দেশ বিদেশে সিলেটি

দেশ বিদেশে সিলেটি ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয়। "দেশ বিদেশে সিলেটি" অনলাইন চ্যানেল ইতিহাস সংস্কৃতি ঐতিহ্য ও বর্তমান পরিস্থিতি তুলে ধরে।
(1)

08/09/2025

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা চুরির অভিযোগে সুমন আহমদ (২৬) নামে এক যুবককে পি*টি*য়ে হ*ত্যা করা হয়েছে। এ ঘটনায় জাহাঙ্গীর আলম (৩০) নামের একজন আ*হ*ত হয়েছেন।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এ বছর ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ মাছ রপ্তানি করবে বাংলাদেশ। সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এ–সংক্রান্...
08/09/2025

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এ বছর ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ মাছ রপ্তানি করবে বাংলাদেশ। সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এ–সংক্রান্ত আদেশ জারি করেছে।

08/09/2025

মৌলভীবাজারে আনজুম হ°ত্যা: রি°মা°ন্ডে জুনেল—তদন্তে নতুন কী খোঁজছে পুলিশ

বিস্তারিত ভিডিও কমেন্টে..

08/09/2025

মৌলভীবাজর জেলার ব্রাহ্মণবাজারের আলোচিত স্কুলছাত্রী নাফিসা জান্নাত আনজুম হ°ত্যা°কা°ণ্ডে একমাত্র আসামি জুনেল-এর দুই দিনের রি°মা°ন্ড মঞ্জুর করেছেন মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ৫ নং আমলি আদালতের ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন। ওসি ওমর ফারুকের নেতৃত্বে তৃতীয়বারের মতো রি°মা°ন্ড আবেদন করা হলে ৮ সেপ্টেম্বর (সোমবার) এ আদেশ হয়। ঘটনাটি কেন্দ্র করে এলাকাজুড়ে স্বস্তি—সুষ্ঠু বিচারের প্রত্যাশা আরও জোরালো।










রাসূলুল্লাহ ﷺ বলেছেন:“সূর্য ও চাঁদ কারো মৃ*ত্যুর জন্য বা জন্মের জন্য গ্রহণ করে না। বরং এগুলো আল্লাহর নিদর্শনসমূহের অন্তর...
07/09/2025

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

“সূর্য ও চাঁদ কারো মৃ*ত্যুর জন্য বা জন্মের জন্য গ্রহণ করে না।
বরং এগুলো আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। সুতরাং তোমরা যখন এগুলো দেখবে, তখন সালাত আদায় করো এবং দোয়া করতে থাকো,
যতক্ষণ না তা শেষ হয়।”

📚(সহিহ বুখারি, হাদিস: ১০৪৪; সহিহ মুসলিম, হাদিস: ৯০১)

06/09/2025

মৌলভীবাজারের বড়লেখায় এক তরুণের মৃ*ত্যু ঘিরে র'হস্য তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নিজ ঘর থেকে তার লা*শ উ*দ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে এটিকে আ*ত্ম*হ*ত্যা বলে ধারণা করা হলেও, পরিবারের কেউ কিছু জানাতে পারেননি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে প্রকৃত কারণ জানা যাবে।

06/09/2025

ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃ 'ত্যু নিয়ে এখনো রহস্য কাটেনি। তদন্তে আ'ত্মহ*ত্যার কথা বলা হলেও পরিবার ও ভক্তদের দাবি—সালমান শাহকে হ*ত্যা করা হয়েছে। ২৯ বছর পরও এই মামলার বিচার হয়নি।









🏏 মৌলভীবাজারের রুমি বিসিবি’র অফিসিয়াল আম্পায়ার, উইমেন্স চ্যালেঞ্জ কাপ ২০২৫-এ দায়িত্ব পালনমৌলভীবাজার জেলার কুলাউড়া উপজ...
06/09/2025

🏏 মৌলভীবাজারের রুমি বিসিবি’র অফিসিয়াল আম্পায়ার, উইমেন্স চ্যালেঞ্জ কাপ ২০২৫-এ দায়িত্ব পালন

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার গর্ব, মোছা: রুমি বেগম এবারও প্রমাণ করলেন তার দক্ষতা ও মেধার। জন্ম ও বেড়ে ওঠা কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন এলাকায়। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি প্রবল আগ্রহী এই নারী বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর অফিসিয়াল আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন।

রবিবার অনুষ্ঠিত উইমেন্স চ্যালেঞ্জ কাপ ২০২৫-এর এক গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় BD BOYS U-15 বনাম BD WOMEN RED দল। এ খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন রুমি বেগম। মাঠে তার নিরপেক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

বিসিবি’র অনুমোদিত আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করে তিনি নারীদের অবদানকে ক্রিকেটে আরও দৃশ্যমান করেছেন। স্থানীয় ক্রীড়ামোদীরা জানান, কুলাউড়ার সন্তান রুমি শুধু কুলাউড়ার নয়, পুরো মৌলভীবাজারেরই গর্ব। তার এই অর্জন আগামী প্রজন্মকে খেলাধুলায় অনুপ্রাণিত করবে।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে রুমি বেগম জানান, তিনি আন্তর্জাতিক পর্যায়ে আম্পায়ার হিসেবে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেন।

👉 নিঃসন্দেহে রুমির এই অর্জন মৌলভীবাজার ও বাংলাদেশের জন্য এক অনন্য প্রাপ্তি।

05/09/2025

“রহমতের উৎস, মানবতার পথপ্রদর্শক প্রিয় নবী হযরত মুহাম্মদ ﷺ এর জন্মদিনে কোটি কোটি সালাম ও দরুদ। তাঁর আগমন দুনিয়াকে অন্ধকার থেকে আলোর পথে এনেছে। আসুন, নবীর জন্মদিনে তাঁর শিক্ষা, ভালোবাসা ও রহমতের বার্তা স্মরণ করি এবং হৃদয়ে নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করি।”

05/09/2025

একটি ইসলামিক সংগীত যখন হৃদয় স্পর্শ করে, তখন মনে পড়ে যায় জীবনের পাপ ও ভুলগুলো। আত্মা ভারী হয়ে যায়, মনে হয় আমরা কতটা অসহায়। কিন্তু মৃ*ত্যু*র পর আমাদের জন্য কী অপেক্ষা করছে? সেই চিন্তাই মানুষকে আরও বেশি তওবা ও আল্লাহর দিকে ফিরে আসার প্রেরণা দেয়। 🌙🤲

05/09/2025

বাংলাদেশের আকাশে দেখা যাবে বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। সূর্য, পৃথিবী ও চন্দ্র একই সরলরেখায় অবস্থান করে চন্দ্রকে পৃথিবীর ছায়া ঢেকে দেবে। চন্দ্রগ্রহণটি রাত থেকে শুরু হয়ে ভোর পর্যন্ত চলবে, মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে। এই মহাজাগতিক দৃশ্য খালি চোখে দেখা যাবে। জ্যোতির্বিজ্ঞানপ্রেমী ও আকাশকর্মীরা এটি মিস করতে চান না।

05/09/2025

সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিবির বিশেষ অভিযানে আবাসিক হোটেলে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when দেশ বিদেশে সিলেটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দেশ বিদেশে সিলেটি:

Share