19/04/2025
স্মরণে: #সৈয়দ কওছর আহমেদ
সাবেক সফল চেয়ারম্যান, গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদ।
সহ-সভাপতি, ওসমানীনগর উপজেলা বিএনপি।
"সড়ক দুর্ঘটনায় আহত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ওসমানীনগরের একজন প্রিয় মুখ" গোয়ালাবাজার ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান এবং ওসমানী নগর উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ কওছর আহমেদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৯ এপ্রিল ২০২৫, রাত ১১:৫৯ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি ছিলেন এক মানবিক ও প্রজ্ঞাবান নেতা, যিনি শুধু একজন জনপ্রতিনিধি হিসেবে নয়, একজন সমাজহিতৈষী এবং দরিদ্র মানুষের ছায়া হয়ে বহুদিন মানুষের পাশে ছিলেন। নেতৃত্ব, নিষ্ঠা ও দায়বদ্ধতার যে উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা ওসমানীনগরের রাজনৈতিক ইতিহাসে গৌরবের অংশ হয়ে থাকবে।
গত ৯ এপ্রিল একটি শালিশ বৈঠক শেষে বাড়ি ফেরার পথে সিলেট-ঢাকা মহাসড়কের বুরুঙ্গা এলাকায় ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। এরপর সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলেও শেষরক্ষা হয়নি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছেন—জীবনের মতোই সাহসিকতায়।
সৈয়দ কওছর আহমেদের নেতৃত্বে গোয়ালাবাজার ইউনিয়নে যে উন্নয়নের ছোঁয়া লেগেছিল, তা আজও দৃশ্যমান। রাস্তা, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক স্থিতিশীলতা—সব জায়গায় ছিল তাঁর পরিশ্রম ও সুপরিকল্পিত নেতৃত্বের ছাপ।
তিনি ছিলেন সেই নেতা, যিনি দলের গণ্ডি ছাড়িয়ে সাধারণ মানুষের হৃদয়ের মানুষ হয়ে উঠেছিলেন।
আজ তিনি নেই। কিন্তু তিনি বেঁচে থাকবেন ওসমানীনগরের প্রতিটি মানুষের হৃদয়ে।
সেই চিরচেনা হাসিমুখ, মানবিক ছোঁয়া আর দূরদর্শী চিন্তা—সবকিছুই রয়ে যাবে স্মৃতির পাতায়।
আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি সৈয়দ কওছর আহমেদকে।
আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এই প্রার্থনা সকলের।
✍️লিখেছেনঃআশরাফ মওলুদ চৌধুরী।