Shahidul

Shahidul 🌺🌿🌺

13/06/2025

12/06/2025

এমন বউ লাগবে নাকি..?

24/12/2023

জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলুম হামিদ নগর বরুনা মাদরাসার প্রিন্সিপাল শেখ বদরুল আলম হামিদীর হাফি: প্রতিষ্ঠিত ইউরোপের জনপ্রিয় ইসলামিক আন্তর্জাতিক স্যাটালাইট চ্যানেল Deen TV UK অনুষ্ঠানে ছোট ভাই আবিদুর রহমানের তেলাওয়াত।

19/12/2023

নিজের অবস্থান নিয়ে সুখী হোন। Abrarul Haque Asif

18/12/2023

আবু হুরায়রা (রা) হতে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ

যে ব্যক্তি জিহাদ না করে বা জিহাদের কামনা পোষণ না করে মারা যায় সে মুনাফিক্বী অংশ বিশেষের সঙ্গে যুক্ত হয়ে মারা যাবে ।

[মুসলিমঃ ১৯১০; নাসায়ীঃ ৩০৯৭; বুলুগুল মারামঃ ১২৫৯]

17/12/2023

ِأَشْعُرُ بِأَنَّنِيْ أَمْلِكُ كُلَّ شَيْءٍ لِأَنَّكِ مَعِيْ
তুমি আমার সাথে আছো বলেই আমার মনে হয়— আমার সবকিছু আছে৷

لَا أَمْلِكُ شَيْئًا فِي الدُّنْيَا
পৃথিবীতে আমার কিচ্ছু নেই

أَتَمَسَّكُ بِك، بِكُلِّ مَا أَمْلِكُ مِنْ وُدٍّ وَحُبٍّ
আমার সমস্ত ভালোবাসা দিয়ে আমি তোমাকে আঁকড়ে রাখব৷ (আমার যত ভালোবাসা আছে, সমস্ত দিয়ে আমি তোমাকে আগলে রাখব)

بِجَانِبِك فَقَطْ أَشْعُرُ بِأَنِّيْ أَمْتَلِكُ كُلَّ شَيْءٍ جَمِيْلٍ
শুধু তোমার পাশে থাকলেই আমার মনে হয়—আমার কাছে আছে সমস্ত সুন্দর।

أُحِبُّ الْحَدِيْثَ مَعَك رَغْمَ أَنِّيْ لَا أَمْلِكُ مَا أَقُوْلُ
তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে৷ যদিও আমার কাছে বলার মতো কিছু নেই৷

رَبِّ إِنِّي لَا أَمْلِكُ مَا أُقَدِّمُهُ لَهُ سِوىٰ دُعَاءٍ مِنْ أَعْمَاقِ قَلْبِيْ فَاسْتَجِبْ دُعَائِيْ
হে প্রভু, আমার কাছে তাকে হৃদয়ের গভীর থেকে দোয়া ছাড়া দেবার মতো অন্য কিছু নেই৷ তাই আমার দোয়া আপনি কবুল করুন৷

وَمِنْ بَعْدِكِ
لَمْ أَعُدْ أَمْلِكُ
أَيَّ شُعُوْرٍ
তোমার চলে যাওয়ার পর, আমার আর কোনো অনুভূতি নেই৷ (আমি অনুভূতিহীন নিশ্চল পড়ে আছি)

19/11/2023

নিয়মিত নামাজ আদায় করলে মানুষের রিজিক
বৃদ্ধি করে।

আলহামদুলিল্লাহ্❤️

নামাজ বেহেস্তের চাবি (আল - হাদিস)
09/10/2023

নামাজ বেহেস্তের চাবি (আল - হাদিস)

14/09/2023

সঠিক।

25/06/2023

খুশির সংবাদ!!
বাংলাদেশে ৬ লাখেরও বেশি কুরআনের হাফেজ আছে! আলহামদুলিল্লাহ 🖤🖤

আমার সমস্ত ভালোবাসা সেই রবের উপর যিনি আমাকে অফুরন্ত পাপের পরেও দয়া করে 🌸💙
24/06/2023

আমার সমস্ত ভালোবাসা সেই রবের উপর
যিনি আমাকে অফুরন্ত পাপের পরেও দয়া করে 🌸💙

23/06/2023

যিল-হজ্জ্ব মাসের প্রথম দশ দিনের প্রত্যেক দিনের রোযা এক-এক বছর রোযা রাখার সমান এবং প্রত্যেক রাতের ইবাদত শবে কদরের রাতের ইবাদতের সমান।
—(তিরমিযী শরীফ)

সুবহানাল্লাহ!
মহান আল্লাহ তা'আলা আমাদেরকে আমল করার তাওফীক দান করুন!

Address

Dakshinbhag, Barlekha, Moulvibazar
Sylhet
788719

Alerts

Be the first to know and let us send you an email when Shahidul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahidul:

Share