুমনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক:: জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের আলোচিত ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে শ্যালক হানিফ আহমদ সুমন (৩৮) কে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার দুপুরে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইবরাহিম সরকারের আদালতে ৭ দিনের রিমান্ড শুনানির পর বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে এ আদেশ দেন। এ সময় আসামি হানিফ আহমদ সুমন আসামির ডকে উপস্থিত ছিলেন।

গত ২৯ সেপ্টেম্বর কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী নোমান উদ্দিন বাড়ি থেকে বেরিয়ে নিজ দোকানে এসে সকাল ১১ টার দিকে নিখোঁজ হন। ২ অক্টোবর বাড়ির অদূরে শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের ধান ক্ষেতে তার লাশ পাওয়া যায়। নৃশংস ঘটনার পর নিহতের শ্যালক সুলতানপুর ইউপির ঘেছুয়া গ্রামের তেরাই মিয়ার ছেলে হানিফ আহমদ সুমন (৩৮), বাবুর বাজার পশ্চিম গঙ্গাজল গ্রামের মামই মিয়ার ছেলে শ্যালক মাজেদ (২৬), গোলাঘাট গ্রামের তাছকিন আহমদ তাজুল (২৫)সহ নিহতের স্ত্রী মনোয়ারা বেগম ও মেয়ে জান্নাতুল ফেরদৌস মুন্নির দিকে ঘটনার অভিযোগ তুলেন এলাকার সর্বস্তরের লোকজন।

এদিকে নিহতের ভাই রিয়াজ উদ্দিন দাবী করছেন, তার ভাইয়ের হত্যা মামলাকে ধামাচাপা দিতে নোমানের স্ত্রী মনোয়ারা বেগম ও মামলার বাদী মেয়ে জান্নাতুল ফেরদৌস মুন্নি তৎপরতা চালিয়ে যাচ্ছে। আসামি সুমন, মাজেদ ও তাজুলসহ অন্য আসামিরা নিকট আত্মীয় হওয়ায় তাদেরকে বাঁচানোর ছলচাতুরী করে যাচ্ছে। তিনি বলেন, ঘটনায় সরাসরি জড়িত মাজেদ ও তাজুলকে এখন পর্যন্ত গ্রেফতার না করায় তারা মামলাকে প্রভাবিত করে ঘটনার আলামত নষ্ট করছে। এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, ঘটনায় জড়িত বাবুর বাজার পশ্চিম গঙ্গাজল গ্রামের মামই মিয়ার ছেলে মাজেদ আহমদ বিদেশ পালিয়ে যাচ্ছে বলে ফেসবুকে স্কীনশট ভাইরাল হয়েছে। পুলিশ তাকে গ্রেফতারেে অভিযান চালালে মাজেদের বাড়িতে গিয়ে দেখতে পায় মাজেদের পরিবারের লোকজন বাড়ি তালা দিয়ে চলে গেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেন জানান, সুমনকে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে অন্য তথ্য পাওয়া যাবে।

পবিত্র ওমরাহ পালনে যারা ইচ্ছুক আজই যোগাযোগ করুন বিশ্বস্ত প্রতিষ্ঠানের সঙ্গে। এই প্রতিষ্ঠান আমাদের জকিগঞ্জের।
13/10/2025

পবিত্র ওমরাহ পালনে যারা ইচ্ছুক আজই যোগাযোগ করুন বিশ্বস্ত প্রতিষ্ঠানের সঙ্গে। এই প্রতিষ্ঠান আমাদের জকিগঞ্জের।

ব্রেকিং নিউজ আগামী ২৮ নবেম্বর ঢাকায় আসছেন ডা: জাকের নায়ক খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ও বক্তা ডা. জাকির নায়েক প্রথমবার বা...
12/10/2025

ব্রেকিং নিউজ আগামী ২৮ নবেম্বর ঢাকায় আসছেন ডা: জাকের নায়ক

খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ও বক্তা ডা. জাকির নায়েক প্রথমবার বাংলাদেশে আসছেন। আগামী নভেম্বরে তিনি ‘মেগা লেকচার ইভেন্ট’-এ অংশ নেবেন।

আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার আলী রাজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামী সোমবার (২০ অক্টোবর) এক কনফারেন্সের মাধ্যমে এ আয়োজনের বিস্তারিত সময়সূচি এবং স্থান ঘোষণা করা হবে।’

ডা. জাকির নায়েক প্রথম প্রোগ্রামটি কবে হতে পারে, সে প্রসঙ্গে আলী রাজ আরও বলেন, ‘প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২৮ অথবা ২৯ নভেম্বর ঢাকায় ড. জাকির নায়েকের প্রথম প্রোগ্রামটি হবে। তবে কেবল ঢাকাতেই নয়, ঢাকার বাইরেও এই প্রোগ্রাম করার পরিকল্পনা রয়েছে আমাদের।’

জকিগঞ্জের ফাহিম চাকসু নির্বাচনে যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে প্রার্থী নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জআসন্ন ১২ অক্টোবর চট্...
10/10/2025

জকিগঞ্জের ফাহিম চাকসু নির্বাচনে যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, জকিগঞ্জ
আসন্ন ১২ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জকিগঞ্জের মেধাবী শিক্ষার্থী ইসমাইল হোসাইন ফাহিম। তিনি যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

ইসমাইল হোসাইন ফাহিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র এবং এ.এফ. রহমান আবাসিক হলের শিক্ষার্থী। নির্বাচনে তাঁর ব্যালট নম্বর ০৩।

নিজ এলাকার শিক্ষার্থীদের গর্ব এই তরুণ প্রার্থী ফাহিম জকিগঞ্জবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন। তিনি বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। আপনাদের দোয়া ও সহযোগিতা পেলে শিক্ষার্থীদের সেবায় নিজেকে নিবেদিত রাখতে চাই।”

এদিকে, জকিগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষার্থী মহলে ফাহিমের প্রার্থিতা নিয়ে ইতোমধ্যেই আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়েছে। সবাই তাঁর সফলতা কামনা করছেন।

নোমান হত্যার প্রতিবাদে ও আসামি গ্রেফতার দাবিতে জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধননিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের কালি...
10/10/2025

নোমান হত্যার প্রতিবাদে ও আসামি গ্রেফতার দাবিতে জকিগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী নোমান আহমদ হত্যাকাণ্ডের প্রতিবাদে ও প্রকৃত রহস্য উদঘাটন এবং খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে শুক্রবার বাদ আছর জকিগঞ্জ এম এ হক চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার আহবানে অনুষ্ঠিত হওয়া প্রতিবাদী এ মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন জকিগঞ্জ উপজেলা সভাপতি আমান উল্লাহ ইমন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক তারেক আহমদ।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা সভাপতি হেকিম মো. শিহাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম। বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য জুবায়ের আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন উপজেলা সাধারণ সম্পাদক মো. ইজ্জাদ, আল-ইসলাহ নেতা মাওলানা কবির আহমদ, ইসলামী যুব আন্দোলন উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, এবং নিহত নোমান আহমদের ভাই রিয়াজ উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, কওমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক উবায়দুর রহমান, দাওয়াহ সম্পাদক সৈয়দ মারজান আহমদ ও মিজানুর রহমান কামরান প্রমুখ।

বক্তারা বলেন, “ব্যবসায়ী নোমান আহমদকে নৃশংসভাবে হত্যা করা হলেও এখনো প্রকৃত সকল খুনিদের আইনের আওতায় আনা হয়নি। তদন্তে বিলম্ব ও রহস্যজনক নীরবতায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।”

তারা আরও বলেন, “এ হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা নয়—এর পেছনে রয়েছে পরিকল্পিত ষড়যন্ত্র। প্রশাসন যদি দ্রুত প্রকৃত খুনিদের গ্রেফতার ও বিচার না করে, তবে জকিগঞ্জবাসী কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।”

মানববন্ধনে বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে কোনোরূপ টালবাহানা না করে দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ন্যায়বিচারের দাবিতে জকিগঞ্জবাসী ঐক্যবদ্ধ। নোমান হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

Address

Sylhet
3190

Alerts

Be the first to know and let us send you an email when জকিগঞ্জ আই টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জকিগঞ্জ আই টিভি:

Share