21/10/2025
মো. ইউনুছ আলী রচিত ‘আমার দেখা কয়েকজন সফল মানুষের গল্প’ বইয়ের মোড়ক উন্মোচন
নিজস্ব প্রতিবেদক:: জকিগঞ্জের শিক্ষক ও সাংবাদিক মো. ইউনুছ আলী রচিত গ্রন্থ ‘আমার দেখা কয়েকজন সফল মানুষের গল্প’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যায় সিলেট নগরীর তালতলাস্থ একটি প্রকাশনীর হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী, শিক্ষক ও সাংবাদিকদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছড়াকার জহুর মুনিম। সভায় সভাপতিত্ব করেন দারুল আজহার মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মনজুরে মাওলা এবং সঞ্চালনা করেন লেখক ও ছড়াকার কামরুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন কবি ও সাহিত্য সমালোচক বাছিত ইবনে হাবিব। এছাড়া বক্তব্য রাখেন জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল লস্কর, গঙ্গাজল (ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালিক, কবি এম এ ফাত্তাহ, জকিগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি রহমত আলী হেলালী, কবি সৈয়দ আছলাম হোসেন, সাংবাদিক এম এ ওয়াহিদ চৌধুরী, মাজহারুল ইসলাম জয়নাল, মতিউর রহমান, কায়েস মাহমুদ চৌধুরী, মাহবুবুল করিম ও হাফিজ আমিনুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে কবি কালাম আজাদ বলেন, মো. ইউনুছ আলী তাঁর এ গ্রন্থে সমাজের বিভিন্ন ক্ষেত্রের ৬২ জন সফল মানুষের জীবনের সংগ্রাম, পরিশ্রম ও সাফল্যের গল্প তুলে ধরেছেন। বইটি তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হবে। আমরা আশা করি, তিনি তাঁর এই সৃজনশীলতার ধারাবাহিকতা বজায় রাখবেন।
অন্যান্য বক্তারাও লেখকের সাহিত্যচর্চা ও উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতে আরও গবেষণাধর্মী ও প্রেরণামূলক লেখার আহ্বান জানান।
প্রায় ১০ ফর্মার এই বইটি প্রকাশ করেছে পাপড়ি প্রকাশনী।
অনুষ্ঠানের সমাপনীতে লেখক মো. ইউনুছ আলী বইটির প্রণয়ন ও প্রকাশনার অভিজ্ঞতা তুলে ধরেন এবং আগত অতিথি, পাঠক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে বইয়ের মোড়ক উন্মোচন করেন।