জকিগঞ্জ আই টিভি

জকিগঞ্জ আই টিভি https://www.zakigonjtoday24.com
জকিগঞ্জ আই টিভি
(5)

▪আমাদের সঙ্গে যোগাযোগ
☎️01676316553 (হাছিব তাপাদার)
☎️01710110196 (ওমর)
☎️01715777637 (এখলাছুর রহমান)
☎️01754433967 (জাহাঙ্গীর)
আমাদের প্রতিষ্ঠান: জকিগঞ্জ টুডে ২৪ ডটকম।
সম্পাদকীয় কার্যালয় - নিউজ কর্নার, জকিগঞ্জ শহর।

জকিগঞ্জে নৌকা ডুবিয়ে চেয়ারম্যান পদে শপথ পড়লেন বিএনপি নেতা হাসাননিজস্ব প্রতিবেদক:: সিলেটের জকিগঞ্জে দীর্ঘ সাড়ে তিন বছরের ...
03/08/2025

জকিগঞ্জে নৌকা ডুবিয়ে চেয়ারম্যান পদে শপথ পড়লেন বিএনপি নেতা হাসান

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের জকিগঞ্জে দীর্ঘ সাড়ে তিন বছরের আইনি লড়াই শেষে ইউপি চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন বিএনপি নেতা হাসান আহমদ। রোববার বিকেল ৪টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

শপথগ্রহণ অনুষ্ঠানে কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি ইকবাল আহমদ, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, জকিগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি রহমত আলী হেলালীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় জকিগঞ্জ ইউনিয়নের সাধারণ জনগণও উপস্থিত থেকে আনন্দ ভাগাভাগি করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় জকিগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আফতাব আহমদ নৌকা প্রতীকে ৩ হাজার ১৩৭ ভোট পেয়ে জয়ী ঘোষণা হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা হাসান আহমদ চশমা প্রতীকে পান ২ হাজার ৯৭৮ ভোট। ব্যবধান ছিল মাত্র ১৫৯ ভোট। ফলাফল নিয়ে তীব্র আপত্তি জানিয়ে ভোট কারচুপির অভিযোগে পুনঃগণনার আবেদন করেন চশমা প্রতীকের প্রার্থী হাসান আহমদ। এরপর তিনি একই বছরের নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে মামলা (নম্বর ০২/২০২২) করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর সিলেটের সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক পুনঃগণনায় হাসান আহমদকে ৭৮ ভোটে এগিয়ে দেখে তার পক্ষেই রায় দেন। এরপর গত ১৩ জুলাই বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে গেজেটের অতিরিক্ত সংখ্যায় সংশোধিত ফল প্রকাশ করা হয়।

এদিকে, আইনি লড়াই শেষে গেজেটভুক্ত হয়ে অবশেষে চেয়ারে বসার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হাসান আহমদ বলেন, "আদালতের রায়ে নির্বাচিত হয়ে আজ শপথ গ্রহণ করলাম—এটা আমার জীবনের একটি ঐতিহাসিক দিন। ভোটে জনগণ আমাকে বেছে নিয়েছিল, কিন্তু বিগত সরকারের অনুগত নির্বাচন কমিশন কারচুপি করে নৌকার প্রার্থীকে জয়ী ঘোষণা করেছিল। শেষ পর্যন্ত জনগণের রায়ই প্রতিষ্ঠিত হলো।"

তিনি আরও বলেন, "জকিগঞ্জ ইউনিয়নবাসী আমার শক্তি ও ভরসা। আমি বিশ্বাস করি—তাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আগামী দিনে আমি এই ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে পারব।"

খলাছড়ায় ইসলামী আন্দোলনের সভা: মূল্যবোধভিত্তিক সরকারের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বাননিজস্ব প্রতিবেদক:: ইসলামী আন্দোলন বাং...
03/08/2025

খলাছড়ায় ইসলামী আন্দোলনের সভা: মূল্যবোধভিত্তিক সরকারের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক:: ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়ন শাখার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ঈদগাহ বাজারে ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুস সুবহানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাস্টার খায়রুল ইসলামের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম। তিনি বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে আরও সচেতন ও সংগঠিত হতে হবে। ইসলামী মূল্যবোধভিত্তিক সরকার গঠনের জন্য দেশপ্রেমিক সকল জনতাকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “সময়ের চাহিদা অনুযায়ী প্রতিটি নেতাকর্মীকে সাংগঠনিক কার্যক্রমে ঝাঁপিয়ে পড়তে হবে এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শাখার এসিস্টেন্ট সেক্রেটারি মাওলানা আবু সুফিয়ান ফরিদী, প্রচার সম্পাদক মাওলানা এনায়েত উল্লাহ, বারঠাকুরী ইউনিয়ন শাখার যুগ্ম সম্পাদক মাওলানা আবু তাহের মিছবাহ এবং ইসলামী যুব আন্দোলন জকিগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ।

