দেশ বিদেশে সিলেটি

দেশ বিদেশে সিলেটি ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয়। "দেশ বিদেশে সিলেটি" অনলাইন চ্যানেল ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য ও বর্তমান পরিস্থিতি তুলে ধরে।
(1)

02/11/2025

লোককথার ‘বারকি–রহস্যে’ মৌলভীবাজারের মনু নদে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে লাছো মাছ

Mystery of ‘Baroki’: Silver Lacho Fish Swarm the Manu River in Moulvibazar, Baroki Legend Comes Alive as Lacho Fish Flood Manu River, Fishermen Celebrate as Rare Lacho Fish Fill the Manu River, The Baroki Mystery: Why Lacho Fish Appear in Moulvibazar’s Manu River Every Kartik, Local Folklore Turns Real — Manu River Brims with Silver Lacho Fish

চট্টগ্রামের মেয়ে সাবিলা সুলতান বাণী আবৃত্তি গ্র‍্যান্ড ফাইনালে দেশের সবার সেরা চ্যাম্পিয়ন
02/11/2025

চট্টগ্রামের মেয়ে সাবিলা সুলতান বাণী আবৃত্তি গ্র‍্যান্ড ফাইনালে দেশের সবার সেরা চ্যাম্পিয়ন

৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু ৪ নভেম্বর
02/11/2025

৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু ৪ নভেম্বর

02/11/2025

দাবিগুলোর সঙ্গে কাছাকাছি কেউ থাকলে আমাদের যদি সমঝোতায় যেতে হয়, সেটি তখন বিবেচনায় রাখব। দরজা আমাদের খোলা আছে। কিন্তু এখনও...
02/11/2025

দাবিগুলোর সঙ্গে কাছাকাছি কেউ থাকলে আমাদের যদি সমঝোতায় যেতে হয়, সেটি তখন বিবেচনায় রাখব। দরজা আমাদের খোলা আছে। কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

‘জরিনা সংসার করবে সকিনার সঙ্গে’ : হাসনাত আব্দুল্লাহ
02/11/2025

‘জরিনা সংসার করবে সকিনার সঙ্গে’ : হাসনাত আব্দুল্লাহ

02/11/2025
ব্রাহ্মণবাড়িয়ার তরুণী সুরমা আক্তারের ভালোবাসার টানে চীন থেকে বাংলাদেশে এসেছেন ওয়াং তাও নামে এক চীনা যুবক। পরিবার সূত্রে ...
02/11/2025

ব্রাহ্মণবাড়িয়ার তরুণী সুরমা আক্তারের ভালোবাসার টানে চীন থেকে বাংলাদেশে এসেছেন ওয়াং তাও নামে এক চীনা যুবক।
পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে মুসলিম রীতি অনুসারে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে হবে।
সুরমা আক্তার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তার বাবা তাহের মিয়া স্থানীয়ভাবে পরিচিত একজন ব্যবসায়ী। অপরদিকে, ওয়াং তাও চীনের হোয়ানান প্রদেশের ওয়াং ইচাং চাওয়ের ছেলে।
জানা যায়, প্রায় দেড় মাস আগে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম “ওয়াল টক” এর মাধ্যমে সুরমা ও ওয়াং তাওয়ের পরিচয় হয়। নিয়মিত কথা বলা, ভিডিও কল আর বার্তালাপে ধীরে ধীরে গড়ে ওঠে তাদের প্রেমের সম্পর্ক। একে অপরের সংস্কৃতি ও জীবনধারা জানার মধ্য দিয়েই গভীর হয় সম্পর্ক। অবশেষে দুজনই সিদ্ধান্ত নেন তারা জীবন একসঙ্গে কাটাবেন।
গত শুক্রবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বাংলাদেশে আসেন ওয়াং তাও। বিমানবন্দর থেকে সুরমার পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানিয়ে সরাসরি নিয়ে যান নাসিরনগরের কোনাপাড়ায়। বিদেশি এই বরকে এক নজর দেখতে ওই রাতে শত শত মানুষ জড়ো হয় সুরমার বাড়িতে।
সুরমার মা নুরেনা বলেন, আমার মেয়ের ভালোবাসা পেতে চীন থেকে চলে এসেছে ছেলেটি। সে খুব ভদ্র, শান্ত-শিষ্ট। কোনো ধর্মে বিশ্বাস করে না, কিন্তু আমার মেয়েকে বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি হয়েছে। আমরা আল্লাহর উপর ভরসা রেখে বিয়ের প্রস্তুতি নিচ্ছি।
নাসিরনগর থানার কুন্ডা বিট অফিসার এসআই মো. জাহান-ই-আলম জানান, চীনা যুবক আসার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তার পাসপোর্ট ও ভিসা পরীক্ষা করে নিশ্চিত হয়েছি তিনি বৈধভাবে বাংলাদেশে এসেছেন। শুনেছি, আজ আদালতে তাদের বিয়ে হবে।

