26/06/2025
নিজেও জানি না ঠিক কিসের অপেক্ষাতে প্রহর গুনছি, আর কিসের আশায় বা বেঁচে আছি, সব কিছুতে কেন এতো তীব্র শূন্যতা বিরাজ করছে, আমার ভিতরে.? কেন মনে হয় নিজের বলতে কিছু নেই আমার.? শত ভীড়ের মাঝেও কেন এতো বেশি একলা লাগে নিজেকে.? কোথায় আছি, কোথায় যাওয়া উচিত বুঝে উঠতে পারছি না কেন.? সবই যেন ধোঁয়াশা লাগে নিজের কাছে জানি না ঠিক কি করা দরকার, আমি যে নিজের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি চেষ্টা করেও আজ আমার সেই আমি টাকে খুঁজে পাচ্ছি না।