Sylheti Traveller

Sylheti Traveller Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sylheti Traveller, Video Creator, Sylhet.
(1)

Sylheti Traveller
ভ্রমণ মানেই নতুন গল্পের শুরু" হাওর, পাহাড় আর স্মৃতির পথে আমি পথিক"🌿 প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আমি সিলেটি ট্রাভেলার" ছুটে চলেছি এ প্রান্ত থেকে ও প্রান্তে। ভ্রমণ প্রথমে তোমাকে বাকরুদ্ধ করে তুলবে, তারপর গল্প বলতে বাধ্য করবে।

04/07/2025

আজকে শুক্রবার আমরা বেরিয়েছি ঘুরতে কয়েকটা স্পট ঘুরে আমরা এখন আছি শাহপরান একটি পার্কে।
পার্কটির নাম Cafe Cone & Juice....

টাঙ্গুয়ার হাওর–ওয়াচ টাওয়ার এলাকায় হাউসবোট চলাচলে নিষেধাজ্ঞা: সচেতন হোন, দায়িত্বশীল পর্যটক হোনআজকের পত্রিকায় প্রকাশিত ...
26/06/2025

টাঙ্গুয়ার হাওর–ওয়াচ টাওয়ার এলাকায় হাউসবোট চলাচলে নিষেধাজ্ঞা: সচেতন হোন, দায়িত্বশীল পর্যটক হোন

আজকের পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী, টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় হাউসবোট চলাচল ও অবস্থানের ওপর প্রশাসনিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসন, পরিবেশবিদ ও বন বিভাগের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

কেন এই নিষেধাজ্ঞা?

# ওয়াজ টাওয়ার এলাকাটি টাঙ্গুয়ার হাওরের সবচেয়ে সংবেদনশীল অঞ্চলগুলোর একটি।
# হাউসবোটের উচ্চ শব্দ, বর্জ্য নিষ্কাশন ও অযাচিত উপস্থিতি জীববৈচিত্র্যে বিরূপ প্রভাব ফেলছে।
# পাখি, মাছ ও জলজ প্রাণীর বাসস্থান হুমকির মুখে পড়ছে।

আমাদের করণীয়:

আমরা সবসময়ই সচেতন ও দায়িত্বশীল ভ্রমণের পক্ষে। এই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়ে আমরা পর্যটকদের প্রতি কিছু অনুরোধ জানাই:

✓ হাওরে ভ্রমণের সময় সরকারি নির্দেশনা ও নিষেধাজ্ঞা কঠোরভাবে মেনে চলুন
✓ হাউসবোট ভাড়া নেওয়ার আগে স্থানীয় প্রশাসন বা পরিবেশ অধিদপ্তরের সর্বশেষ অনুমোদন বা নির্দেশনা সম্পর্কে জেনে নিন
✓ যান্ত্রিক শব্দদূষণ ও বর্জ্য অপসারণ পুরোপুরি এড়িয়ে চলুন
✓ হাওরের প্রকৃতি, বন্যপ্রাণী ও স্থানীয় জীবনের প্রতি সম্মান ও সহানুভূতি দেখান
✓ সচেতনতা বৃদ্ধির জন্য নিজের ভ্রমণের অভিজ্ঞতায় দায়িত্বশীলতার বার্তা যুক্ত করুন

আমাদের মনে রাখতে হবে“ভ্রমণ শুধু আনন্দ নয়, একটি দায়িত্বও”

আমাদের অচেতনতা একটি গোটা জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র ধ্বংস করতে পারে। তাই আসুন, আমরা ভ্রমণের প্রতিটি পদক্ষেপে পরিবেশের কথা ভাবি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই প্রাকৃতিক সৌন্দর্যকে সংরক্ষণ করি।

টাঙ্গুয়ার হাওর আমাদের সবার, রক্ষা করাটাও আমাদের সবার দায়িত্ব।
fans Sylheti Traveller

#আমিলেংটা #পর্যটন_ও_পরিবেশ #সচেতনভ্রমণ

তথ্যসূত্র: মঙ্গলবার ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২, ২৭ জিলহজ ১৪৪৬ : প্রথম আলো

20/06/2025
ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক আমাদের প্রতিটি মন,ভালোবাসা ও মানবতার আলো ছড়িয়ে পড়ুক সবার জীবনজুড়ে।ঈদ মানে শুধু আনন্দ নয়, ঈদ...
06/06/2025

ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক আমাদের প্রতিটি মন,
ভালোবাসা ও মানবতার আলো ছড়িয়ে পড়ুক সবার জীবনজুড়ে।
ঈদ মানে শুধু আনন্দ নয়, ঈদ মানে নিজের প্রিয়টুকু আল্লাহর পথে উৎসর্গ করার শিক্ষা।

আসুন, কোরবানির এই ঈদে আমরা হিংসা, অহংকার আর আত্মকেন্দ্রিকতাকে কোরবানি দিই।
ভালোবাসি মানুষকে, শ্রদ্ধা করি সম্পর্ককে – এই হোক আমাদের ঈদের প্রতিজ্ঞা।

আপনাদের ও আপনাদের পরিবারের জন্য রইল অশেষ দোয়া ও শুভকামনা।
ঈদ মোবারক! 🌙🐐❤️

হাকালুকি হাওর 🥰হাকালুকি হাওর বাংলাদেশের বৃহত্তম হাওর এবং দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ মিঠাপানির জলাভূমি।  এটি সিলেট ও মৌলভ...
17/05/2025