সভায় আরও উপস্থিত ছিলেন খলাছড়া ইউনিয়ন শাখার সহসভাপতি মাওলানা আব্দুল্লাহ আল কাশেম, সাংগঠনিক সম্পাদক হাফিজ আমিনুর রশিদ, অর্থ সম্পাদক হাফিজ উমর ফারুক, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক শাহীন আহমদ, সদস্য আব্দুর রহমান ও কাওছার আহমদসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

সভা শেষে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী আদর্শ ও মূল্যবোধ সমুন্নত রাখতে কার্যকর পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। নেতৃবৃন্দ খলাছড়া ইউনিয়নে সংগঠনকে আরও শক্তিশালী করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার ঘোষণা দেন।

জকিগঞ্জের ধানক্ষেত থেকে কানাইঘাটের বৃদ্ধের লাশ উদ্ধার নিজস্ব প্রতিবেদক:: সিলেটের জকিগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে মাহমুদ আল...
02/08/2025

জকিগঞ্জের ধানক্ষেত থেকে কানাইঘাটের বৃদ্ধের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের জকিগঞ্জ উপজেলায় ধানক্ষেত থেকে মাহমুদ আলী (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরের দিকে আটগ্রামের মাদারনগর এলাকার একটি ধানক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাহমুদ আলী পার্শ্ববর্তী কানাইঘাট উপজেলার বড়চাতল গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদ আলী শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন। ওইদিন বাদ জুমা তাঁর বাড়িতে এক অপরিচিত ব্যক্তি আসেন। পরে সেই ব্যক্তি মাহমুদ আলীকে বাইরে নিয়ে যান। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। শনিবার সকালে আটগ্রাম মাদারনগর এলাকায় ধানক্ষেতে স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখেন এবং পুলিশে খবর দেন। মরদেহের পাশে তাঁর ব্যবহৃত টর্চ লাইট, জুতা এবং একটি হ্যান্ড গ্লাভস পাওয়া যায়। এরপর মাহমুদ আলীর পরিবারের লোকজন লাশটি মাহমুদ আলীর বলে সনাক্ত করেন।

মরদেহ উদ্ধারের পরপরই গ্রামজুড়ে নানা আলোচনা শুরু হয়। অনেকেই ঘটনাটিকে রহস্যজনক বলে মনে করছেন। স্থানীয়দের দাবি, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়; বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হওয়ার আলামত রয়েছে।

ঘটনার বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি।”

জকিগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় সনদ ও ক্রেস্ট প্রদাননিজস্ব প্রতিবেদক:: শিক্ষাই জাতির মেরুদণ্ড—এই আদর্শকে সামনে রেখ...
31/07/2025

জকিগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় সনদ ও ক্রেস্ট প্রদান

নিজস্ব প্রতিবেদক:: শিক্ষাই জাতির মেরুদণ্ড—এই আদর্শকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (এসআইডিপি) প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় জকিগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে সিলেট জেলা শিক্ষা অফিস ও জকিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মৌলুদুর রহমান। সঞ্চালনায় ছিলেন মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাব্বির আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান বলেন, “এমন উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও দায়বদ্ধতা তৈরি করবে। শুধু ফলাফলের দিকেই নয়, নৈতিক শিক্ষার দিকেও তাদের মনোযোগী হতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাউশির লেইস প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মোহাম্মদ মামুন মিয়া এবং সিলেট জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার তোফায়েল আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন জকিগঞ্জ গার্লস হাইস্কুলের সভাপতি ইমরান আহমদ, হাফসা মজুমদার ডিগ্রি কলেজের অধ্যক্ষ খালেদ মহিউদ্দিন আজাদ, অভিভাবক প্রতিনিধি মাসুক আহমদ, সাংবাদিক এখলাছুর রহমান এবং শিক্ষার্থী প্রতিনিধি রিফাত সানজিদা নাবিলা।

অনুষ্ঠানে অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, কৃতি শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।

২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে ১০ হাজার ও ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি প্রত্যেককে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