চাঁদপুর মতলব উত্তরের বিনন্দপুর মদীনাতুল উলুম নূরানী ও হাফেজীয়া কওমি মাদরাসায় ১১ বছর বয়সী শিক্ষার্থী ইয়াছিন আরাফাত মাত্র ...
02/11/2025

চাঁদপুর মতলব উত্তরের বিনন্দপুর মদীনাতুল উলুম নূরানী ও হাফেজীয়া কওমি মাদরাসায় ১১ বছর বয়সী শিক্ষার্থী ইয়াছিন আরাফাত মাত্র ৯ মাসেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন।
গতকাল শনিবার দুপুরে মাদরাসা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে হাফেজ ইয়াছিনকে পাগড়ি পরিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি মুফতি গোলাম সরোয়ার ফরিদী আনুষ্ঠানিকভাবে ইয়াছিনকে পাগড়ি পরিয়ে দেন।
ইয়াছিন আরাফাত লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের মো. সবুজের ছেলে।
মাদরাসার মোহতামিম মুফতি আব্দুল্লাহ আল জামি বলেন, ৯ মাস আগে ইয়াছিন আমাদের মাদাসায় ভর্তি হয়। শিক্ষক মাহাদী হাসান তামিমের তত্ত্বাবধানে সে কঠোর পরিশ্রম করে মাত্র ৯ মাসেই কোরআন শরীফ হিফজ সম্পন্ন করেছে। এটি সত্যিই এক বিরল অর্জন। সে যেন একজন বড় আলেম হিসেবে দেশ ও ইসলামের সেবা করতে পারে এই দোয়া করি।
নিজের অনুভূতি সম্পর্কে ইয়াছিন বলে, আমি কোরআনের হাফেজ হতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন বড় আলেম হতে পারি।
অল্প বয়সেই ইয়াছিনের এমন অসাধারণ সাফল্য মাদরাসা ও এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে বলে উপস্থিত অনেকেই মন্তব্য করেন।

02/11/2025

এয়ারলাইন্স জিএসএ নিয়োগ আইন অপরিবর্তত দা'বিতে কর্মকর্তা-কর্মচারীদের দা'বিতে মানবব'ন্ধন।

বৃষ্টি ধোয়া পিচঢালা পথ আর প্রকৃতির সবুজ গ্যালারি—কারো জীবনে তা কেবলই সংগ্রাম আবার কারো চোখ জুড়ানো অনুভূতি। 💚❤️‍🩹🌱
02/11/2025

বৃষ্টি ধোয়া পিচঢালা পথ আর প্রকৃতির সবুজ গ্যালারি—কারো জীবনে তা কেবলই সংগ্রাম আবার কারো চোখ জুড়ানো অনুভূতি। 💚❤️‍🩹🌱

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when দেশ বিদেশে সিলেটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দেশ বিদেশে সিলেটি:

Share