হাকালুকি হাওর 🥰
হাকালুকি হাওর বাংলাদেশের বৃহত্তম হাওর এবং দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ মিঠাপানির জলাভূমি। এটি সিলেট ও মৌলভীবাজার জেলার পাঁচটি উপজেলার বিস্তৃত এলাকা জুড়ে অবস্থিত, যার মোট আয়তন প্রায় ১৮,১১৫ হেক্টর। বর্ষাকালে এর বিস্তীর্ণ জলরাশি দেখে মনে হয়, এ যেন এক মহাসাগর। মাঝে মাঝে চোখে পড়ে জলে দণ্ডায়মান হিজল, তমালসহ নানা জলজ বৃক্ষ।

হাকালুকি হাওরের সৌন্দর্য

বর্ষাকালে: হাওরটি জলমগ্ন হয়ে পড়ে, যা নৌকা বা ছোট ট্রলার দিয়ে চলাচলের জন্য উপযুক্ত হয়ে ওঠে। এ সময় হিজল, তমালসহ নানা জলজ বৃক্ষের দৃশ্য মনোমুগ্ধকর হয়ে ওঠে।

শীতকালে: হাওরের পানি কমে গেলে বিস্তীর্ণ সবুজ ভূমি দেখা যায়, যা একেবারে অন্য এক দৃশ্যের জন্ম দেয়। এ সময় এখানে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির আগমন ঘটে, যা হাওরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে।

জীববৈচিত্র্য

হাকালুকি হাওর উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্যের ক্ষেত্রে বাংলাদেশের অন্যতম উল্লেখযোগ্য স্থান। এখানে প্রায় ৫২৬ প্রজাতির উদ্ভিদ রয়েছে, যার মধ্যে ১২০ প্রজাতির জলজ উদ্ভিদ অন্তর্ভুক্ত। এছাড়া, এখানে প্রায় ৪১৭ প্রজাতির পাখির বসবাস রয়েছে, যার মধ্যে ১১২ প্রজাতির অতিথি পাখি ও ৩০৫ প্রজাতির দেশীয় পাখি রয়েছে। বন্যপ্রাণীর মধ্যে ১৪১ প্রজাতি এবং জলজ প্রাণীর মধ্যে ১০৭ প্রজাতি মাছ পাওয়া যায়।

ভ্রমণ ও অভিজ্ঞতা

নৌকা ভ্রমণ: হাওরের সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে নৌকা ভ্রমণ অত্যন্ত আনন্দদায়ক। সকাল ও বিকেলে কুয়াশায় ঢাকা হাওরের মাঝ দিয়ে ধীরে ধীরে নৌকা ভাসিয়ে নিয়ে যাওয়া সত্যিই মনোমুগ্ধকর। সন্ধ্যার সূর্যাস্তের সময় পানির মধ্যে সূর্যের প্রতিচ্ছবি পর্যটকদের হৃদয়ে এক শান্তির অনুভূতি এনে দেয়।

গ্রামীণ জীবনযাত্রা: হাওরের আশপাশের গ্রামগুলোর জীবনযাত্রাও পর্যটকদের জন্য আকর্ষণীয়। এখানকার মানুষজন মাছ ধরা, গবাদি পশু পালন ও কৃষিকাজের সঙ্গে যুক্ত। স্থানীয়দের আতিথেয়তা ও দেশীয় খাবার যেমন পানিভরা পিঠা, শুঁটকি মাছ, হাঁসের মাংস পর্যটকদের মন জয় করে।

ভ্রমণের সেরা সময়

হাকালুকি হাওর ভ্রমণের জন্য নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস সবচেয়ে উপযুক্ত সময়। এই সময়ে এখানে প্রচুর অতিথি পাখি আসে, যা হাওরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে।

হাকালুকি হাওর প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের জন্য একটি আদর্শ গন্তব্য। এখানের অপূর্ব সৌন্দর্য ও জীববৈচিত্র্য আপনাকে মুগ্ধ করবে।

শুক্রবারে সারাদিন ঘোরাঘুরি করে মনটা ভাল হয়ে গেল।
10/05/2025

শুক্রবারে সারাদিন ঘোরাঘুরি করে মনটা ভাল হয়ে গেল।

By by Dhaka
27/04/2025

By by Dhaka

পাঁচ ভাই রেস্টুরেন্ট এর সকালবেলার আখনি খেতে সবাই চলে আসতাম।
19/04/2025

পাঁচ ভাই রেস্টুরেন্ট এর সকালবেলার আখনি খেতে সবাই চলে আসতাম।

সিলেটের ৩০টি সিএনজি স্ট্যান্ড ছাড়া বাকি সব অবৈধ: জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ,অনতিবিলম্বে এদের উচ্ছেদ করা হোক।
09/04/2025

সিলেটের ৩০টি সিএনজি স্ট্যান্ড ছাড়া
বাকি সব অবৈধ: জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ,
অনতিবিলম্বে এদের উচ্ছেদ করা হোক।

31/03/2025

ঈদ মোবারক
সিলেটের শাহী ঈদগাহে লক্ষ লক্ষ মুসল্লীর ঈদ জামাত 🤲✨

Address

Sylhet

Telephone

+8801777567679

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sylheti Traveller posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category