Boni Juyel

Boni Juyel All About Islam.

মশা আর হাতি লুকিয়ে প্রেম করে। 😍😘প্রতিদিন ঘুরতে যায়, একসাথে থাকে। 🤗দুজন দুজনকে ছাড়া থাকতে পারে না। 😉🤗:একদিন কি হলো-🤔😐মশা ...
10/08/2025

মশা আর হাতি লুকিয়ে প্রেম করে। 😍😘

প্রতিদিন ঘুরতে যায়, একসাথে থাকে। 🤗

দুজন দুজনকে ছাড়া থাকতে পারে না। 😉🤗
:
একদিন কি হলো-🤔😐
মশা প্রেম পত্র লিখতেছিলো & মশার বাবা তা দেখে
ফেলছে।🙄😥

মশাকে বলল চিঠি দেখাইতে, ত্ব মশা তার বাবাকে চিঠি
দেখালো।👀

চিঠি দেখে মশাকে বলল,,

:- তুই বদমাইশ হাতির সাথে প্রেম করছ?😒🙁
থাপ্পর দিমু।👋

হাতিরে ভুইলা যা তুই।😒
:- ভুলা পসিবল না বাবা।😔😓

:-কেন?🤔
:-এমনি!😑
:-এমনি কেনো?😇🤔
:-কোনোভাবেই সম্ভব না।😌
:-ভুলতে হবে।🤫🥺
:-পারবো না বাবা,, 🥺🥺
:-কেনো?🤔
:-কারণ-হাতির বাচ্চা আমার পেটে,, 🤭🤭
বাবা বে-হুশ,।🤣🤣🤣🤣🤣

03/08/2025

রাধে'গো রাধে
লম্বা একখান খা'ধে
সকল বি ধর্মি মুসলমান হবে
মুসলমানদের ফাঁদে
আলহামদুলিল্লাহ 🤲🤲🤲💝

03/08/2025

আমি চাঁদকে বলি তুমি সুন্দর না,গোলাপ কে বলি তুমি সুন্দর না আমার মায়ের মত,
আল্লাহ মায়ের হায়াত দাও বারিয়ে

30/07/2025

হায়! হায়! আমাদের দেশের মাতাল গুলা কুরুচিপূর্ণ স্বর্গে বাস করে,,,,,,

মৃত্যু এমন এক বাস্তবতা তা থেকে কেউ পলায়ন করিতে পাড়িবে,
28/07/2025

মৃত্যু এমন এক বাস্তবতা
তা থেকে কেউ পলায়ন করিতে পাড়িবে,

17/07/2025

না আছে টাকার গরম, না আছে রূপের গরম, তার পরেও এতো গরম কেন লাগে?

17/07/2025

আমি এই প্রথম দেখলাম
আইয়ামে জাহেলিয়াতের যোগের
সেই নর পিশাচ
বাংলাদেশের মানুষ কি না পারে

💜🔐 একটি গান ৫ মিনিটের জন্য.. একটি সিনেমা ৩ ঘন্টার জন্য.. একটি দিন ২৪ ঘন্টার জন্য.. বাট একটি ভালো বন্ধু সারা জীবনের জন্য....
16/07/2025

💜🔐

একটি গান ৫ মিনিটের জন্য.. একটি সিনেমা ৩ ঘন্টার জন্য.. একটি দিন ২৪ ঘন্টার জন্য.. বাট একটি ভালো বন্ধু সারা জীবনের জন্য..🖤
🌻🍒🖇️✨

ইব্‌নু ‘উমর (রাঃ) মুযদালিফায় মাগরিব ও ‘ইশা একত্রে আদায় করতেন। সালিম (রহঃ) আরও বলেন, ইবনু ‘উমর (রাঃ) তাঁর স্ত্রী সাফিয়্যা...
15/07/2025

ইব্‌নু ‘উমর (রাঃ) মুযদালিফায় মাগরিব ও ‘ইশা একত্রে আদায় করতেন। সালিম (রহঃ) আরও বলেন, ইবনু ‘উমর (রাঃ) তাঁর স্ত্রী সাফিয়্যাহ বিন্‌ত আবূ উবাইদ-এর দুঃসংবাদ পেয়ে মদীনা ফেরার সময় মাগরিবের সালাত বিলম্বিত করেন। আমি তাঁকে বললাম, সালাতের সময় হয়ে গেছে। তিনি বললেন, চলতে থাক। আমি আবার বললাম, সালাত? তিনি বললেন, চলতে থাক। এমনকি দুই বা তিন মাইল অগ্রসর হলেন। অতঃপর নেমে সালাত আদায় করলেন। পরে বললেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে সফরের ব্যস্ততার সময় এমনভাবে সালাত আদায় করতে দেখেছি। ‘আবদুল্লাহ্ (রাঃ) আরো বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে দেখেছি, সফরে যখনই তাঁর ব্যস্ততা ঘটেছে, তখন তিনি মাগরিবের সালাত (দেরী করে) আদায় করেছেন এবং তা তিন রাক’আতই আদায় করেছেন। মাগরিবের সালাম ফিরিয়ে অল্প দেরি করেই ‘ইশার ইকামত দেয়া হত এবং দু’রাক’আত আদায় করে সালাম ফিরাতেন। কিন্তু ‘ইশার পরে গভীর রাত না হওয়া পর্যন্ত (নফল) সালাত আদায় করতেন না।

‎حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا مُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي...
15/07/2025

‎حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا مُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ الآخِرَةِ يَقُولُ ‏"‏ اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ، اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ، اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ، اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ، اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ، اللَّهُمَّ اجْعَلْهَا سِنِينَ كَسِنِي يُوسُفَ ‏"‏‏.‏ وَأَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ غِفَارُ غَفَرَ اللَّهُ لَهَا، وَأَسْلَمُ سَالَمَهَا اللَّهُ ‏"‏‏.‏ قَالَ ابْنُ أَبِي الزِّنَادِ عَنْ أَبِيهِ هَذَا كُلُّهُ فِي الصُّبْحِ‏.‏

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন শেষ রাকআ’ত হতে মাথা উঠালেন, তখন বললেন, হে আল্লাহ্‌! আইয়্যাশ ইব্‌নু আবু রাবী’আহ্‌কে মুক্তি দাও। হে আল্লাহ্‌! সালামাহ্‌ ইব্‌নু হিশামকে মুক্তি দাও। হে আল্লাহ্‌! ওয়ালীদ ইব্‌নু ওয়ালীদকে রক্ষা কর। হে আল্লাহ্‌! দূর্বল মুমিনদেরকে মুক্তি কর। হে আল্লাহ্‌! মুযার গোত্রের উপর তোমার শাস্তি কঠোর করে দাও। হে আল্লাহ্‌! ইউসুফ (আ)-এর সময়ের দুর্ভিক্ষের বছরগুলোর মত (এদের উপরে) ও কয়েক বছর দুর্ভিক্ষ দাও। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আরো বললেন, গিফার গোত্র, আল্লাহ্‌ তাদেরকে ক্ষমা কর। আর আসলাম গোত্র, আল্লাহ্‌ তাদেরকে নিরাপদ রাখ। ইব্‌নু আবু যিনাদ (রহঃ) তাঁর পিতা হতে বলেন, এ সমস্ত দু’আ ফজরের সালাতে ছিলো।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Boni Juyel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share