শিক্ষার্থীদের এ স্বীকৃতি শুধু ব্যক্তি নয়, সমাজ ও জাতিকেও এগিয়ে নেবে—এমনটাই প্রত্যাশা সকলের।

জকিগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে স্কুলছাত্রী গণধর্ষণ, অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে মামলানিজস্ব প্রতিবেদক: সিলেটের জকিগঞ্জ উপ...
30/07/2025

জকিগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে স্কুলছাত্রী গণধর্ষণ, অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার সকালে। তবে বিষয়টি ধামাচাপার চেষ্টা করা হয়। অবশেষে মঙ্গলবার রাতে ঘটনাটি জানাজানি হলে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বুধবার সকালে ভিকটিম নিজেই পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলা হওয়ার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না।

মামলায় বারহাল ইউনিয়নের পাঁচ যুবককে আসামি করা হয়েছে। তারা হলেন নিদনপুর গ্রামের খছরুজ্জামানের ছেলে ইমরান আহমদ (২৩), খিলগ্রামের আব্দুল বাছিতের ছেলে তানজিদ আহমদ (১৮), মাইজগ্রামের আজাদ আহমেদের ছেলে শাকের আহমদ (২৪), একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে শাকিল আহমদ (২১) এবং মনতৈল গ্রামের ফইজ আলীর ছেলে মুমিন আহমদ (২০)।

এজাহার সূত্রে জানা যায়, বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের ওই স্কুলছাত্রী শনিবার সকাল ১০টার দিকে সহপাঠী বন্ধু রাফির সঙ্গে শাহগলী বাজারের পরিত্যক্ত আদিল ব্রিকফিল্ড এলাকায় বেড়াতে যায়। সেখানে অভিযুক্ত পাঁচ যুবক তাদের গোপনে ছবি তোলে। এরপর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিনজন মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে। বাকি দুজন এসময় সহযোগিতা করে।

এদিকে, ঘটনাটি প্রকাশ হওয়ার পর বুধবার বিকেলে বারহাল এলাকায় পৃথক পৃথকভাবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জঘন্য এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, ‘শনিবার ঘটনাটি ঘটলেও ধামাচাপার চেষ্টা করা হয়। মঙ্গলবার রাতে খবর পেয়ে আমরা ভিকটিমকে তার বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই এবং পরিবারকে মামলা করার পরামর্শ দিই। বুধবার সকালে মামলা হওয়ার পর থেকে আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে মামলা করতে দেরি হওয়ায় আসামিরা আত্মগোপনে চলে গেছে।’

29/07/2025

সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে সেনাবাহিনীর সদস্য পরিচয় দেওয়ার অভিযোগে আব্দুল্লাহ আল শাফি নামের এক যুবককে জনতা আটক করেছে। তিনি উপজেলার মানিকপুর ইউনিয়নের দুধেরচক গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের দাবি, শাফি নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে বাজার এলাকায় চাঁ*দা আদায়ের চেষ্টা করছিলেন। তার আচরণে সন্দেহ হলে উপস্থিত লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তীতে আটক করে রাখে। পরে জানা যায়, তিনি প্রকৃতপক্ষে সেনাবাহিনীর সদস্য নন।

এদিকে আটক শাফির আত্মীয় আলী আহমদ কামালী জানিয়েছেন, শাফি পূর্বে আনসার ব্যাটালিয়নের সদস্য হিসেবে কর্মরত ছিলেন। তবে গত কয়েকদিন ধরে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে তার খোঁজাখুঁজি চলছিল, কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছিল না।

তিনি বলেন, মানসিক ভারসাম্যহীন শাফিকে নিয়ে কেউ যেন বিভ্রান্ত না হন, সেজন্য শাফির পরিবারের পক্ষ থেকে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

---

29/07/2025

জকিগঞ্জে স্বাদ এন্ড কোং এর উদ্বোধন...

29/07/2025

জকিগঞ্জে স্বাদ এন্ড কোং এর যাত্রা শুরু...

28/07/2025

জকিগঞ্জ এসোসিয়েশন কর্তৃক আয়োজিত পিকনিকে লন্ডন থেকে সরাসরি লাইভ. আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান শেষ করে বাসার উদ্দেশ্যে রওয়ানা 🤍

28/07/2025

জকিগঞ্জ এসোসিয়েশন কর্তৃক আয়োজিত পিকনিকে লন্ডন থেকে সরাসরি লাইভ

Address

Sylhet
3190

Alerts

Be the first to know and let us send you an email when জকিগঞ্জ আই টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জকিগঞ্জ আই টিভি:

Share